সব খবর

সব খবর সবার আগে সর্বশেষ আপডেট সংবাদ পেতে
সব খবর পেইজটি ফলো দিয়ে সাথেই থাকুন
(1)

25/10/2025

প্রেমিক প্রযোজকের সাথে চিত্রনায়িকা ববির প্রায় আড়াই মিনিটের অডিও ফাঁ/স

24/10/2025

মিস্টি জান্নাত শুধু শাকিব খানের হবে

24/10/2025

নিয়মিত উটের দু/ধ পান করেন মিস্টি জান্নাত

24/10/2025

বাংলার সুদর্শন নায়ক এডলফ

24/10/2025

কোটি টাকার গাড়ি থেকে নামলেন বি/চি ছাড়া সুদর্শন পুরুষ

23/10/2025
নব্বইয়ের দশকের জনপ্রিয় চিত্রনায়ক সালমান শাহর রহস্যজনক মৃ-ত্যু হয়। ১৯৯৬ সালের ৬ সেপ্টেম্বর এ মৃ-ত্যুকে আত্মহ-ত্যা বলে দাব...
23/10/2025

নব্বইয়ের দশকের জনপ্রিয় চিত্রনায়ক সালমান শাহর রহস্যজনক মৃ-ত্যু হয়। ১৯৯৬ সালের ৬ সেপ্টেম্বর এ মৃ-ত্যুকে আত্মহ-ত্যা বলে দাবি করেন অভিনেতার সাবেক স্ত্রী সামিরা হক। তবে এতে দ্বিমত পোষণ করে সালমান শাহর পরিবার। তাদের দাবি, সালমান শাহকে সুপরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে।

দীর্ঘ ২৯ বছর পর অভিনেতা সালমান শাহর অপমৃত্যু মামলা রূপ নিয়েছে হ-ত্যা মামলায়। গত ২০ অক্টোবর সালমান শাহর অপমৃ-ত্যু মামলাকে হ-ত্যা মামলায় রূপান্তরের নির্দেশ দেন আদালত। মহানগর দায়রা জজ আদালতের দেওয়া নির্দেশের ২৪ ঘণ্টা না পেরোতেই রমনা থানায় একটি হত্যা মামলা দায়ের করেন সালমান শাহর মামা আলমগীর কুমকুম।

জানা যায়, দীর্ঘ ২৯ বছর পর সালমান শাহর অপমৃ-ত্যু মা-মলা হ-ত্যা মামলায় রুপ নেওয়ার পর নতুন করে আলোচনায় এসেছে দীর্ঘ ২৮ বছর আগে ১৯৯৭ সালে আসামি রেজভীর দেওয়া একটি জবানবন্দি।

ওই জবানবন্দিতে রেজভী সালমান শাহর হ-ত্যার দায় স্বীকার করেন। তিনি বলেন, আমরা সালমান শাহকে হ-ত্যা করেছি। হত্যার ঘটনাকে আত্মহ-ত্যা বলে সাজানো হয়েছে। এ হ-ত্যাকাণ্ডে সামিরা ও তার পরিবারসহ অনেকে জড়িত।

হ-ত্যাযজ্ঞে আমিও ছিলাম।
১৯৯৭ সালের ১৬৪ ধারায় জবানবন্দিতে রেজভী জানান, সালমান শাহর মৃ-ত্যু ছিল ১২ লাখ টাকার এক হ-ত্যার চুক্তি। যে চুক্তি করেছিলেন সালমান শাহর শাশুড়ি লতিফা হক লুসি। এ হ-ত্যা চুক্তিতে আরো ছিলেন বাংলা সিনেমার খলনায়ক ডন, ডেভিড, ফারুক ও জাভেদ।

রেজভী বর্ণনা অনুযায়ী, ১৯৯৬ সালের ৫ সেপ্টেম্বর গুলিস্তানের একটি বারে রাত ৮টায় ডন, ডেভিড, ফারুক, জাভেদ ও রেজভী দেখা করেন।

