Dear lily

Dear lily Our main target is your satisfaction. please stay with us........
(1)

আচ্ছা, বড়লোকদের বউদের কখনো দেখছেন স্বামীর বাড়ি ছেড়ে চলে যেতে?কিন্তু, আপনি জানেন—অধিকাং বড়লোকের বউরাই প্রতি রাতে স্বামীর ...
22/07/2025

আচ্ছা, বড়লোকদের বউদের কখনো দেখছেন স্বামীর বাড়ি ছেড়ে চলে যেতে?কিন্তু, আপনি জানেন—অধিকাং বড়লোকের বউরাই প্রতি রাতে স্বামীর হাতে মার খায়।
তারপর সকালে উঠে মেকআপ দিয়ে সব কিছু ঢেকে ফেলে।
মুখে হেসে আবার ক্যামেরার সামনে দাঁড়ায়।"

"তাদের দেখে আপনি হয়তো বলবেন, 'বাহ্, কী সুখের সংসার!'
কিন্তু আপনি জানেন না, টাকা কখনোই নারীকে সম্মান দিতে শেখায় না—
শুধু মুখ বন্ধ রাখতে শেখায়।"

🎭
"এ সমাজ নারীর কান্না বোঝে না, বোঝে তার সাজ।
এখানে নারীদের আসল চরিত্র বিচার হয় তার স্বামীর ব্যাংক ব্যালেন্সে।
যত টাকা, তত 'সহ্য'!"

"আর পুরুষ?
পকেটে টাকা থাকলেই মনে করে, সবকিছু তাদের জন্য জায়েজ।
মান-অপমান, অধিকার, সম্মান—সব যেন কিনে নেওয়ার জিনিস।"

💔
"কিন্তু তাদের বলি—
পকেটে টাকার সাথে সাথে নারীদের সম্মান করতে শিখো।
কারণ তারা ‘মেয়ে’ না—তারা ‘মায়ের’ই জাত।
যাকে তুমি ভালোবাসতে ব্যর্থ হলে, একদিন তোমার মেয়েও কারো কাছে অবহেলিত হবে।"

"সমাজ বদলাতে হলে, টাকা নয়—চরিত্র বড় করো।
কারণ টাকা দিয়ে সংসার কেনা যায়, কিন্তু সম্মান—তা শুধু ভালোবাসা দিয়ে অর্জন করতে হয়।"

মেয়েরা, মনে রেখো—তোমার সহ্যশক্তি তোমার গুণ, কিন্তু সেটা যেন তোমার অপমানের রাস্তা না হয়।
ভালোবাসো, কিন্তু নিজের সম্মানটাকে ভালোবাসার আগে রাখো।
কারণ তুমি শুধু স্ত্রী না, তুমি একটা আস্ত পৃথিবী।


কলমে-তাহমিনা আক্তার লিলি।

*"আমার ছোট ভাই গতকাল মাইলস্টোন থেকে হাসপাতাল আনার ১০ মিনিটের মধ্যেই মারা যায়।আপনারা জানেন কেন?প্লেন ক্র্যাশে না, কোনো প্...
22/07/2025

*"আমার ছোট ভাই গতকাল মাইলস্টোন থেকে হাসপাতাল আনার ১০ মিনিটের মধ্যেই মারা যায়।
আপনারা জানেন কেন?
প্লেন ক্র্যাশে না, কোনো প্রাকৃতিক দুর্যোগেও না।
আমার ভাই মারা গেছে শুধুমাত্র এই জন্য, কারণ তাকে সময়মতো হাসপাতালে নিতে পারিনি।

রাস্তা বন্ধ করে, শোডাউন করে, ‘ভিডিও’ করে আপনারা যারা আনন্দে ব্যস্ত ছিলেন—আপনাদের সেই পশুর দলের কারণে আমি আমার ভাইকে সময়মতো হাসপাতালে পৌঁছাতে পারিনি।
আর ৪০ মিনিট আগে পৌঁছাতে পারতাম, কিন্তু আপনারা রাস্তা আটকে রেখেছিলেন।
আমার ভাইটা আমার কোলে জ্বলন্ত শরীরে কাঁপছিল, আমি কাঁদতে কাঁদতে আপনাদের কাছে সাহায্য চেয়েছি।
আপনারা কি মানুষ?

