Farhana Alam

Farhana Alam আমার এই ছোট্ট পেইজে সবাইকে অভিনন্দন 🥰🖤সবাই ফলো দিয়ে লাইক কমেন্ট করে পাশে থাকবেন ধন্যবাদ 🥰🖤🖤
(3)

01/06/2025

আপনি আমার সারে পাঁচ পৃষ্ঠা অংকের শেষ লাইনের গড় মিল🥺🥺

এই বৃষ্টি কারো কাছে সুখ, আবার কারো কাছে দুঃখের সমুদ্র 💔💔 টিলা ধসে এক পরিবারের চারজন নিহত💔💔💔 ইন্নালিল্লাহি ওয়া ইন্নাইলাইহ...
01/06/2025

এই বৃষ্টি কারো কাছে সুখ, আবার কারো কাছে দুঃখের সমুদ্র 💔💔

টিলা ধসে এক পরিবারের চারজন নিহত💔💔💔
ইন্নালিল্লাহি ওয়া ইন্নাইলাইহি রাজিউন 😭

পইরা থাকা ফুলও দেখি মানুষ মায়া করে আর আমি মানুষ হয়েও শুধু অবহেলাই পেলাম.... 🙂
29/05/2025

পইরা থাকা ফুলও দেখি মানুষ মায়া করে আর আমি মানুষ হয়েও শুধু অবহেলাই পেলাম.... 🙂

ওই আকাশের মতো রঙ্গিন হয়ে ভেসে যেতে ইচ্ছে  করে😇
26/05/2025

ওই আকাশের মতো রঙ্গিন হয়ে ভেসে যেতে ইচ্ছে করে😇

আমার যখন প্রচুর টাকা হবে🐸🐸
25/05/2025

আমার যখন প্রচুর টাকা হবে🐸🐸

নারীর সবচেয়ে বেশি ভালোবাসা যে পুরুষ পেয়েছে !!নারীর সবচেয়ে বেশি রাগ, অভিমান, ঝগড়া, খুনসুটিও সেই দেখতে পেয়েছে। নারীরা একটু...
24/05/2025

নারীর সবচেয়ে বেশি ভালোবাসা যে পুরুষ পেয়েছে !!
নারীর সবচেয়ে বেশি রাগ, অভিমান, ঝগড়া, খুনসুটিও সেই দেখতে পেয়েছে। নারীরা একটু এমনই! নারী যাকে সবচেয়ে বেশি ভালোবাসে তার উপরই সবচেয়ে বেশি অধিকার দেখায়, রাগ করে, ঝগড়া করে, অভিমান করে।

নারী সরলতার প্রতিমা হয় আবার রাগের উপমাও হয়। সবকিছু নির্ভর করে আপনার উপর। আপনি তাকে কিভাবে ট্রিট করছেন সেটার উপর। স্বাভাবিক ভাবে পুরুষের তুলনায় নারীদের বেশি মুড সুইং হয় তাই নারীদেরকে বুঝতে পারা একটু বেশিই কঠিন!

আপনি হয়ত বলতেই পারেন এতকিছুর পরও আপনি কেন সেই নারীকে সহ্য করে যাবেন। রাগ, অভিমান, জেদ আপনারও আছে। শক্তিমত্তার বিচারেও তার চেয়ে সৃষ্টিকর্তা আপনাকে বেশি শক্তিশালী করে পাঠিয়েছেন। আপনি চাইলেই সেই শক্তি, রাগ, ক্ষমতা প্রয়োগ করতে পারেন।

আবার চাইলে তাকে ছোট বাচ্চাদের মতো ট্রিট করতে পারেন। ক্ষমতার প্রলয় না দেখিয়ে ভালোবাসার চাদরে তাকে আবৃত করে রাখতে পারেন। হয়ে উঠতে পারেন তার প্রিয়তম পুরুষ; সবচেয়ে নিরাপদ আশ্রয়।

বুদ্ধিমানরা তাই করে। কারণ তারা জানে নারীর উপর রাগ, অভিমান, কঠোরতা দেখিয়ে নারীর কাছ থেকে সবকিছু আদায় করে নেওয়া যায় না। তবে ভালোবাসা দিয়ে নারীর কাছ থেকে পুরো পৃথিবী আদায় করে নেওয়া যায়। নারী এমনই!

Follow page- Nafis Al Noyan

আমার পোস্ট যাদের নিউজফিডে যায়,তারা Just একটা সালাম দেন!🖤
24/05/2025

আমার পোস্ট যাদের নিউজফিডে যায়,তারা Just একটা সালাম দেন!🖤

With Tips & Tricks By Mitasha  – I just got recognized as one of their top fans! 🎉
24/05/2025

With Tips & Tricks By Mitasha – I just got recognized as one of their top fans! 🎉

শুভ সকাল  🤩🥰🥰🥰
24/05/2025

শুভ সকাল 🤩🥰🥰🥰

Address

Dhaka

Website

Alerts

Be the first to know and let us send you an email when Farhana Alam posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share

Category