ওই দিন ছাত্তার ও সাজু নামে আরো ২ জন ছেলে আসেন। এরপর ফারুক আসেন। ২ লাখ টাকা বের করে জানান সামিরার মা এই টাকা দিয়েছেন। সালমানকে শেষ করার জন্য মোট ১২ লাখ টাকা দেবেন।
কিন্তু ২ লাখ টাকা নিয়ে ফারুকের সঙ্গে ডনের কথাকাটি হলে ফারুক বেরিয়ে যান এবং কিছুক্ষণ পর আরো ৪ লাখ টাকা নিয়ে আসেন। রেজভী জানান, ফারুক বলেন কাজের আগে ৬ লাখ ও কাজের পরে ৬ লাখ। এরপরই প্লাস্টিকের একটি দড়ি, সিরিঞ্জ, রিভলবার ইত্যাদি গুছিয়ে নেওয়া হয়।

হ-ত্যার লোমহর্ষক বর্ণনা দিয়ে রেজভী বলেন, রাত আড়াইটায় সালমান শাহর বাড়িতে যান ডন, ডেভিড, ফারুক, আজিজ ভাই। রিজভীর দাবি, সে রাতে ঘুমন্ত সালমান শাহর ওপর ঝাঁপিয়ে পড়েন হত্যাকারীরা। নারকীয় হ-ত্যাযজ্ঞে উপস্থিত ছিলেন সামিরা, সামিরার মা লুসি এবং আত্মীয়া রুবি।

ঘুমন্ত সালমানকে ক্লোলোফর্ম দিয়ে বেহুশ করেন সামিরা। কিছুক্ষণ পর সালমান শাহর জ্ঞান ফিরলে শুরু হয় ধস্তাধস্তি। এ সময় সালমান শাহর শরীরে ইনজেকশন পুশ করতে বলেন আজিজ ভাই। সালমানকে হত্যা করার পর সিলিং ফ্যানে ঝুলিয়ে দেওয়া হয় তার লাশ।

১৯৯৬ সালের ৬ সেপ্টেম্বর মাত্র ২৫ বছরে রহস্যজনক মৃত্যু হয় ঢালিউড চিত্রনায়ক সালমান শাহর। এতোদিন এ মৃত্যুকে অপমৃত্যু বলে উল্লেখ করেছে একাধিকক তদন্ত কমিটি। তবে সব তদন্তেই এড়িয়ে চলা হয়েছে সত্যকে। যে কারণে দীর্ঘ ২৯ বছর পর অভিনেতা সালমান শাহর অপমৃত্যু মামলা রূপ নিয়েছে হত্যা মামলায়।

সালমান শাহ হত্যা মামলায় সর্বমোট ১১ জনকে আসামি হিসেবে উল্লেখ করা হয়েছে। হত্যা মামলায় প্রধান আসামি নায়কের সাবেক স্ত্রী সামিরা হক। অন্য ১০ আসামি হলেন প্রযোজক আজিজ মোহাম্মদ ভাই, খলনায়ক ডন, নায়কের সাবেক শাশুড়ি লতিফা হক লুসি, ডেভিড, জাভেদ, ফারুক, মেফিয়ার বিউটি সেন্টারের রুবি, আবদুস সাত্তার, সাজু ও রেজভি আহমেদ ফরহাদ।

22/10/2025

সব দেশি মডেল

22/10/2025

দেশি নায়িকাদের পিছন থেকে ভিডিও কেন করে

22/10/2025

খাঁটি দেশি মডেল

22/10/2025

পলক ভাইর দুখের মধ্যে নুসরাত ফারিয়া এত সুন্দর ভাবে সেজে আছে

22/10/2025

পলক ভাইর শো/কে শুকিয়ে গেছে নুসরাত ফারিয়া

Address

33/1 Green Way, Noyato;a, Moghbazar
Dhaka

Alerts

Be the first to know and let us send you an email when সব খবর posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share