11/08/2022
সম্পর্ক ততক্ষণ পর্যন্ত সুন্দর যতক্ষণ তাতে ভালোবাসা থাকে। শরিফুল রাজ ও পরীমনির সম্পর্কটা এখন তাই সুন্দর। "আরে, কতদিন টিকে দেখবো"- বলাটা বিশ্রী রকমের ছ্যাঁচড়ামি। সম্পর্ক কোন অমর-অক্ষয় জিনিস না। সম্পর্ক ভাঙলেও কখনো প্রেম মিথ্যে হয় না... তাদের সম্পর্ক টিকবে কি টিকবে না, সেটা কেবল তাদের ব্যাপার।
কিন্তু এই যে ছবিটা, কি মায়ামায়া আর সুন্দর। ❤️
আমার দেখে খুব ভালো লাগছে। অন্যের সুখ দেখে আমার গভীর আনন্দ হয়।
সন্তান অসংখ্য মানুষের জীবন বদলে দেয়। জীবনের প্রতি দৃষ্টিভঙ্গি বদলে দেয়, জীবনে স্থিরতা নিয়ে আসে। পরীমনি ও রাজের জন্য শুভকামনা, প্রথম সন্তান তাদের জীবনে স্বস্তি-শান্তি-স্থিরতা-সাফল্য নিয়ে আসুক।
পৃথিবীতে মাত্র আগত শিশুটিকে নিয়ে কিছু মানুষ খুব কদর্য কুতসিত কথা বলছেন। এক মেয়ে দেখলাম কমেন্ট লিখেছেন- " দশে মিলে করি কাজ, বাবা হলেন শরীফুল রাজ"... পড়া মাত্র রি রি করে উঠলো নিজের ভেতরে কোথাও। এতটাও নিচে নেমে গেছে মানুষ? এতটাও?
কাউকে ভালোবাসা সহজ, কঠিন তার হাত ধরা। আর সবচাইতে কঠিন হচ্ছে সেই মানুষটির হাত ধরা যাকে সমগ্র পৃথিবী নিন্দা করে। রাজের সেই সাহস আছে আর পরীমনির জীবনে রাজ আছে। তাদেরকে নিয়ে কটু বাক্য বলার আগে ভেবে দেখা জরুরি, আপনার নিজের জীবনে এমন একজন মানুষ আছে তো যে কখনো আপনার হাত ছাড়বে না? সারা দেশের লোকে আপনাকে বে*** বলে গাল দিলেও আপনাকে জড়িয়ে ধরে রাখবে?? 💝
অন্যের সদ্যজাত সন্তানকে নিয়ে বিশ্রী কথা বলার আগে নিজের পাপের ঘড়াটা একবার চেক করে নিয়েন। উপচে পড়লে সমস্যা, বইতে পারবেন না। জানেন তো, নিজের পাপের বোঝা নিজেকেই বইতে হবে, অন্য কেউ বয়ে দেবে না।
*ভালোবাসা সুন্দর🌸*
ফটো ক্রেডিট- সিনেগল্প