Saymon Badal Dance

Saymon Badal Dance I am Bangladeshi badal dance Choreographer

ভালবাসা অবিরাম  আপু 🔥💃
19/07/2025

ভালবাসা অবিরাম আপু 🔥💃

ভালবাসা অবিরাম আপু🔥💃
18/07/2025

ভালবাসা অবিরাম আপু🔥💃

09/07/2025
অনেক দিন পর নুপুর আপুর সাতে।🎬❤️
08/07/2025

অনেক দিন পর নুপুর আপুর সাতে।🎬❤️

তান্ডব মুভি শুটিং টাইম 💃🎬
08/07/2025

তান্ডব মুভি শুটিং টাইম 💃🎬

অনেক দিন পর  আলো আপুর সাতে দেখা।🎬💃
08/07/2025

অনেক দিন পর আলো আপুর সাতে দেখা।🎬💃

অনেক দিন পর  আপুর সাতে দেখা💃🎬
08/07/2025

অনেক দিন পর আপুর সাতে দেখা💃🎬

একজন লেখক বিহারে রাতের ট্রেনে ভ্রমণ করছিলেন। রাত বাড়তেই পাশে বসা সহযাত্রীরা ক্রমশ কম্বল মুড়ি দিয়ে ঘুমিয়ে পড়তে লাগলেন। লে...
02/05/2024

একজন লেখক বিহারে রাতের ট্রেনে ভ্রমণ করছিলেন। রাত বাড়তেই পাশে বসা সহযাত্রীরা ক্রমশ কম্বল মুড়ি দিয়ে ঘুমিয়ে পড়তে লাগলেন। লেখকের ট্রেনযাত্রায় ঘুম আসে না। তিনি একটি বই খুলে পড়তে শুরু করলেন। উল্টোদিকের সিটে বসা ৫-৬ জনের মাঝখান থেকে এক যাত্রী লেখককে উদ্দেশ্য করে বললেন,

_"আপনি ঘুমোবেন না?"_

_"না ট্রেনের দুলুনিতে ঘুম আসে না। বই পড়ে রাত কাটিয়ে দেব।"_

_"তাহলে আমার একটা উপকার করতে হবে।"_

_"কী?"_

_"রাত আড়াইটায় আমাকে ঘুম থেকে তুলে দিতে হবে। তার পরেই আমার স্টেশন এসে যাবে।"_

লেখক সম্মত হলেন। যাত্রীটি অন্যদের মতোই কম্বল মুড়ি দিয়ে ঘুমিয়ে পড়লেন।

শীতের শেষ রাতে লেখকেরও চোখের পাতা জড়িয়ে এলো। হঠাৎ সহযাত্রীর চিৎকারে সচকিত হলেন। চোখ খুলে দেখেন, সেই সহযাত্রী তাঁরই সামনে দাঁড়িয়ে চেঁচিয়ে কামরা মাথায় তুলেছেন। অন্য যাত্রীরাও জেগে গিয়েছেন। জানালার ওপাশে হালকা ভোরের আলো ফুটেছে। সময়মতো জাগিয়ে না দেবার জন্য ও নির্দিষ্ট স্টেশন পার হয়ে যাবার জন্য লোকটি লেখককে তুমুল গালাগালি দিতে লাগল। লেখক ফ্যালফ্যাল করে চেয়ে নীরবে তিরস্কার হজম করতে লাগলেন। কামরার অন্য যাত্রীরা বরং তাঁর পক্ষ নিয়ে এগিয়ে এল। ওই যাত্রীকে থামিয়ে বলল,

_"অনুরোধ না রাখতে পারা এমন কোনো অপরাধ নয় যে, ওই ভদ্র সন্তানকে এত গালাগালি শুনতে হবে। যাকে মাঝরাত পার করে নামতে হবে, জেগে থাকার দায় তারই।"_

