আলো হীন ল্যামপোস্ট

আলো হীন ল্যামপোস্ট যে চলে যেতে চায়, তাকে ধরে রাখার চেষ্টা অর্থহীন

শুরু হয়েছে অত্যাচার ও নৈরাজ্য। লীগের স/ন্ত্রা/সী/দের স্টাইলে এবার যুবদলের স/ন্ত্রী/দের হাতে ২৮ অক্টোবর স্টাইলে খু/ন এক ব...
11/07/2025

শুরু হয়েছে অত্যাচার ও নৈরাজ্য। লীগের স/ন্ত্রা/সী/দের স্টাইলে এবার যুবদলের স/ন্ত্রী/দের হাতে ২৮ অক্টোবর স্টাইলে খু/ন এক ব্যবসায়ী।

সমকালের প্রতিবেদনে বলা হয়েছে, নি/হত সোহাগের কাছে কিছুদিন ধরে ব্যবসার অর্ধেক ভাগ দাবি করে আসছিল স্থানীয় যুবদল নেতা পরিচয় দেওয়া মহিন। সোহাগ তাতে রাজি হননি। এ নিয়ে তাকে হুমকি-ধমকি দেওয়া হয়। হ/ত্যার আগের দিন তার গুদামে গু/লি চালানো হয়।

সারা দেশে লুটতরাজ ও চাঁদাবাজিতে কোন কোন দলের লোকেরা যুক্ত সেটি নিয়ে বিএনপি মিড়িয়া সেল কোন প্রতিবেদন প্রকাশ করেছে?

আমরা বললে তো আবার ছোট বাচ্চার মতো ম্যাঁ ম্যাঁ করা শুরু করবেন। কিন্ত এসবের মুখোশ উন্মোচন যখন শুরু হবে তখন কিন্তু পায়ে ধরলেও কাজ হবে না।

এজন্য বারবার বলছি, একটি নির্বাচনের জন্য জুলাই হয়নি। আবারো ২৮ অক্টোবর স্টাইলে নৃত্য দেখার জন্য বর্ষা বিপ্লব হয়নি।

হুজুরদের ফাসানো একেবারে সহজ, তাইনা?মসজিদের ইমামকে ফাঁসানোর জন্য ময়নার নিথর দেহ রাখা হয় মসজিদে 😭😭ময়নার বাবা বিদেশ থাকায় ম...
10/07/2025

হুজুরদের ফাসানো একেবারে সহজ, তাইনা?

মসজিদের ইমামকে ফাঁসানোর জন্য ময়নার নিথর দেহ রাখা হয় মসজিদে 😭😭

ময়নার বাবা বিদেশ থাকায় মা পরকীয়ায় জড়িয়ে ছিলো ময়নার চাচার সাথে। গত ৩ দিন আগে যেদিন ময়না নিখোঁজ খবর প্রকাশ পেলো ঐদিন দুপুর বেলা ময়নার মা ও চাচা উলঙ্গ অবস্থায় আকামের মধ্যে দেখতে পান ময়না।

ময়না তাদের আকাম প্রকাশ করে দিবে বলেই এই ঘটনাকে দামাচাপা দেওয়ার জন্য ময়নাকে তার মা প্রথমে একটি কান কাটেন, তারপর দেওয়ালের সাথে তাকে ধাক্কা দিয়ে আঘাত করতে থাকে। দেখা গেলো ময়না মরে না!!তাই চাচা ময়নার লজ্জাস্হানের ভিতরে রট ঢুকিয়ে দেয় তখন ময়না "মুহূর্তে" মারা যায়।😓

তারপর তার চাচা মসজিদের হুজুরকে ফাঁসানোর জন্য মসজিদে ময়নার লাশ রেখে আসে।মসজিদের ছাঁদে লাশ পাওয়া যাওয়ায় প্রশাসন গ্রেফতার করে-- মসজিদের ইমাম - মুয়াজ্জিন কে। ডিএনএ টেস্ট করে দেখা গেলো ইমাম - মুয়াজ্জিন দু'জনই নির্দোষ। কিন্তু আদালত স্বসম্মানে মুক্তি না দিয়ে মিথ্যা মামলা দিয়ে দু'দিনের রিমান্ড মঞ্জুর করেছে।দাঁড়ি আর টুপি থাকায় আজ সমাজ আর রাষ্ট্র অবজ্ঞার নজরে দেখেছে তাদের কে।

শাহবাজপুরের এক প্রতিনিধি থেকে বিষয়গুলো জানতে পারলাম। এই এরকম মা কারো যেন না হয় !!

