সংস্কার tv

  • Home
  • সংস্কার tv

সংস্কার tv যেখানে অন্ধকার,সেখানেই সংস্কার। জেগে উঠার আহ্বানে, জাগানোর অভিপ্রায়ে "সংস্কার tv"
(11)

21/11/2019
সংস্কার tv

সংস্কার tv

রূপপুর বালিশ কাণ্ডের সেই প্রকৌশলী মাসুদুর রহমান জিজ্ঞাসাবাদ শেষে দুদক কার্যালয় থেকে বের হওয়ার সময় সাংবাদিক দেখে এভাবেই দৌড়ে পালিয়ে যান।

09/11/2019
ভোরে ইডেন কলেজ ছাত্রলীগ নেত্রীদের দুই পক্ষে তুমুল সংঘর্ষ

ইডেন কলেজে ছাত্রলীগ নেত্রীদের দুইপক্ষে মারামারি! বেশ কয়েকজন আহত

ইডেন মহিলা কলেজের শেখ ফজিলাতুন্নেছা হলের ছাত্রলীগ নেত্রীদের দুই পক্ষে সংঘর্ষে হয়েছে। এতে বেশ কয়েকজন আহত হয়েছেন.....

08/11/2019

ভিন্ন মতের মানুষের উপরে ছাত্রলীগ,পুলিশলীগ দিয়ে দমন-পীড়ন চালিয়ে দেশকে গৃহযুদ্ধের দিকে ঠেলে দিবেন না: ভিপি নুরুল হক

07/11/2019

ছাত্রলীগের সন্ত্রাসী হামলা ও পুলিশী নির্যাতনের প্রতিবাদে বিকাল ৪ টায় ঢাবির রাজু ভাস্কর্যে বিক্ষোভ মিছিলের ডাক দিলেন ভিপি নুর

07/11/2019

ডাকসু ভিপি নুরুল হক নুর বীর মুক্তিযোদ্ধা সাদেক হোসেন খোকার লাশের পাশে গিয়ে যা বললেন।

06/11/2019

রূপপুর বালিশ কাণ্ডের সেই প্রকৌশলী মাসুদুর রহমান জিজ্ঞাসাবাদ শেষে দুদক কার্যালয় থেকে বের হওয়ার সময় সাংবাদিক দেখে এভাবেই দৌড়ে পালিয়ে যান।

05/11/2019

জাহাঙ্গীরনগরে ছাত্রলীগের হামলার প্রতিবাদে ভিপি নুরুল হকের তুখোড় বক্তব্য। শিক্ষা মন্ত্রণালয় টালবাহানা করলে শিক্ষা মন্ত্রণালয়কেও ছাড় দেয়া হবে না।

05/11/2019

আমার বোনের তলপেটে লাথি দেওয়া হইছে, আমার ভাইয়ের গাল থেঁতল্যাইয়া ফেলা হইছে: ভিসির পদত্যাগের দাবিতে আন্দোলনরত জাবি শিক্ষার্থী। #জাহাঙ্গীরনগর_বিশ্ববিদ্যালয়

05/11/2019

হল থেকে দলে দলে বেড়িয়ে অাসছে স্টুডেন্টরা! ছাত্রলীগের হামলার প্রতিবাদে ও ভিসির পদত্যাগের দাবিতে উত্তপ্ত জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়

30/10/2019
পাপনের পদত্যাগ দাবিতে মহাসড়ক অবরোধ

মহাসড়ক অবরোধ করেছে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ছাত্ররা

বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসানকে সবধরনের ক্রিকেট থেকে দুই বছরের জন্য নিষিদ্ধ করেছে ইন্টারন্যাশনাল ক্রিকে....

28/10/2019
বাচ্চাকে ড্রিল মেশিন দিয়ে ফুটো করার হুমকি: স্বামীর স্ট্যাটাস

ফেনীর সোনগাজীর মাদরাসাছাত্রী নুসরাত জাহান রাফি হত্যা মামলায় মৃত্যুদণ্ডাদেশপ্রাপ্ত ১৬ আসামির একজন তার সহপাঠী কামরুন নাহার মণি। গত বৃহস্পতিবার ফেনীর নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক মামুনুর রশিদ এ রায় ঘোষণা করেন।

কারাবন্দি মণি গত ২১ সেপ্টেম্বর একটি কন্যা সন্তান জন্ম দেন। রায় ঘোষণার সময় দিন এক মাসের সেই কন্যা সন্তানকে নিয়েই তিনি আদালতে আসেন। পরদিন মণির স্বামী রাশেদ খান রাজু তার ব্যক্তিগত ফেসবুক আইডিতে আবেগঘন একটি স্ট্যাটাস দেন। যা ইতোমধ্যে সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়ে পড়েছে।

আসামি মণির স্বামী রাশেদ খান রাজুর স্ট্যাটাসটি তুলে ধরা হলো-

আমার আমানত, আমার কলিজার টুকরা মেয়েটাকে বাছাতে গিয়ে PBI এর বানানো মিথ্যা জবানবন্দি দিয়ে আজ ফাঁসির আসামি তুমি। তোমার কাছে আমার আমানত এতোই বড় ছিলো যে যাকে তুচ্ছ করে তুমি সত্যের সাথে থাকতে পারোনি। যেদিন রিমান্ডে তোমার পেটে আমার বাচ্ছাটাকে ড্রিল মেশিন দিয়ে ফুটো করে দিবে বলেছিলো সেদিন নিশ্চয়ই ভেবেছো তোমার জীবনের চেয়েও তোমার বাচ্ছার জীবন অনেক মূল্যবান।

