GKs Vlogs BD

GKs Vlogs BD ♦️ Hey Everyone This Is GKs Welcome To GKs Vlogs BD ♦️
(1)

21/07/2025

আমরা আজকের দুর্ঘটনার জন্য গভীরভাবে মর্মাহত। আমাদের পক্ষ থেকে আমরা সর্বাত্মক সহায়তা করার চেষ্টা করছি। জরুরি সময়ে হাসপাতালগুলোতে দ্রুত পৌঁছানোর সুবিধার্থে আমাদের এই উদ্যোগ।

নিম্নোক্ত হাসপাতালগুলোতে পৌঁছান পাঠাও বাইক কিংবা কার-এ।
ড্রপ-অফ লোকেশন হিসেবে হাসপাতালগুলোর একটি সিলেক্ট করলেই ভাড়া ৫০% পর্যন্ত অটো কমে যাবে।

হাসপাতালের তালিকাঃ
- উত্তরা আধুনিক মেডিক্যাল কলেজ হাসপাতাল
- কুয়েত বাংলাদেশ ফ্রেন্ডশিপ হাসপাতাল
- শহীদ মনসুর আলি মেডিক্যাল কলেজ হাসপাতাল
- লুবানা জেনারেল হাসপাতাল
-ন্যাশনাল ইনস্টিটিউট অব বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি

*পাঠাও বাইক এবং কার-এ সর্বোচ্চ ৭০ টাকা এবং ১৫০ টাকা পর্যন্ত ভাড়া কমবে।

জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের  উদ্দেশ্যে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় থেকে একটি বাসে করে ৪৩ জন রক্তদাতা রও...
21/07/2025

জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের উদ্দেশ্যে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় থেকে একটি বাসে করে ৪৩ জন রক্তদাতা রওনা দিয়েছেন ।
যাদের রক্তের প্রয়োজন কিংবা যারা রক্ত দিতে আগ্রহী, যোগাযোগ করুন।

যেকোন প্রয়োজনে --

সাগর - 01616043829
যুবায়েদ -01731181041
শাকিল - 01304672334

21/07/2025

⭕ জরুরি ঘোষণা; মাইলস্টোন ট্রেজেডি।
1. ঢাকা মেডিক্যাল বার্ন ইউনিট
2. কুর্মিটোলা জেনারেল হাসপাতাল
3. উত্তরা আধুনিক মেডিকেল কলেজ
4. কুয়েত মৈত্রী হাসপাতাল
5. উত্তরা উইমেন্স মেডিক্যাল কলেজ
6. মনসুরআলী মেডিকেল কলেজ

রক্তদানে আগ্রহীরা এই হাসপাতাল গুলোতে আসুন, প্রচুর রক্ত লাগতে পারে।

দুর্ঘটনাস্থলে ভিড় করে উদ্ধারকাজ বাধাগ্রস্থ করবেন না প্লিজ।

21/06/2025

প্রতিবছর ২১ জুন পালিত হয় বিশ্ব মোটরসাইকেল দিবস

প্রতি মাসে এতো গুলা টাকা দিয়ে Verify করমু 🥴
19/06/2025

প্রতি মাসে এতো গুলা টাকা দিয়ে Verify করমু 🥴

31/05/2025

তিন টাকা কমিয়ে অকটেন ১২২ টাকা এবং তিন টাকা কমিয়ে পেট্রোলের দাম ১১৮ টাকা নির্ধারণ করা হয়েছে। যা রোববার (১ জুন) থেকে কার্যকর হবে।

28/05/2025

পল্টন, মতিঝিল, রমনা, শাহবাগ, নিউমার্কেট সহ আশপাশ এলাকা কার্যত অচল-অবরুদ্ধ, স্থবির জনপদ । খুব জরুরি না হলে এইসব রাস্তা এরিয়ে চলুন।

Address

Shyamoli
Dhaka
1207

Alerts

Be the first to know and let us send you an email when GKs Vlogs BD posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to GKs Vlogs BD:

Share