Inspired Of Ertugual

Inspired Of Ertugual Turkish series info and action scenes.Turkey series Lover. Please Do Follow My Page ❤️

সালটা ২০১৯, অভিনেতা Burak Ozcivit কুরুলুস উসমান সিরিজের উসমান বেই কারেক্টার প্লে করার জন্য চুক্তিবদ্ধ হন এবং তারপরের ইতি...
23/07/2025

সালটা ২০১৯, অভিনেতা Burak Ozcivit কুরুলুস উসমান সিরিজের উসমান বেই কারেক্টার প্লে করার জন্য চুক্তিবদ্ধ হন এবং তারপরের ইতিহাস সবার'ই জানা—তিনি অভিনিয় করলেন; না তিনি অভিনয় করেননি, আমরা যেন পর্দায় রিয়েল উসমান গাজী কে দেখেছি। তিনি ইতিহাস গড়লেন আর আইকনিক করে তুললেন উসমান বে চরিত্রকে।

অবশেষে তিনি দীর্ঘ ৬ বছরের (২০১৯-২০২৫) গৌরবময় চরিত্রের ইতি টানলেন, রেখে গেলেন অসংখ্য আবেগ, ভালোবাসা আর সোনালী স্মৃতি। Dear Burak Ozcivit Thank you for Everything. ❤️🙏

The End of an Era! 🥹 Burak Özçivit

24/12/2024

Happy Birthday Burak Özçivit ❤️

10 years Celebrate ➤তুর্কি ঐতিহাসিক অ্যাডভেঞ্চার টেলিভিশন ধারাবাহিক ঐতিহাসিক সিরিজ, যার নাম ভূমিকায় অভিনয় করেছেন এনজিন...
10/12/2024

10 years Celebrate ➤

তুর্কি ঐতিহাসিক অ্যাডভেঞ্চার টেলিভিশন ধারাবাহিক ঐতিহাসিক সিরিজ, যার নাম ভূমিকায় অভিনয় করেছেন এনজিন আলতান দুজিয়াতান। ইস্তাম্বুলের বেয়কোজ জেলার রিভা গ্রামে এর চিত্রধারণ করা হয়।

২০১৪ খ্রিষ্টাব্দের ১০ ডিসেম্বর তুরস্কের টিআরটি ১ টেলিভিশনে এর প্রথম সম্প্রচারিত হয়।

২০১৬ খ্রিষ্টাব্দের ১৪ নভেম্বর থেকে বাংলাদেশের একুশে টেলিভিশনে সিরিজটির বাংলা সম্প্রচার শুরু হয় "সীমান্তের সুলতান" নামে এবং একই বছর ২৩শে ডিসেম্বর এর সম্প্রচার স্থগিত করা হয়।

পরবর্তীতে বাংলাদেশের মাছরাঙা টিভিতে ২০১৭ খ্রিষ্টাব্দের ২ এপ্রিল থেকে "দিরিলিস আরতুগ্রুল" নামে পুনরায় এর সম্প্রচার শুরু হয়।

ইউরোপে Resurrection Of Ertugrul নামে প্রচারিত হয়।

ওঘুজ তুর্কিদের ইতিহাসের উপর ভিত্তি করে এটি নির্মিত হয়েছে, যা ত্রয়োদশ শতাব্দীর মধ্যভাগে উসমানীয় সাম্রাজ্যের প্রতিষ্ঠাতা প্রথম উসমান গাজীর পিতা আরতুগ্রুল গাজীর জীবনীকে তুলে ধরে। উসমান গাজীর জীবদ্দশায় এই সময়কালের প্রাধান্য অত্যন্ত সংক্ষিপ্ত হলেও এই সময়কালই তাঁর মৃত্যুর পর পরবর্তী প্রায় ছয় শতাব্দীর জন্য উসমান গাজীর রাজবংশের অধীনে একটি বিশ্বময় সাম্রাজ্য গড়ে তোলার পথকে প্রশস্ত করেছিল।

এটি শুধুই একটি সিরিজ না, ন্যায়ের একটা সাহস, মনোবল তীব্র আকাঙ্ক্ষা, ন্যায়ের হাতিয়ার, লড়াকু মনেভবের প্রতিচ্ছবি।

৯ টি এবং ৩৩ টি মনোয়ন , রেকর্ডঃ (২০১৪ -২০১৯) পর্যন্ত তুর্কি টিভি সিরিজের মধ্যে প্রথম স্থান অর্জন।

