Insaniyat-ইনসানিয়াত

Insaniyat-ইনসানিয়াত ইসলামের সঠিক তথ্য ছড়িয়ে দেয় বিশ্বময়

19/10/2025

মোমেন ব্যাক্তিগন কাবা ঘরের চেয়ে সম্মানিত কেন?

হযরত ইলিয়াস (আ:) এর রওজা শরীফ যা লেবাননে অবস্থিত।  #রওজা  #ইলিয়াসনবী
11/10/2025

হযরত ইলিয়াস (আ:) এর রওজা শরীফ যা লেবাননে অবস্থিত।

#রওজা
#ইলিয়াসনবী

10/10/2025

মোমেন ব্যাক্তির মর্যাদা সম্পর্কে সুফি সম্রাট দেওয়ানবাগী (রহ.) হুজুরের আলোচনা।

#ভিডিওভাইরালシ

08/10/2025

যা তোমাকে পরিশুদ্ধ করে, সেটিই সঠিক পথ।
...রুমি

04/10/2025

আশিটা বছর কেটে গেল, আমি ডাকিনি তোমায় কভু,
আমার ক্ষুধার অন্ন তা'বলে বন্ধ করনি প্রভু

- কাজী নজরুল ইসলাম

02/10/2025

সাধনার স্তর

28/09/2025

সকল নবী রাসুল ও আউলিয়ায়ে কেরামের রওজা শরীফ রয়েছে।

আজ দেখুন ইরাকে অবস্থিত আদি পিতা হযরত বাবা আদম আ: এর রওজা শরীফ।

#মাঝার
#দরবার
#দরগা

উত্তম চরিত্র গঠনের জন্য আউলিয়ে কেরামের সাহচর্যে যাওয়া আবশ্যক সুফি সম্রাট হযরত দেওয়ানবাগী (রহ.)
18/09/2025

উত্তম চরিত্র গঠনের জন্য আউলিয়ে কেরামের সাহচর্যে যাওয়া আবশ্যক

সুফি সম্রাট হযরত দেওয়ানবাগী (রহ.)

আমিত্বের কারনেই মানুষ আল্লাহ থেকে দূরে সরে যায়। --সূফী সম্রাট হযরত সৈয়দ মাহবুব-এ-খোদা দেওয়ানবাগী হুজুর কেবলাজান
17/09/2025

আমিত্বের কারনেই মানুষ আল্লাহ থেকে দূরে সরে যায়।

--সূফী সম্রাট হযরত সৈয়দ মাহবুব-এ-খোদা দেওয়ানবাগী হুজুর কেবলাজান

এবার মুসলিমদের সম্মিলিত বাহিনী গড়ার ইঙ্গিত দিলো পাকিস্তানকাতারে আরব-ইসলামিক সম্মেলন।শুধুমাত্র জাতিসংঘের নিরাপত্তা পরিষদ...
16/09/2025

এবার মুসলিমদের সম্মিলিত বাহিনী গড়ার ইঙ্গিত দিলো পাকিস্তান

কাতারে আরব-ইসলামিক সম্মেলন।

শুধুমাত্র জাতিসংঘের নিরাপত্তা পরিষদের ওপর এককভাবে নির্ভরশীল না থেকে এবার মুসলিমপ্রধান এবং আরব দেশগুলোকে নিয়ে সম্মিলিত বাহিনী গড়ার ইঙ্গিত দিয়েছে পাকিস্তান। এ প্রসঙ্গে পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী ইসহাক দার বলেন, ‌‌‘পাকিস্তানের খুবই বড় এবং কার্যকর সশস্ত্র বাহিনী রয়েছে, যারা প্রথাগত যুদ্ধে নিজেদের সক্ষমতা প্রমাণ করেছে।’ মধ্যপ্রাচ্যে ইসরায়েলের আগ্রাসন ঠেকাতে যদি জাতিসংঘের বাইরে কোনও ঐক্যবদ্ধ বাহিনী গড়া হয়, তাহলে পাকিস্তান তাতে অংশ নেবে কি না, সংবাদমাধ্যম আল জাজিরার এমন প্রশ্নের জবাবে ইসহাক দার এমন মন্তব্য করেছেন। খবর দ্য ডন ও আরব নিউজের।

কাতার হামলার পর দোহায় সম্মেলন :ই/স/রা/য়েলের বিরুদ্ধে কঠোর অবস্থানে আরব-মুসলিম দেশগুলোইনসানিয়াত ডেস্ক :ই/স/রা/য়েলের বিরুদ...
16/09/2025

কাতার হামলার পর দোহায় সম্মেলন :
ই/স/রা/য়েলের বিরুদ্ধে কঠোর অবস্থানে আরব-মুসলিম দেশগুলো

