Bangali Bhai - বাঙ্গালী ভাই

Bangali Bhai - বাঙ্গালী ভাই Hello dear, I am বাঙ্গালী ভাই who is making different kinds of videos, such as news, entertainment
(2)

শাকিব খানের প্রিন্স ছবির পোস্টার।কেমন হয়েছে জানাবেন।
22/08/2025

শাকিব খানের প্রিন্স ছবির পোস্টার।
কেমন হয়েছে জানাবেন।

21/08/2025

শাকিব খানের "সোলজার" ছবিটি নিয়ে আপনার মতামত কী?

এই দুইজন ডাক দিলে যে কাউকে অচল করে দিতে পারেন। সে আপনি উপদেষ্টা হোন কিংবা প্রধানমন্ত্রী। তাই, পিছনে লাগার আগে বুঝে শুনে ...
18/08/2025

এই দুইজন ডাক দিলে যে কাউকে অচল করে দিতে পারেন। সে আপনি উপদেষ্টা হোন কিংবা প্রধানমন্ত্রী।
তাই, পিছনে লাগার আগে বুঝে শুনে লাগবেন।

শাকিব খান কখনই কোন রাজনৈতিক দলের সহযোগীতা নেননি।তার সকল বিপদ আপদে তার ভক্ত সমর্থক ছাড়া আর কেউ তার পাশে থাকেননি কখনো।।তার...
16/08/2025

শাকিব খান কখনই কোন রাজনৈতিক দলের সহযোগীতা নেননি।
তার সকল বিপদ আপদে তার ভক্ত সমর্থক ছাড়া আর কেউ তার পাশে থাকেননি কখনো।।
তার আশেপাশে থেকে যারা তার পা চাটে, শাকিবকে লুটপাট করে খায় তারাই তাকে সময়-সুযোগ মত বাঁশ দেয়।।

আওয়ামী সরকার ক্ষমতায় থাকাকালীন সময়ে শাকিব খানকে রাজনৈতিক অঙ্গনে নিয়ে আসার চেষ্টা করা হয়নি এমনটা ভাবলে আপনি ভুল ভাবছেন! শাকিব খান চাইলে সেই সময়টা কাজে লাগিয়ে নিজের ফায়দা লুটতে পারতো। প্রতি বছর জাতীয় চলচ্চিত্র পুরস্কার সহ নানারকম পুরুষ্কার তিনি রাজনৈতিক প্রভাব খাটিয়ে নিজের দখলে নিতে পারতেন। কিন্তু কখনই তিনি এমনটা করেননি।
তার সমস্ত চিন্তা ভাবনা শুধু চলচ্চিত্র নিয়ে। তিনি তার কর্মের মাধ্যমে এই দেশ এবং চলচ্চিত্রকে বিশ্ব দরবারে পৌছে দিতে চেয়েছেন এবং তিনি এখনো চেষ্টা করে যাচ্ছেন।

গতবছর ছাত্র আন্দোলনকে সম্পূর্ণ সাপোর্ট করেছেন শাকিব খান।
ক্ষমতাশীলদের ভয়কে উপেক্ষা করে ছাত্র জনতার সেই আবেগ অনুভূতি শাকিবকে স্পর্শ করেছিলো। শাকিব খান যদি আওয়ামী পন্থী হতো তবে অবশ্যই তখন ছাত্র-জনতার পক্ষে কথা বলতো না।।
এত শীগ্রই এটা ভুলে যাওয়ার কিছু নেই।

শাকিব খান দলীয় নয়, শাকিব খান রাজনৈতিক দলের নয়।
শাকিব খান আমাদের, শাকিব খানকে নিয়ে উশৃংখল আচার-আচরণ করে লাভ নেই।
এই উশৃংখল জনতার কারণেই আজকে আমাদের দেশটার এই অবস্থা।।

Almost ten years later, they have been together on the stage of meeting the press for the Dhumkhetu movie.
05/08/2025

Almost ten years later, they have been together on the stage of meeting the press for the Dhumkhetu movie.

আমেরিকায় স্ত্রী ও সন্তান নিয়ে সুন্দর সময় কাটাচ্ছেন ঢালিউড কিং শাকিব খান। সম্প্রতি কাজের বিরতি নিয়ে আমেরিকা গিয়েছেন শাকিব...
03/08/2025

আমেরিকায় স্ত্রী ও সন্তান নিয়ে সুন্দর সময় কাটাচ্ছেন ঢালিউড কিং শাকিব খান। সম্প্রতি কাজের বিরতি নিয়ে আমেরিকা গিয়েছেন শাকিব। সেখানে ছেলে শেহজাদকে নিয়ে বুবলিও গিয়েছেন শাকিবের অবসরকে আরো প্রফুল্ল ও প্রাণবন্ত করতে।

বিশ্বের বড় বড় তারকাদের সাথে খুদাই করে আকা হয়েছে সাকিব আল হাসানের ছবি। সে শুধু বাংলাদেশের স্টার নয়, সারা বিশ্বেরও। 💫
02/08/2025

বিশ্বের বড় বড় তারকাদের সাথে খুদাই করে আকা হয়েছে সাকিব আল হাসানের ছবি। সে শুধু বাংলাদেশের স্টার নয়, সারা বিশ্বেরও। 💫

খুব শীঘ্রই শাকিব খানের আগামী ঈদুল ফিতরের সিনেমার নাম ঘোষণা হতে যাচ্ছে.....বিস্তারিত জানতে আমাদের পেইজের সাথেই থাকুন।    ...
02/08/2025

খুব শীঘ্রই শাকিব খানের আগামী ঈদুল ফিতরের সিনেমার নাম ঘোষণা হতে যাচ্ছে.....

বিস্তারিত জানতে আমাদের পেইজের সাথেই থাকুন।

শাকিব খান ও দেব।তাদের দুজনকে একসাথে একটি সিনেমাতে দেখলে খুব ভাল লাগতো।
30/07/2025

শাকিব খান ও দেব।
তাদের দুজনকে একসাথে একটি সিনেমাতে দেখলে খুব ভাল লাগতো।

সবার প্রিয় "ময়না" এসে গেছে।গাঙচিল এর ইউটিউব চ্যানেলে দেখতে পাবেন।
29/07/2025

সবার প্রিয় "ময়না" এসে গেছে।
গাঙচিল এর ইউটিউব চ্যানেলে দেখতে পাবেন।

তামিম ইকবালকে বিসিবির সভাপতি হিসাবে দেখতে চান আব্দুন নূর তুষার!!
28/07/2025

তামিম ইকবালকে বিসিবির সভাপতি হিসাবে দেখতে চান আব্দুন নূর তুষার!!

কোন এক শুক্রবারে, আমাদেরও হবে। 😊
25/07/2025

কোন এক শুক্রবারে, আমাদেরও হবে। 😊

Address

Dhaka

Telephone

+8801559783956

Website

Alerts

Be the first to know and let us send you an email when Bangali Bhai - বাঙ্গালী ভাই posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Bangali Bhai - বাঙ্গালী ভাই:

Share