আপনারা ক্লাস বাদ দিয়ে যে জমায়েত করেছিলেন, সেই জমায়েতে একজনেরও মন গলেনি!
'হাসপাতালে নিয়ে লাভ নাই'—এমন কথাও বলেছে কেউ কেউ!
যদি আমি সুস্থ অবস্থায় থাকতাম, যে এটা বলেছে, তার সামনেই ওখানেই তাকে… (শব্দটি সংযত রাখা হলো)।

আপনি যিনি রিকশা ভাড়া নিয়েছেন ৩০০ টাকা,
আপনি যিনি ২ লিটার ঠাণ্ডা পানির দাম রেখেছেন ৫০০ টাকা—
আপনারা সবাই এই অন্যায় মুনাফা আর নিষ্ঠুরতার অংশীদার।
আপনারা যারা রাস্তা আটকে রাখলেন, ভিডিও করলেন, কৌতূহলী ভিড় করলেন—
আপনাদের প্রত্যেককে আল্লাহ এমন কঠিন শাস্তি দিবেন, যা আমার ভাইয়ের পুড়ে মারা যাওয়ার কষ্ট থেকেও ভয়ানক হবে।

ডাক্তার বলেছে, ‘ওকে যদি আরও ১০–১৫ মিনিট আগে আনা যেতো, তাহলে হয়তো বেঁচে যেতো।’
এই কথাটা এখনো কানে বাজে।
আমি নিজেই বাঁচতে পারছি না।
আমার মা-বাবা নেই। আমি একা বড় হয়েছি। আমি আমার ভাইকে পড়িয়েছি, বড় করছিলাম।
ও আমার জীবনের একমাত্র আপনজন ছিল।

আমি ছুটে গিয়েছিলাম শুধু একটা গেঞ্জি, একটা প্যান্ট, স্মার্ট ওয়াচ আর ফোন নিয়ে।
জল কিনতে, রিকশা ভাড়া দিতে আমি আমার স্মার্ট ওয়াচ ২০০০ টাকায় বিক্রি করে দিয়েছি।
কারণ, বিপদের সময় মানিব্যাগ নিয়ে বের হইনি।
আমি অনুরোধ করেছিলাম—বিকাশ থেকে ক্যাশ আউট করে আপনাদের দ্বিগুণ দিয়ে দেব।
আপনারা বলেছিলেন, বিশ্বাস নেই, দেবেন না।
আমার পোড়া ভাইকে অ্যাম্বুলেন্সে জায়গা দেননি আপনারা।
ফায়ার সার্ভিস, আর্মি, অনেকে ব্যস্ত ছিল বাচ্চাদের বাঁচাতে, আর আপনারা ১০০–২০০–৩০০ জন দাঁড়িয়ে ছিলেন শুধু ভিডিও করার জন্য!

এই দুনিয়ায় আমি একা হয়ে গেলাম।

আল্লাহ তোমাদের সবাইকে কঠিনতম শাস্তি দেবেন—এই আমার দোয়া।"**

---

Speechless 😶
Post collected from NSU Faculty Course & Grade Analysis 2.0

---

এই ঘটনাটা শুধু হৃদয়বিদারক না, এটা একটা সমাজের অসাড়তা ও নিষ্ঠুরতার নগ্ন উদাহরণ। আল্লাহ সেই ভাইটাকে জান্নাত নসীব করুন এবং ভাইয়ের বড় ভাইটাকে এই শোক সহ্য করার শক্তি দিন। 🤲

A reminder for me : মানুষকে যখন  বিপদ স্পর্শ করে, তখন সে শুয়ে, বসে ও দাঁড়িয়ে (সর্বাবস্থায়) আমাকে ডাকে। তারপর আমি যখন তার...
22/07/2025

A reminder for me :
মানুষকে যখন বিপদ স্পর্শ করে, তখন সে শুয়ে, বসে ও দাঁড়িয়ে (সর্বাবস্থায়) আমাকে ডাকে।

তারপর আমি যখন তার বিপদ দূর করে দেই, তখন সে এমনভাবে চলে যেন সে কখনও কোনও বিপদের জন্য আমাকে ডাকেইনি !"