ইনসানিয়াত ডেস্ক :
ই/স/রা/য়েলের বিরুদ্ধে কঠোর অবস্থানে আরব-মুসলিম দেশগুলো ওআইসি আয়োজিত জরুরি শীর্ষ সম্মেলনে প্রায় ৬০ দেশের নেতা ও কর্মকর্তারা অংশ নেন। ছবি: রয়টার্স

কা/তা/রে ই/স/রা/য়েলি হামলায় তীব্র নিন্দা জানিয়েছে আরব-মুসলিম দেশগুলো। দোহায় সোমবার (১৫ সেপ্টেম্বর) অনুষ্ঠিত আরব-ইসলামিক সম্মেলনের যৌথ ঘোষণায় এই হামলাকে আঞ্চলিক শান্তি প্রক্রিয়ার জন্য বড় ধাক্কা হিসেবে আখ্যায়িত করা হয়েছে। এছাড়া সদস্য রাষ্ট্রগুলোকে ই/স/রা/য়েলের সঙ্গে কূটনৈতিক ও অর্থনৈতিক সম্পর্ক পুনর্বিবেচনা এবং এর বিরুদ্ধে আইনি পদক্ষেপ নেওয়ার আহ্বান জানানো হয়েছে। সূত্র: আল-জাজিরা

বিবৃতিতে বলা হয়, ই/স/রা/য়েল কাতারে কাপুরুষোচিত ও বেআইনি হামলা চালিয়েছে, যা আন্তর্জাতিক শান্তি প্রচেষ্টাকে দুর্বল করছে। দোহাকে পূর্ণ সমর্থন জানিয়ে, কাতা/রের সংযমী ও নীতিগত অবস্থানকে প্রশংসা করা হয়েছে।

এর আগের দিন রোববার দোহায় অনুষ্ঠিত আরব ও ইসলামিক পররাষ্ট্রমন্ত্রীদের বৈঠকে বলা হয়, কাতারের নিরাপত্তা আরব ও ইসলামি বিশ্বের জাতীয় নিরাপত্তার অবিচ্ছেদ্য অংশ। তারা ই/স/রা/য়েলের হামলাকে আন্তর্জাতিক আইন লঙ্ঘন ও বি/প/জ্জনক উত্তেজনা হিসেবে আখ্যা দেন, যা আঞ্চলিক ও বৈশ্বিক স্থিতিশীলতাকে হু/মকির মুখে ফেলছে।

কাতারের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মাজেদ আল-আনসারি জানান, এই সম্মেলন আরব-ইসলামিক বিশ্বের ঐক্য ও সংহতির প্রতিফলন। তিনি ই/স/রা/য়েলের কর্মকাণ্ডকে রাষ্ট্রীয় স/ন্ত্রা/সবাদ হিসেবে আখ্যা দেন এবং বলেন, সোমবারের জরুরি সম্মেলনে রোববারের বৈঠকে গৃহীত খসড়া বিবৃতি চূড়ান্ত করা হবে।

উল্লেখ্য, গত ৯ সেপ্টেম্বর দোহায় যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডো/না/ল্ড ট্রা/ম্পের প্রস্তাবিত গা/জা যু/দ্ধ/বিরতি আলোচনায় অংশ নিতে বসা হা/মা/স নেতাদের টার্গেট করে ই/স/রা/য়ে/লি বিমান হামলা চালায়। ই/স/রা/য়েলি সেনাবাহিনী দাবি করে, তারা নির্ভুলভাবে হামাসের নেতৃত্বকে লক্ষ্যবস্তু করেছে। অন্যদিকে হামাস বলেছে, এ হামলা প্রমাণ করে নেতানিয়াহুর সরকার কোনো সমঝোতা চায় না; বরং সব প্রচেষ্টা বানচাল করতে চায়।

দো/হা/য় আবাসিক ভবন টার্গেট করে চালানো এই হামলার নিন্দা জানিয়েছে জাতিসংঘসহ বিশ্বের বিভিন্ন দেশ।

14/09/2025

ঈদ ই মিলাদুন্নবী আনন্দ র‍্যালি ২০২৫

বাবে রহমত দেওয়ানবাগ শরিফ থেকে সৃষ্টি কুলের শ্রেষ্ঠ ঈদ, দয়াল রাসুলের জন্ম ঈদ উপলক্ষে আশেকে রাসুল সম্মেলনের পর রাজধানীতে আনন্দ র‍্যালি।।

#ঈদেমিলাদুন্নবী #বাবেরহমত

Address

Dhaka

Telephone

+8801815433908

Website

Alerts

Be the first to know and let us send you an email when Insaniyat-ইনসানিয়াত posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Insaniyat-ইনসানিয়াত:

Share