Dega Family

Dega Family Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from Dega Family, Video Creator, Kalunagar, Hazaribagh, Dhaka.

সুন্দরীর সংজ্ঞা দিতে গেলে মানুষ তাদের নাম ব্যবহার করে।  অথচ তাদেরই সংসার টিকে না।
13/10/2024

সুন্দরীর সংজ্ঞা দিতে গেলে মানুষ তাদের নাম ব্যবহার করে। অথচ তাদেরই সংসার টিকে না।

শিশুকে শেখাবেন কারো বাসায় বেড়াতে গেলে দুনিয়ার জিনিস যেন না হাতায়। দেয়ালে যেন না আকে। সব খেলনা নিয়ে দখল করে যেন বসে না থ...
13/10/2024

শিশুকে শেখাবেন কারো বাসায় বেড়াতে গেলে দুনিয়ার জিনিস যেন না হাতায়।

দেয়ালে যেন না আকে।

সব খেলনা নিয়ে দখল করে যেন বসে না থাকে।

এসব এক বছর থেকেই একটু করে করে শিখাবেন দেখবেন well trained হয়ে যাবে।

পরদা ধরে ঝুলা একদম মানা করবেন। আপনি কারো বাসায় গেলে বিরক্তির কারন না হয়ে আনন্দের কারন হোন।

যাদের বাসায় যাবেন তারা অনেক শৌখিন তাদের জিনিস গুলা আপনার শিশুর কারনে ন'ষ্ট হোক তা নিশ্চই আপনার কাম্য নয়।

সোফা থেকে যেন লাফ না দেয়।

না গেলে না যান তাদের সুন্দর জিনিস গুলা নষ্ট করবেন না।

এক জায়গায় আড্ডা দিতে থাকবেন না।

যাদের বাসায় গেছেন দেখবেন ওদের বাচ্চা খুব ডানপিঠে।

আপনার বাচ্চা শান্ত দেখে মাথায় বালি বা হাতে মা'রতে পারে। যদি দেখেন মায়ের কোন ভ্রুক্ষেপ নাই, অবস্থা বেগতিক দেখলে সোজা চলে আসবেন। কাউকে বলার দরকার নেই। আর যাবেন না।

সবাই বাচ্চা পছন্দ করে, অ'সহ্য বাচ্চা কেউ পছন্দ করে না।

তাই ঘর থেকেই শুরু হোক হাতে খড়ি।

আপনার বাচ্চা কারো বাসায় দেয়ালে আকলে সরি বলতে বলবেন।

উল্টা নিজে দোষ ডাকবেন না। পরে ঘোড়া বেয়াদব হবে।

মারামারি করলে নিজের সন্তানের পক্ষ না নিয়ে দুই পক্ষকেই শান্ত করুন।
আপনার ছোট ছোট এ গুন গুলোই আপনার শিশুকে খুব মিশুক ভদ্র করে গড়ে তুলবে।
খাবার ভালো বা বড় টুকরোটা নিজের শিশুকে দিবেন না। সবাইকে দিয়ে যা থাকবে সেটাই দিবেন।

চলাফেরায় আভিজাত্য গড়ে তুলবেন। ছুচো বানাবেন না।

কেউ খেতে দিলেও সব খেয়ে উজার করতে দিবেন না। কিছু চোখের খিদা মেটাতে হয় না।

কেউ টাকা গোনার সময় যেন না তাকায়,

কেউ খানা খাবার সময় যেন না তাকায় শিখাবেন।

না শিখলেও নরম গলায় বার বার বলবেন। সেট হয়ে যাবে একসময়।

লেখাঃ সংগৃহীত

12/10/2024

বাংলাদেশ এর পুরুষ মহিলা সব ক্রিকেট টিমে কে চড়াইয়া থাপড়াইয়া, নাকে খত দিয়া ক্রিকেট খেলা থেকে ব্যান করে দেয়া উচিত।।

এটা একটা সোজাসাপ্টা মনের কথা 🥵

বাইকারদের জুতা-  বৃষ্টিতে 😁
09/10/2024

বাইকারদের জুতা- বৃষ্টিতে 😁

Address

Kalunagar, Hazaribagh
Dhaka
1209

Website

Alerts

Be the first to know and let us send you an email when Dega Family posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Dega Family:

Share

Category