Akhi Zian Vlogs

Akhi Zian Vlogs hey guys � Assalamu alaikum

তাদের ভালোবাসার বিয়ে। বিয়ের এতো বছর হয়ে গেছে দুইটা বাচ্চাও আছে এদের। সুন্দর সংসার। সুন্দর একটা বউ এই লোকের।ঘরে এমন একটা ...
27/11/2024

তাদের ভালোবাসার বিয়ে। বিয়ের এতো বছর হয়ে গেছে দুইটা বাচ্চাও আছে এদের। সুন্দর সংসার। সুন্দর একটা বউ এই লোকের।

ঘরে এমন একটা বউ রাইখা এই মেয়ের সাথে পরকীয়া করছে এই লোকটা। কেন বলা হয় পুরুষ মানুষের, ঘরে চাঁদ রাইখা বাইরের মোমবাতির উপর ঝোক বেশি, ঘরের বিরিয়ানির চেয়ে বাইরের পান্তা ভাত বেশি পছন্দ করে তারা, বুঝছেন ব‍্যাপারটা? পুরুষ মানুষ আসলে সৌন্দর্যেও আটকায় না ভালোবাসাতেও আটকায় না, বেশির ভাগ পুরুষ মানুষই আটকায় নতুন নতুন নারীতে! ( আসলে পুরুষ বললে ভুল হবে। সবাই না, কাপুরুষেরা। )

আর এসব মেয়েরাই বা কেমন ভাইই? একজনের সংসার আছে জেনেও এমনটা করতে পারে কিভাবে? একটা মেয়ে হয়ে আরেকটা মেয়ের সংসার ভাঙ্গে!
©

Many are married, but few have found their life partner ❤️👩‍❤️‍👨💍👰‍♀️🤵
12/11/2024

Many are married, but few have found their life partner ❤️👩‍❤️‍👨💍👰‍♀️🤵

A daily struggling story of a mother 🥺
11/11/2024

A daily struggling story of a mother 🥺

10/11/2024

ভাগ্যবতী তো সেই নারী যাকে পাওয়ার পর একটা পুরুষ খুশিতে কান্না করে ফেলে।🤍

প্রেমিকা VS স্ত্রীঅপ্রিয় হলেও সত্যিপ্রতিটা দম্পতিদের পড়া উচিত।♦️খেয়াল করে দেখবেন, প্রেমিক যুগলদের প্রায়ই দেখা যায়, রেস...
09/11/2024

প্রেমিকা VS স্ত্রী
অপ্রিয় হলেও সত্যি

প্রতিটা দম্পতিদের পড়া উচিত।

♦️খেয়াল করে দেখবেন, প্রেমিক যুগলদের প্রায়ই দেখা যায়, রেস্টুরেন্টে, পার্কে, সিনেপ্লেক্সে, নদীর পাড়ে, লেকের ধারে কিন্ত এ সমস্ত জায়গায় স্বামী স্ত্রী কে খুব কম পাবেন। কথাটা অপ্রিয় হলেও সত্য😐🙊

📍 প্রেমিকার ভালোবাসা পেতে নতুন মডেলের আই-ফোনটা দিতে পারলে প্রেমিকের ধন্য মনে হয়। অথচ বউয়ের জন্য লাল কাঁচের চুড়িটা কিনতে গেলে বিরক্তি বোধ হয়। 😐

📍প্রেমিকার সাথে সারারাত কথা বলাটা ভালোবাসার পরিচয় হলেও,বউয়ের সাথে একরাত গল্প করাটাই নেহাৎ বোকামী।😐

📍প্রেমিকার লাল গোলাপ পছন্দ বলে সারা দুনিয়া এক করে লাল গোলাপ হাতে দিতে ব্যস্ত প্রেমিক,কিন্তু বউয়ের জন্য কখনোও একটা লাল গোলাপের আবদারে তার আদিখ্যেতা লাগে।😐

📍প্রেমিকার হাতে বিস্বাদের খিচুড়িও অমৃত মনে হয়, অথচ বউয়ের রান্নায় একদিন লবণ কম হলেই সেটা তার ভিষণ বড় অপরাধ।😐

📍প্রেমিকার জন্মদিনে মাথায় শুধু তাকে সারপ্রাইজ দেওয়ার চিন্তা ঘুরপাক খায়,আর স্ত্রীর বেলায় হিসেবটা শুধু পাওনার দুয়ারে গিয়েই ঠেকে😐😐

