24/04/2025
এসি নিয়ে অনেকগুলো প্রশ্নের উত্তর এক সাথে দিলাম।
**ফিল্টার ক্লিন করার পরও এসিতে ঠান্ডা কম দিলে একজন টেকনিশিয়ান দিয়ে এসির গ্যাসের প্রেশার চেক করে নিন।
২২ নং গ্যাসের রানিং প্রেশার (যখন এসি চালু থাকে) ৫০- সর্বোচ্চ ৬০ পিএসআই
৪১০ নং গ্যাসের রানিং প্রেশার ১১০-১৩০ পিএসআই।
৩২ নং গ্যাসের রানিং প্রেশার ১২০-১৩০ পিএসআই।
**একটি ইনভার্টার এসি তার সেট টেম্পারেচার থেকে রুম টেম্পারেচারের ৪-৫ ডিগ্রির ব্যবধানে যে কুলিং দেয়, (নন ইনভার্টারের ক্ষেত্রে আউটডোর চালু থাকলেই হবে) তা হলো লো ফ্যান+কুল মোডে ৭-৯ ডিগ্রি।
মিড ফ্যান+কুল মোডে ৯-১১ ডিগ্রি।
হাই ফ্যান+কুল মোডে ১১-১৪ ডিগ্রি।
এয়ার গাইডার/এয়ার ব্লেডের একটু ভেতরে একটি থার্মোমিটার দিয়ে এই কুলিং মাপা হয়। অনেকে ডিজিটাল থার্মোমিটার দিয়ে মেপে থাকে, আমি এনালগ দিয়ে মেপে নিই।
**একটি ১ টনের এসির জন্য ১.৫/২.৫ আরএমের তার, ১.৫ টনের এসির জন্য ২.৫ আরএমের তার, ২-৩ টনের এসির জন্য ৪ আরএমের তার নিতে হয়।
**১টনের এসির সকেট ১৩ অ্যাম্পিয়ার, ১.৫ টনের এসির সকেট ১৬ অ্যাম্পিয়ার।
২টনের এসির সকেট ১৬ অ্যাম্পিয়ার।
**১ টনের জন্য ডাবল পোলের ব্রেকার ১০ অ্যাম্পিয়ার।
১.৫ টনের জন্য ডাবল পোলের ব্রেকার ১৬ অ্যাম্পিয়ার।
২টনের জন্য ডাবল পোলের ব্রেকার ২০ অ্যাম্পিয়ার।
**এসির আউটডোরের এঙ্গেল ১২০০-১৫০০ টাকা।
রেপিং টেপ-১০০ টাকা।
পিভিসি টেপ ৩০-৪০/- টাকা।
১টি রয়েল প্ল্যাগ+১টি নাট-বোল্ট প্রতি সেট ২০ টাকা।
হোয়াইট সিমেন্ট কেজি ৮০-১০০ টাকা।
**সাধারণত এসির ইনডোর+আউটডোর কানেকটিং পাইপের মিনিমাম লেন্থ হচ্ছে ১০ ফুট, ম্যাক্সিমাম ৩০ ফুট পর্যন্ত দেওয়া যেতে পারে। পাইপের লেন্থ ২০ ফুটের বেশি দিলে প্রতি ফুটের জন্য ৫-১০ গ্রাম গ্যাস দিতে হয়। ২০ ফুট পর্যন্ত গ্যাস দেওয়ার তেমন দরকার হয় না।
**চিকন+মোটা পাইপ ২টিকে একত্রে ১ ফুট ধরা হয়। প্রতি ফুট পাইপ+ইনসুলেশনের দাম ৪৫০-৭০০ টাকা ধরা হয়।
**এসির আউটডোর পাইপে আইস দেখেও এসির সমস্যা ধরা যায়। চিকন+মোটা ২ পাইপে আইস আসা মানে, ইনডোরের ফ্যান খারাপ, ইনডোর ফ্যান বন্ধ। ইনডোরের ফ্যানের বাতাস একেবারে কম। এভাপরোটে ময়লা থাকলেও এমন সমস্যা হয়।
মোটা পাইপে/সাকশন পাইপে আইস /বরফ আসা মানে ইনডোর ফ্যান দূর্বল, ইনডোরে অতিরিক্ত ডাস্ট।
চিকন পাইপে/ডিসচার্জ আইস/বরফ আসা মানে এসিতে গ্যাস কম, এসিতে লিকেজ আছে। চোকিং ও হতে পারে।
** যাদের এসির রিমোট নষ্ট, কপি রিমোট কিনতে পারবেন, ৪০০-৫০০ টাকার ভেতরে। কপি নিলে অনেকগুলোতে সুয়িং ফিচার কাজ করে না, বাকি সব ফিচার চলে ঠিকমতো।
** ইনডোরকে হাইড্রোওয়াশের সময় পানির স্পিড বেশি দেওয়া যাবে না, বেশি স্পিডে হাইড্রোওয়াশ করলে সুয়িং ব্লেডে সমস্যা হয়, ব্লেড টাল হয়, পরবর্তীতে এসি থেকে আওয়াজ হতে থাকে।
**যারা বারান্দায় এসির আউটডোর রাখেন, বাচ্চাদের হাতের নাগালে এসি থাকলে একটি Rccb লাগিয়ে নিতে পারেন। এতে করে এসি থেকে বেবিরা শক্ খাবে না। লিকেজ কারেন্ট রেটিং ৩০এমএ-এর গুলো বাসা/বাড়ির জন্য পারফেক্ট।