
05/12/2023
অস্থির কোন এক সন্ধাঁয়, বিচ্ছিন্ন তবুও থেকে থেকে আসা বাতাসে, অনুভবে তার স্নিগ্ধ পরশ....!!
আবেগী আমি, তবুও স্নিগ্ধতার আড়ালে তাকে ছোঁয়ার অনুভূতি, অবাস্তব আর শুধুই স্মৃতি...!!
ফাগুনে কালে ভদ্রে বৃষ্টি দেখেছি, চৈত্রের দাবদাহ মেনেও নিয়েছি... তবু কেন যন্ত্রনায় কুঁকড়ে আছি?
শৈল্পিক প্রতিটা রাত নির্ঘুম থাকি, নিকষ অন্ধকারে রংহীন মোহ দেখি..... তবুও কষ্টের এতটুকু ফিরে যায়নি, আমায় ছেঁড়ে....