Sports Scrapbook

Sports Scrapbook খেলার জন্যঃ এখন, তখন, সবসময়!

ক্রিকেটে এই সৌন্দর্যের তুলনা নেই। বিশালদেহী দ্রুতগতির বোলার আগুন ঝরাচ্ছেন বাইশ গজে। দুঁদে ব্যাটসম্যানেরাও সেই বলে হচ্ছেন...
11/11/2024

ক্রিকেটে এই সৌন্দর্যের তুলনা নেই। বিশালদেহী দ্রুতগতির বোলার আগুন ঝরাচ্ছেন বাইশ গজে। দুঁদে ব্যাটসম্যানেরাও সেই বলে হচ্ছেন পরাস্ত, চোখের মণিতে আঁকা ভয়। নব্বই মাইলের ইয়র্কারে স্ট্যাম্পে এলোমেলো। বুনো উল্লাস, গ্যালারিতে উচ্ছ্বাস। প্রতি মুহূর্তে জাগে শিহরণ। রোমাঞ্চের মিশ্রণে জাগে সৌন্দর্য। স্বপ্ন দেখতাম, সেই ছেলে আমাদের হবে কবে?

বাংলাদেশ ক্রিকেট বোর্ড - বিনীত অনুরোধ! নাহিদকে দেখে রাখুন। এই আগুন জ্বলুক। আদিম উন্মাদনায় মাতি আমরা। পেস বোলিং, নতুন বল, চোখে ভয় - এই পরম পাওনা যে বাকি আছে!

অননুমেয়। সব হিসেবের বাইরে। এটাই পাকিস্তান ক্রিকেট। আগের মুহূর্তে অন্ধ গহীন গুহায় আলোর খোঁজে হাতড়াবে।পরের মুহূর্তেই অর্জন...
08/11/2024

অননুমেয়। সব হিসেবের বাইরে। এটাই পাকিস্তান ক্রিকেট। আগের মুহূর্তে অন্ধ গহীন গুহায় আলোর খোঁজে হাতড়াবে।পরের মুহূর্তেই অর্জনের শীর্ষচুড়ায়।

বাংলাদেশের কাছে লজ্জায় টালমাটাল ছিল পাকিস্তান। ইংল্যান্ডের সাথে টেস্টে ৫০০ রান করেও হারে তার মাত্রায় বাড়িয়েছে। এরপর স্পিন জাদুতে দুই ম্যাচ জিতে সিরিজ জয়ের স্বস্তি।

অস্ট্রেলিয়াতে আসার আগে ভয় ছিল। অজি ভূমিতে সবুজ দলের রেকর্ড খুব একটা সুবিধের নয়। পেস বোলার তৈরির কারখানা নিজেদের হারিয়ে খুঁজছিল। প্রথম ম্যাচে স্বাগতিকদেরকে গতি দিয়ে কাঁপিয়ে দিলেন হারিস রউফ। তবে রানের সংগ্রহটা ছিল না যথেষ্ট। লড়াই করেও পরাজয়ের গ্লানি৷ এবার অ্যাডিলেডে হারিস ছাড়িয়ে গেলেন নিজেকে। গতির তোড়ে অস্ট্রেলিয়ান প্রতিরোধকে দিলেন উড়িয়ে। চার পেসারে বিধ্বস্ত অজিরা।

সাইম আইয়ুব নিজের প্রতিভার ঝলক দেখালেন। সাথে রইলো স্ট্রোকের আতশবাজি। বহুদিন বাদে পাকিস্তান ক্রিকেট হাসছে।

গৌরবময় অনিশ্চয়তার খেলা ক্রিকেট। আর পাকিস্তান তার সবচেয়ে বড় বিজ্ঞাপন। থ্রিলার মুভি মতো প্রতি বাঁকে রোমাঞ্চ, কাহিনীর মোড়। পরাজিতের পতন থেকেই জয়ের ফিনিক্স পাখি।

07/11/2024

শীর্ষ দশ দামী ফুটবলার

এমন একটা দল করলে কেমন হয়?
04/11/2024

এমন একটা দল করলে কেমন হয়?

সাদা বলে পাকিস্তানের সবচেয়ে বড় গেইম চেঞ্জার ফখর জামান। রাজনীতির হিসেবে দলের বাইরে এখন। ব্যক্তিগত সম্পর্ক আর পছন্দের হিসা...
04/11/2024

সাদা বলে পাকিস্তানের সবচেয়ে বড় গেইম চেঞ্জার ফখর জামান। রাজনীতির হিসেবে দলের বাইরে এখন। ব্যক্তিগত সম্পর্ক আর পছন্দের হিসাবে দল গঠন যতদিন হবে, পাকিস্তান ক্রিকেট তলিয়ে যেতেই থাকবে।

ক্রিকেটের অমীমাংসিত রহস্য: শন অ্যাবট কীভাবে নিয়মিতভাবে অস্ট্রেলিয়া দলে খেলেই যান?
03/11/2024

ক্রিকেটের অমীমাংসিত রহস্য: শন অ্যাবট কীভাবে নিয়মিতভাবে অস্ট্রেলিয়া দলে খেলেই যান?