@ সূরা ইউনুস - ১২।

🖤🖤🖤🖤

একসাথে ৭০টা মেয়ে ইমপ্রেস করা পুরুষত্ব নয়।একটা মেয়ের সাথে ৭০ বছর একসাথে থাকাই হলো পুরুষত্ব।পুরুষ হওয়া মানে দিনের শেষে এক ...
22/07/2025

একসাথে ৭০টা মেয়ে ইমপ্রেস করা পুরুষত্ব নয়।
একটা মেয়ের সাথে ৭০ বছর একসাথে থাকাই হলো পুরুষত্ব।
পুরুষ হওয়া মানে দিনের শেষে এক নারীর কাঁধে মাথা রেখে সব ক্লান্তি ভুলে যাওয়া।
পুরুষ হওয়া মানে এমন একজন হওয়া, যার উপর একটা মেয়ে চোখ বন্ধ করে ভরসা রাখতে পারে — কারণ সে জানে, এই মানুষটা কখনও তার হাত ছেড়ে দেবে না।

পুরুষত্ব মানে একটা মেয়ের দুঃসময়ে তার ঢাল হয়ে দাঁড়ানো,
তার না বলা কথাগুলোও বুঝে ফেলা,
আর জীবনের প্রতিটা ওঠানামায় তার পাশে ছায়া হয়ে থাকা।

পুরুষত্ব কোনো বাহ্যিক শক্তিতে না,
পুরুষত্ব হলো সেই চরিত্রে,
যেখানে কথা আর দায়িত্ব একসাথে চলে।

আজকের এই সময়ে দাঁড়িয়ে,
যদি তুমি একজন নারীর পাশে থাকতে পারো—
তার ভালো–মন্দ, রাগ–অভিমান সবকিছুর মাঝে তাকে বুঝে যেতে পারো,
তবে তুমি সত্যি একজন ‘পুরুষ’

কলমে-তাহমিনা আক্তার লিলি।

ঘটনাস্থলের পাশের দোকানগুলো গতকাল ২ লিটার পানি ৬০০ টাকা বিক্রি করেছে, কারণ পোড়া স্থানে ঠান্ডা পানি আরাম লাগে। চিন্তা করতে...
22/07/2025

ঘটনাস্থলের পাশের দোকানগুলো গতকাল ২ লিটার পানি ৬০০ টাকা বিক্রি করেছে, কারণ পোড়া স্থানে ঠান্ডা পানি আরাম লাগে। চিন্তা করতে পারেন এরা ও মানুষ 😡।
আসলে কিছু মানুষ দেখতে মানুষের মত হলেও ওরা জানোয়া*রের চেয়ে নিকৃষ্ট।

আত্মার ব্যথা...ঔষধ দিয়ে সারানো যায় না। এটা শরীরের কোনো অঙ্গ না, যেটা এক গ্লাস পানি খেয়ে কিংবা একটা পেইনকিলার খেয়ে ঠিক হয়...
22/07/2025

আত্মার ব্যথা...ঔষধ দিয়ে সারানো যায় না। এটা শরীরের কোনো অঙ্গ না, যেটা এক গ্লাস পানি খেয়ে কিংবা একটা পেইনকিলার খেয়ে ঠিক হয়ে যাবে।
এই ব্যথা মানুষ বুঝে, ডাক্তার না।
এই ব্যথা চোখে দেখা যায় না, কিন্তু বুকের ভিতর একেকদিন আগুন হয়ে পোড়ে।
আর সবচেয়ে ভয়ংকর বিষয় কী জানেন?
এই ব্যথা আপনি কাউকে দেখাতেও পারবেন না, বলতেও পারবেন না।
কারণ সবাই জিজ্ঞেস করবে— 'কি হয়েছে?'
আর আপনি বলবেন— 'কিছু না। ঠিক আছি।'

