Mahira's Recipe World

Mahira's Recipe World The objective of the page is to publish videos on various kinds of food recipes.

22/08/2025

✨ আসসালামু আলাইকুম ভিউয়ারস,
আজকে আপনাদের জন্য নিয়ে এলাম দারুণ মজাদার তালের কেক রেসিপি।
গ্রামের ঐতিহ্যবাহী এই কেক এখন খুব সহজে বানিয়ে নিতে পারবেন ঘরেই।
চায়ের সাথে বা অতিথি আপ্যায়নে দারুণ মানিয়ে যাবে এই কেক। 🍰

👉 ভিডিও দেখে একবার বানিয়ে দেখুন, খেলে সবাই মুগ্ধ হয়ে যাবে।
আপনার মতামত জানাতে ভুলবেন না! ❤️

#তালেরকেক

21/08/2025

আজকে আমি আপনাদের জন্য নিয়ে এসেছি বাঙালির জনপ্রিয় একটি রেসিপি — বাইম মাছের ঝোল।
গ্রামীণ স্বাদ ও ঘরের গন্ধে ভরা এই ঝোল খুব সহজেই রান্না করা যায়। অল্প উপকরণে কিভাবে বাইম মাছ দিয়ে মজাদার ঝোল রান্না করবেন, সেটাই দেখাচ্ছি আজকের ভিডিওতে।
🍽 রেসিপি উপকরণ:
বাইম মাছ – ৫০০ গ্রাম
পেঁয়াজ কুচি – ২ কাপ
আদা বাটা – ১ চা চামচ
রসুন বাটা – ১ চা চামচ
হলুদ গুঁড়া – ১ চা চামচ
মরিচ গুঁড়া – ১ চা চামচ
লবণ – স্বাদ অনুযায়ী
তেল – প্রয়োজন মতো
ধনেপাতা কুচি – সামান্য
🔥 রান্নার পদ্ধতি:
(ভিডিওতে ধাপে ধাপে দেখানো হয়েছে)
📍 আমার সাথে যুক্ত থাকুন:
YouTube: Mahira's Recipe World
Facebook: Mahira's Recipe World

21/08/2025

আজকে শেয়ার করছি বাঙালির অন্যতম প্রিয় একটি মাছের রেসিপি – কাতলা মাছের কালিয়া। বাসায় অতিথি এলে এই রেসিপিটি পোলাও, রোস্টের সাথে একদম পারফেক্ট। সহজ পদ্ধতিতে খুব সুস্বাদু এবং ঝাল ঝোল ঘ্রাণযুক্ত এই রেসিপিটি একবার ট্রাই করেই দেখুন।

🍛 রেসিপিতে ব্যবহার করা হয়েছে:
– ৫ টুকরো কাতলা মাছ
– লাল মরিচ, আদা-রসুন বাটা, টক দই, টমেটো পিউরি, পেয়াজ বাটা
– সুগন্ধি মসলা: এলাচ, লবঙ্গ, তেজপাতা, জয়ত্রি
– সরিষার তেল, সয়াবিন তেল, কাশ্মীরি লাল মরিচ ইত্যাদি

🔪 ধাপে ধাপে রান্নার পদ্ধতি দেখার জন্য ভিডিওটি পুরোটা দেখুন।

📌 উপকরণের তালিকা ও বিস্তারিত পদ্ধতি ভিডিওতে আছে।

**👉 ভিডিওটি ভালো লাগলে Like দিন, Share করুন, এবং Mahira's Recipe World চ্যানেলটি Subscribe করতে ভুলবেন না।**

20/08/2025

আজকে আপনাদের জন্য নিয়ে এলাম চ্যাপা শুটকি দিয়ে ঝাল ঝাল লাল মরিচের ভর্তা রেসিপি। যারা শুটকি আর ঝাল ভর্তা পছন্দ করেন, তাদের জন্য এই রেসিপিটি একদম পারফেক্ট! ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট আর শেয়ার করবেন।

মরিচ ভিজিয়ে বাটার পর চ্যাপা শুটকি আর রসুন টেলে নিতে হবে। তারপর পাটায় বা গ্রাইন্ডারে সবকিছু একসাথে বেটে ভর্তা তৈরি করতে হবে।

👉 এই ভর্তা ডিপ ফ্রিজে রেখে অনেকদিন পর্যন্ত খাওয়া যায়। গরম ভাতের সাথে এর স্বাদ অতুলনীয়!

📌 ভিডিওটি ভালো লাগলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না এবং 🔔 বেল আইকনে ক্লিক করুন নতুন রেসিপি পেতে!

