স্বপ্নের ডানা

স্বপ্নের ডানা পেইজের ভিডিও গুলো ভালো লাগলে 🥰 পেইজটি ফলো করে সাথেই থাকুন ধন্যবাদ। ❤️

ওমান প্রবাসীর কয়েক ঘন্টা ব্যবধানের জীবন😥💔কয়েক ঘন্টা আগে ব্যাগ ভর্তি স্বপ্ন নিয়ে দেশে এসেছিলেন। দেশে এসে পরিবারের ৭ জনের ...
06/08/2025

ওমান প্রবাসীর কয়েক ঘন্টা ব্যবধানের জীবন😥💔
কয়েক ঘন্টা আগে ব্যাগ ভর্তি স্বপ্ন নিয়ে দেশে এসেছিলেন।

দেশে এসে পরিবারের ৭ জনের লা%শ ব্যাগে নিয়ে বাড়িতে যাচ্ছেন শেষ বিদায় দিতে😥💔

আল্লাহ তুমি এই ভাইটিকে ধৈর্য্য ধারণ করার তৌফিক দাও।🥲🥲

গতকাল রাতে যাদের ঘুম হয়নি🥴🥴😌😌
05/08/2025

গতকাল রাতে যাদের ঘুম হয়নি🥴🥴😌😌

গাইস আমি কিন্তু এখন অপেক্ষায় আছি অপু বিশ্বাস  রিঅ্যাকশন হিসাবে  কি আপলোড করে সেটা দেখার জন্য 🤭Just wait and see...👀    ...
03/08/2025

গাইস আমি কিন্তু এখন অপেক্ষায় আছি অপু বিশ্বাস রিঅ্যাকশন হিসাবে কি আপলোড করে সেটা দেখার জন্য 🤭
Just wait and see...👀

প্রিমিয়াম ২ পার্ট নাইটি 🌸স্টক শেষ হওয়ার আগে দ্রুত অর্ডার করতে ইনবক্স করুন 💌
02/08/2025

প্রিমিয়াম ২ পার্ট নাইটি 🌸
স্টক শেষ হওয়ার আগে দ্রুত অর্ডার করতে ইনবক্স করুন 💌

গত দুইমাস ধরে নি"খোঁজ পরীমণির মেয়ে প্রিয়ম...! 😱 আসলে পরীমনি ওই মেয়েটাকে দত্তক নিয়েছিলো শুধুমাত্র আদালতের সা"জা থেকে বে...
01/08/2025

গত দুইমাস ধরে নি"খোঁজ পরীমণির মেয়ে প্রিয়ম...! 😱
আসলে পরীমনি ওই মেয়েটাকে দত্তক নিয়েছিলো শুধুমাত্র আদালতের সা"জা থেকে বেঁচে থাকতে...
কারণ এক বছরের নিচে বা"চ্চা থাকলে আইনগতভাবে কাউকে আদালতে আটকে রাখা যায় না আর তার জন্যই ও ওর নিজের ছেলের এক বছর হওয়ার পরপরই ওই মেয়েকে দত্তক নেয়..!! 🤔

এখন ওই মেয়ের এক বছর হয়ে গেছে তাই তার স্বা*র্থা শেষ হয়ে গেছে এখন আর এই মেয়েকে দিয়ে কোন কাজ হবে না..
তাইতো এখন আর পরীমণির সাথে তার মেয়েকে কোথাও ছবি বা ভিডিওতে দেখা যায় না..!!

এটাই কি তাহলে চ'র'ম সত্যি কথা...?? পরী নাকি তার উকিলের পরামর্শে এই বাচ্চাটাকে দত্তক নিয়েছিলো শুধুমাত্র পরীর বি"রু"দ্ধে যে মাম"লা টা ছিলো সেটা নরম করার জন্য...!