হয়তো কেউ চলে গেছে, যাকে ছাড়া জীবন কল্পনাই করতেন না।
হয়তো কেউ এমন কথা বলেছে, যেটা আপনাকে ভেতর থেকে ভেঙে দিয়েছে।
হয়তো আপনি নিজেই নিজের কাছেই হেরে গেছেন বারবার।
এই ব্যথাগুলো শরীরের না— আত্মার।
আর আত্মার ব্যথার কোনো এক্স-রে হয় না, প্রেসক্রিপশন হয় না।

এই ব্যথা সারাতে সময় লাগে…
একাকীত্ব লাগে…
কিছু অশ্রু…
আর অনেকগুলো নিঃশ্বাস…

তাই যদি কারো হাসির আড়ালে কষ্ট লুকানো থাকে—
তাকে একটু বুঝতে চেষ্টা করুন।
কারণ আত্মার ব্যথা শুধু অনুভব করা যায়…
চিকিৎসা করা যায় না।


কলমে-তাহমিনা আক্তার লিলি

একজন জ্ঞানী মানুষ একবার বলেছিলেন:"সবচেয়ে বিপজ্জনক রাগ আসে একজন ভালো মনের মানুষ থেকে।তারা রাগ চেপে রাখে, শান্ত থাকে, ক্ষ...
22/07/2025

একজন জ্ঞানী মানুষ একবার বলেছিলেন:
"সবচেয়ে বিপজ্জনক রাগ আসে একজন ভালো মনের মানুষ থেকে।তারা রাগ চেপে রাখে, শান্ত থাকে, ক্ষমা করে যায়—
কিন্তু একদিন এমন একটা সময় আসে, যখন তারা আর সহ্য করতে পারে না।
একজন ভালো মানুষকে কখনোই অতিরিক্ত চাপ দিও না।"**

A wise man once said:
The most dangerous angercome from someone with a good heart. they hold it in, stay calm,and forgive,until one day,they cant anymore.
Dont push a good person too far.

যেই ম্যাডাম নিজের দগ্ধ শরীর নিয়ে ২০+বাচচা ক্লাস থেকে বেড় করে বাচিয়েছিলেন তিনি কিছুক্ষণ আগে মারা গেছেন। ইন্না-লিল্লাহ ওয়া...
21/07/2025

যেই ম্যাডাম নিজের দগ্ধ শরীর নিয়ে ২০+বাচচা ক্লাস থেকে বেড় করে বাচিয়েছিলেন তিনি কিছুক্ষণ আগে মারা গেছেন। ইন্না-লিল্লাহ ওয়াইন্নাইলাইহি রাজিওন।

"সন্তানকে মারলে চুপ থাকে, কথা শুনে। না মারলে পড়তে বসে না, কথা শুনে না।"এই লাইনটা আমরা প্রতিদিনই শুনি।কিন্তু আপনি কি জানে...
21/07/2025

"সন্তানকে মারলে চুপ থাকে, কথা শুনে। না মারলে পড়তে বসে না, কথা শুনে না।"

এই লাইনটা আমরা প্রতিদিনই শুনি।
কিন্তু আপনি কি জানেন — প্রতিদিন মারতে মারতে একটা শিশু এক সময় একরোখা হয়ে যায়?
সে তখন আর ঠিক-ভুল বুঝে কাজ করে না।
সে শুধু ভাবে — ‘আম্মু-আব্বু তো যাই করি, মেরেই ফেলবে... তাহলে আমি নিজের মতই করবো।’

একটা সময় তার ভয় তৈরি হয়, কথা বললে বকা খাবে, খেললে মার খাবে, একটু দেরি হলে চড় আসবে।
এই ভয়টা প্রথমে তাকে চুপ করায়... কিন্তু ধীরে ধীরে সেই ভয়ই অভ্যেস হয়ে যায়।

