প্রিয় ড্রাই ফিস শপ

প্রিয় ড্রাই ফিস শপ Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from প্রিয় ড্রাই ফিস শপ, Digital creator, Uttara/Dhaka1230/, Dhaka.

আমাদের উদ্দেশ্য সমূহ...
(আসুন আমরা সবাই মানবিক কাজে এগিয়ে আসি)
১)খাদ্য ২)বস্ত্র ৩)বাসস্থান ৪)চিকিৎসা ৫)রক্তদান ৬)শিক্ষা ৭)জীবিকা ব্যবস্থা ৮)বিবাহ-বন্ধন ৯)কাফন-দাফন সামগ্রী ১০)লাশ বহন খরচ।

এই পথশিশুদের জন্য কিছু করবো ভাবছি
31/08/2025

এই পথশিশুদের জন্য কিছু করবো ভাবছি

“শক্তিশালী মনের মানুষরা উদ্ভাবনী আলোচনা করে, সাধারণ মনের মানুষরা কোন ঘটনা নিয়ে আলোচনা করে, দুর্বল মনের মানুষরা অন্য মান...
24/08/2025

“শক্তিশালী মনের মানুষরা উদ্ভাবনী আলোচনা করে, সাধারণ মনের মানুষরা কোন ঘটনা নিয়ে আলোচনা করে, দুর্বল মনের মানুষরা অন্য মানুষের কথা আলোচনা করে।”

জীবনে প্রকৃত অর্থে সফল হতে হলে দু’টো জিনিসের দরকার, একটি হলো নিজের প্রতি প্রচুর আত্মবিশ্বাস, আর দ্বিতীয়টি হলো জেদ।নিজেক...
20/08/2025

জীবনে প্রকৃত অর্থে সফল হতে হলে দু’টো জিনিসের দরকার, একটি হলো নিজের প্রতি প্রচুর আত্মবিশ্বাস, আর দ্বিতীয়টি হলো জেদ।

নিজেকে তৈরি করুন, ঠিক লোহার মতো করে! যত পুড়বেন, তত মজবুত হবেন। সফলতা তো সময়ের ব্যাপার।

দুপুর পৌনে দুইটার দিকে কাঁঠালবাগানের মোড়ের আগে একজনের জন্য অপেক্ষা করছি। কিছুক্ষণের মধ্যে একটা পুরোনো মডেলের বাইক এসে আ...
14/08/2025

দুপুর পৌনে দুইটার দিকে কাঁঠালবাগানের মোড়ের আগে একজনের জন্য অপেক্ষা করছি। কিছুক্ষণের মধ্যে একটা পুরোনো মডেলের বাইক এসে আমার দূরে একটু দূরে থামলো । মধ্য বয়স্ক ভদ্রলোক পরনে খয়েরি কালারের একটা ময়লা কাবলি। বাইক আর হেলমেট দুইটার অবস্থা দেখে বুঝলাম পাঠাও রাইডার।

ভদ্রলোকের সাথে একটা পুরানো চামড়ার ব্যাগ। ভদ্রলোক একটু চারপাশ দেখে নিয়ে দ্রুত ব্যাগে কিছু একটা খুঁজতে লাগলেন। দেখলাম একটা কলা আর বন রুটি বের করলেন। এরপর আর কোথাও না তাকিয়ে এই রোদের মধ্যে রাস্তায় দাঁড়িয়ে দ্রুত খেতে শুরু করলেন। এমন সময় তাঁর মোবাইলে একটা ফোন আসলো। ফোনের স্ক্রিনের দিকে তাকিয়ে ভদ্রলোক একটা হাসি দিলেন ।

ফোনটা স্পিকারে দিয়ে বললেন, আম্মা আসসালামুআলাইকুম। ঐ পাশ থেকে ৫-৬ বছরের একটা বাচ্চা মেয়ের আওয়াজ। ভদ্রলোক জোরে জোরে বলতেছেন, আম্মা কেমন আছেন ? স্কুলে গেছিলেন ? আপনি খাইছেন ?

