Bani - বানী

Bani - বানী Want to know about more peace!!

16/09/2025

"Don't equale Allah with other beings"

"আল্লাহর সাথে শিরক করবেন না"

13/09/2025
11/09/2025

হিজাব হিজাব!!!
এই হিজাবের জন্যই সাবিকুন্নাহার আপুকে অনেক কটাক্ষের মুখে পড়তে হয়েছিলো, অথচ উনি সর্বোচ্চ ভোটে জয়ী হয়,,,,,, সম্মান দেওয়ার মালিক আল্লাহ,,, আল্লাহ যাকে সম্মানিত করবেন কারো ক্ষমতা নাই সেখানে কিছু করার!!

10/09/2025

সাদিক কায়েমকে একবার একজন সাংবাদিক প্রশ্ন করেছিল - তুমি যদি কখনো আলাদীনের প্রদীপ পাও তখন কি চাইবে?

সাদিক কায়েম তখন সবেমাত্র ঢাবিতে ভর্তি হয়েছে। বয়সও খুব বেশি একটা হয়নি।

সাদিক সেদিন মুচকি একটা হাসি দিয়ে বলেছিল- একদিনের জন্যে হলেও ডাকসুর ভিপি হতে চাইবো যাতে ঢাকা বিশ্ববিদ্যালয়ে নির্ভয়ে আল্লাহু আকবার স্লোগান দিতে পারি, শিক্ষার্থীদের জন্যে কিছু করতে পারি।

সাংবাদিক সেদিন কিছুটা কটাক্ষ করেই সাদিককে বলেছিল- ডাকসু নির্বাচন তো অনেকদিন যাবত বন্ধ। আর যদি হয়ওবা তাহলে কি তুমি ভিপি হতে পারবা? আর কত কত ছাত্রনেতা আছে।

সাদিক কায়েম সেদিন আর কিছু বলেনি, মাথাটা নিচু করে বিড়বিড় করে কিছু একটা বলেছিল শুধু।

কে জানতো সাংবাদিকের কটাক্ষ শুনে মাথা নিচু করে রাখা ছেলেটাই আজকে ডাকসুর ভিপি। শুধু ভিপিই হয় নাই, ডাকসুর ইতিহাসে সর্বোচ্চ ভোট পেয়ে ভিপি হয়েছে সে!

এই মানুষটা হুট করে একদিনেই আজকের এই সাদিক কায়েম হয়ে উঠেনি, বহু কাঠখড় পুড়িয়ে আসতে হয়েছে এ জায়গায়। তাকে মাইনাস করার বহু চেষ্টা করা হয়েছে বারংবার। কিন্তু সাদিক থামেনি।

জুলাই আন্দোলনেও সবাই যখন ক্রেডিট নিয়ে ভাগাভাগি করছিল সাদিক তখন পর্দার আড়ালের নায়কের মতোই কাজ করে যাচ্ছিল।

ছাত্রদলের নেতারা, বামপন্থী মেঘমল্লার বহুবার তর্কে না পেরে সাদিক কায়েমকে রাজাকার বলে গালি দিয়েছে, কটুক্তি করেছে কিন্তু সে কিচ্ছু বলে নাই। মাথা নিচু করে অপেক্ষায় করেছে ভোটের মাঠের।

জীবনের প্রথম ঢাবিতে এসে ভিপি হতে চাওয়া, শিক্ষার্থীদের জন্যে কিছু করতে চাওয়া, আজীবন ক্রেডিটবিহীন কাজ করে যাওয়া সেই সাদিকই আজকে ভিপি হয়েছে।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরাও ধন্য এমন একজনকে ভিপি হিসেবে পেয়ে। এখন শিক্ষার্থীদের একটাই কাজ- নিজেদের দাবিগুলো সাদিকের মাধ্যমে পূরণ করে ফেলা, ক্যাম্পাসটাকে নতুন করে গড়ে তোলা। সাদিকের বিরুদ্ধে যৌক্তিক কোন সমালোচনা থাকলে সেটাও করা।

সাদিক কায়েমের জন্যে শুভকামনা। প্রতিনিয়ত সাদিক কায়েমেরা শিক্ষার্থীদের ভরসার প্রতীক হয়ে উঠুক, সাদিকের বজ্রকন্ঠ হয়ে উঠুক শিক্ষার্থীদের কণ্ঠস্বর।

সাদিক কায়েমেরা এমনই। জন্মায়, জয় করে, তারপর কাজ করে যায় নীরবে, নিভৃতে!

লেখা- Ibrahim Khalil Shawon

"আবরার ফাহাদ" ভাই শুনছেন? যেই ট্যাগ দিয়ে আপনাকে 'ওপারে' পাঠিয়েছে ! আজকে সেই 'শিবির'ই ঢাকা বিশ্ববিদ্যালয়ের 'ভিপি প্রার্থী...
09/09/2025

"আবরার ফাহাদ" ভাই শুনছেন? যেই ট্যাগ দিয়ে আপনাকে 'ওপারে' পাঠিয়েছে ! আজকে সেই 'শিবির'ই ঢাকা বিশ্ববিদ্যালয়ের 'ভিপি প্রার্থী'তে' জয়ী হয়েছেন!

09/09/2025

অভিনন্দন... ডাকসু ভিপি সাদিক কায়েক 💝🤲

Moon 🌕🌕
08/09/2025

Moon 🌕🌕

সবর!!
06/09/2025

সবর!!

04/09/2025

18/02/2025

রিজিক নিয়ে চিন্তিত হবেন না,, রিজিকের ব্যবস্থা আল্লাহ'ই করে রেখেছেন!!

25/11/2024

মধুর বানী

Address

Dhaka

Telephone

+8801315180963

Website

Alerts

Be the first to know and let us send you an email when Bani - বানী posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share