Khandaker Farabi Ahmed

Khandaker Farabi Ahmed 1-Hajj & Umrah Specialist. 2-Entrepreneur 3-Digitel Marketer.4-Researcher & Teacher. Trying To Do always what will Benefits Me In Here After Insha allah !!

ক্যান্সার যখন ধরা পড়ে তখন থেকেই আমার এই বই লিখা শুরু করেছি। যদি ক্যান্সারে মারা যাই তাহলে এর সওয়াব আল্লাহ তায়ালা সাদাকায়...
29/03/2025

ক্যান্সার যখন ধরা পড়ে তখন থেকেই আমার এই বই লিখা শুরু করেছি। যদি ক্যান্সারে মারা যাই তাহলে এর সওয়াব আল্লাহ তায়ালা সাদাকায়ে জারিয়া হিসাবে আমার কবরে পৌঁছে দিবেন।

এই বই বাস্তবতাকে সামনে রেখে লিখা হয়েছে। বিস্তারিত আরেকটা পোস্টে বলবো।
সারা বছর যারা পবিত্র উমরাহ পালন করেন ও
সারা জীবনে যারা একবার পবিত্র হাজ্জ পালন করেন তাদের
ম্যাসিভ উপকারে আসবে ইন শা আল্লাহ।

এপ্রিল ১৫-২০ তারিখের মদ্ধে বই রকমারি সহ সব জায়গায় এভাইলেবল থাকবে ইন শা আল্লাহ।

28/02/2025

সবুজের বুকে হারিয়ে যেতে চলে আসুন চায়ের রাজধানী শ্রীমঙ্গল পত্রস্নান ইকো রিসোর্ট "বাঁচো পাতার সঙ্গে"

টিলার ঢালে ব্যাম্বো কটেজ ব্যালকনিসহ কাপল রুম
১. নিদ্রিতা ৩০০০
২. আরেক ফাল্গুন ৩০০০
৩.বসন্ত বন্দনা ৩০০০

টিলার ঢালে ব্যাম্বো কটেজ ব্যালকনিছাড়া কাপল রুম
৪. বসবাস ২০০০
৫.ছায়ানট ২০০০
৬.বনলতা সেন ২০০০টিলার ওপরে মাটির ঘর
৭. সাঁঝের মায়া কাপল ২৫০০৳ গ্রুপ ৫০০০-৭০০০৳ বাঁশ কাঠ টিনের ঘর তরজা
৮. মায়া কানন কাপল ৩৫০০৳ ফ্যামিলি ৪০০০৳
৯. আষাঢ় কাপল ৩৫০০৳ ফ্যামিলি ৪০০০৳ টিলার ওপর লাক্সারি এসি বাংলো
১০. শীত বিকেল কাপল ৫০০০৳ ফ্যামিলি ৬০০০৳
১১. শিশির বিন্দুকাপল ৫০০০৳ ফ্যামিলি ৬০০০৳
টিলার ঢালে বিক্রমপুরের ট্রেডিশনাল টিনের দেড় তালা বাড়ি
১২. আকাশলীনা কাপল ২৫০০৳
১৩. আকাশস্পর্শ কাপল ২৫০০৳
১৪. মেঘছোঁয়া (পাটাতন)৪ জন প্রাইজ ৩৫০০৳ গ্রুপ হলে আলোচনা করে। টিলার ঢালে নিজের বাড়ি
১৫. মৃত্তিকার ঘ্রাণ কাপল ২৫০০৳ ফ্যামিলি ৩৫০০৳

‌‌‌★৫% সার্ভিস চার্জ ইনক্লুড হবে।★ মোবাইল ব্যাংকিং - বিকাশ, নগদ, রকেট 01784675166

🌿চেক ইন টাইম দুপুর ১২:৩০ 🌿চেক আউট টাইম সকাল ১১:০০ 🌿ওয়েলকাম ড্রিংকস 🌿 কম্পিলিমেন্টারি ব্রেকফাস্ট 🌿ফ্রি ওয়াইফাই জোন🌿ঘরোয়া দেশী খাবার সব🌿পার্কিং জোনলোকেশন

☘️ বাস স্টপিজ বা রেল স্টেশন ৭-৮ কিলোমিটার গ্রান্ড সুলতানের বিপরীতের রাস্তা ধরে রাধানগর-বিসামনি হয়ে মোহাজেরাবাদ মাদ্রাসার আগে পত্রস্নান ইকো রিসোর্ট🌿বিস্তারিত জানতে কল করুন মুঠোফোন-01784675166 Wa.me/+8801784675166

09/02/2025

সচেতনতার জন্য প্রিয়জনদের সাথে শেয়ার করুন!

