29/10/2025
ChatGPT দিয়ে করুন IELTS Speaking Practice!
IELTS Speaking-এ ভালো করতে গেলে প্র্যাকটিসের কোনও বিকল্প নেই। কিন্তু সবসময় কি পাশে একজন স্পিকিং পার্টনার থাকে? না, থাকে না। আর সেখানেই অনেক শিক্ষার্থীর জন্য ChatGPT হতে পারে দারুণ একটা সমাধান।
১. ChatGPT-কে বানান আপনার IELTS Examiner!
প্রথমেই বলুন: “Act like an IELTS Speaking examiner. Ask me Part 1 questions one by one.”
এরপর ChatGPT আপনাকে একটার পর একটা প্রশ্ন করবে ঠিক বাস্তব পরীক্ষার মতো। আপনি উত্তর দিন, চাইলে টাইপ করে অথবা নিজের মাথায় বলেও প্র্যাকটিস করতে পারেন।
২. Cue Card Practice – আপনার চিন্তা গুছিয়ে বলার প্র্যাকটিস!
বলুন: “Give me a random IELTS Speaking Part 2 cue card and wait for my answer.”
ChatGPT একটি টপিক দেবে, আপনি ১ মিনিট চিন্তা করুন, তারপর চেষ্টা করুন ২ মিনিট ধরে ধারাবাহিকভাবে বলার।
৩. Discussion Practice – জটিল প্রশ্নে উত্তর দেওয়ার সাহস!
বলুন: “Ask me follow-up questions related to [cue card topic] like in Part 3.”
ChatGPT সেই টপিক ঘিরে জটিল প্রশ্ন করবে, আর আপনি উত্তর দিয়ে শিখবেন কিভাবে যুক্তি দিয়ে কথা বলা যায়।
৪. নিজের উত্তর রেকর্ড করুন – নিজেকে নিজে শুনুন!
যখন ChatGPT প্রশ্ন করছে, আপনি উত্তরটা মুখে মুখে বলেন আর মোবাইলে রেকর্ড করেন।
পরে শুনুন, বুঝতে পারবেন - আপনার কথা বলার স্পীড ঠিক আছে কিনা, Pronunciation কোথায় দুর্বল, Grammar ঠিক আছে কিনা।
পরবর্তীতে লিখে দিতে পারেন আপনার উত্তর – এবং ChatGPT কে বলুন,
“Please give me feedback on fluency, grammar, and vocabulary.”
সে বিশ্লেষণ করে আপনাকে বলবে আপনি কোথায় ভালো করেছেন, আর কোথায় উন্নতি দরকার।
Collected: Selim vai