হ্যাঁ, মা হিসেবে তোমার দায়িত্ববোধকে আমি সম্মান করি শ্রদ্ধা করি, পৃথিবীর সকল মা-ই জীবন দিয়ে হলেও তাদের সন্তানকে রক্ষা করার চেষ্টা করে। কিন্তু যে মেয়েকে বাঁচাতে গিয়ে তুমি মিথ্যা জবানবন্দি দিয়ে আসামি হয়েছো আজ সেই মেয়ে কোলে নিয়েই তোমাকে ফাঁসির রায় শুনতে হলো। তোমার মেয়ের কথা কি আজ এই দেশ চিন্তা করেছে?

তোমাকে যে পরিমাণ নির্যাতন করে, পিটিয়ে, পেটে তারের আঘাত করে, হাতের ও পায়ের তালুতে পিটিয়ে, জামা কাপড় খুলে ফেলার চেষ্টা করে ও সর্বশেষ বাচ্চা নষ্ট করার ভয় দেখিয়ে আসামি করলো তা কি এই দেশের কেউ জানে?

তোমার বিরুদ্ধে কোন অভিযোগ প্রমাণিত না হওয়ার পরেও যে তোমাকে ফাঁসি দেওয়া হলো তা কি এই দেশের কেউ জানে? এই সন্তান কে নিয়ে যে এদেশের মানুষ ট্রল করে, সন্তানের বাবা ও পিতৃ পরিচয় নিয়ে ট্রল করে না জেনে তাকি জানো?

তুমি যে ঘটনার পরে ৩টাসহ মোট ৬টা পরীক্ষা দিয়েছো আর ঘটনার দিনের পরীক্ষাসহ সবগুলাতেই A+ পেয়েছ সেই খবর কেউ রেখেছে? তুমি খুন করে কিভাবে স্বাভাবিক ছিলা বা ঘটনার দিন ও তার পরের ৩টা পরীক্ষাসহ মোট ৬টাতেই A+ পেতে পারো সেটা কি কেউ চিন্তা করেছে?

কেউ কি জানে যে অন্য আরো একটি মণি ছিলো যে কিনা সিরাজের পক্ষ নিয়ে নুসরাতের বিরুদ্ধে ভিডিও বার্তা দিয়েছিলো। তাকে যে PBI গ্রেপ্তার করে টাকা নিয়ে ছেড়ে দিয়েছে তা কি দেশের কেউ জানে?

আরও দেখুন: তারে কারেন্ট খায়, এক মিটারে বিল ১ লাখ ২০ হাজার

অবশেষে বলবো আমার কলিজার সন্তান একদিন এই দেশে মাথা উঁচু করে দাঁড়াবে, এই অন্যায়ের প্রতিবাদ তাকেই করতে হবে।

তোমার মৃত মুক্তিযোদ্ধা বাবা বেঁচে থাকলে হয়তো জিজ্ঞেস করতে দেশ কি এই জন্য স্বাধীন করেছিলে কিনা যেখানে তোমরাই আজ পরাধীন।

আজ জাতির কাছে প্রশ্ন রেখে গেলাম এই মা মেয়ে যদি নির্দোষ হয় আপনাদের কি আল্লাহ এর আদালতে জবাবদিহি করতে হবে না? আবার বলছি, বুক ফুলিয়ে বলছি মণি ১০০ ভাগ নির্দোষ।

আমি আমার ভালোবাসাকে অন্যায়ের কাছে হেরে যেতে দিবো না। লড়বো এই অন্যায়ের বিরুদ্ধেই, আমি লড়বো ইনশাআল্লাহ।

মুবাশশিরা খানম ‘রাথী’ এক দৃষ্টান্ত হয়ে থাকবে দেশের ইতিহাসে। দেশের আর কোন নারী যেন এমন বর্বরতা আর নিষ্ঠুরতার শিকার না হয় সেটাই কামনা করি।

ফেনীর সোনগাজীর মাদরাসাছাত্রী নুসরাত জাহান রাফি হত্যা মামলায় মৃত্যুদণ্ডাদেশপ্রাপ্ত ১৬ আসামির একজন তার সহপাঠী ক....

27/10/2019

ডাক্তার অমিত কুমার বসুর ভুল চিকিৎসায় নার্স হাজেরা বেগমের মৃত্যুতে কুড়িগ্রাম হাসপাতালে নার্সদের বিক্ষোভ।

26/10/2019
নুসরাতের মা-ভাইকে ফোন করে হুমকি, ডিশ সংযোগ বিচ্ছিন্ন

নুসরাতের পরিবারকে ফোন করে হুমকি! ডিশ লাইন বন্ধ!

ফেনীর সোনাগাজীতে আগুনে পুড়িয়ে হত্যা করা মাদ্রাসাছাত্রী নুসরাত জাহান রাফির মা ও বড় ভাইকে মোবাইল ফোনে হুমকি দেয়ার ...

Address

Dhaka

Alerts

Be the first to know and let us send you an email when সংস্কার tv posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to সংস্কার tv:

Videos

  • Want your business to be the top-listed Media Company?

Share