দায়িত্ব - Responsibility

দায়িত্ব - Responsibility ভালোবাসলে দায়িত্ব নিতে হয়..... 😊🥲 nothing to say

12/08/2024

দায়িত্ব - Responsibility's broadcast

এবার পাকিস্তানের আবহাওয়া বিভাগ (পিএমডি) আজ সোমবার ১ এপ্রিল জানিয়েছে, ১০ এপ্রিল ঈদুল ফিতরের প্রথম দিন এবং ৯ এপ্রিল সন্ধ্...
03/04/2024

এবার পাকিস্তানের আবহাওয়া বিভাগ (পিএমডি) আজ সোমবার ১ এপ্রিল জানিয়েছে, ১০ এপ্রিল ঈদুল ফিতরের প্রথম দিন এবং ৯ এপ্রিল সন্ধ্যায় শাওয়ালের নতুন চাঁদ দেখা যাওয়ার তীব্র সম্ভাবনা রয়েছে। খবর জিও নিউজ।

এদিকে আবহাওয়া অফিস জানিয়েছে, নতুন চাঁদের জন্ম ৮ এপ্রিল রাত ১১টা ২১ মিনিটে হবে এবং তার বয়স পরের দিন (৯ এপ্রিল) সন্ধ্যায় ১৯ থেকে ২০ ঘণ্টার মধ্যে হবে। এতে আরও বলা হয়েছে, সূর্যাস্তের পর ৫০ মিনিটেরও বেশি সময় ধরে চাঁদ দেখা যাবে।

পিএমডি জানিয়েছে, ৯ এপ্রিল দেশের বেশিরভাগ অংশের আকাশ পরিষ্কার থাকবে। তবে উত্তরাঞ্চলে আকাশ মেঘলা থাকতে পারে বলেও জানিয়েছে। সাধারণত সৌদি আরবের পর দিনই বাংলাদেশ-ভারতে ঈদ উদযাপিত হয়ে থাকে। এই হিসেবে বাংলাদেশ, ভারত, পাকিস্তান ও এশিয়ার অন্যান্য দেশে ১০ এপ্রিল পবিত্র ঈদুল-ফিতর উদযাপিত হতে পারে।

এদিকে, বাংলাদেশের আবহাওয়া অধিদপ্তরের পর্যবেক্ষণ অনুযায়ী, পর পর ৩ মাস ২৯ দিনে হয় না। এবার রমজান ৩০ দিন হওয়ার সম্ভাবনা সবচেয়ে বেশি। এর ফলে ঈদুল ফিতর হতে পারে ১১ এপ্রিল (বৃহস্পতিবার)। ১১ এপ্রিলকে ঈদুল ফিতরের দিন ঠিক করে ছুটির তালিকা করেছে সরকার।

আজ সোমবার ১ এপ্রিল মন্ত্রিসভার বৈঠক শেষে সচিবালয়ে ব্রিফিংয়ে মন্ত্রিপরিষদ বলেন, রমজান মাসের আগের ২ মাস ২৯ দিনে শেষ হয়েছিলো। তাই এ মাস ২৯ দিনে হবার সম্ভাবনা খুবই কম, তাই ৯ এপ্রিল ছুটির প্রস্তাব নাকচ করা হয়েছে।

যারা নরম মনের মানুষ, পৃথিবীর যত দুঃখ-কষ্ট আছে, সবগুলো তাদের জীবনকে বিভীষিকাময় করে তোলে! চতুর স্বভাবের মানুষগুলো ঠিক এই ন...
02/04/2024

যারা নরম মনের মানুষ, পৃথিবীর যত দুঃখ-কষ্ট আছে, সবগুলো তাদের জীবনকে বিভীষিকাময় করে তোলে! চতুর স্বভাবের মানুষগুলো ঠিক এই নরম মনের মানুষগুলোকেই বেছে নেয়।
সহজ-সরল জীবনযাপন করা মানুষগুলো পৃথিবীর সব যাতনা সয়ে যায়। খারাপ সময়, প্রচন্ড মন খারাপ, একাকিত্ব, অভাব আর দুঃখ-কষ্ট নিয়ে বেঁচে থাকে।
খেয়াল করে দেখবেন,
যারা নরম মনের মানুষ, ওরা মানুষের কাছ থেকে অসম্মান, অবহেলা আর দুর্ব্যবহারই বেশি পায়! আপন মানুষের কাছে প্রতারিত হয়, মানুষকে খুব সহজে বিশ্বাস করার খেসারত দিয়ে যায়।
এদের দুঃখের সাথী কেউ হয় না।
খারাপ সময়ে ভরসা দেয়ার মানুষ থাকে না, ভালোবাসার মতো কেউ থাকে না। এরা একা আসে, আবার একাই পৃথিবী ছেড়ে চলে যায়! এই আসা যাওয়ার মাঝে কেবল নিয়ে যায়, পৃথিবীর সব দুঃখ-কষ্ট আর অবহেলা!
এরা মানুষকে মন থেকে ভালোবাসলেও, এদের কেউ কখনোই মন থেকে ভালোবাসে না! সম্পর্কের ক্ষেত্রে এই নরম মনের মানুষগুলোই হয় সবচাইতে অভাগা!
আর তাই হয়তো রবী ঠাকুর বলেছিলেন, “ পৃথিবীতে যার হৃদয় কোমল, যার প্রেম গভীর, তাকেই সমস্ত বেদনা বইতে হবে! ”

©©©©

31/03/2024

এখনো তোমার আসমান ভরা মেঘে?
সেতারা, হেলার এখনো ওঠেনি জেগে?
তুমি মাস্তলে, আমি দাঁড় টানি ভুলে;
অসীম কুয়াশা জাগে শূন্যতা ঘেরি।
দীঘল রাতের শ্রান্তসফর শেষে
কোন দরিয়ার কালো দিগন্তে আমরা পড়েছি এসে?🙂

29/03/2024

..