মেয়েটা কি বলছে ঠিক শুনতে পেলাম না । সম্ভবত জিজ্ঞাসা করছে তাঁর বাবা খেয়েছে কিনা ।

লোকটা উত্তর দিল, হ্যাঁ মা, আমি লাঞ্চ করতেছি। লোকটা দ্রুত খাচ্ছে আর কথা বলছে। কথা বলতে যেয়ে একটু হাঁপিয়ে যাচ্ছে।

সম্ভবত মেয়েটা জিজ্ঞাসা করেছে তাঁর বাবা হাঁপাচ্ছে কেন ।

লোকটা বলল, মা, আজকে ঝাল বেশী একটু হইছে।

এরপর লোকটা বললো, আচ্ছা মা শুন, আমার অফিসে ঢুকতে হবে। নইলে বস বকা দিবে। তুমি তোমার আম্মারে বেশী বিরক্ত কইরো না। আর তোমার ভাইয়ারে দেইখা রাইখো। তুমি যা যা বলছো, আমি এইবার বাড়িতে আসার সময় সব নিয়া আসবো। এইবার মিস হবে না, মা। রাখি আম্মা। রাতে ফোন দিব আবার।

লোকটা ফোন রেখে দিল। তাঁর লাঞ্চ করাও শেষ। ফোনটা বের করে পাঠাও এপে নিজেকে এভেইলেবেল করলেন। কয়েক সেকেন্ডের মধ্যেই দেখলাম কল ধরে জিজ্ঞাসা করলেন, স্যার আপনার লোকেশন কোথায় ? আমি আসছি। এই বলে বাইক স্টার্ট দিয়ে চলে গেলেন।

শহরের অগনিত মিথ্যুক বাবাদের মধ্যে একজনকে দেখলাম যারা প্রতিনিয়ত মিথ্যা অভিনয় করে চলছেন । যারা নিজেরা প্রতিদিন হেরে যাচ্ছেন কিন্তু শেষ রক্তবিন্দু দিয়ে পরিবারকে হারতে দিচ্ছেন না :)

-সংগৃহীত

09/08/2025

আরও জনপ্রিয় কন্টেন্ট দেখুন, অনুসরণ করুন এবং আবিষ্কার করুন।

07/08/2025

আমি ঠকে যাওয়া মানুষ।

পুরুষ তো বাঁচে ১৮ বছর আর বাকি বছরগুলো পরিবারকে ভালো রাখার জন্য লড়াই করে যায় জীবন্ত লাশ হয়ে।
04/08/2025

পুরুষ তো বাঁচে ১৮ বছর
আর বাকি বছরগুলো পরিবারকে ভালো রাখার জন্য লড়াই করে যায় জীবন্ত লাশ হয়ে।

লেখা: Nur Soudagor✍️আমি আমার হাসি কে ভালবাসি😎আমি আমার কান্নাকে ভালোবাসি😥আমি আমার একাকীতো কে ভালবাসি😔আমি আমার সাথে গল্প ক...
27/07/2025

লেখা: Nur Soudagor✍️
আমি আমার হাসি কে ভালবাসি😎
আমি আমার কান্নাকে ভালোবাসি😥
আমি আমার একাকীতো কে ভালবাসি😔
আমি আমার সাথে গল্প করতে ভালোবাসি🥰
আমি আমার দুঃখ-কষ্টকে ভালবাসি,,💔
আমি আমার সুখ-আনন্দ কে ভালবাসি,,❤️
আমি আমাকে বিশ্বাস করি,,✊
আমি আমার সবকিছুকে ভালবাসি,,❤️
আমি আমাকে ভালোবাসি,,
আমি আমার মত,, 🤗
আমি শুধু আমার...🤫

কে আমাকে পছন্দ করলো,,
কে আমাকে অপছন্দ করলো,,
কে আমাকে ভালবাসল,,
কে আমাকে অবহেলা করলো,,
কে আমাকে ভালো বলল,,
কে আমাকে খারাপ বলল,,
কে আমার প্রশংসা করলো,,
কে আমার বদনাম করলো,,
আই ডোন্ট কেয়ার,,,🤗
তাতে কিচ্ছু যায় আসে না
আমি নিজে কেমন আমি নিজে জানি..!
আর অন্যকে আমার ব্যাপারে
প্রমাণ দিতে কোন ইচ্ছে আমার নেই।
Nur Soudagor...✍️

Address

Uttara/Dhaka1230/
Dhaka
NUR@09876

Telephone

+8801789585712

Website

Alerts

Be the first to know and let us send you an email when প্রিয় ড্রাই ফিস শপ posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to প্রিয় ড্রাই ফিস শপ:

Share