এটা কোনো সাধারণ দল নয় রে লায়লা  🫣👌এটা হলো পিওর বাংলাদেশ
02/07/2025

এটা কোনো সাধারণ দল নয় রে লায়লা 🫣👌
এটা হলো পিওর বাংলাদেশ

আলহামদুলিল্লাহ! মিস হওয়া পরীক্ষা দিতে পারবেন সেই শিক্ষার্থী! 🙂❤️
27/06/2025

আলহামদুলিল্লাহ! মিস হওয়া পরীক্ষা দিতে পারবেন সেই শিক্ষার্থী! 🙂❤️

27/06/2025

ফেসবুক ভিডিও থেকে আয় বন্ধ করলো মেটা

বিস্তারিত কমেন্টে

একজন নেতা এইচএসসি পরীক্ষা চলা অবস্থায় শিক্ষার্থী না হয়েও নির্বিঘ্নে কেন্দ্রে  চলাফেরা করতে পারে। আরেকজন শিক্ষার্থী বাবাহ...
26/06/2025

একজন নেতা এইচএসসি পরীক্ষা চলা অবস্থায় শিক্ষার্থী না হয়েও নির্বিঘ্নে কেন্দ্রে চলাফেরা করতে পারে।

আরেকজন শিক্ষার্থী বাবাহীন পরিবারে, স্ট্রোক করা মাকে হাসপাতালে ভর্তি করাতে দেরী হয়ে যাওয়ায় কেন্দ্রে ঢুকতে দেওয়া হয় নি..😭

এটাই কি দেশের আইন.. এইজন্যই কি জুলাই বিপ্লব হয়েছিল?

এই মেয়েটার ভবিষ্যৎ এখন কি হবে?

মানলাম পরিক্ষার নিয়মে নাই এত দেরী করলে পরিক্ষার হলে প্রবেশ করানো. কিন্তু তার বিষয়টা তো ছিল ভিন্ন. তাকে একটা সুযোগ দেওয়ার দরকার ছিল. কমপক্ষে পাস নাম্বার টা উঠাতে পারলে. তার আর এই বছর টা নষ্ট হতো না.. মানুষ হতে পারলাম কোথায়

মানুষের জীবনে মানসিক অশান্তি এত ভয়ংকর, কেউ হয়তো সহ্য করে নিতে পারে আর যে পারেনা সে মুক্তির পথ বেছে নিতে বাধ্য হয়। ৩৭ তম ...
08/05/2025

মানুষের জীবনে মানসিক অশান্তি এত ভয়ংকর, কেউ হয়তো সহ্য করে নিতে পারে আর যে পারেনা সে মুক্তির পথ বেছে নিতে বাধ্য হয়। ৩৭ তম বিসিএস (পুলিশ ক্যাডার) র‍্যাবে কর্মরত সিনিয়র এএসপি Palash Saha ঢাবি রাষ্ট্রবিজ্ঞান বিভাগের এক্স স্টুডেন্ট। সাব-রেজিস্টার, এডি, এএসপি সহ অনেকগুলো ১ম শ্রেণীর চাকুরীও পেয়েছিলেন। কোন কিছুর অভাব ছিলোনা।
কিন্তু নিজের ইস্যু করা পি*স্তল নিজের উপর চালিয়ে বিদায় নিয়েছেন।

    হাঁড়ি-পাতিল বেচে মেয়েকে বিসিএস ক্যাডার বানালেন বাবা
05/05/2025

হাঁড়ি-পাতিল বেচে মেয়েকে বিসিএস ক্যাডার বানালেন বাবা

এই   কিছুক্ষণ আগে ময়মনসিংহ স্টেশনের ৮ নাম্বার লাইনে ট্রেনে কাটা পড়ে তার একটি হাত কেটে যায়।মেয়েটি জীবিত আছে।যদি কেও চিনে ...
04/05/2025

এই কিছুক্ষণ আগে ময়মনসিংহ স্টেশনের ৮ নাম্বার লাইনে ট্রেনে কাটা পড়ে তার একটি হাত কেটে যায়।মেয়েটি জীবিত আছে।যদি কেও চিনে থাকেন,ময়মনসিংহ মেডিকেলে যোগাযোগ করেন।

এবং সকলেই রেললাইন পারাপার করার সময় এবং ছবি, ভিডিও নেওয়ার সময় অধিক সাবধানতা অবলম্বন করুন.. 😥

04/05/2025

ব্যাচেলার পার্টি... লাস্টে কিন্তু মজা আছে ,তাই মিস করবেন না

27/04/2025

🥲🥲 যারা সত্যিকারে ভালোবাসা চায় তাদের ভাগ্যে কখনো ভালোবাসা জোটে না, জোটে শুধু পৃথিবী সমান অবহেলা

Address

Dhaka

Telephone

+8801976664642

Website

Alerts

Be the first to know and let us send you an email when আলো হীন ল্যামপোস্ট posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share