Aida kono kotha?

Aida kono kotha? এইডা কোনো কথা?�

14/08/2022

🙂🙂

Exactly 😥
14/08/2022

Exactly 😥

রেস্তোরাঁয় খেতে বসেছি আমরা ৩ জন।শুক্রবারের জমজমাট রেস্তোরাঁ।হঠাৎ একজন বাবা তার এই ছোট্ট পরীটাকে নিয়ে আসলেন।মেয়ের জন্য শু...
14/08/2022

রেস্তোরাঁয় খেতে বসেছি আমরা ৩ জন।শুক্রবারের জমজমাট রেস্তোরাঁ।হঠাৎ একজন বাবা তার এই ছোট্ট পরীটাকে নিয়ে আসলেন।মেয়ের জন্য শুধুই একটা ডোনাট নিয়ে বসলেন।মেয়ে অনবরত গল্প করেই যাচ্ছে।পাশেই বসা যেহেতু, একটু আধটু কথা যা বুঝলাম সবই স্কুল,পেন্সিল,কার্টুন আরও বাচ্চাদের বিষয় নিয়ে।অনেক কথা।বোঝাই যাচ্ছে পুরো সপ্তাহের গল্প আজকে করা হচ্ছে।উনি শুনে যাচ্ছিলেন।মেয়েটা একটু একটু করে ডোনাট কেটে খাচ্ছে।একবার বাবার দিকে চামচ আগিয়ে দিলেই বাবা বলেন "না আমার ভালো লাগে না ডোনাট,তুমি খাও"।আর মেয়েটার মাথায় হাত বুলিয়ে দেন।আমি জানি না এরা কারা,মেয়েটার নাম কি! আমি শুধু জানি আমার বাবাও এমন ছিলেন।পৃথিবীর সব বাবা এমনই।

একদিন মেয়েটা বড় হবে,হয়ত তার বাবাও একদিন সাথে থাকবে না।একদিন হয়ত এই মেয়েটাও ভরা রেস্টুরেন্টে ছোটবেলার কথা মনে করে, নিজেকে একা,অসহায় মনে করে চোখের পানি ফেলবে।

আব্বু! যেখানেই আছো,ভালো থাকো। ভালোবাসি বাবা🌸

দেশের এমন অবস্থার মধ্যেও ৪৩ কোটি টাকা খরচ করে এদের দেশে নিয়ে আসার কি খুব বেশি প্রয়োজন??এর মধ্যে এদের দেখতে হবে নাকি ১৮ হ...
13/08/2022

দেশের এমন অবস্থার মধ্যেও ৪৩ কোটি টাকা খরচ করে এদের দেশে নিয়ে আসার কি খুব বেশি প্রয়োজন??
এর মধ্যে এদের দেখতে হবে নাকি ১৮ হাজার থেকে ৫৫ হাজার টাকা পর্যন্ত টিকেট ফি দেয়া লাগবে🙂

বাংলাদেশে এদের সাপোর্টারস বেশির ভাগ মেয়ে এবং মেয়ে গুলা ৮০% ১৬-২০ বছরের মধ্যে বয়স,,,
ওরা এতোটাই পা!গল এই BTS দের জন্য যে যেকোনো কিছু করবে এদের দেখার জন্য,,ফ্যামিলিতে টাকার জন্য প্রেশার দিবে,,টাকা দিলে ত ভালো না দিলে আল্লাহ ভালো জানে এরা যে কি করে,,,

এই উচিলায় অনেক গুলো মেয়ে ফ্যামিলি টাকা না দিলে আ-ত্ব হ-ত্যা পর্যন্ত করতে চিন্তা করবেনা😒

13/08/2022

BTS in dhaka:🙂

তিন চাকরি এই বয়সেই! সুলতান পত্রিকা বেচে সকালে,  বিকেলে ফল বিক্রি করে; মাঝের সময়টাতে চায়ের দোকানে বয়ের কাজ করে।অসুস্থ বাব...
13/08/2022

তিন চাকরি এই বয়সেই!