গিনেস ওয়ার্ল্ড রেকর্ডসে নাম লেখিয়েছে উসমানীয় সাম্রাজ্যের গৌরবময় উত্থানের সত্য কাহিনি অবলম্বনে নির্মিত জনপ্রিয় তুর্কি সিরিজ ‘দিরিলিস আরতুগ্রুল’
Inspired Of Ertugual

একটা সাম্রাজ্য  প্রতিষ্ঠা করা এত সহজ ছিলোনা । তিন তিনটা সাম্রাজ্যের শক্তির বিরুদ্ধে উসমান গাজীকে যুদ্ধ করতে হয়েছিলো। 😥💢 ...
21/11/2024

একটা সাম্রাজ্য প্রতিষ্ঠা করা এত সহজ ছিলোনা ।
তিন তিনটা সাম্রাজ্যের শক্তির বিরুদ্ধে উসমান গাজীকে যুদ্ধ করতে হয়েছিলো। 😥
💢 মঙ্গোল সাম্রাজ্য,
💢 বাইজেন্টাইন সাম্রাজ্য,
💢 সেলজুক সাম্রাজ্য । তাদের সাথে ছিলো আবার
💢 পোপের গুপ্তচর বাহিনী
💢 কাতালান বাহিনী । আরো ছিলো
💢 বিশ্বাসঘাতক ও মুনাফিকদের দল ।

সাদা দাড়িওয়ালা এবং বাবার রেখে যাওয়া আমানত নিজের বসতী ও সোগুত এবং কিছু সাহসী আল্প ছাড়া আর কোনো কিছু বা কেউ ছিলো না তার ।
জায়গায় জায়গায় নিজেকে এবং তার সৈন্যদের কে কষ্ট সৈহ্য করতে হয়েছে। বসতী ছেড়ে পাহাড়ে পাহাড়ে রাত কাটাতে হয়েছে,, মৃত্যুর মুখোমুখি হতে হয়েছে বার বার । শহীদ হতে হয়েছে অনেক অনেক সৈন্যের ।

এভাবে হাজার কষ্ট, দুঃখ, নির্যাতন, সৈহ্য করে অগনিত সৈন্যের শহীদের মাধ্যমে তাদের রক্তের মাধ্যমে যখন একদিকে সেলজুক রাষ্ট্রের সূর্য ডুবে যাই অপরদিকে উসমান গাজীর হাত ধরে নতুন শক্তিশালী রাষ্ট্রের সূর্য উদিত হয় ।🖤

দ্যা গ্রেট সিরিজ অফ দ্যা ওয়ার্ল্ড
👉দিরিলিস আরতুগ্রুল ❣️
👉কুরুলুস উসমান❣️

পেজের রিচ ডাউন হয়ে গেছে ভালোবাসার মানুষরা একটা করে Hi দিন!
01/11/2024

পেজের রিচ ডাউন হয়ে গেছে ভালোবাসার মানুষরা একটা করে Hi দিন!

পূর্ণতা ❤️
01/11/2024

পূর্ণতা ❤️

12/10/2024

Fatma Hatun 🔥
Kuruluş Osman 166. Bölüm

কুরুলুস উসমান সিজন ৬ভলিউম ১৬৫ আসছে আজ রাতে, বাংলা সাবটাইটেল সহ দেখবেন  #অনুবাদ_কুরুলুস পেইজ এ আগামীকাল সকালে 🔥দীর্ঘ অপেক...
02/10/2024

কুরুলুস উসমান সিজন ৬
ভলিউম ১৬৫ আসছে আজ রাতে,
বাংলা সাবটাইটেল সহ দেখবেন #অনুবাদ_কুরুলুস পেইজ এ আগামীকাল সকালে 🔥

দীর্ঘ অপেক্ষার পর আসতে যাচ্ছে প্রিয় সিরিজটি আপনার অনূভুতি কেমন?

21/09/2024

কুরুলুস উসমান সিজন-০৬ খুব শীঘ্রই আসছে.... Kuruluş Osman

সিজন-০৬ এর ট্রেইলার খুব শীঘ্রই রিলিজ হবে। Inspired Of Ertugual

Address

Dhaka

Website

Alerts

Be the first to know and let us send you an email when Inspired Of Ertugual posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Inspired Of Ertugual:

Share