20/10/2025
জীবনে সব কিছুই সঠিক পরিবেশের ওপর নির্ভর করে। কখনও কখনও আমাদের প্রয়োজন শুধু সঠিক জায়গা খুঁজে বের করা। তার প্রমান সিরাজগঞ্জের তাড়াশ উপজেলার বারুহাস ইউনিয়নের ক্ষীরা 🥒
এ এলাকার মাটিতে ধান/গম ও অন্যান্য ফসল ভালো না হওয়ায় স্থানীয়রা এ মাটিকে বলে 'কোড়া মাটি' অর্থ অনুর্বর মাটি।
কিন্তু ক্ষীরার জন্য এই খারাপ মাটিই একেবারে স্বর্গের মতো। কোড়া মাটিতে উৎপাদিত মিষ্টি মোলায়েম এ ক্ষীরা বদলে দিয়েছে বারুহাসের অর্থনৈতিক মানচিত্র💲