সুলতান পত্রিকা বেচে সকালে, বিকেলে ফল বিক্রি করে; মাঝের সময়টাতে চায়ের দোকানে বয়ের কাজ করে।

অসুস্থ বাবা-মায়ের ঔষধ থেকে শুরু করে সকাল-বিকালের খাবার নিশ্চিত করতে অমানুষিক শ্রম দিয়ে যায়।

এর মাঝেও সে স্কুলে যায়। নয়টা বাজলে ভালো কাপড় পরে বইখাতা নিয়ে হাজিরা দেয় বিদ্যানন্দের প্রথম শ্রেণীতে।

খুব মনোযোগী এই ছাত্রকে আমরা সুপারম্যান বলি, দোয়া করবেন যেন তাঁর স্বপ্ন যেন পূরণ হয়।

©️ বিদ্যানন্দ - Bidyanondo

11/08/2022

কি একটা অবস্থা🙂

সম্পর্ক ততক্ষণ পর্যন্ত সুন্দর যতক্ষণ তাতে ভালোবাসা থাকে। শরিফুল রাজ ও পরীমনির সম্পর্কটা এখন তাই সুন্দর। "আরে, কতদিন টিকে...
11/08/2022

সম্পর্ক ততক্ষণ পর্যন্ত সুন্দর যতক্ষণ তাতে ভালোবাসা থাকে। শরিফুল রাজ ও পরীমনির সম্পর্কটা এখন তাই সুন্দর। "আরে, কতদিন টিকে দেখবো"- বলাটা বিশ্রী রকমের ছ্যাঁচড়ামি। সম্পর্ক কোন অমর-অক্ষয় জিনিস না। সম্পর্ক ভাঙলেও কখনো প্রেম মিথ্যে হয় না... তাদের সম্পর্ক টিকবে কি টিকবে না, সেটা কেবল তাদের ব্যাপার।

কিন্তু এই যে ছবিটা, কি মায়ামায়া আর সুন্দর। ❤️
আমার দেখে খুব ভালো লাগছে। অন্যের সুখ দেখে আমার গভীর আনন্দ হয়।

সন্তান অসংখ্য মানুষের জীবন বদলে দেয়। জীবনের প্রতি দৃষ্টিভঙ্গি বদলে দেয়, জীবনে স্থিরতা নিয়ে আসে। পরীমনি ও রাজের জন্য শুভকামনা, প্রথম সন্তান তাদের জীবনে স্বস্তি-শান্তি-স্থিরতা-সাফল্য নিয়ে আসুক।

পৃথিবীতে মাত্র আগত শিশুটিকে নিয়ে কিছু মানুষ খুব কদর্য কুতসিত কথা বলছেন। এক মেয়ে দেখলাম কমেন্ট লিখেছেন- " দশে মিলে করি কাজ, বাবা হলেন শরীফুল রাজ"... পড়া মাত্র রি রি করে উঠলো নিজের ভেতরে কোথাও। এতটাও নিচে নেমে গেছে মানুষ? এতটাও?

কাউকে ভালোবাসা সহজ, কঠিন তার হাত ধরা। আর সবচাইতে কঠিন হচ্ছে সেই মানুষটির হাত ধরা যাকে সমগ্র পৃথিবী নিন্দা করে। রাজের সেই সাহস আছে আর পরীমনির জীবনে রাজ আছে। তাদেরকে নিয়ে কটু বাক্য বলার আগে ভেবে দেখা জরুরি, আপনার নিজের জীবনে এমন একজন মানুষ আছে তো যে কখনো আপনার হাত ছাড়বে না? সারা দেশের লোকে আপনাকে বে*** বলে গাল দিলেও আপনাকে জড়িয়ে ধরে রাখবে?? 💝

অন্যের সদ্যজাত সন্তানকে নিয়ে বিশ্রী কথা বলার আগে নিজের পাপের ঘড়াটা একবার চেক করে নিয়েন। উপচে পড়লে সমস্যা, বইতে পারবেন না। জানেন তো, নিজের পাপের বোঝা নিজেকেই বইতে হবে, অন্য কেউ বয়ে দেবে না।
*ভালোবাসা সুন্দর🌸*
ফটো ক্রেডিট- সিনেগল্প

06/07/2022

হঠাৎ সেই শ্যামলা মেয়ে টি একজনের কাছে বিশ্বসুন্দরী হয়ে গেলো !🖤

Address

Dhaka
1230

Website

Alerts

Be the first to know and let us send you an email when Aida kono kotha? posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share