এমন একটা সময় আসে যখন সেই ভয়টাও আর কাজ করে না।
সে তখন নিজের ভেতর একটা দেয়াল তুলে ফেলে।
আপনার সামনে ভদ্র, চুপচাপ, কিন্তু ভেতরে সে আপনাকে আপন করে নিতে পারে না আর।

আসলে শিশুরা ভয় পেলে নয়, বোঝালে শেখে।
ভালোবাসা পেলে বদলায়।
একটা গাছ যেমন সময় আর যত্ন চাই —
তেমনি একটা বাচ্চাও প্রতিদিন একটু একটু করে গড়ে ওঠে, আদরে, ভালোবাসায়, বোঝাপড়ায়।

তাকে যদি প্রতিদিন ছোট ছোট কথা বোঝান, সময় দিন, ভালোবেসে বলেন —
সে একদিন এমনিই আপনার বলা পথে চলবে।

মার খেয়ে বড় হলেও অনেক সময় মানুষ বড় হয় কেবল দেহে, মনে নয়।
আর সেই অপূর্ণ মনের মানুষটাই হয়ে ওঠে ভবিষ্যতের কঠিন স্বভাবের অভিভাবক।

"ভালোবাসা দিয়ে গড়ে তুলুন সন্তানের মন।
ভয় নয়, বোঝাপড়াই হোক অভিভাবকত্বের আসল পরিচয়।"

কলমে-তাহমিনা আক্তার লিলি।

ভূল করবে রা'ষ্ট্র আর খেসারত দিবে সাধারণ জনগণ। বাহ কি চমৎকার আCODA সিস্টেম 🤮যেখানে মানুষের জীবন এর কোনো মূল্যই নাই।পারবে ...
21/07/2025

ভূল করবে রা'ষ্ট্র আর খেসারত দিবে সাধারণ জনগণ।
বাহ কি চমৎকার আCODA সিস্টেম 🤮
যেখানে মানুষের জীবন এর কোনো মূল্যই নাই।পারবে বড়জোর কিছু আর্থিক সহায়তা
HOW FUNNY😡😡😡😡

🖤মাইলস্টোন ট্রাজেডি🖤এদের অভিভাবক খুজে দিন🖤ন্যাশনাল বার্ন এন্ড প্লাস্টিক সার্জারি ইন্সটিটিউটের আইসিউ এর আপডেট লিস্ট। এদের...
21/07/2025

🖤মাইলস্টোন ট্রাজেডি
🖤এদের অভিভাবক খুজে দিন🖤
ন্যাশনাল বার্ন এন্ড প্লাস্টিক সার্জারি ইন্সটিটিউটের আইসিউ এর আপডেট লিস্ট। এদের কয়েকজনের অভিভাবককে এখনো পাওয়া যায় নি।
প্লিজ সবাই একটু শেয়ার করে এই বাচ্চাদের অভিভাবকদের খুঁজে পেতে সাহায্য করুন🙏🙏🙏

তথ্যসূত্র : প্ল্যাটফর্ম অব মেডিকেল এন্ড ডেন্টাল সোসাইটি।
*জরুরী*

আমরা অনেকেই হয়তো ভাবি, ঘুম খুব আরামের একটা জিনিস।কিন্তু সত্যিটা কি জানেন?ঘুম কোনো বিলাসিতা না  এটা বাঁচার জন্য দরকার।ঘুম...
21/07/2025

আমরা অনেকেই হয়তো ভাবি, ঘুম খুব আরামের একটা জিনিস।কিন্তু সত্যিটা কি জানেন?ঘুম কোনো বিলাসিতা না এটা বাঁচার জন্য দরকার।ঘুম আরামের বিষয় না, ঘুম একটা সার্ভাইভাল টুল।
আপনি খেতে পারেন, চলতে পারেন… কিন্তু ঘুম ছাড়া আপনি বেশিদিন টিকবেন না।

📌 ঘুম হচ্ছে আমাদের ব্রেইনের সফটওয়্যার আপডেটের মতো।
দিনভর আপনি যা শিখেছেন, যা দেখেছেন, যা অনুভব করেছেন — সব ঘুমের মধ্যেই প্রসেস হয়।
ঘুম হলেই শরীর নিজেকে রিপেয়ার করে, রোগ প্রতিরোধ শক্তি তৈরি করে।
❗ আপনি যদি টানা ৪দিন না ঘুমান তাহলে আপনার শরীরে কি হতে পারে চলুন জেনে নেই---

