স্বপ্নের ডানা

স্বপ্নের ডানা পেইজের ভিডিও গুলো ভালো লাগলে 🥰 পেইজটি ফলো করে সাথেই থাকুন ধন্যবাদ। ❤️

04/09/2025

আমার সবচেয়ে নতুন সেরা ফ্যানদের অনেক ধন্যবাদ! Rubaia Akter Runa, রাখাল বালিকা, Sohana Islam Sonia

“ক্যামেরাটা নকল, কিন্তু হাসিটা একদম আসল!!করা করা ছোটবেলায় এমন করেছেন
30/08/2025

“ক্যামেরাটা নকল, কিন্তু হাসিটা একদম আসল!!
করা করা ছোটবেলায় এমন করেছেন

দুনিয়া উ'ল্টায় যাক... আফ্রিদীর বউ ৬ মাসের প্রেগন্যান্ট হয়ে যাক...!! আফ্রিদি কোর্টে সি'ক হয়ে যাক...! রুমিন ফারহানার কাজল ...
27/08/2025

দুনিয়া উ'ল্টায় যাক... আফ্রিদীর বউ ৬ মাসের প্রেগন্যান্ট হয়ে যাক...!! আফ্রিদি কোর্টে সি'ক হয়ে যাক...! রুমিন ফারহানার কাজল ঠিক করতে পুরা জাতি এক হয়ে যাক...!!
কিন্তু........

একজন মানুষের এসব বিষয়ে কিছু যায় আসে না সেটা কে জানেন...?? সে হলো....
"ব্লু ফেইরি লায়লা"
সে এখনো গান গেয়ে কা'ন্না করতেছে মামুনের জন‍্যে “সাইয়ারা তু তো বাদলা নেহি হ‍্যায়…..🤣

আবার কি ক্যাপশন দিয়ে পোস্ট দেয় দেখেন...🤭 মানে আর কি যে দেখবো...😀 মানুষের বয়স হলে নাকি ম্যাচিউরিটি আসে আর এই লায়লা খালার ৫০ বছরে ভি"মরতি ধরছে..!😐

সবার জন্য উপকারী টিপস কারণ আমাদের সবার ই কম বেশি মাথা ব্যথা থাকে বলতে গেলে এখন এটা একটা কমন রোগ।
25/08/2025

সবার জন্য উপকারী টিপস কারণ আমাদের সবার ই কম বেশি মাথা ব্যথা থাকে বলতে গেলে এখন এটা একটা কমন রোগ।

কন্টেন্ট ক্রিয়েটর তৌহিদ আফ্রিদিকে বিশেষ অভিযান চালিয়ে বরিশালের বাংলাবাজার এলাকা থেকে গ্রে'ফ'তার করেছে সিআইডি। গ্রে'ফ'তার...
24/08/2025

কন্টেন্ট ক্রিয়েটর তৌহিদ আফ্রিদিকে বিশেষ অভিযান চালিয়ে বরিশালের বাংলাবাজার এলাকা থেকে গ্রে'ফ'তার করেছে সিআইডি। গ্রে'ফ'তারের পরপরই তাকে নিয়ে ঢাকার উদ্দেশ্যে রওনা হয়েছে সিআইডি।

বৈষম্যবিরোধী আন্দোলনে যাত্রাবাড়ী থানায় দায়ের করা হত্যা মামলায় কনটেন্ট ক্রিয়েটর তৌহিদ আফ্রিদিকে গ্রেফতার করে সিআইডি-পুলিশ। এসময় তৌহিদ আফ্রিদিকে হাসতে দেখা যায়।

আমি সিংগেল বলা আপুটাও আজ পূর্ণতা পেলো !❤️🐸
23/08/2025

আমি সিংগেল বলা আপুটাও আজ পূর্ণতা পেলো !❤️🐸

শেষ যুগে উম্মতের একটি অংশের অবস্থা নিয়ে হাদিসের সতর্কবার্তা📖 মহানবী ﷺ একটি ভয়াবহ ঘটনার কথা সাহাবাদেরকে জানিয়েছিলেন। তি...
21/08/2025

শেষ যুগে উম্মতের একটি অংশের অবস্থা নিয়ে হাদিসের সতর্কবার্তা

📖 মহানবী ﷺ একটি ভয়াবহ ঘটনার কথা সাহাবাদেরকে জানিয়েছিলেন। তিনি বলেন—

👉 “এই উম্মতের একদল মানুষকে শেষ যুগে বানর ও শূকরে রূপান্তরিত করা হবে।”

সাহাবাগণ বিস্মিত হয়ে জিজ্ঞেস করলেন:
“হে আল্লাহর রাসূল ﷺ! তারা কি শাহাদাহ দিবে না, নামাজ-রোজা করবে না, হজ আদায় করবে না?”

