03/09/2025
হিটম্যান এবং ATR প্রসঙ্গে........
*হিটম্যান প্রসঙ্গে:
বাঙ্গালী নিমুখহারাম এর জাতী। A1 এর আগে হিটম্যান ছিলো অ্যাভারেজ হিটম্যান।যখন ওরে A1 ডাকার কথা উঠে,তখন সিনিষ্টার বলছিলো ওর তো মুভমেন্টই ঠিক নাই। তারপরে একটা সময় ওরে ডাকা হয়। সিনিষ্টার আর A1 তারে স্টারবয় বানায়। এবং নিমুখহারাম-কে নিয়ে pmsl এ যায়। A1 না ডাকলে হয়তো আর দশটা প্লেয়ার এর মতো কোন নরমাল টিমে খেলতো,বা এতদিনে খেলা ছেড়েও দিতো। হিটম্যান বললো :আব্বুকে বলো করে দেখাতে। দেখার বিষয় হলো, সিনিষ্টার এর একসন্তান তার হাত ধরে pmsl এ টপ ৫০ এলিমেনেটরস এ জায়গা করে নিয়েছে। এখন সে সন্তান চায় তারপর অন্য কাউকে এই লিষ্টে জায়গা করতে! মানে কি বুঝাইলা,তোমার আব্বু তোমারেও বানাইছে, এখন তুমি চাও তোমার সেই আব্বু তোমার পরে আরেকটা হিটম্যান বানাক...???
বিঃদ্রঃ A1 থেকে আরেকটা হিটম্যান বের হলেও আশা করি আরেকটা 5THMAN বের হবে না।
ATR প্রসঙ্গে: এ্যালিগেশন সত্যতা আদৌ প্রমান হবে কিনা জানি না। তবে পাবজি ফ্যানরা অন্ধ এবং ব্রেইনলেস না,যেটা আপনারা মনে করেন। এমন চ্যাম্পিয়ন টাইটেল নিয়ে কি করবেন..???বাংলাদেশ চ্যাম্পিয়ন হিসেবে সেই সম্মান তো পাবেন না। দেশ বিদেশে সুনাম একদিনেই বহুত কামিয়েছেন!
আপকামিং টূর বা pmsl এর লাইভ কমেন্ট গুলা দেখলেই বুঝবেন,বাংলাদেশী পাবজি ফ্যানরা আপনাদের কোন চোখে দেখতেছে। আমার কাছে এমন চ্যাম্পিয়ন টাইলেট এর কোন দাম নাই।
দান্তেই ঠিক বলছে,যত বড় থুতনি,ততবড় বড়।বাপ ভুলে গেলো!!!
একসন্তান এর বেশী নয়,দুটি হলে ভালো হয়।একথা বাঙ্গালী মানে না। যেহেতু একটা হিটম্যান A1 থেকে জন্ম হইছে,A1 এমন আরেক সন্তানও জন্ম দিবে।
best of fl*uck