🕐 প্রথম ২৪ ঘণ্টা (১ দিন):

কর্টিসল (স্ট্রেস হরমোন) বেড়ে যায়

মনোযোগ, রিফ্লেক্স টাইম ও ডিসিশন মেকিং কমে যায়

শরীর ইনফ্লেমেশন শুরু করে

চোখ শুকিয়ে যায়, চেহারায় ক্লান্তি ফুটে ওঠে

🧠 বিজ্ঞান বলে: ২৪ ঘণ্টা না ঘুমালে, আপনি একজন সেবার মত নেশাগ্রস্ত ব্যক্তির মতো আচরণ করতে পারেন!

🕑 ৪৮ ঘণ্টা (২ দিন):

স্মৃতি দুর্বল হয়

কথাবার্তায় অস্পষ্টতা আসে

আবেগের উপর নিয়ন্ত্রণ হারান

হরমোন ব্যালেন্স নষ্ট হয়

ক্ষুধা বাড়ে কিন্তু পাচনক্ষমতা কমে যায়

📌 ডোপামিন বেড়ে যায়, মানে আপনি সাময়িকভাবে হাই ফিল করবেন… কিন্তু এটা একটা ফাঁদ।
পরবর্তী ধাপে শরীর ধসে পড়ে।

🕒 ৭২ ঘণ্টা (৩ দিন):

আপনি বাস্তব আর কল্পনার পার্থক্য ভুলে যাবেন

হ্যালুসিনেশন, ভয়ংকর দুঃস্বপ্ন বা বিভ্রম শুরু হয়

সিদ্ধান্ত নিতে পারেন না, এমনকি রাস্তা পার হতেও ভয় লাগে

ব্রেইন স্টার্ট করে “মাইক্রো স্লিপ” — আপনি হঠাৎ ২-৩ সেকেন্ডের জন্য অজ্ঞান হয়ে যান

🕓 ৯৬ ঘণ্টা (৪ দিন):

শরীর আর ব্রেইনের কানেকশন বিচ্ছিন্ন হতে শুরু করে

আপনি “স্লিপ ডিপ্রাইভড সাইকোসিস”-এ ভুগতে পারেন

কেউ কেউ নিউরোলজিক্যাল ড্যামেজ পর্যন্ত পেয়ে যান

হৃৎপিণ্ডের গতি অনিয়মিত হয়ে যায়, হার্ট অ্যাটাকের ঝুঁকি বেড়ে যায়

রোগ প্রতিরোধ ক্ষমতা একদম নিচে নেমে আসে — আপনার শরীর নিজেই ভাইরাস, ব্যাকটেরিয়াকে আমন্ত্রণ জানায়

📢 WHO (World Health Organization) বলছে —
প্রতি বছর লাখ লাখ মানুষ ঘুমজনিত সমস্যার কারণে অবসাদ, হৃদরোগ, ডিপ্রেশন, এমনকি আত্মহত্যার মত চূড়ান্ত অবস্থায় চলে যায়।

তাই রাতের সেই একটা অতিরিক্ত সিনেমা,
তাই অকারণে সোশ্যাল মিডিয়ায় স্ক্রল করা,
তাই রাতভর ফোনে গল্প করা...
সবকিছু আসলে আপনার শরীরের বিরুদ্ধে এক একটা নীরব যুদ্ধ।

ঘুমান… কারণ ঘুম মানে বেঁচে থাকা।
ঘুমান… কারণ আপনি deserve করেন ভালো থাকা।

ঘুম কোনো বিলাসিতা না, এটা আপনার শরীরের অধিকার।


✍️কলমে-তাহমিনা আক্তার লিলি।

Address

Dhaka

Telephone

01677885378

Website

Alerts

Be the first to know and let us send you an email when Dear lily posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Dear lily:

Share