আর একজন মানুষের বাসার সমস্ত গো"প"ন কিন্তু কেউ না জানলেও তার বাড়ির ড্রাইভার আর কাজের লোকেরাই জানে সে কেমন মানুষ....!
গত কয়েকদিন আগে পরীর বাসার কাজের মহিলা যে বলছিল পরী ৭/৮ দিন পর মেয়ের কাছে আসে এর ভেতর খোঁজ নেয়না ৭/৮ দিন পরে এসে মেয়ের সাথে কিছু ছবি তুলে নেটে ছেড়ে আর সবার কাছে ভালো মা সাজে...
এটাই কি তাহলে সত্যি...?? 🤔
বুঝিনা বাপু এদের কাহিনী😐

 #হায়রে_দুনিয়া সে তো মা-রাই গেছে,,,কি দরকার ৩-৪ হাজার টাকা খরচ করে এম্বুলেন্স ভাড়া করে বাড়িতে নেওয়ার..? যেখানে ৩০০ টাক...
29/07/2025

#হায়রে_দুনিয়া
সে তো মা-রাই গেছে,,,কি দরকার ৩-৪ হাজার টাকা খরচ করে এম্বুলেন্স ভাড়া করে বাড়িতে নেওয়ার..? যেখানে ৩০০ টাকা হলে সি এন জি করে নেওয়া যায়..!
যেখানে আপনার মরা দেহের মুল্য ৩০০ টাকার মধ্যে সীমাবদ্ধ কিসের এত অহংকার এই দুনিয়ায় আপনার এত গাড়ি,বাড়ি,কার জন্য.. ? কিসের বাহাদুরি দেখান..?

সময় থাকতে আল্লাহর রাস্তায় ফিরে আসুন। কারন আমাদের সবাইকে আল্লাহর কাছেই ফিরে যেতে হবে। আলল্লাহ তায়ালা আমাদের সবাইকে বুঝার তৌফিক দান করুন আমিন.🤲
👇👇👇👇👇👇👇👇👇👇👇👇
হাফিজীয়া মাদ্রাসা ও এতিমখানা লিল্লাহ বোর্ডিং

কারা এই দশ টাকা দেখেছেন,তাদের একটু দেখতে চাই।
28/07/2025

কারা এই দশ টাকা দেখেছেন,তাদের একটু দেখতে চাই।

যারা নতুন পেজ খুলেছেন তারা অবশ্যই পড়বেন! অনেকেই ফেসবুকে কি করে পেমেন্ট পাওয়া যায় সেটা জানতে চাচ্ছেন, তারা সবাই এটা মন...
26/07/2025

যারা নতুন পেজ খুলেছেন তারা অবশ্যই পড়বেন! অনেকেই ফেসবুকে কি করে পেমেন্ট পাওয়া যায় সেটা জানতে চাচ্ছেন, তারা সবাই এটা মন দিয়ে পড়েন। এতে আপনাদের উপকার হবে ।

ফেইসবুকে Bonus, Stars এগুলো কি, কিভাবে পাওয়া যায় অনেকেই আমরা জানিনা ।
১. প্রথমত Star সেট আপ অন হয় ৫০০ ফলোয়ার থাকলেই।
আর Star পেলে তোমরা আর্ন করতে পারবে। 1স্টার = 0.01 ডলার= 0.83 টাকা।
** প্রসঙ্গত বলে রাখি Star কাউকে দিতে হলে কিনে দিতে হয়, প্রথমবার 29 টা স্টারের দাম 35 টাকা ।

২. এবার আসি Bonus এর ব্যাপারে, বোনাস পেতে হলে কোনোরকম ক্রাইটেরিয়া নেই, শুধুমাত্র ফেইসবুক Invite করলে তবেই বোনাস প্রোগ্রাম এ যুক্ত হওয়া যায় আর এতে করে প্রতিটি পোস্টের থেকে ইনকাম হয় ।
এই Bonus প্রোগ্রাম চালু করতে হলে প্রধানত আমাদের যা করতে হবে সেটা হল রিচ, আর এনগেজমেন্ট বাড়াতে হবে।
রিচ আর এনগেজমেন্ট বাড়ানো মানে হলো পোস্টে প্রচুর পরিমাণে রিএক্ট, কমেন্টস পাওয়া ।
** এবার নিশ্চই অনেকে মনে মনে ভাববে আর কারো পোস্টে রিয়েক্ট, কমেন্ট করবো না । কিন্তু বলে রাখা ভালো যে অন্যের পোস্টে রিয়েক্ট কমেন্ট করলে নিজেদেরই রিচ বাড়ে। আর রিচ বাড়তে থাকলেই ফেসবুক বোনাস প্রোগ্রাম চালু করে দেবে।

