24/09/2024
মহান সৃষ্টিকর্তার প্রতি লক্ষ লক্ষ শুকরিয়া গিয়াপন করসি সব মিলিয়ে আলহামদুলিল্লাহ।
মহান সেই সস্তার সৃষ্টি জগতের আমিও এক জন।
সেই সৃষ্টিকর্তা জানেন আমি কেমনে থাকব এই পৃথিবীতে আমার রিজেক কোথায় রাখা আছে । তিনি ভালো করে জানেন এই পৃথিবীর কেউই আমার কিছু করতে পারবে না হাজারো ভয় দেখিয়ে কারণ আমি ভয় কে জয় করতে শিখেছি । ভয় পাওয়া শিখিনি ধন্যবাদ ।