Kaniz Mahmud

Kaniz Mahmud Hi,i am kaniz Mahmud
Plz follow my page
(6)

Trying
19/10/2025

Trying

16/10/2025

জীবন টা অনেক বড়
অনেক পথ পাড়ি দিতে হবে
😊

তার প্রিয় গাড়িটা🥰🚗
10/10/2025

তার প্রিয় গাড়িটা🥰🚗

Allah humma barik laha💝এই যে ছোট্ট মানুষ টা ,আমার বাবা,আমার কলিজা,আমার নিশ্বাস,আমার প্রাণ।❤️💝দেখতে দেখতে ছোট্ট মানুষটা ক...
05/10/2025

Allah humma barik laha💝
এই যে ছোট্ট মানুষ টা ,আমার বাবা,আমার কলিজা,আমার নিশ্বাস,আমার প্রাণ।❤️💝
দেখতে দেখতে ছোট্ট মানুষটা কিভাবে যেনো বড় হয়ে যাচ্ছে। কাল তার দুই বছর পূর্ণ হবে💕 মনের অজান্তেই কেনো যেন ভালো লাগছে আবার তার চেয়ে বেশি কষ্ট লাগছে। মনে হচ্ছে আমার কলিজা টা বড় হয়ে গেলে তো আর এখন কার মত করে আদর করতে পারবো না,🥹🧡

ছেলেরা বড় হলে মায়ের থেকে দূরে সরে যায়। তবে মায়ের কাছে তুমি সারাজীবন অন্যরকম একটা ভালোবাসা পাবে বাবা।কারণ তুমিই তো আমার প্রথম মা হওয়ার সাধ পূরণ করেছ। তোমার স্থান অন্য সবার থেকে আলাদা 🥰💕
তুমি তো একমাত্র মানুষ যে কিনা আমার সব দুঃখ কষ্ট ভুলিয়ে রাখো।তোমার মুখের দিকে তাকালে আমি সব চেয়ে বেশি শান্তি পাই♥️🥹এগুলো আমার অন্তরের কথা তাই মনের অজান্তেই চোখ দিয়ে পানি চলে এসেছে আমার সোনা বাবা😘
আল্লাহ্ তোমাকে নেক হায়াত দান করে অনেক বছর বাঁচিয়ে রাখুক❤️💝

আমার ছোট্ট মানুষ❤️🥰 Ayan Bin Rahamat

28/09/2025

Good morning 🌞

বাঙালী পুরুষ হানিয়া আমিরকে চায়, হানিয়া আমিরের মতোন সুন্দরী ফুটফুটে টানটান স্কিনের বউ চায়। চায় না শুধু হানিয়া আমিরের মতোন...
27/09/2025

বাঙালী পুরুষ হানিয়া আমিরকে চায়, হানিয়া আমিরের মতোন সুন্দরী ফুটফুটে টানটান স্কিনের বউ চায়। চায় না শুধু হানিয়া আমিরের মতোন সৌন্দর্যের পিছনে হাজার হাজার ডলার খরচ করতে।

বাঙালী পুরুষ চায় বউ সারাদিন তেল কাইষ্ঠা পরিষ্কার করে, চুলের তাপে গায়ের রঙ জ্বলায়ে টানটান স্কিন রাখবে।

বাঙালী পুরুষ চায়, বছর বছর বাচ্চা হবে কিন্তু বেবী পাউচ থাকা যাবে না, একটা আড়াই তিনকেজির বাচ্চা তলপেটে বড় হবে, কিন্তু তলপেটে ফাটা দাগ থাকা যাবে না।

বাঙালী পুরুষ চায়, বাচ্চাকে ব্রেস্ট ফিড করাইতে কিন্তু স্যাগী হওয়া যাবে না, অবস্থা দেখে মনে হয় নিপলে এক্সট্রা পাইপ সেট করা দরকার, বাচ্চার যখন দুধের প্রয়োজন হবে শুধু টান দিবে!