নবী ﷺ উত্তরে বললেন:
“অবশ্যই, তারা এসব আমল করবে। কিন্তু তারা বাদ্যযন্ত্র, ঢোল এবং গানবাজনার নারীদের গ্রহণ করবে। তারা রাত কাটাবে গান-বাজনা, নাচ-গান ও মদ্যপানে মত্ত হয়ে। আর ভোর হলে তারা বানর ও শূকরে রূপান্তরিত হবে।”
📚 (হাদিস: ইমাম আল-বুখারী, আত-তারীখুল কাবীর, হাদিস নং ৫৫৯০)

🔎 বিশ্লেষণ ও শিক্ষা
১ শাহাদাহ, নামাজ-রোজা, হজ—এগুলো ইসলামের স্তম্ভ। কিন্তু শুধু বাহ্যিক ইবাদত যথেষ্ট নয়, যদি অন্তরের পবিত্রতা ও গুনাহ থেকে বিরত থাকার চেষ্টা না থাকে।

২. সঙ্গীত, নাচ-গান ও হারাম বিনোদন—হাদিসে এগুলোকে ধ্বংস ও আল্লাহর গজবের কারণ হিসেবে উল্লেখ করা হয়েছে। এগুলো মানুষকে গুনাহে আসক্ত করে এবং নৈতিকতা ধ্বংস করে দেয়।

৩. মদ্যপান ও রাতের লম্পটতা—এগুলো সমাজকে ধ্বংস করে এবং আল্লাহর রহমত থেকে বঞ্চিত করে।
৪. রূপান্তর (মাসখ্)—এটি আল্লাহর কঠিন শাস্তি। ইতিহাসে বনী ইসরাঈলের একদল লোককে বানর ও শূকরে রূপান্তরিত করা হয়েছিল। উম্মতে মুহাম্মদীর ক্ষেত্রেও এ ধরণের শাস্তি হতে পারে—এটি আমাদের জন্য বড় সতর্কবার্তা।

⚠️ বর্তমান প্রেক্ষাপটে প্রযোজ্যতা
আজ আমরা লক্ষ্য করি—
গান-বাজনা, নাচ-গান ও বিনোদনের অনুষ্ঠান সমাজে জনপ্রিয় সংস্কৃতি হিসেবে ছড়িয়ে পড়েছে।

রাতভর কনসার্ট, ডিজে পার্টি, মিউজিক ফেস্ট—এসবকে "এন্টারটেইনমেন্ট" হিসেবে গ্রহণ করা হচ্ছে
তরুণ-তরুণীরা মদ, ড্রাগস ও অশ্লীলতায় লিপ্ত হচ্ছে।
অথচ অনেকেই নামাজও পড়ে, রোজাও রাখে, হজও করে।

➡️ বাহ্যিক ইবাদতের পাশাপাশি যদি এ ধরনের গুনাহে লিপ্ত থাকি, তবে এই হাদিসে বর্ণিত শাস্তি আমাদের প্রতিও আসতে পারে।

✅ করণীয়
১. কোরআন-সুন্নাহর আলোকে জীবন গড়ে তোলা।
২. গান-বাজনা, অশ্লীলতা ও হারাম বিনোদন থেকে বিরত থাকা।
৩. নামাজ, রোজা ও অন্যান্য ইবাদতের পাশাপাশি অন্তরের তাকওয়া বৃদ্ধি করা।
৪. সন্তানদেরকে সঠিক ইসলামি শিক্ষার মাধ্যমে লালন-পালন করা।

এই হাদিস শুধু ইতিহাস নয়, আমাদের জন্যও এক কঠিন সতর্কবার্তা। বাহ্যিক আমল যথেষ্ট নয়, বরং আমাদের আমল ও জীবনাচরণ হতে হবে কোরআন-সুন্নাহর নির্দেশনা অনুযায়ী। অন্যথায়, উম্মতের একটি অংশের ওপর নাযিল হওয়া আল্লাহর কঠিন গজব থেকে আমরা মুক্ত থাকতে পারব না।

ফলো দিয়ে সাথে থাকুন।

মানুষের কলিজা কতো শক্ত হলে, এসব জিনিস নিয়েও তামাশা করে 💔আসলে দুনিয়া শেষের দিকে, নবীজি তো বলেই গেছেন, একটা সময় মানুষ মৃত্...
16/08/2025

মানুষের কলিজা কতো শক্ত হলে, এসব জিনিস নিয়েও তামাশা করে 💔
আসলে দুনিয়া শেষের দিকে, নবীজি তো বলেই গেছেন, একটা সময় মানুষ মৃত্যু নিয়ে হাসি তামাশা করবে 😔
সবকিছুর মধ্যে যেটা সবচেয়ে বেশি ভয়ংকর তা হলো কবর, আর সেখান থেকে কেউ রেহাই পাবে না 💯
আল্লাহ আমাদের দুনিয়াবি ফেতনা থেকে রক্ষা করুন, আমিন 🤲

