
11/07/2025
শুরু হয়েছে অত্যাচার ও নৈরাজ্য। লীগের স/ন্ত্রা/সী/দের স্টাইলে এবার যুবদলের স/ন্ত্রী/দের হাতে ২৮ অক্টোবর স্টাইলে খু/ন এক ব্যবসায়ী।
সমকালের প্রতিবেদনে বলা হয়েছে, নি/হত সোহাগের কাছে কিছুদিন ধরে ব্যবসার অর্ধেক ভাগ দাবি করে আসছিল স্থানীয় যুবদল নেতা পরিচয় দেওয়া মহিন। সোহাগ তাতে রাজি হননি। এ নিয়ে তাকে হুমকি-ধমকি দেওয়া হয়। হ/ত্যার আগের দিন তার গুদামে গু/লি চালানো হয়।
সারা দেশে লুটতরাজ ও চাঁদাবাজিতে কোন কোন দলের লোকেরা যুক্ত সেটি নিয়ে বিএনপি মিড়িয়া সেল কোন প্রতিবেদন প্রকাশ করেছে?
আমরা বললে তো আবার ছোট বাচ্চার মতো ম্যাঁ ম্যাঁ করা শুরু করবেন। কিন্ত এসবের মুখোশ উন্মোচন যখন শুরু হবে তখন কিন্তু পায়ে ধরলেও কাজ হবে না।
এজন্য বারবার বলছি, একটি নির্বাচনের জন্য জুলাই হয়নি। আবারো ২৮ অক্টোবর স্টাইলে নৃত্য দেখার জন্য বর্ষা বিপ্লব হয়নি।