📍প্রেমিকার জন্য ৩২ মাইল দূরে গিয়ে ৩০ টাকার ফুচকা কিনতেও বাধে না,আর স্ত্রীর জন্য মাসে একদিন সময় বের করাটা অপচয় বলে মনে হয়!😔😔

📍প্রেমিকা অসুস্থ হলে ১০ মিনিট পরপরই তার খোজ নেওয়াটা কেয়ার বলে গন্য, আর স্ত্রী অসুস্থ হলে কেয়ার দরকার হয় না বিরক্ত বিরক্ত লাগে😔😔

একটা অনিশ্চিত সম্পর্ককে মানুষ যেভাবে গুরুত্ব দেয়, তার ১০ ভাগের ১ ভাগও যদি বিবাহিত সম্পর্কে দেওয়া হতো, তাহলে-এই এক জীবনে সুখের কোন কমতি থাকতো না আর চারদিকে এত ডিভোর্সের ছড়াছড়ি হতো না।☺️☺️☺️

👉 আপনার কাছে কি মনে হয়…..❓

Collected

ছবিতে যাকে দেখছেন তার নাম হনহকিং চাপাও। জাপানিজ মেয়ে। আজ থেকে ১০ বছর আগে ভালোবেসে বিয়ে করেছেন। ১০ বছর পর নিজের বিয়ের ছবি...
07/11/2024

ছবিতে যাকে দেখছেন তার নাম হনহকিং চাপাও। জাপানিজ মেয়ে। আজ থেকে ১০ বছর আগে ভালোবেসে বিয়ে করেছেন। ১০ বছর পর নিজের বিয়ের ছবির সাথে সেলফি তুলে স্মৃতিচারণ করেছেন।

" মানুষের বাহ্যিক সৌন্দর্য খুবই ক্ষণস্থায়ী। তাই দৈহিক সৌন্দর্য নিয়ে কখনো অহংকার করতে নেই। শুধুমাত্র সৌন্দর্য দেখে কারো প্রেমে পড়া বা জীবন সঙ্গী হিসেবে ভাবাও উচিৎ না। সত্যিকারের জীবনসঙ্গী কখনো বাহ্যিক সৌন্দর্য দেখে প্রেমে পড়ে না। তারা প্রেমে পড়ে তার নৈতিকতার, আদর্শের এবং মনুষ্যত্বের। "

তাই ত বলি জিবনে বিয়ে করবো না😡কিছু কিছু ভেডা মানুষ ঘরে রসমালাই থাকলেও পচা জিলাপি খেতে চাই হোক না বউ অথবা প্রেমিকা 😈অভিষেক...
07/11/2024

তাই ত বলি জিবনে বিয়ে করবো না😡
কিছু কিছু ভেডা মানুষ ঘরে রসমালাই থাকলেও পচা জিলাপি খেতে চাই হোক না বউ অথবা প্রেমিকা 😈

অভিষেক ঐশ্বর্যের সম্পর্ক থেকে দু'টো জিনিস শিক্ষনীয়। এক. যে পুরুষের নজর ঘরের বাইরে থাকে তার বউ ঐশ্বরিয়া হোক কি ডায়না কিছু আসে যায় না। তাদের চোখে বিশ্বসুন্দরী বউকেও সুন্দরী লাগে না।
দুই. সৌন্দর্য সম্পর্কের মাপকাঠি নয় বরং নারীর জন্য একটা গুন মাত্র। সম্পর্ক টিকিয়ে রাখতে সৌন্দর্যের চাইতেও জরুরি হলো একে অপরের প্রতি ভালোবাসা, একে অপরকে সন্মান ও যত্ন করার মানসিকতা থাকা।

জীবনে একবার হলেও🙃  যারা এই গল্পটা পড়েছেন বা শুনেছেন   🫠তারাই হাত তুলুন  🙃🙂
06/11/2024

জীবনে একবার হলেও🙃 যারা এই গল্পটা পড়েছেন বা শুনেছেন 🫠তারাই হাত তুলুন 🙃🙂

স্ত্রী কখনো স্বামীর প্রিয় নারী হতে পারে না,,,কারণ স্ত্রীর অনেক ভুল,, বেশিরভাগ লোকেই যদি প্রশ্ন করা হয়,, আপনার জীবনের স...
16/10/2024

