RK MEDIA

RK MEDIA এটা আমার নতুন পেজ লাইক দিবেন কিন্তু

 াম২০ টাকার মন্দির সম্বলিত নোট বয়কট করলাম,ব্যাংক, কাস্টমার বা কোন দোকান থেকে এই নোট আমি গ্রহণ করবো না।যার যার স্থান থেকে...
04/06/2025

াম
২০ টাকার মন্দির সম্বলিত নোট বয়কট করলাম,
ব্যাংক, কাস্টমার বা কোন দোকান থেকে এই নোট আমি গ্রহণ করবো না।
যার যার স্থান থেকে আওয়াজ তুলুন অটোমেটিক এই নোট বাতিল হয়ে যাবে।
মুসলমান হয়ে কিভাবে এই টাকা পকেটে রাখবো..??
✊প্রতিজ্ঞা করলাম এই টাকা গ্রহণ করবো না

্দিরের_ছবি_সম্বলিত_২০_টাকার_নোট

যেই  Asif Mahmud Shojib Bhuyain  নাহিদ ইসলাম     Md Sarjis Alam  Hasnat Abdullah    রা ঝড় বৃষ্টি উপেক্ষা করে বন্দুকের সা...
22/05/2025

যেই Asif Mahmud Shojib Bhuyain নাহিদ ইসলাম Md Sarjis Alam Hasnat Abdullah রা ঝড় বৃষ্টি উপেক্ষা করে বন্দুকের সামনে বুক চিতিয়ে দিয়ে তোমাদের স্বাধীন ভাবে বাচার রাস্তা খুলে দিয়েছে,
আজ তোমরা তাদেরকে প্রতিনিয়ত হয়রানী করছো,,
তারা জীবন বাজি না রাখলে হয়তো তারেক রহমান আর খালেদা জিয়ার সাক্ষাৎ ও সম্ভব হতোনা, চিকিৎসা তো অনেক দুরের কথা,
সালাহ উদ্দিন হয়তো এখনো ভারতের শিলৎ এই অবস্থানরত থাকতো ।
বাবর এর মত আরো অনেক এ হয়তো ১৪ শিক এর মধ্যে অথবা আয়না ঘরে থাকতো।
জাকির এর মতো সন্ত্রাসও তাদের ত্যাগের বিনিময়ে স্ত্রী সন্তান এর সাথে সুন্দর সময় পার করতেছে,,বিএনপির লাখো নেতা কর্মী যারা বিড়ালের মতো বাচতে পারা কে স্বর্গ হিসেবে মেনে নিয়ে ছিলো,
তাদের মুখে সকাল সন্ধা বাঘের গর্জন,🤕
অকৃতজ্ঞের দল।
রাজনৈতিক এর ক্ষেত্রে এক দল আরেক দল আর ভুল ধরবে এটাই স্বাভাবিক ।।
কিন্তু তাদেরকে হেনস্থ করা অপমান করা জাতির জন্য লজ্জাজনক।
এটা সাধারণ জনগণ ভালো চোখে দেখছেন না।

মসজিদের জন্য জমিটা সবার পছন্দ। সবাই মিলে ধরল। মালিক প্রথমে বিক্রি করতে অস্বীকৃতি জানালেও পরে কী ভেবে রাজি হয়ে অকল্পনীয় চ...
21/05/2025

মসজিদের জন্য জমিটা সবার পছন্দ। সবাই মিলে ধরল। মালিক প্রথমে বিক্রি করতে অস্বীকৃতি জানালেও পরে কী ভেবে রাজি হয়ে অকল্পনীয় চড়াদাম হাঁকলেন।

এলাকাবাসী অনেক অবদার অনুরোধ করল। মালিক অনঢ়। সবাই বাধ্য হয়ে রাজি হলেন।

রেজিস্ট্রির দিন সবাইকে অবাক করে লোকটা মসজিদের জন্য জমিটা আল্লাহর ওয়াস্তে ওয়াকফ করে দিলেন।

জমি কেনার জন্য জমাকৃত অর্থ, মসজিদের নির্মাণ কাজে ব্যয় করার পরামর্শ দিলেন।

ঘটনা বৃহস্পতিবারের।
পরদিন জুমাবারে মানুষটা ইন্তেকাল করলেন।

সংগৃহীত।

সব সত্যের পেছনে আরেকটা সত্য থাকে।বাবাকে কু'পিয়ে হ*ত্যা করা মেয়েটা প্রথম থেকেই একটু উশৃংখলভাবে চলাফেরা করতো। বাবা প্রথমে ...
10/05/2025

সব সত্যের পেছনে আরেকটা সত্য থাকে।

বাবাকে কু'পিয়ে হ*ত্যা করা মেয়েটা প্রথম থেকেই একটু উশৃংখলভাবে চলাফেরা করতো। বাবা প্রথমে কিছুটা বাঁধা দিতেন কিন্তু মেয়ে মানতে চাইতো না।

বাবা আব্দুস সাত্তার ভাবতেন- থাক মেয়ে বড় হয়েছে এখন আর এতকিছু না বলি।

এর কিছুদিন পরই বাবা খেয়াল করেন তার মেয়ে তার আরও দুই বান্ধবীকে তাদের সাভারের ফ্ল্যাট বাসায় সাবলেট থাকার জন্যে নিয়ে আসে।

আব্দুস সাত্তার প্রথমে কিছু বলেননি। ভেবেছিলেন মেয়ের বান্ধবীই হবে হয়তো, বাসায় থাকুক সমস্যা কি!

