আমরা বাংলাদেশী

আমরা বাংলাদেশী Content creator's

আপনি কি মনে করেন ফ্যাসিবাদীর দোসর, সাবেক প্রধান মন্ত্রী শেখ হাসিনা ছাড়া আগামী ফেব্রুয়ারিতে জাতীয় নির্বাচন সফল হবে?
08/11/2025

আপনি কি মনে করেন ফ্যাসিবাদীর দোসর, সাবেক প্রধান মন্ত্রী শেখ হাসিনা ছাড়া আগামী ফেব্রুয়ারিতে জাতীয় নির্বাচন সফল হবে?

কোন গাছের ফল পেতে গাছ সহ কাটতে হয়?
08/11/2025

কোন গাছের ফল পেতে গাছ সহ কাটতে হয়?

শীতকালে বিয়ে বেশি হয় কেন?মনপুরা,৮ নবেম্বর  ২০২৫, ১১.০০শীতের মৌসুম এলেই দুই-চারটা বিয়ের দাওয়াত পান না, এদেশে এমন মানুষ খু...
08/11/2025

শীতকালে বিয়ে বেশি হয় কেন?
মনপুরা,
৮ নবেম্বর ২০২৫, ১১.০০
শীতের মৌসুম এলেই দুই-চারটা বিয়ের দাওয়াত পান না, এদেশে এমন মানুষ খুব কমই আছেন। এমনকী সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোতেও নব বিবাহিত কাপলের ছবি বছরের এই সময়েই বেশি দেখতে পাবেন। তাদের শুভেচ্ছা, শুভকামনা জানানোর ফাঁকে কখনো কি ভেবে দেখেছেন, কেন শীতকাল এলেই বিয়ের ধুম পড়ে যায়। শীতের কিন্তু আরেকটি নামও আছে, এই মৌসুমকে বিয়ের মৌসুমও বলা হয়। একটা মৌসুমের আরেক নাম কেন বিয়ের মৌসুম হবে, নিশ্চয়ই এর নেপথ্যে অনেক কারণ রয়েছে।

বছরের শেষ কিংবা শুরু

বছরের শুরুতে মানুষ নিজেকে আয়নায় আরেকবার দেখে। পুরো বছরের বাকি কাজগুলো এসময় দ্রুত শেষ করতে চায়। যেহেতু ডিসেম্বরের দিকেই শীতের শুরু, তাই এসময় মানুষ নিজেকে নতুন করে গুছিয়ে নেওয়ার জন্য বিয়ের বন্ধনে জড়ায়। আবার জানুয়ারি মাসেও থাকে শীত। এসময় বছরের শুরু। যে কারণে নতুন বছরে মানুষ নিজেকে নতুন সম্পর্কে দেখতে চায়। ফলে বছরের শুরুতেই সিঙ্গেলের খাতা থেকে নিজের নামটা কাটিয়ে নেয়। দু’জন মিলে যে নতুন জীবন, তার শুরুটা নতুন বছরের শুরুতেই করতে চায় বেশিরভাগ মানুষ।

বছর শেষে অনেক প্রতিষ্ঠান থেকে ছুটি মেলে। বিশেষ করে স্কুলগুলোতে। বেশিরভাগ আত্মীয়-পরিজনের সন্তান স্কুলগামী থাকে। যে কারণে বছরের মাঝামাঝি বা অন্যান্য সময়ে বিয়ের আয়োজন করলে সবাই উপস্থিত হতে পারে না। এসময় যেহেতু ছুটি থাকে তাই সবার উপস্থিতি অনেকটা সহজ হয়ে যায়। আর এ কারণেই ডিসেম্বরে বেশিরভাগ বিয়ের আয়োজন করা হয়।