আল্লাহ তায়ালা ক্যান্সার এর মত মারাত্মক ব্যাধি থেকে সকলকে হেফাজত করুন।

"বাংলাদেশে বছরে এক লাখ ৬৭,২৫৬ জন ক্যান্সার ট্রিটমেন্ট নিচ্ছে কিন্তু আশ্চর্যের বিষয় হলো সেখানে এক লাখ ১৬ হাজার ৫৯৮ জনই মারা যাচ্ছেন !!

ডাক্তাররা পাঁচটা লিডিং ক্যান্সারের কথা বাংলাদেশে বলছে ১৫% খাদ্যনালী ক্যান্সার - ৯.৬% লিপ এন্ড ওরাল -7.8% ফুসফুস ও ব্রেস ক্যান্সার - ৫.৮ percent servical cancer !!"

Subscribe Plz - Youtube -
https://youtu.be/ZXlhBMvsR1s?si=9flftrPUNmlwSYYk

কমেন্ট করে জানাবেন আপনার অনুভূতি 😃 !!  দেখে আসুন!
08/02/2025

কমেন্ট করে জানাবেন আপনার অনুভূতি 😃 !!
দেখে আসুন!

বাংলাদেশের বছরে এক লাখ ৬৭,২৫৬ জন ক্যান্সার ট্রিটমেন্ট নিচ্ছে কিন্তু আশ্চর্যের বিষয় হলো সেখানে এক লাখ ১৬ হাজার ৫.....

08/02/2025

আজ রাত ১০ টায় *ক্যান্সার রিলেটেড* ভিডিও আপলোড দিবো আমার YoTube চ্যানেলে। *সাবস্ক্রাইব* করে রাখুন।

আপলোডের সাথে সাথে নটিফিকেশন পেয়ে যাবেন ইন শা আল্লাহ!!

https://youtube.com/?si=oNorBs4rGKqnIrja

09/01/2025

বেশি তওবা ও ইস্তেগফার করা-
বান্দারা ক্ষমা চাইলে আল্লাহ তাআলা রিজিক বৃদ্ধি করে দেন। তিনি কোরআন মাজিদে বলেছেন, ‘আমি তাদের বলেছি, নিজ প্রতিপালকের কাছে ক্ষমা প্রার্থনা করো। নিশ্চয়ই তিনি অতিশয় ক্ষমাশীল। তিনি আকাশ থেকে তোমাদের ওপর প্রচুর বৃষ্টি বর্ষণ করবেন এবং তোমাদের ধনসম্পদ ও সন্তানসন্ততিতে উন্নতি দান করবেন এবং তোমাদের বাগবাগিচা এবং নদীনালা দান করবেন।’ (সুরা নুহ ১০-১২)

রসুলুল্লাহ (সা.) বলেছেন, ‘যে ব্যক্তি লাগাতার তওবা-ইস্তিগফার করবে; আল্লাহ–তাআলা সংকট থেকে উত্তরণের পথ বের করে দেবেন; সব দুশ্চিন্তা মিটিয়ে দেবেন এবং অকল্পনীয় উৎস থেকে রিজিকের ব্যবস্থা করে দেবেন।’ (আবু দাউদ ১,৫১৮; ইবনে মাজাহ, হাদিস: ৩,৮১৯; মুস্তাদরাকে হাকেম, খণ্ড ৪, পৃষ্ঠা ২৯১, হাদিস: ৭,৬৭৭)