লোকটিকে কোনোমতে থামিয়ে অন্য সহযাত্রীরা লেখককে বললেন,

_"আপনিই বা কেন নীরবে এত তিরস্কার হজম করছেন? আমরা আপনার হয়ে কথা বলছি, অথচ আপনি আগাগোড়া চুপ, আশ্চর্য তো!"_

লেখক শান্তভাবে বললেন,

**"যে লোকটাকে কম্বল মুড়ি দেওয়া অবস্থায় প্রায় জোর করে তুলে দিয়ে অন্ধকার স্টেশনে নামিয়ে দিলাম, সে না জানি কত গালাগালি করছে! তার কথা ভেবে এনার কথায় চুপ করে আছি।"**

লিখেছেনঃ শিবরাম চক্রবর্তী
(সংগৃহীত)

• Today's the best Photo 🌿🥰•🔴 Beautiful                                                                                 ...
18/04/2024

• Today's the best Photo 🌿🥰

•🔴 Beautiful














































সবাইকে এই পোস্ট টি নিজের আইডিতে পোস্ট করার জন্য অনুরোধ করা হলো আসসালামু আলাইকুম প্রিয় সেচ্ছাসেবক বন্ধুরা সবাইকে জানাই ইদ...
28/03/2024

সবাইকে এই পোস্ট টি নিজের আইডিতে পোস্ট করার জন্য অনুরোধ করা হলো

আসসালামু আলাইকুম প্রিয় সেচ্ছাসেবক বন্ধুরা
সবাইকে জানাই ইদুল ফিতরের অগ্রিম শুভেচ্ছা।

#তাকাব্বালাল্লাহু_মিন্না_ওয়া_মিংকুম।
নিজের অর্থ দান করি
হাসবে সবাই মুছবে গ্লানি

প্রতি বছরের ন্যায় আমাদের সংগঠন """হেল্পিং হ্যান্ড সামাজিক সংগঠন """ এবারো ঈদের আনন্দ গরীব, অসহায়দের সাথে ভাগাভাগি করতে চায়।আর এই উপলক্ষে ঈদুল ফিতরের একদিন আগে আমাদের সংগঠনের সকল উপদেষ্টা মন্ডলী এবং সদস্য ও গ্রামের মান্যগন্য ব্যক্তিদের উপস্থিতিতে অনুষ্ঠানটি সম্পূর্ণ করতে চাচ্ছি। সবার আন্তরিকতা ও সহযোগিতা একান্ত কাম্য।
(হেল্পিং হ্যান্ডস সামাজিক সংগঠন)

আসুন সবাই মিলে এগিয়ে যাই
একা ভালো থাকার মাঝে আনন্দ নেই।
সবাই মিলে ভালো ভাবে আনন্দে থাকতে চাই

#তার_জন্য_দরকার ৳৩০০০০/- টাকা ও ৮০ পিচ শাড়ি কাপড়।

ইতিমধ্যে আমাদের হাতে কিছু টাকা এবং শাড়ি কাপড় এসেছে তার লিষ্ট নিচে দেয়া হলো।

আসুন আমরা যে যা পারি তা দিয়ে এই মহৎ কাজে শরিক হই।🙏

শাড়ি ও টাকা প্রদানের তালিকা:-

আমাদের সামাজিক সংগঠন হেল্পিং হ্যান্ডসের মাননীয় উপদেষ্টা জনাব
১. মোঃ সুমন মিয়া ৫০ পিচ শাড়ি

আমাদের সামাজিক সংগঠন হেল্পিং হ্যান্ডসের মাননীয় উপদেষ্টা জনাব
২.মোঃ আয়নাল মিয়া ৩০০০ /-টাকা

৩.মোঃ আলমগীর ১০০০ /-টাকা ও ০১ পিচ শাড়ি।

৪.মো: সাদ্দাম হোসেন ১০০০/- টাকা ২ পিচ শাড়ি।

Address

Dhaka

Website

Alerts

Be the first to know and let us send you an email when Saymon Badal Dance posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share