স্ত্রী কখনো স্বামীর প্রিয় নারী হতে পারে না,,,
কারণ স্ত্রীর অনেক ভুল,, বেশিরভাগ লোকেই যদি প্রশ্ন করা হয়,, আপনার জীবনের সবচেয়ে প্রিয় নারী কে??
স্বাভাবিকভাবেই অনেকেই উত্তর দেন,,-"মা" কেউ বলেন -"মেয়ে" কেউবা বলেন -"বোন", কেউবা বলেন -"নানি"!!!!
কারণ সে তাকে কোলে পিঠে মানুষ করেছে। এমন অনেকগুলো সম্পর্কের কথা উঠে আসে।
খুব অবাক লাগে একজন মানুষও উত্তর দেন না যে,,,,, তার -"বউ" তার সবচেয়ে প্রিয় নারী।
দিলেও হাতেগোনা খুব অল্প সংখ্যক মানুষ, আসলে বাঙালি পুরুষের সমস্যা বউকে ভালোবাসি বললে মান সম্মান চলে যাবে...!!
লোকে বউ পাগল বলবে!! বউয়ের কাছে ছোট হয়ে যাবে!! অথবা বাকি পুরুষদের সামনে সম্মান কমে যাবে!! এমন একজন মানুষ কি নেই.?? যার হাসপাতালের বেডের পাশে নির্ঘুম রাত কাটিয়েছেন তার _"স্ত্রী" অথবা একসাথে জীবনের যুদ্ধটা করবে বলে বাবার বাড়ির অভিজাত্যকে ধরে রেখে 'স্বল্প' বেতনের ছেলেটার হাত ধরে বাবার বাড়িটা ছেড়ে এসেছে.......!
শ্বশুরবাড়ির ঝাল তরকারিতে ভাত খেতে না পেরেও ফোনে বাবার বাড়িতে জানিয়েছে অনেক ভালো আছে....!!
নাকি নিজের বিছানা,, মায়ের রান্না,, জন্মের পরের বাড়িটা,, সব ফেলে আসা অনেক সহজ!!! যার কারণে বউ কখনোই কারোর প্রিয় নারী হবার যোগ্যতা রাখে না..!!!
যে মেয়েটা সরাসরি স্বামী,, সন্তান,, সংসার,, নিয়ে পড়ে থাকে,, অথচ নিজের দিকে খেয়াল রাখতেও সময় পায় না,,!! সে কখনোই প্রিয় স্ত্রী হতে পারে না.....!
প্রিয় মানুষ হতে পারে না....! হতে পারে না প্রিয় বউ...! হতে পারে না এটাই হলো মেয়েদের জীবন....!
কখনোই কারোর প্রিয় হতে পারে না,, একটা কথা সব সময় মনে রাখবেন,,,,,,,
স্ত্রীদের খুশি করতে বেশি কিছু লাগে না,,,, তারা চায় তাদেরকে মেন্টালি সাপোর্ট করবেন,,, আর সব সময় ভালবাসবেন,,, কোন রকম অবহেলা করবেন না,,,,
তাদের ভালো লাগে এমন কিছু করতে পারেন,,, তারা কষ্ট পাবে এমন কোন কথা বলবেন না,,,, বা এমন কোন কাজ করবেন না,,,
মনে রাখবেন...... এই মানুষটি সারাদিন পরিবারের সবার জন্য পরিশ্রম করে,,,, স্বামীর ভালোবাসায় তারা সেই সারাদিনের ক্লান্তি দূর করে।
একটা মেয়ের সংসার জীবনে স্বামীর সাপোর্ট ছাড়া কিছু করা সম্ভব নয়। বিয়ের পর একটা মেয়ের সবথেকে বড় সার জায়গা হল তার স্বামী।।।
তাই স্ত্রীকে ভালোবাসতে শিখুন এবং অবহেলা অভিযোগ করা থেকে বিরত থাকুন।।।
আল্লাহ সুবহানাহু ওয়া তায়ালা আমাদেরকে সঠিক বুঝার তৌফিক দিন।। আমিন।।।

©️

Address

Dhaka

Opening Hours

Monday 15:00 - 23:00
Tuesday 15:00 - 23:00
Wednesday 15:00 - 23:00
Thursday 15:00 - 23:00
Friday 15:00 - 23:00
Saturday 15:00 - 23:00
Sunday 15:00 - 23:00

Alerts

Be the first to know and let us send you an email when Akhi Zian Vlogs posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Akhi Zian Vlogs:

Share