হজ ও ওমরাহ-
হজ ও ওমরাহ করলে রিজিক বৃদ্ধি পায়। রসুলুল্লাহ (সা.) বলেছেন, ‘তোমরা লাগাতার হজ ও ওমরাহ পালন করতে থাকো। কারণ, এর দ্বারা এমনভাবে অভাব ও গুনাহ দূরীভূত হয়; যেমনভাবে কামারের হাপর লোহা ও সোনা-রুপার ময়লা দূর করে দেয়।’(তিরমিজি ৮১০)

07/01/2025

রামাদান মাসে উমরাহ এর প্রাইজ বেড়ে যায়। কারণ অনেক চাপ থাকে। এটা অনেকেরই কস্ট হয়ে যায়।

কিন্তু ইন রিটার্ন যেই পরিমান সওয়াব বা ভেল্যু পাওয়া যায় তা অসাধারণ!

আপনি বিষয়টা কিভাবে দেখছেন কমেন্ট করে জানাতে পারেন 🔥

31/12/2024

ইতিহাসে সর্বপ্রথম নির্মাণ থেকে সর্বশেষ সময় পর্যন্ত অনেকবার কাবাঘরের সংস্কার ও সম্প্রসারণ হয়েছে।
১. সর্বপ্রথম কাবাঘর ফেরেশতাগণ নির্মাণ করেন।
২. এরপর পুনর্নির্মাণ করেন যথাক্রমে হজরত আদম (আ.), ৩. হজরত শিষ (আ.),
৪. হজরত ইব্রাহিম (আ.),
৫. আমালিকা সম্প্রদায়,
৬. জুরহাম সম্প্রদায়,
৭. কুসাই বিন কিলাব,
৮. মোযার সম্প্রদায়,
৯. মক্কার কুরাইশগণকে নিয়ে হজরত মুহাম্মদ (সা.)। এ সময় তিনি হাজরে আসওয়াদকে বর্তমান স্থানে স্থাপন করেছিলেন।

এরপর ৬৪ হিজরিতে হজরত আব্দুল্লাহ ইবনে যুবায়ের (রা.), ৭৪ হিজরিতে হাজ্জাজ ইবনে ইউসুফ এবং ১০৪০ হিজরিতে ওসমানিয়া খলিফা তুরস্কের বাদশা চতুর্থ মুরাদ।
এটাই আজ পর্যন্ত কাবাঘরের সর্বশেষ সংস্কার কাজ। এরপর ছোটখাট সংস্কার ছাড়া কেউ কাবাঘরে হাত দেয়নি।

হে আল্লাহ আপনি এই ঘরের মান - ইজ্জত ও মর্যাদা ভাবগাম্ভীর্য দিন দিন বৃদ্ধি করুন। আমাদের হাজ্জ ও উমরাহ করার তাউফিক দান করুন।

27/12/2024

ব্যংকক, থাইল্যান্ড।

বাংলাদেশিদের জন্য একটি পরিচিত শহর। এই শহরে ইন্টারন্যাশনাল ভিসিটর আসে বছরে প্রায় ২০ মিলিয়ন! বাংলাদেশ থেকে ২০২৪ সালে টুরিস্ট ছিলো ১ লক্ষ ৪০ হাজার! এর মদ্ধে অনেকই চিকিৎসার জন্য যান। থাকা খাওয়া একটা বড় চ্যালেঞ্জ যদি আপনি লং স্টে করেন।

এই ভিডিওতে আমি দেখিয়েছি ক্লোন তয় বাজার।যেটা ব্যাংককের মদ্ধে সবচে বড় এবং কমদামে সব কিছু পেয়ে যাবেন। বেলায় বেলায় বাহিরে না খেয়ে বাজার করে বাসায় খেয়ে লং স্টে করলে অনেকটা সেভ করতে পারবেন। ইন শা আল্লাহ।

06/04/2024

উমরাহ করতে গিয়ে লাইফে প্রথম মাদিনাতে হটাৎ ই ভেকসিন দিলাম!

Address

42 Jabbar Tower , Lift 04 Gulshan 1
Dhaka
1212

Telephone

+8801970080318

Website

Alerts

Be the first to know and let us send you an email when Khandaker Farabi Ahmed posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Khandaker Farabi Ahmed:

Share