📍 **আপনি কোথা থেকে দেখছেন তা কমেন্টে জানান। আর কোন ভর্তার রেসিপি চান, সেটাও লিখে জানাবেন!**

#ভর্তাররেসিপি

📢 Watch more delicious bharta recipes:
👉 [556780158786575]

19/08/2025

🍱 বাচ্চাদের টিফিনে কি দেবেন ভেবে পাচ্ছেন না?
তাহলে ট্রাই করে দেখুন এই দারুণ চিকেন পোলাও রেসিপি।
খুব অল্প সময়ে বানানো যায়, আর খেতে একেবারে লাজবাব 😋

16/08/2025

আপনি যদি নুডুলস পছন্দ করেন, তাহলে এই ভিডিওটা একদম আপনার জন্য! দেখুন মাত্র ১০ মিনিটে কিভাবে রেস্টুরেন্ট স্টাইল নুডুলস বানালাম।"

আজকের ভিডিওতে আমি দেখাচ্ছি কিভাবে খুব সহজে ঘরের সাধারণ উপকরণ দিয়ে রেস্টুরেন্টের স্বাদের স্পেশাল নুডলস তৈরি করা যায়। বাচ্চাদের টিফিন, সন্ধ্যার নাস্তা বা হালকা খাবারের জন্য এই রেসিপিটি একদম পারফেক্ট।

🔸 রেসিপিতে ব্যবহার করেছি:
- প্যাকেট নুডুলস
- রসুন, পেঁয়াজ, গাজর, বাঁধাকপি
- মটরশুটি, চিলি সস, টমেটো সস, সয়াসস
- গরুর মাংস (বাসার রান্না করা), অথবা ডিম
- সহজ কুকিং স্টেপস মাত্র ১০ মিনিটে!

🍝 চুলায় রান্না করা এই মজাদার নুডুলস আপনার পুরো পরিবারের পছন্দ হবে ইনশাআল্লাহ।

👉 ভিডিওটি ভালো লাগলে Like, Comment ও Share করতে ভুলবেন না। আর চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে থাকুন নতুন নতুন রেসিপির জন্য।

📌 আরও মজার রেসিপির জন্য আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন: [Mahira’s Recipe World]



🌐 ফেসবুকে ফলো করুন: facebook.com/mahirasrecipeworld
📺 ইউটিউবে দেখুন: youtube.com/

ভোর পাঁচটায় এক কাপ ব্ল্যাক কফি দিয়ে দিন টা শুরু হয়, আলহামদুলিল্লাহ।
12/08/2025

ভোর পাঁচটায় এক কাপ ব্ল্যাক কফি দিয়ে দিন টা শুরু হয়, আলহামদুলিল্লাহ।

তেল ছাড়া সবজি, ১ টা রুটি সাথে ১ চা চামচ হাতে বানানো ঘি দিয়ে ডিমপোচ, এভাবেই শুরু হয় সকাল টা |
11/08/2025

তেল ছাড়া সবজি, ১ টা রুটি সাথে ১ চা চামচ হাতে বানানো ঘি দিয়ে ডিমপোচ, এভাবেই শুরু হয় সকাল টা |

21/07/2025

🖤 ব্ল্যাক বিনস দিয়ে নতুন কিছু ট্রাই করেছেন কখনো?
দেখুন এই ইউনিক হেলদি রেসিপি – ব্ল্যাক বিনস কারি উইথ শিং মাছ!

✨ প্রোটিন, ফাইবার আর বাঙালি স্বাদের এক দারুন কম্বো!

📍 রেসিপি ভিডিও দেখুন ইউটিউব চ্যানেলে: Mahira’s Recipe World

#শিংমাছ #ভেজিটেরিয়ানরান্না #রান্নাঘর

15/07/2025

ডিমের ঝাল কষা রেসিপি | masala egg curry in bangla | spicy egg curry recipe in bengali
আজকের রেসিপিতে থাকছে মুখে লেগে থাকার মতো মশলাদার ডিমের ঝাল কষা। ঝটপট তৈরি করা যায় আর খেতে একদম রেস্টুরেন্টের মতো! রুটি, ভাত, বা পরোটার সাথে জমে যাবে একদম! 🍽️ ভিডিওটা দেখে ফেলুন এখনই এবং কমেন্টে জানাবেন কেমন লাগলো। ❤️
📌 রেসিপি ও স্টেপ-বাই-স্টেপ গাইড ভিডিওতে 📺 পুরো রেসিপি দেখতে Mahira's Recipe World ফলো করুন 👇
#ডিমরান্না #ডিমেরঝালকষা

12/07/2025

🧄 "যারা মিস করেছিলেন – একবার খেলে ভুলতে পারবেন না এই রসুনের ভর্তার স্বাদ!"
#রসুনভর্তা #ভর্তাররেসিপি

08/07/2025


🥣 Traditional Bengali panta bhat served with 🥚 Dim Vaji 🥔 Aloo Vorta 🍆 Begun Bhaja
So simple, so nostalgic, so perfect for hot summer days 😍 Probiotic + Healthy + Full of flavor!
So simple, so nostalgic, so perfect for hot summer days 😍 Probiotic + Healthy + Full of flavour!

Address

352 Free School Street
Dhaka
1205

Telephone

+8801575622573

Website

Alerts

Be the first to know and let us send you an email when Mahira's Recipe World posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Mahira's Recipe World:

Share