২০১৩ সালের মে মাসে হুয়ান মাতার একমাত্র গোলে জয় পায় চেলসি। এরপর ১১ বছরে ওল্ড ট্রাফোর্ডে আর লীগ ম্যাচে জয় পায়নি চেলসি। দু'...
03/11/2024

২০১৩ সালের মে মাসে হুয়ান মাতার একমাত্র গোলে জয় পায় চেলসি। এরপর ১১ বছরে ওল্ড ট্রাফোর্ডে আর লীগ ম্যাচে জয় পায়নি চেলসি। দু'দলের জৌলুস নেই আর, তবুও এই দু'দলের খেলা আফ্রিকাতে চ্যাম্পিয়ন্স লীগ ফাইনালের চেয়েও গুরুত্বপূর্ণ। জিতবে কারা?

কখনো বুঝি আর টেস্ট খেলাই হয় না। ফোনকলটা যখন এলো, তিনি ডিনারের টেবিলে বসেছেন। তিরিশ ছুঁই ছুঁই মানুষটাকে জানানো হলো তাঁকে ...
03/11/2024

কখনো বুঝি আর টেস্ট খেলাই হয় না। ফোনকলটা যখন এলো, তিনি ডিনারের টেবিলে বসেছেন। তিরিশ ছুঁই ছুঁই মানুষটাকে জানানো হলো তাঁকে আরব আমিরাতের বিমানে চাপতে হবে। টেস্ট ক্রিকেট ধরা দিলো অপ্রত্যাশিত সময়ে।

নিউজিল্যান্ডের মাঠে তিন টেস্ট খেলে কোনো উইকেট পাননি। বাঁ হাতের ঘূর্ণিগুলো যতগুলো উইকেট এনেছে, সবই প্রতিপক্ষের মাটিতে। অথচ এজাজ হতে চেয়েছিলেন পেস বোলার। বয়সভিত্তিক দলে পেস বোলার হিসেবেই খেলে গেছেন। বিশে পা দেবার পর উপলব্ধি করলেন পাঁচ ফুট ছয় ইঞ্চি উচ্চতা পেস বোলারদের জন্য আদর্শ নয়। এরপর কবজি ঘোরানো শুরু।

এর আগে ভারত সফরে এসে এক ইনিংসে দশ উইকেট পেয়ে ইতিহাস গড়েছিলেন। তবে ভারতের মাটিতে যথারীতি আত্মসম্পর্ণের ইতিহাস বদলাতে পারেনি কিউইরা। পুনেতে সিরিজ জয় নিশ্চিত করা আগের টেস্টে নায়ক ছিলেন স্যান্টনার। তিনি দেখে গেছেন।

ওয়াংখেড়ে তখন নিশ্চুপ। পিনপতনের নীরবতাই হতো। যদি না কিউইদের উদযাপন-উল্লাস না থাকতো। এজাজ ইউনুস প্যাটেলের বলে ওয়াশিংটন সুন্দর বোল্ড হয়েছেন। ভারতীয়দেরকে তাঁদের ডেরাতেই হোয়াইটওয়াশের অভূতপূর্ব অর্জন। সেখানে নেতৃত্ব দিলেন এই প্যাটেল। ছত্রিশ বছর আগে এই মুম্বাইতেই জন্ম যার। ঘরে ফিরে আগের সফরে ইনিংসের সব উইকেট। এবার এগারো উইকেট, দুটো ইনিংসে ভাগ করে।

কিউইরা তাদের স্বভাবজাত দলগত খেলাতেই জিতেছে। তবুও প্যাটেল থাকবেন অনন্য হয়ে। ক্রিকেট হেঁয়ালি ভালোবাসে। গুজরাটি পরিবারে জন্ম এক মুম্বাইকার না'হলে ভারত বধের নায়ক হবেন কেন! এই টেস্ট ক্রিকেট থাকুক না হয়। এই এজাজ প্যাটেলদের নয়তো হারিয়েই ফেলবো!

প্রিমিয়ার লীগ ইতিহাসে মো সালাহর চেয়ে বেটার গোলস্কোরিং উইংগার আছে কি?
02/11/2024

প্রিমিয়ার লীগ ইতিহাসে মো সালাহর চেয়ে বেটার গোলস্কোরিং উইংগার আছে কি?

টানা দুই অ্যাওয়ে ম্যাচে হার আর্সেনালের। মার্টিন ওডেগার্ডই কি আর্সেনালের সবচেয়ে গুরুত্বপূর্ণ ফুটবলার?
02/11/2024

টানা দুই অ্যাওয়ে ম্যাচে হার আর্সেনালের। মার্টিন ওডেগার্ডই কি আর্সেনালের সবচেয়ে গুরুত্বপূর্ণ ফুটবলার?

টেস্ট ক্রিকেটের ইতিহাসে একমাত্র শিবনারায়ণ চন্দরপলই নন-স্ট্রাইক প্রান্ত থেকে ৫০০ এর উপরে সংগীর আউট (৫১৯) দেখেছেন। এই এক প...
02/11/2024

টেস্ট ক্রিকেটের ইতিহাসে একমাত্র শিবনারায়ণ চন্দরপলই নন-স্ট্রাইক প্রান্ত থেকে ৫০০ এর উপরে সংগীর আউট (৫১৯) দেখেছেন। এই এক পরিসংখ্যানই বলে দেয় ক্যারিবিয়ান ক্রিকেটের ক্ষয়িষ্ণু সময়ে পিচে কেমন নি:সংগ লড়াই চালিয়েছেন এই গায়ানিজ।

Address

Dhaka

Telephone

+8801706697966

Website

Alerts

Be the first to know and let us send you an email when Sports Scrapbook posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Sports Scrapbook:

Share

Category