21/05/2025
এখন আমার জীবনটা বিড়ালময়।
চারদিকে শুধুই বিড়াল।
আমার বাসায় বিড়াল কিন্তু সাথে আরো ২টা গেস্ট বিড়াল থাকে।
পাশের বাসায় বিড়াল।
আমার মায়ের বাসায় বিড়াল তাও ৯টা।
আমরা যখন গল্প করি বিড়াল নিয়ে কথা হয় ৯০%। নিজেদের কথা বলার সময় কই। যারা বিড়াল পালে তারা জানে বিড়াল নিয়ে গল্প করতে কত ভালো লাগে।
বিড়ালময় জীবনটা আসলেই আনন্দময়। 😂🤩