27/09/2025
বাঙালী পুরুষ হানিয়া আমিরকে চায়, হানিয়া আমিরের মতোন সুন্দরী ফুটফুটে টানটান স্কিনের বউ চায়। চায় না শুধু হানিয়া আমিরের মতোন সৌন্দর্যের পিছনে হাজার হাজার ডলার খরচ করতে।
বাঙালী পুরুষ চায় বউ সারাদিন তেল কাইষ্ঠা পরিষ্কার করে, চুলের তাপে গায়ের রঙ জ্বলায়ে টানটান স্কিন রাখবে।
বাঙালী পুরুষ চায়, বছর বছর বাচ্চা হবে কিন্তু বেবী পাউচ থাকা যাবে না, একটা আড়াই তিনকেজির বাচ্চা তলপেটে বড় হবে, কিন্তু তলপেটে ফাটা দাগ থাকা যাবে না।
বাঙালী পুরুষ চায়, বাচ্চাকে ব্রেস্ট ফিড করাইতে কিন্তু স্যাগী হওয়া যাবে না, অবস্থা দেখে মনে হয় নিপলে এক্সট্রা পাইপ সেট করা দরকার, বাচ্চার যখন দুধের প্রয়োজন হবে শুধু টান দিবে!
বাঙালী পুরুষ চায় সারাদিন কাচা মাছ মাংস সবজি কাটাকাটি, ধোয়া, হলুদ মরিচ দিয়ে রান্নাবান্নার পরও হাতের আঙুল থাকবে টসটসে ফ্রেশ আংগুরের মতোন।
বাঙালী পুরুষ একটা হেয়ার সিরাম কিনা দিবে না, কিন্তু তারা চাইবে তাদের বউদের চুল ঝলমলে থাকবে।
বাঙালী পুরুষ চাইবে সারাদিনের কামলা খাটা শেষে তার বউ রোমান্স করবে। কিন্তু রোমান্স করার আগের বউয়ের হ্যাপি হরমোন যে প্যারা হরমোন আর প্রেশার হরমোন হয়ে আছে সেইটা আর দেখবে না।
আসলে দিনশেষে বাঙালী পুরুষ হানিয়া আমিরদেরই চায়, হানিয়া আমিরদের মতোন সুন্দরী চায় কিন্তু এইটা ভাবে না, স্বয়ং হানিয়া আমির তাদের বউ হয়ে আসলে যে তারে হাসিনা আমির বানায় দিবে!
তারা হানিয়া আমিরদের চায় কিন্তু হানিয়া আমিরদের মতোন লাইফস্টাইল কখনো বউকে দিতে চায় না।
তারা হানিয়া আমিরদের চায়, তারা বউয়ের অগোচরে হানিয়া আমিরদের প্রশংসা করে, ক্রাশ খায় যেই নায়িকা কখনো তাদের ছুয়েও দেখবে না এক কাপ চা বানায়ে খাওয়াবে না, গন্ধওয়ালা আন্ডারপ্যান্ট আর লুংগি ধুয়ে দিবে না বাঙালী পুরুষ সেই হানিয়া আমিরদের প্রশংসায় পঞ্চমুখ হয়ে থাকে।
কিন্তু ঘরে থাকা যেই মানবী নিজের সৌন্দর্য, ক্যারিয়ার ফেলে রান্না করতেছে, বাচ্চা পালতেছে, তার সেবাযত্ন করতেছে সেই বউদের প্রশংসার মরে গেলেও করবে না। বাঙালী পুরুষদের ধারণা বউয়ের প্রশংসা করতে হইলে ট্যাক্স দেয়া লাগে।
তাই, বাঙালী পুরুষ সারাদিন রাত শয়নে স্বপনে যতোই হানিয়া আমিরের প্রশংসা করুক না কেনো বাস্তবতা হইলো হানিয়া আমিরদের এফোর্ট করার মতোন হ্যাডম বা শ্যাডম কোনটাই তাদের নাই।
(এই পোষ্ট যাদের গায়ে লাগবে তারা বউদের সাথে এই ইত্রামিগুলো করেন আর 'হার্নিয়া' আমিরদের দেখে ঘুমাইতে যান। গালাগালি করতে হইলে সিরিয়ালে দাঁড়াবেন, তাড়াহুড়ো করে ধংঘর্ষ ঘটাবেন না।)
©Marfiya Hassan-