
22/07/2025
আচ্ছা, বড়লোকদের বউদের কখনো দেখছেন স্বামীর বাড়ি ছেড়ে চলে যেতে?কিন্তু, আপনি জানেন—অধিকাং বড়লোকের বউরাই প্রতি রাতে স্বামীর হাতে মার খায়।
তারপর সকালে উঠে মেকআপ দিয়ে সব কিছু ঢেকে ফেলে।
মুখে হেসে আবার ক্যামেরার সামনে দাঁড়ায়।"
"তাদের দেখে আপনি হয়তো বলবেন, 'বাহ্, কী সুখের সংসার!'
কিন্তু আপনি জানেন না, টাকা কখনোই নারীকে সম্মান দিতে শেখায় না—
শুধু মুখ বন্ধ রাখতে শেখায়।"
🎭
"এ সমাজ নারীর কান্না বোঝে না, বোঝে তার সাজ।
এখানে নারীদের আসল চরিত্র বিচার হয় তার স্বামীর ব্যাংক ব্যালেন্সে।
যত টাকা, তত 'সহ্য'!"
"আর পুরুষ?
পকেটে টাকা থাকলেই মনে করে, সবকিছু তাদের জন্য জায়েজ।
মান-অপমান, অধিকার, সম্মান—সব যেন কিনে নেওয়ার জিনিস।"
💔
"কিন্তু তাদের বলি—
পকেটে টাকার সাথে সাথে নারীদের সম্মান করতে শিখো।
কারণ তারা ‘মেয়ে’ না—তারা ‘মায়ের’ই জাত।
যাকে তুমি ভালোবাসতে ব্যর্থ হলে, একদিন তোমার মেয়েও কারো কাছে অবহেলিত হবে।"
"সমাজ বদলাতে হলে, টাকা নয়—চরিত্র বড় করো।
কারণ টাকা দিয়ে সংসার কেনা যায়, কিন্তু সম্মান—তা শুধু ভালোবাসা দিয়ে অর্জন করতে হয়।"
মেয়েরা, মনে রেখো—তোমার সহ্যশক্তি তোমার গুণ, কিন্তু সেটা যেন তোমার অপমানের রাস্তা না হয়।
ভালোবাসো, কিন্তু নিজের সম্মানটাকে ভালোবাসার আগে রাখো।
কারণ তুমি শুধু স্ত্রী না, তুমি একটা আস্ত পৃথিবী।
কলমে-তাহমিনা আক্তার লিলি।