Doly jahir

Doly jahir আমার পেইজ এ আসার জন্য আপনাকে ধন্যবাদ।এখানে আমি আমার পছন্দের রান্না ও রেসিপি শেয়ার করে থাকি।
(15)

চাল কুমড়ার মোরব্বা রান্নার রেসিপি:কুমড়া প্রথমে বড় সাইজ করে কেটে ধুয়ে পরিস্কার করে কাটা চামচের সাহায্যে ঘন ছিদ্র করে ...
15/09/2025

চাল কুমড়ার মোরব্বা রান্নার রেসিপি:
কুমড়া প্রথমে বড় সাইজ করে কেটে ধুয়ে পরিস্কার করে কাটা চামচের সাহায্যে ঘন ছিদ্র করে নিতে হবে।
কুমড়ার ভিতর থেকে চাপ দিয়ে পানি
ঝরিয়ে নিতে হবে।এরপর ছোট সাইজ করে কেটে সেদ্ধ করে নিতে হবে ৮০% সেদ্ধ হবে।নামিয়ে পানি ঝরিয়ে চুলায় প্যান বসিয়ে ঘি দিয়ে
ভেঁজে নিতে হবে।আর একটা হাঁড়িতে লিকুইড মিল্ক জ্বাল করে তার মধ্যে এলাচ দিয়ে, ভেঁজে রাখা কুমড়ার টুকরো গুলো দিয়ে দশ মিনিট রান্না করে পাউডার মিল্ক দিয়ে নামিয়ে নিতে হবে।নামানোর আগে উপরে
ঘি ছড়িয়ে দিলে সুন্দর স্মেল আসবে।
ব্যাস রেডি হয়ে গেলো মজার চালকুমড়ার মোরব্বা।

সৎ কাজ ও ভালো অভ্যাস গুলো মানুষের জীবনে সর্বোপরি কল্যাণ ডেকে আনে। সবার জন্য অনেক শুভ কামনা রইলো।শুভ বিকেল।      #trendin...
14/09/2025

সৎ কাজ ও ভালো অভ্যাস গুলো মানুষের জীবনে সর্বোপরি কল্যাণ ডেকে আনে। সবার জন্য অনেক শুভ কামনা রইলো।শুভ বিকেল। #
trending

নারিকেল চিংড়ি দিয়ে লতি রান্নার রেসিপি:লতি কেটে ধুয়ে পরিস্কার করে ৩/৪মিনিট সেদ্ধ করে,পানি ছেঁকে নিতে হবে।চুলায় প্যান ...
13/09/2025

নারিকেল চিংড়ি দিয়ে লতি রান্নার রেসিপি:
লতি কেটে ধুয়ে পরিস্কার করে ৩/৪
মিনিট সেদ্ধ করে,পানি ছেঁকে নিতে হবে।চুলায় প্যান বসিয়ে তেল দিয়ে পিঁয়াজ কুচি আদা ,রসুন কুচি দিয়ে কিছুক্ষণ ভেজে চিংড়ি মাছ দিয়ে
ভাঁজতে হবে ৫ মিনিট।এরপর নারিকেল ব্লেন্ড ২ টেবিল চামচ ( হাফ কেজি লতির জন্য)হলুদের গুঁড়ো হাফ চা চামচ মরিচের গুঁড়ো হাফ চা চামচ লবন স্বাদ মতো দিয়ে ভালো করে কষিয়ে নিতে হবে।মসলা কষানো হয়ে গেলে লতি
দিয়ে ৭/৮ মিনিট মসলার মধ্যে ভাঁজতে হবে।১ কাপ পানি দিয়ে ১০ মিনিট রান্না করতে হবে মিডিয়াম আঁচে ঢাকনা দেয়া যাবে না।নামানোর আগে কাঁচা মরিচ ও জিরার গুঁড়ো দিয়ে নামিয়ে নিতে হবে।ব্যাস রেডি হয়ে গেলো বাঙালির প্রিয় খাবার।
লতি চিংড়ি।

আসসালামু আলাইকুম।শুভ সকাল।অনেক শুভ কামনা রইলো সবার জন্য।(ছবি: পটেটো প্যানকেক)।
13/09/2025

আসসালামু আলাইকুম।শুভ সকাল।অনেক শুভ কামনা রইলো সবার জন্য।(ছবি: পটেটো প্যানকেক)।

ছোট চিংড়ির চচ্চড়ি রেসিপি চিংড়ি মাছ গুলো বেছে ধুয়ে পরিস্কার করে নিতে হবে।এরপর প্যানে তেল দিয়ে পিঁয়াজ কুচি দিয়ে কিছ...
11/09/2025

ছোট চিংড়ির চচ্চড়ি রেসিপি
চিংড়ি মাছ গুলো বেছে ধুয়ে পরিস্কার করে নিতে হবে।এরপর প্যানে তেল দিয়ে পিঁয়াজ কুচি দিয়ে কিছুক্ষণ
ভেঁজে তার মধ্যে চিংড়ি দিয়ে আবার
ভাঁজতে হবে এরমধ্যে হলুদ মরিচের গুঁড়ো,জিরার গুঁড়ো দিয়ে অল্প পানি
দিয়ে কষিয়ে নিতে হবে। কষানো
হয়ে গেলে ১ কাপ পানি দিয়ে রান্না করতে হবে,পানি শুকিয়ে গেলে কাঁচা মরিচ দিয়ে ভাঁজা ভাজা করে নামিয়ে নিতে হবে।

আসসালামু আলাইকুম।শুভ সকাল।নীল অপরাজিতার আর একটি নাম হলো নীলকণ্ঠ,আপনাদের কেমন লাগে এই ফুল?
10/09/2025

আসসালামু আলাইকুম।শুভ সকাল।
নীল অপরাজিতার আর একটি নাম হলো নীলকণ্ঠ,আপনাদের কেমন লাগে এই ফুল?