আব্দুস সাত্তার তাদের জন্য রুম ছেড়ে দিয়ে নিজে কষ্ট করে ডাইনিং রুমে থাকতেন। মেয়ের বান্ধবীরা ডাইনিং রুমে থাকবে এতে মেয়ের সম্মান নষ্ট হবে তাই নিজেই থাকতেন।

মেয়েটাকে অনেক আদর করতেন তাই মেয়ের কষ্ট সইতে পারতেন না।

তার কিছুদিন পর বাবা লক্ষ্য করেন মেয়েসহ তার ওই বান্ধবীরা ড্রা'গস নিচ্ছে, উ'গ্র আচরণ করছে। এটা দেখার পর তিনি মনে মনে অনেক কষ্ট পান।

মেয়েকে এসব ছেড়ে দিতে বলেন। সাথে মেয়ের বান্ধবীরা যাতে সাবলেট বাসা থেকে চলে যায় সেটা বলেন।

বান্ধবীদের বাসা ছেড়ে যেতে বলায় মেয়ে প্রচন্ড রেগে যায়। কথা কাটাকাটি হয় এমনকি মেয়ে একপর্যায়ে বাবার গায়ে হাত তুলতেও আসে।

বাবা কি করবেন বুঝতে না পেরে এর মধ্যে একবার থানায়ও গিয়েছিলেন। মেয়ের নামে জিডি করিয়েছিলেন যাতে অন্তত এ বিপথ থেকে মেয়েটা ফিরে আসে।

কিন্তু মেয়ের কোন উন্নতি ঘটে না। দিনদিন আরও উ'গ্রতা বাড়তে থাকে। বাবা আব্দুস সাত্তারও সীমাহীন কষ্ট নিয়েই ডাইনিং রুমে থেকে দিন পার করতে থাকেন।

এভাবেই আরও কিছু দিন কেটে যায়। বান্ধবীদের সাথে এতটা ঘনিষ্ঠভাবে থাকাটা ধীরে ধীরে সন্দেহের সৃষ্টি করে বাবা আব্দুস সাত্তারের মনে।

তিনি একরাতে মেয়েকে ডাকতে যাওয়ার সময় দুই বান্ধবী এবং মেয়েকে রুমে আপত্তিকর অবস্থায় দেখতে পান।

মানে দুটো বান্ধবী এবং তার মেয়ে লে'সবিয়ান ছিল। ছেলেদের প্রতি কোন আকর্ষণ ছিল না তাদের।
বাবা আব্দুস সাত্তারকে ডাইনিং এ রেখে এতদিন অ'নৈতিক সম্পর্কে লিপ্ত ছিল মেয়ে এবং বান্ধবীরা।

এবারে বাবা প্রচন্ড কষ্ট পান এবং মেয়েকে তখন বলেন তার বান্ধবীরা যেন এ বাসা থেকে ইমিডিয়েট চলে যায়।

মেয়ে এবারেরও রেগে যায়। তাদের মধ্যে কথা কাটাকাটি এবং হাতাহাতি হয়।

আব্দুর সাত্তার ঘনিষ্ঠ কয়েকজনের কাছে একথা শেয়ার করে সমাধানও চান কিন্তু কোন সুরাহা হয়না।

অন্যদিকে মেয়ে বুঝতে পারে তার বাবা তাদের এ অনৈতিক সম্পর্ক এবং নে:শা

27/03/2025

ভিডিওটি সবাই শেয়ার করবেন প্লিজ

সাদা মাটা এই ছবিটার ওজন কত? একজন  ধ'র্ষি'তা  মেয়ে দাঁড়িয়ে আছে বাবার  স'মা'ধির  সামনে। যেই বাবা তার মেয়ের  ধ'র্ষ'ণের ...
17/03/2025

সাদা মাটা এই ছবিটার ওজন কত?
একজন ধ'র্ষি'তা মেয়ে দাঁড়িয়ে আছে বাবার স'মা'ধির সামনে।
যেই বাবা তার মেয়ের ধ'র্ষ'ণের বিচার চাইতে গিয়ে খু'ন হয়েছে।
কত সমুদ্র কালি কলমে ভরলে এই ছবিটার ব্যাখ্যা করা যাবে?
বরগুনার মন্টু দাস, যিনি মেয়ের স'তী'ত্ব ও জী'ব'ন একই দিনে হারিয়েছেন।

আ'হা'রে মানুষ...!

13/03/2025

ভিডিও তে দেখা যাচ্ছে একটি শিশু বাচ্চাকে ধর্ষণের চেষ্টা করছে এক বৃদ্ব সে সময় সিসি ক্যামেরা দেখে একটি বোন দৌড়ে আসেন এবং ধর্ষক নামক হায়না কে আটক করেন জনগণ📣


সত্যি ভাষা হারিয়ে ফেলেছি ভিডিও ক্লিপ'টি দেখার পড়ে🥺

আপনারা আপনাদের বাচ্চাদের সাবধানে রাখবেন কিছু দুষ্টু লোক হায়নার চোখে দেখছে আপনার আদরের সন্তান'কে আর সুযোগে'র অপেক্ষা করছে গিলে খাওয়ার জন্য তাই সতর্ক হোন বাচ্চার খেয়াল রাখুন!
✅একটি ভূল সারা জীবনে,র কান্না, আপনার একটু অসচেতনা'ই কেড়ে নিতে পারে আপনার সন্তানের প্রাণ ঘটে যেতে পারে যেকোন দূর্ঘটনা🥺

Address

গাজীপুর
Dhaka

Website

Alerts

Be the first to know and let us send you an email when RK MEDIA posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share