22/05/2025
যেই Asif Mahmud Shojib Bhuyain নাহিদ ইসলাম Md Sarjis Alam Hasnat Abdullah রা ঝড় বৃষ্টি উপেক্ষা করে বন্দুকের সামনে বুক চিতিয়ে দিয়ে তোমাদের স্বাধীন ভাবে বাচার রাস্তা খুলে দিয়েছে,
আজ তোমরা তাদেরকে প্রতিনিয়ত হয়রানী করছো,,
তারা জীবন বাজি না রাখলে হয়তো তারেক রহমান আর খালেদা জিয়ার সাক্ষাৎ ও সম্ভব হতোনা, চিকিৎসা তো অনেক দুরের কথা,
সালাহ উদ্দিন হয়তো এখনো ভারতের শিলৎ এই অবস্থানরত থাকতো ।
বাবর এর মত আরো অনেক এ হয়তো ১৪ শিক এর মধ্যে অথবা আয়না ঘরে থাকতো।
জাকির এর মতো সন্ত্রাসও তাদের ত্যাগের বিনিময়ে স্ত্রী সন্তান এর সাথে সুন্দর সময় পার করতেছে,,বিএনপির লাখো নেতা কর্মী যারা বিড়ালের মতো বাচতে পারা কে স্বর্গ হিসেবে মেনে নিয়ে ছিলো,
তাদের মুখে সকাল সন্ধা বাঘের গর্জন,🤕
অকৃতজ্ঞের দল।
রাজনৈতিক এর ক্ষেত্রে এক দল আরেক দল আর ভুল ধরবে এটাই স্বাভাবিক ।।
কিন্তু তাদেরকে হেনস্থ করা অপমান করা জাতির জন্য লজ্জাজনক।
এটা সাধারণ জনগণ ভালো চোখে দেখছেন না।