
11/11/2024
ক্রিকেটে এই সৌন্দর্যের তুলনা নেই। বিশালদেহী দ্রুতগতির বোলার আগুন ঝরাচ্ছেন বাইশ গজে। দুঁদে ব্যাটসম্যানেরাও সেই বলে হচ্ছেন পরাস্ত, চোখের মণিতে আঁকা ভয়। নব্বই মাইলের ইয়র্কারে স্ট্যাম্পে এলোমেলো। বুনো উল্লাস, গ্যালারিতে উচ্ছ্বাস। প্রতি মুহূর্তে জাগে শিহরণ। রোমাঞ্চের মিশ্রণে জাগে সৌন্দর্য। স্বপ্ন দেখতাম, সেই ছেলে আমাদের হবে কবে?
বাংলাদেশ ক্রিকেট বোর্ড - বিনীত অনুরোধ! নাহিদকে দেখে রাখুন। এই আগুন জ্বলুক। আদিম উন্মাদনায় মাতি আমরা। পেস বোলিং, নতুন বল, চোখে ভয় - এই পরম পাওনা যে বাকি আছে!