Assalamu alaikum. Good morning everyone.
07/09/2025

Assalamu alaikum. Good morning everyone.

সবজি ফ্রাই রেসিপি মিষ্টি কুমড়া, পেঁপে, পটল, গাঁজর, শসা পাতলা করে কেটে নিয়েছি আরও যে কোন ধরনের সবজি নেয়া যাবে। সব গুলো...
06/09/2025

সবজি ফ্রাই রেসিপি
মিষ্টি কুমড়া, পেঁপে, পটল, গাঁজর, শসা পাতলা করে কেটে নিয়েছি আরও যে কোন ধরনের সবজি
নেয়া যাবে। সব গুলো সবজি সেদ্ধ করে নিতে হবে। যে সবজি গুলো সেদ্ধ
হতে সময় লাগে সেগুলো আগে দিতে হবে।যেমন আমি প্রথমে পেঁপে দিয়েছি তারপরে গাজর শশা পটল দিয়েছি সবশেষে মিষ্টি কুমড়া দিয়েছি
৭-৮ মিনিট সিদ্ধ করে নিতে হবে। পানি ঝরিয়ে সবজিগুলো ঠান্ডা ফ্রিজের পানিতে দিতে হবে তাহলে সবজির কালারটা অনেক বেশি সুন্দর হবে। চুলায় ফ্রাইপ্যান বসিয়ে এরমধ্যে তেল দিয়ে দিয়েছি এখানে তেলের পরিবর্তে বাটার দেয়া যাবে, তেলের মধ্যে রসুন কুচি ও আদা কুচি দিয়ে দিয়েছি কিছুক্ষণ ভেজে সবজিগুলো দিয়ে দিয়েছি, দিয়ে দিয়েছি পরিমাণ মত লবণ ক্যাপসিকাম ,কাঁচা মরিচ, গোলমরিচের গুড়ো, হাফ চা চামচ কর্নফ্লাওয়ার হাফ কাপ পানিতে গুলিয়ে দিয়ে দিয়েছি (এটা অপশনাল না চাইলে প্রয়োজন নেই)।৫ মিনিট হাই হিটে ভাঁজতে হবে, ধনিয়া পাতা কুচি দিয়ে নেড়ে চেড়ে নামাতে
হবে।

দই সালাদ রেসিপি শসা ১ টা গাজর ১টা ক্লিন করে কুচি করে কেটে নিতে হবে। টক মিষ্টি দই ৩টেবিল চামচ,চাট মসলা ১ চা চামচ লবন স্বা...
05/09/2025

দই সালাদ রেসিপি
শসা ১ টা গাজর ১টা ক্লিন করে কুচি করে কেটে নিতে হবে। টক মিষ্টি দই ৩
টেবিল চামচ,চাট মসলা ১ চা চামচ লবন স্বাদ মতো,কাঁচা মরিচ
১ টা, ধনিয়া পাতা কুচি,পুদিনা পাতা কুচি ১ চা চামচ করে,হাফ চা চামচ জিরা ও গোলমরিচের মিক্সড
গুঁড়ো সবকিছু একসাথে মিক্স করলেই রেডি হয়ে যাবে মজার দই সালাদ।

আল্লাহ তায়ালার রহমতের বৃষ্টি! গাছের উপর পড়ে কি সুন্দর অপরূপ সৌন্দর্যের সৃষ্টি করেছে মাশাআল্লাহ।
04/09/2025

আল্লাহ তায়ালার রহমতের বৃষ্টি! গাছের উপর পড়ে কি সুন্দর অপরূপ সৌন্দর্যের সৃষ্টি করেছে মাশাআল্লাহ।

আসসালামু আলাইকুম। রৌদ্রজ্জ্বল সকালের শুভেচ্ছা সবাইকে। শুভ সকাল।
04/09/2025

আসসালামু আলাইকুম। রৌদ্রজ্জ্বল সকালের শুভেচ্ছা সবাইকে। শুভ সকাল।

এগ চিলি রেসিপিগোলমরিচের গুঁড়ো লবণ দিয়ে ডিম ভেজে নিতে হবে । ডিমটা নরম থাকবে বেশি ভাজা যাবে না। এরপরে চুলায় প্যান বসিয়...
03/09/2025

এগ চিলি রেসিপি
গোলমরিচের গুঁড়ো লবণ দিয়ে ডিম ভেজে নিতে হবে । ডিমটা নরম থাকবে বেশি ভাজা যাবে না। এরপরে চুলায় প্যান বসিয়ে তার মধ্যে তেল দিয়ে রসুন কুচি আদা কুচি শুকনো মরিচ ১ মিনিট ভেঁজে, গাজর, টমেটো কিউব করে কেটে দিয়ে দিতে হবে। সয়া সস, টমেটো সস ,চিলি সস দিতে হবে। এরপর ডিম ভাজা দিয়ে ২ মিনিট হাই হিটে ভাঁজতে হবে,এক চামচ কর্ন ফ্লাওয়ার নিয়ে পানি দিয়ে গুলিয়ে দিতে হবে কিছুক্ষণ রান্না করে নামিয়ে নিতে হবে ।
নামানোর আগে অরিগ্যানো গোলমরিচের গুঁড়ো দিয়ে নামিয়ে নিতে হবে।

Address

Dhaka

Alerts

Be the first to know and let us send you an email when Doly jahir posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Doly jahir:

Share