15/03/2024

পুরুষদের সিদ্ধান্ত নেবার ক্ষমতা প্রকট হয়,বিচার বুদ্ধি বিবেচনায় তারা মেয়েদের চেয়ে এগিয়ে। কারন মেয়েরা খুব কোমল হয়,নরম হয়,আবেগী হয়। তাদের বুকভরা মায়া,সে মায়া মস্তিষ্ক অবধি পৌঁছে যায়। বহু জিনিস মেয়েরা কেবলমাত্র আবেগের বশে করে।

মেয়েরা আগবাড়িয়ে এমন কিছু সিদ্ধান্ত নেয় যেগুলোর জন্য সে নিজেই পরে আফসোস করে। যাদের পিতা বা বড় ভাই বা স্বামী জীবিত,তারা খুব সৌভাগ্যবান।

যতবার আমি আমার মাহরামদের পরামর্শের বাইরে সম্পূর্নভাবে নিজের আবেগকে প্রাধান্য দিয়েছি,ইমোশন দিয়ে সিদ্ধান্ত নিয়েছি ততবারই আমি ধরা খেয়েছি।এমন বাজেভাবে যে নিজেরই মনে হয় আহারে তখন যদি ওদের কথা শুনতাম!

পাশাপাশি মেয়েরা হয় চরম পর্যায়ের জেদি,ঘাড়ত্যাড়া,অমানবিক। নিজের জীবন দিয়েই বিচার করে ফেলতে পারবেন,যত বেশি অপকার,ঝুই ঝামেলা আমরা মেয়েরাই বাঁধাই। গীবত নিন্দা কটূ কথা মেয়েরাই বেশি করি,অপর মেয়েকেও কষ্ট দেয় এই মেয়েরাই। কারন মেয়েরা বোকা হই,যাকে যখন যেভাবে ভালোবাসি তখন জান প্রান পুরোটা দিয়ে ভালোবাসি।নেতিবাচকতার প্রসঙ্গ আসলেও আমরাই এগিয়ে।

একজন পুরুষ অপর পুরুষের প্রতি যতটা না সহানুভূতি শীল হয়। সেখানে একজন নারী হয়েও কেন আমরা নারীদের থেকেই সবচে বেশি কষ্ট পাই আমার বুঝে আসেনা!
আশ্চর্য!!

যে পরিবারের নারীরা যতটা সৎ,সে পরিবারে সুকূনের মাত্রা তত বেশি। কারন একজন স্নেহশীল মমতাময়ী নারী কিছু পারুক বা না পারুক,এই পুরো দুনিয়া সুন্দর করবার অসাধারন একটি ক্ষমতা রব তাদেরকে দিয়ে রেখেছেন!

Everyone

14/03/2024

আমায় ছেড়ে ভালো আছিস?
খুব জানতে ইচ্ছে করে!
নতুন মানুষটাও কী ডাকিস
নামটা অ'র্ধে'ক করে?
খুব জানতে ইচ্ছে করে।

চোখ বুঝলেই আজও কী তুই
আমাকে দেখতে পাস?
তোর মাঝে কী আজও আছে
আমার বসবাস?
খুব জানতে ইচ্ছে করে।

আজও কী আমাকে কিছু বলবি ভেবে,
তোর নার্ভাস ফিল হয়?
আজও কী তোর মনটা শুধুই
আমার কথা কয়?
খুব জানতে ইচ্ছে করে।

চোখ বুঝলেই তোর সজীব স্মৃতিগুলো
চোখের সামনে উঠে ভেসে।
বিয়ের আগের দিনও যদি বলতি-
আমি বাঁচতে চাই, তোকে ভালোবেসে!
তবু না হয় আমি, কিছু একটা করতাম,
বিয়ের পর বল না নতুন মানুষটাকে,
কী করে ঠ'কা'তা'ম?
খুব জানতে ইচ্ছে করে।

তোর মতো আমিও আজ
মনের রো'গে ভু'গী,
বন্ধুত্বের মাঝে ভালোবাসাটা
বুঝতে না পারায় কী!
আজ দুজনেই ভু'ক্ত'ভো'গী?
খুব জানতে ইচ্ছে করে।

আমি না হয় বুঝিই নি
তুই তো বুঝে ছিলি!
একবারও কী ইচ্ছা হয়নি তোর
ভালোবাসি বলি?
খুব জানতে ইচ্ছে করে।

একজনের বুঝতে না পারা
আরেকজনের সংকোচ,
চারটি জীবনে আসলো না সফলতা কেনো?
থেকেও পাশে পরিবার নামক কোচ!
খুব জানতে ইচ্ছে করে।

"খুব জানতে ইচ্ছে করে"


#রাত #মিছিল # #উক্তি #লেখা #বাণী #লেখাঃ #লেখালেখি #গল্প #কবিতা #জীবন


Address

Dhaka

Alerts

Be the first to know and let us send you an email when দায়িত্ব - Responsibility posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to দায়িত্ব - Responsibility:

Share

Category