** অনেকের দেখবে ফলোয়ার সংখ্যা অনেক তবু monetization হচ্ছে না। আবার অনেকের ফলোয়ার কম কিন্তু তবু টাকা পাচ্ছে ফেসবুক থেকে, এর কারণ একটাই। অন্যের পোস্টে যত বেশি রিয়েক্ট কমেন্ট করবে তত তোমার প্রোফাইল recommend করবে ফেসবুক,এতে তোমার বন্ধু বা ফলোয়াররা না করুক কিন্তু অন্যরা তোমার পোস্ট দেখতে পাবে, রিয়েক্ট কমেন্ট করবে ।

** আর follow back না পেলে unfollow করে দেওয়াটাও কিন্তু রিচ ডাউন করে। তাই সবাই মাথায় রেখে কাজ করবেন! ভালো লাগলে শেয়ার করে রাখবেন!

উড়পি জাবিদরে দেখেন। উনাদের সুখে থাকতে ভুতে কিলাই ছিল। ড্রেস যেমন তেমন ছিল তার চেহারাটা ভালো লাগতো। আর এখন  বেশি সুন্দর ...
20/07/2025

উড়পি জাবিদরে দেখেন। উনাদের সুখে থাকতে ভুতে কিলাই ছিল। ড্রেস যেমন তেমন ছিল তার চেহারাটা ভালো লাগতো। আর এখন বেশি সুন্দর হইতে যেয়ে করছে কি

এক মায়ের শেষ আলিঙ্গন🥲🥲মেয়েকে ছেড়ে দিলে হয়তো মা বেঁচে যেতে পারতেন।কিন্তু মা তো মা–মৃত্যুর মুখেও মেয়েকে বুক থেকে আলাদা করে...
19/07/2025

এক মায়ের শেষ আলিঙ্গন🥲🥲
মেয়েকে ছেড়ে দিলে হয়তো মা বেঁচে যেতে পারতেন।
কিন্তু মা তো মা–মৃত্যুর মুখেও মেয়েকে বুক থেকে আলাদা করেননি।ভিক্ষা শেষে হাঁটতে হাঁটতে বাড়ি ফিরছিলেন এক ডিভোর্সি মা,কোলে ছোট্ট মেয়ে বিথী।হয়তো ডুবে থাকা রাস্তা পেরোতে গিয়ে দুজনই হারিয়ে গেলেন গভীর পানিতে।😥

আজ সকালে মধ্যনগরের নওনাগরে পাওয়া গেছে সেই মায়ের নিথর দেহ–বুকের সঙ্গে জড়িয়ে আছে তার ৩ বছরের ফুটফুটে শিশুকন্যা।

মা বিলকিস আর মেয়ে বিথী–তারা আর ফিরবে না।😔
তাদের শেষ আলিঙ্গন কাঁদিয়ে গেল গোটা সমাজকে।😭
ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।

📌📌সৌদি আরবের একটি শহর থেকে একবার এক কালো জাদুকরের বাসায় রেইড দিল পুলিশ। বাইরে থেকে দেখলে মনে হবে এলাকার আর ১০ টা সাধারণ...
17/07/2025