শীতে বিয়ে করার ‘৭ সুপারহিট’ সুবিধা,

বিয়ে মানেই নানা ধরনের সুস্বাদু খাবারের আয়োজন। গরমে বিয়ের আয়োজন করলে অনেক সময় দ্রুত খাবার নষ্ট হয়ে যায়। আবার কারও কারও ক্ষেত্রে একটু ভারী খাবার খেলেই গরমের কারণে হজমে সমস্যা হয়। সবকিছু মিলিয়ে আরাম করে খাওয়া মুশকিল হয়ে পড়ে। এর বদলে শীতে যত খুশি খাবারের আয়োজন করুন, দ্রুত নষ্ট হওয়ার ভয় নেই। আবার এসময় একটু বেশি খেয়ে ফেললেও হজম নিয়ে সমস্যায় পড়তে হবে না। শীতে বিয়ের আয়োজন বেশি হওয়ার এটিও একটি কারণ।
সাজ
শীতের সময়ে যত খুশি সাজুন, নষ্ট হওয়ার ভয় নেই। এটি মন ভরে সাজগোজ করারও মৌসুম, যেখানে গরমের সময়ে হালকা সাজলেও একটু পরে ঘেমে সব নষ্ট হয়ে যায়। কিন্তু শীতে ভারী সাজলেও তা সারাদিনে নষ্ট হবে না। কারণ এসময় ঘেমে যাওয়ার ভয় নেই। তাই বিয়ের কনে কিংবা বর তো বটেই, অতিথিরাও এসময় প্রাণ ভরে সাজতে পারেন, পরতে পারেন নিজের পছন্দের সবচেয়ে জমকালো পোশাকটি।

আয়োজন

একটি আয়োজনের জন্য দীর্ঘদিনের প্রস্তুতির প্রয়োজন হয়। অনেকেই সারাবছর ধরে টাকা জমিয়ে আর্থিক প্রস্তুতি নেন। বিয়েতে খরচ করার জন্য যে অর্থের প্রয়োজন হয় তা জোগার করতেও খানিকটা সময়ের প্রয়োজন তো হয়ই। বাড়িঘর সাজানো কিংবা গোছানোরও বিষয় আছে। সবকিছু মিলিয়ে বছরের শেষ কিংবা পরবর্তী বছরের একদম শুরুতেই প্রস্তুতি সম্পন্ন করা সম্ভব হয় বেশিরভাগের পক্ষে। এটিও শীতে বিয়ে বেশি হওয়ার অন্যতম কারণ।

08/11/2025

লোকটির কান্ড দেখে সবাই অবাক।

শুভ সকাল বন্ধুরা
08/11/2025

শুভ সকাল বন্ধুরা

স্বামী ও স্ত্রী একে অন্যের পোশাক বলা হয় কেন?                                                    স্বামী-স্ত্রী একে অপরকে ...
07/11/2025

স্বামী ও স্ত্রী একে অন্যের পোশাক বলা হয় কেন? স্বামী-স্ত্রী একে অপরকে সম্মান, সুরক্ষা, ভালোবাসা এবং পরস্পরের গোপনীয়তা রক্ষা করে থাকতে হবে। যেমন পোশাক আমাদের দোষ-ত্রুটি আড়াল করে, তেমনি স্বামী-স্ত্রী একে অপরের দোষ-ত্রুটি গোপন রেখে পারিবারিক সম্পর্ককে সুন্দর ও সুস্থ রাখতে চেষ্টা করবে।

06/11/2025

প্রতিবন্ধিরাও পারে।

কথাগুলো সঠিক হলে, লাইক কমেন্ট ও শেয়ার করে সবাই কে জানিয়ে দিন।
06/11/2025

কথাগুলো সঠিক হলে, লাইক কমেন্ট ও শেয়ার করে সবাই কে জানিয়ে দিন।

মেয়েদের কোন অঙ্গ আমরা খেতে পারি?  জানা থাকলে কমেন্টে লিখুন।
06/11/2025

মেয়েদের কোন অঙ্গ আমরা খেতে পারি? জানা থাকলে কমেন্টে লিখুন।

05/11/2025

মানুষের প্রতিভা এক এক জনের এক এক রকম।

05/11/2025

অসাধারণ একটি চারুশিল্প।

04/11/2025

Address

3/3 Soleman Plaza Purana Paltan
Dhaka
1000

Opening Hours

Monday 09:00 - 19:00
Tuesday 09:00 - 19:00
Wednesday 09:00 - 19:00
Thursday 09:00 - 19:00
Saturday 09:00 - 19:00
Sunday 09:00 - 19:00

Telephone

+8801717501551

Alerts

Be the first to know and let us send you an email when আমরা বাংলাদেশী posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to আমরা বাংলাদেশী:

Share