বাঙালী পুরুষ চায় সারাদিন কাচা মাছ মাংস সবজি কাটাকাটি, ধোয়া, হলুদ মরিচ দিয়ে রান্নাবান্নার পরও হাতের আঙুল থাকবে টসটসে ফ্রেশ আংগুরের মতোন।

বাঙালী পুরুষ একটা হেয়ার সিরাম কিনা দিবে না, কিন্তু তারা চাইবে তাদের বউদের চুল ঝলমলে থাকবে।

বাঙালী পুরুষ চাইবে সারাদিনের কামলা খাটা শেষে তার বউ রোমান্স করবে। কিন্তু রোমান্স করার আগের বউয়ের হ্যাপি হরমোন যে প্যারা হরমোন আর প্রেশার হরমোন হয়ে আছে সেইটা আর দেখবে না।

আসলে দিনশেষে বাঙালী পুরুষ হানিয়া আমিরদেরই চায়, হানিয়া আমিরদের মতোন সুন্দরী চায় কিন্তু এইটা ভাবে না, স্বয়ং হানিয়া আমির তাদের বউ হয়ে আসলে যে তারে হাসিনা আমির বানায় দিবে!

তারা হানিয়া আমিরদের চায় কিন্তু হানিয়া আমিরদের মতোন লাইফস্টাইল কখনো বউকে দিতে চায় না।

তারা হানিয়া আমিরদের চায়, তারা বউয়ের অগোচরে হানিয়া আমিরদের প্রশংসা করে, ক্রাশ খায় যেই নায়িকা কখনো তাদের ছুয়েও দেখবে না এক কাপ চা বানায়ে খাওয়াবে না, গন্ধওয়ালা আন্ডারপ্যান্ট আর লুংগি ধুয়ে দিবে না বাঙালী পুরুষ সেই হানিয়া আমিরদের প্রশংসায় পঞ্চমুখ হয়ে থাকে।

কিন্তু ঘরে থাকা যেই মানবী নিজের সৌন্দর্য, ক্যারিয়ার ফেলে রান্না করতেছে, বাচ্চা পালতেছে, তার সেবাযত্ন করতেছে সেই বউদের প্রশংসার মরে গেলেও করবে না। বাঙালী পুরুষদের ধারণা বউয়ের প্রশংসা করতে হইলে ট্যাক্স দেয়া লাগে।

তাই, বাঙালী পুরুষ সারাদিন রাত শয়নে স্বপনে যতোই হানিয়া আমিরের প্রশংসা করুক না কেনো বাস্তবতা হইলো হানিয়া আমিরদের এফোর্ট করার মতোন হ্যাডম বা শ্যাডম কোনটাই তাদের নাই।

(এই পোষ্ট যাদের গায়ে লাগবে তারা বউদের সাথে এই ইত্রামিগুলো করেন আর 'হার্নিয়া' আমিরদের দেখে ঘুমাইতে যান। গালাগালি করতে হইলে সিরিয়ালে দাঁড়াবেন, তাড়াহুড়ো করে ধংঘর্ষ ঘটাবেন না।)

©Marfiya Hassan-

পারফেক্ট কমেন্ট😂Btw কোনটা চাদ আর কোনটা পা* দ
21/09/2025

পারফেক্ট কমেন্ট😂

Btw কোনটা চাদ আর কোনটা পা* দ

14/09/2025

আমি ই এক মাত্র ব্যক্তি যে
ভূমিকম্প হইছে টের পাইনি😊

হুট করে একটা রেসিপি মাথায় আসলো, আর অমনি বানিয়ে ফেললাম, ছেলেও দেখি mas sha allah মজা করে খেলো🥰
09/09/2025

হুট করে একটা রেসিপি মাথায় আসলো, আর অমনি বানিয়ে ফেললাম, ছেলেও দেখি mas sha allah মজা করে খেলো🥰

08/09/2025

তোমার মন খারাপ যাকে স্পর্শ করতে পারে না।
তোমার চোখের জল যাকে বিচলিত করতে পারে না।
তোমার নীরবতা যাকে অস্থিরতা দিতে পারে না।
তোমার খারাপ লাগা যাকে সংবেদনশীল করে তুলতে পারে না।
তোমার অনুপস্থিতি যাকে শূন্যস্থান দিতে পারে না।
সে তোমার কেউ নয়,কোনোদিন ছিল না।

07/09/2025

Loyalty is very expensive
Not everyone can afford it

আমি নিজেই কনফিউজড কোনটা আমার হাত
06/09/2025

আমি নিজেই কনফিউজড
কোনটা আমার হাত

Address

Dhaka
1215

Alerts

Be the first to know and let us send you an email when Kaniz Mahmud posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share