14/11/2022
আপনি ইন্টারভিউ বোর্ডে থাকা অবস্থায় আপনার প্রেজেন্টেশন স্কিল, ইংরেজিতে কথা বলা, লিডারশীপ স্কিল ফুটিয়ে তুলতে পারেন তাহলে সেটা আপনার চাকরি/মার্কেট প্লেসে থাকার সম্ভাবনা অনেকটা এগিয়ে নিয়ে আসে।✌️
অর্থাৎ দক্ষতা এমন একটি বিষয় যা আপনি চাইলেই টাকা দিয়ে কিনতে পারবেন না! দক্ষতা অর্জন করার একমাএ উপায় ঐ কাজে দক্ষ হয়ে উঠা।☝️
আপনি যে কোনো সময়ই করতে পারেন নতুন পরিকল্পনা কিংবা শিখতে পারেন নতুন কিছু। কর্মজীবনে নতুন কিছু করার প্রত্যয় থাকা জরুরি। বর্তমান তথ্যপ্রযুক্তির যুগে যদি কর্মজীবনকে টেকসই ও সাফল্যমণ্ডিত করতে চান, তাহলে কিছু দক্ষতা অর্জন করা খুবই জরুরি। 🌺🌺
মূল কথা হলো কাজ শিখতে হবে,দক্ষতা অর্জন করতে হবে আর পরিশ্রমী হতে হবে। আর কাজ জানলে আপনি জব বা মার্কেটপ্লেসে কাজ না করলেও দেশীয় বিভিন্ন আইটি ফার্ম অথবা মাল্টিন্যাশনাল কোম্পানি গুলোতে স্মার্ট সেলারীতে কাজ করতে পারবেন। ইনশাআল্লাহ... 💚
#দক্ষতা_অর্জনের_গুরুত্ব