09/01/2024
অন্যের কাছে আমি মানুষটা কেমন সেটা জানার কখনোই আমার খুব বেশি আগ্রহ জন্মায় নি । কারণ আমি সবসময় আমার নিজেকেই জানতে চেয়েছি, বুঝতে চেয়েছি, খুঁজতে চেয়েছি । নিজের কাছে নিজে সৎ এবং সন্তুষ্ট থাকতে চেয়েছি ।
অন্যের চাওয়া পাওয়ার মূল্যায়ন আমার কাছে আছে, এজন্য আমাকে সবসময় শুনতে হয়েছে আমি মানুষ হিসেবে খুব উপরের সারির কেউ নয়, স্বার্থপর কিংবা এরকম আরও অনেক কিছু ।
আসলেই মানুষ হয়ে বাঁচতে গেলে সবার মন মতো হওয়া যায় না । যে সবার পছন্দের কবিতা লিখে দিনশেষে তার কবিতাটা আর লিখা হয় না । সবার মন রাখতে গিয়ে যে মানুষটা নিজের চাওয়া পাওয়াগুলো বিসর্জন দিয়েছে দিনশেষে তার কাছে কেউ জানতে চায় না সে কতটা ভালো আছে !