📌📌সৌদি আরবের একটি শহর থেকে একবার এক কালো জাদুকরের বাসায় রেইড দিল পুলিশ। বাইরে থেকে দেখলে মনে হবে এলাকার আর ১০ টা সাধারণ বাসার মতোই যেন এই বাসা। কিন্তু দরজা খোলার সাথে সাথেই বুঝা যাবে, এই বাসায় স্বাভাবিক বলে কিছু নেই!
ভেতরে ঢুকতেই পুলিশদের গা গুলিয়ে বমি আসলো ভয়ানক দুর্গন্ধে! পুরো বাসাটা যেন একটা আবর্জনা খানা! তান্ত্রিক টাইপের হাবিজাবি জিনিস দিয়ে বাসা ভর্তি — তাবিজ- কবজ, দড়ি, বোতল, মরা প্রাণীর মৃতদেহের অংশবিশেষ, পায়খানা, রক্ত — এগুলো জায়গায় জায়গায় ছড়িয়ে আছে! এই বাসায় কোন সুস্থ মস্তিষ্কের মানুষ থাকতে পারে?

পুলিশ সেই কালো জাদুকর মহিলাকে গ্রেফতার করল এবং তার বাসা থেকে বাজেয়াপ্ত করা জিনিসগুলোর উপর ইনভেস্টিগেশন শুরু করল। কালো জাদুর সাহায্যে এই মহিলা অনেক মানুষের ক্ষতি করেছে। প্রেগনেন্সি নষ্ট করা, স্বামী-স্ত্রীর বিচ্ছেদ থেকে শুরু করে কারো মৃত্যু! কোন কিছুই বাদ নেই।

ইনভেস্টিগেশন করার সময় পুলিশ অদ্ভুত একটা জিনিস আবিষ্কার করল! একজন পার্টিকুলার মহিলার ওপর অসংখ্য অসংখ্য বার কালোজাদুর চেষ্টা করা হয়েছে! বিভিন্ন বোতলের ভেতর কাগজের ওপর তার নাম লেখা, তার ছবির উপর বিভিন্ন রকমের আঁকা-বুকি করা, এতবার এতবার এই এক মহিলার নাম লেখা উপকরণ খুঁজে পেয়েছে যে, বাধ্য হয়ে পুলিশ কালো জাদুকরকে জিজ্ঞেস করে, "কেন এতগুলো উপকরণে একজন মহিলার নাম লেখা?"

কালো জাদুকর মহিলা তখন বলে,
"আমি এই মেয়েটার উপর কালো জাদু করার জন্য দুনিয়ার কোন চেষ্টা করা বাকি রাখিনি! অথচ কিছুতেই আমি কালো জাদু দিয়ে তাকে কাবু করতে পারিনি। এই মেয়েটির আপন খালা/আত্মীয়া তাকে কালো জাদু করার জন্য আমাকে অনেক টাকা দিয়েছে। অথচ আমি যতবার আমার জিনদেরকে তার বাসায় পাঠিয়েছি ক্ষতি করার জন্য, জিনগুলো ফেরত এসে আমাকে বলেছে, "আমরা তো ঐ বাড়িতে কিছুই দেখতে পারি না! ক্ষতি করার মত কোন মানুষকেই দেখতে পাই না!"
সুবহানআল্লাহ!!

যে মেয়েটার উপর কালো জাদুর এত চেষ্টা করা হয়েছে, সে আদৌ নিরাপদে আছে কিনা ? এটা নিশ্চিত হওয়ার জন্য এবার পুলিশ মেয়েটিকে সরাসরি ফোন দিল। মেয়েটাকে সব খুলে বলল পুলিশ। সে তো ভীষণ অপ্রস্তুত সব কিছু শুনে! তাকে জিজ্ঞেস করল, "এই যে এতবার আপনার ক্ষতি করার চেষ্টা করা হয়েছে। আপনি কি কিছু টের পেয়েছিলেন?"
উত্তরে ভদ্রমহিলা যা জবাব দিল শুনে যেন হাত পা ঠাণ্ডা হয়ে যায়! তিনি বললেন, "জি, মাঝে মাঝে সন্ধ্যার পরে আমাদের মনে

Address

26 House Road Number 1 Block A, Niketon, Gulshan 1
Dhaka
1212

Website

Alerts

Be the first to know and let us send you an email when স্বপ্নের ডানা posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share