এভাবে রান্না করতে করতেও মে রে ফেলা যায়, মেয়ে মানুষ তো…এদের সাথে যা খুশি তাই করা যায়! অনেক বাবা-মা মেয়ের কষ্ট বোঝেন ন...
15/08/2025

এভাবে রান্না করতে করতেও মে রে ফেলা যায়, মেয়ে মানুষ তো…এদের সাথে যা খুশি তাই করা যায়!
অনেক বাবা-মা মেয়ের কষ্ট বোঝেন না, শুধু একটাই কথা বলেন— যা-ই হোক, সংসারটা করতেই হবে।"

আজ একটা ঘটনা মনটা টুকরো টুকরো করে দিল।
একজন মা… চার সন্তানের মা… বাচ্চাদের জন্য রান্না করছিলেন। মাংস পাশে, আলু কেটে রাখা,
হাঁড়িতে চুলা জ্বলছিল। হয়তো ভাবছিলেন— আজ বাচ্চারা খুশি হবে, পেট ভরে খাবে। কিন্তু সেই রান্না আর শেষ হলো না…
কত সুন্দর সাজানো ঘর সাজানো সংসার সব পড়ে আছে 🥲

হঠাৎ আপুটার মায়ের ফোনে খবর এলো—
“আপনার মেয়ে সুই*সাইড করেছে…” 🥲 এই ফোনটা মেয়ের হাজব্যান্ড করেছিল।

যে মেয়ে রান্না করছে বাচ্চাদের জন্য ,সে নিজে গিয়ে জীবন শে*ষ করতে পারে না।
সে মর*তে চায় না… তাকে মা*রা হয়েছে
শুধু মৃ*ত্যুর নামটা বদলে দেওয়া হয়— “সুই*সাইড”।

সে মা বাবাকে বলেছিল—
“হাজবেন্ড অনেক সময় মার*ধর করে… প্রচণ্ড রাগী…”
এই সংসার আর করতে চায় না 🥲
কিন্তু মা বাবার উত্তর ছিল—
“মা, ধৈর্য ধরো… চারটা সন্তান আছে… সংসার করো… সব ঠিক হয়ে যাবে।”

আমরা মেয়েদের ক্ষেত্রে সবসময় এটাই বলি না?
ধৈর্য ধরো… মেনে নাও… চুপ থাকো… একদিন দেখবে সব ঠিক হয়ে যাবে।
কিন্তু জানি না, সেই ধৈর্য কবে মৃ*ত্যুর দোরগোড়ায় গিয়ে থামবে।

আজ চারটা শিশু এতিম হয়ে গেল।
তারা বুঝতেও পারছে না— তাদের মা কোথায় গেল।

মেয়েদের জীবন যেন সবসময় এক চুপচাপ লড়াই…
শুরুর দিনগুলোতে হাসি, স্বপ্ন, সাজগোজ…
তারপর ধীরে ধীরে সহ্য, সহ্য, সহ্য…
শেষে কোথায় যেন হঠাৎ ইতি টেনে দেওয়া হয়—
কখনো হাত দিয়ে, কখনো সময় দিয়ে, কখনো সমাজের চাপ দিয়ে…

মাঝে মাঝে খুব অসহায় লাগে নিজেকে আসলেই মেয়েদের জীবনটা জানি কেমন 🥲

আল্লাহ… এই চারটা ছোট্ট প্রাণকে তুমি আগলে রেখো 🤲🏾
আর প্রতিটি মেয়েকে দাও সেই সাহস, যাতে “ধৈর্য ধরো”র নামে মৃ*ত্যুর দিকে ঠেলে না দেওয়া হয়…

ঢাকা বিমানবন্দর রেল স্টেশনে চীনা নাগরিকের চু"রি হয়ে যাওয়া আইফোনটি মাত্র ৪৮ ঘন্টার মধ্যে উদ্ধার করে দিয়েছে র‍্যাব ❤️র‍্...
14/08/2025

ঢাকা বিমানবন্দর রেল স্টেশনে চীনা নাগরিকের চু"রি হয়ে যাওয়া আইফোনটি মাত্র ৪৮ ঘন্টার মধ্যে উদ্ধার করে দিয়েছে র‍্যাব ❤️
র‍্যাব কে ধন্যবাদ 🥰

এই কয়েক বছরে আমার এই হাল 🙆‍♀️কে কে এমনটা পরিবর্তন হয়েছেন 😔🤔
13/08/2025

এই কয়েক বছরে আমার এই হাল 🙆‍♀️
কে কে এমনটা পরিবর্তন হয়েছেন 😔🤔

চাঁদের সাথে পাদের তুলনা 😁😁😁
11/08/2025

চাঁদের সাথে পাদের তুলনা 😁😁😁

Address

26 House Road Number 1 Block A, Niketon, Gulshan 1
Dhaka
1212

Website

Alerts

Be the first to know and let us send you an email when স্বপ্নের ডানা posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share