05/11/2025
🎓 ঢাকা কলেজের সৃষ্টি ও ইতিহাস
প্রতিষ্ঠার বছর: ১৮৪১ খ্রিষ্টাব্দ
প্রতিষ্ঠাতা: তৎকালীন ব্রিটিশ সরকার (East India Company)
প্রথম নাম: Dhaka English Seminary (ঢাকা ইংলিশ সেমিনারি)
প্রতিষ্ঠার উদ্দেশ্য: তৎকালীন বাংলার পূর্বাঞ্চলে ইংরেজি শিক্ষা ও আধুনিক শিক্ষার প্রসার ঘটানো।
🏫 গঠন প্রক্রিয়া:
১৮৩৫ সালে লর্ড ম্যাকলে ইংরেজি শিক্ষানীতি প্রবর্তন করেন।
তারই ধারাবাহিকতায় ১৮৪১ সালে ঢাকায় একটি আধুনিক ইংরেজি শিক্ষা প্রতিষ্ঠান গঠনের সিদ্ধান্ত হয়।
শুরুতে কলেজটি ঢাকার নবাবপুরে স্থাপিত হয়, পরে ১৮৭৪ সালে রিপন কলেজ ভবনে স্থানান্তরিত হয়, এবং ১৯৫৫ সালে এটি বর্তমান স্থানে (নিউ মার্কেটের পাশে, ঢাকা কলেজ ক্যাম্পাসে) স্থানান্তরিত হয়।
প্রথমে এটি ছিল স্কুল ও কলেজ একত্রে (স্কুল বিভাগটি পরে সরকারি নীলক্ষেত উচ্চ বিদ্যালয়ে রূপ নেয়)।
১৮৬০ সালের দিকে কলেজটি কলকাতা বিশ্ববিদ্যালয়ের সঙ্গে যুক্ত হয়।