Nasir’s Opinion

Nasir’s Opinion প্রতিটি থাকার পাশে না থাকা অধিক,
গাছে থাকা ফুলটিরও শুন্য চারদিক!!

02/07/2025

কেউ ঘুমায় আর কেউ শুধু পথচেয়ে অপেক্ষায় থাকে।হয়তো তুমি নামক ব্যধিটা আবার ফিরবে। আবার আলিঙ্গন করবে।

30/06/2025

কেন জানি ইদানীং তুমি কেমন আছো খুব জানতে ইচ্ছে করে।
ইচ্ছে করে তোমাকে একটু দেখতে, তোমাকে একটু ছুঁয়ে দেখতে, তোমার চোখে অশ্রুসিক্ত চোখ রেখে তাকাই থাকতে। ইচ্ছে করে তোমার নাক দিয়ে শুধু তোমার স্মেল টা অনুভব করতে।ইচ্ছে করে তোমার আঙুলের ভাঁজে আঙুল দিয়ে শক্ত করে তোমার হাত ধরে নটিক্যাল মাইল পথ পাড়ি দিতে। আর তোমাকে শক্ত করে জড়িয়ে ধরে মনের সব কষ্ট উদাও করে শহস্র বছর অতিক্রান্ত করতে।
আমার মতো কি তোমারও ইচ্ছে করে না?
আবার আমাদের সোনালী স্মৃতিগুলো জড়িয়ে একটি বড় নিঃশ্বাস নিয়ে বাঁচতে...

জানি না, তুমি কেমন আছো? কি করছো? কিভাবে এই অভিশপ্ত দিনগুলো পার করছো?

আমার বিশ্বাস তুমি ভালো নেই, একদমই ভালো নেই।
তোমার মধ্যে তুমি নামক মানুষটা আর বেঁচে নেই।
জানো?
সবাই আমাকে বলে,তুমি নাকি একদম ঠিক আছো, ভালো আছো, প্রানবন্ত আছো,খাচ্ছো, দাচ্ছো।
আমিও চাই তুমি অনেক ভালো থাকো, সুস্থ থাকো।
কিন্তু আমার ক্লান্ত মন কিছুতেই বুঝতে চায় না যে,তুমি ভালো আছো! ঠিক আছো।

তোমার মনে পড়ে? আমি যে বলতাম, আমি তোমাকে ছাড়া কাউকেই বিশ্বাস করি না...

আজ বুঝছো? কেন বিশ্বাস করি না?
ওরা আমাকে বলে, তুমি আমাকে ভুলে গেছো। বদলে গেছো।

কিন্তু আমি ওদের কথা বিশ্বাস ই করতে পারি না।
জীবনে কোনোদিন পারবোও না।
মৃত্যুর আগে পর্যন্তও পারবো না।

তুমি এসে বললেও এখন আমি বিশ্বাস করবো না,তুমি আমাকে চাও না। আমাকে ভালোবাসো না....

আমি একটা জিনিস বিশ্বাস করি, তুমি বদলাবে বা আমি বদলাবো.. কিন্তু আমাদের ভালোবাসা কখনও বদলাবে না।
তোমার প্রতি আমার মায়া, ভালোবাসা বিন্দুমাত্রও কমবে না।
আমি তোমার জন্য শেষ নিঃশ্বাস পর্যন্ত লড়াই করে ভালোবেসে যেতে চাই।

তোমাকে প্রতিটা মুহূর্তে অনুভব করতে চাই।

Nasir’s Opinion

30/06/2025

বাস্তবতা যেখানে শেষ হয়, স্বপ্নেরা আবার সেখানে জেগে উঠে।আবার নতুন ভোরের আশা জাগায়।
আমরা কোনো মায়ায় আটকে গেলে যত ঝড়-তুফান আসুক না কেন,বার বার হোঁচট খেয়েও উঠে দাঁড়ানোর চেষ্টা করি।

27/06/2025

বিকেল বেলা আচমকা মুষলধারে ঝড়ো বৃষ্টি নামলো। ইদানীং বৃষ্টি আমাকে খুব ভালোবাসা শুরু করেছে।
যখনই মন খারাপ করে তোমার কথা ভেবে ভেবে একা বসে বসে কান্না করি, তখনই বৃষ্টি আমার সাথে সঙ্গ দিতে চলে আসে।
বিশ্বাস করো!বৃষ্টিকে আমি একবারো ডেকে বলি নি যে,আমাকে সঙ্গ দাও। আমাকে এতো ভালোবাসো।
তাও বৃষ্টি আমার সাথে চোখের পানির মতো অঢেল জল ঢেলে দিয়ে যায়।
আমি চাই সবসময় তুমি আমার মাঝে জড়িয়ে আষ্টেপৃষ্টে থাকো। আমাকে একটু ভালোবাসো। আমাকে সঙ্গ দাও। আমাকে নিজের জমিয়ে রাখা গল্প গুলো শেয়ার করো। নিজেকে উজাড় করে দাও।

তুমি একবার বৃষ্টিকে বুঝাও না?

তুমিও কত বৃষ্টিকে ভালোবাসো। নুপুর পায়ে ঝুমুর ঝুমুর হাঁটতে ভালোবাসো। আমার হাত ধরে বৃষ্টিতে ভিজতে চাও। বৃষ্টির পরে ঘ্যাঙর ঘ্যাঙর ব্যাঙের ডাক শুনতে চাও। গাছের সবুজ পাতা বেয়ে বেয়ে পানি জড়া দেখতে তোমারও মন চায়। অথবা বৃষ্টির দিনে বেলকনিতে বসে বসে তোমারও মন চায় আমার কোলে বসে এককাপ চা-কপি খেতে আর বৃষ্টি উপভোগ করতে।

তাও বৃষ্টি শুধু কেন আমাকেই সঙ্গ দিতে আসে?
তুমিও যে বৃষ্টি ভালোবাসো একটু বুঝিয়ে বলো না?

25/06/2025

🥲

23/06/2025

যে একবার বেঈমানী করে,সে বেঈমান হয়েই পৃথিবীতে বেঁচে থাকে।
বেঈমানের আত্মার পরিশুদ্ধি আর কখনো হয়ে উঠে না, যতক্ষণ না নিজের অপরাধের ক্ষমা প্রার্থনা না করে।

19/06/2025

💔

09/06/2025

বহুদিন মনে শান্তি নেই! কোনো সুখবর নেই! ক্লান্ত চোখ দু খানা আজও তোমার স্বপ্নে ঘুমাতে পারে না।

09/06/2025

প্রিয়তমা,তুমি আমার বিশ্বাস, ভরসা আর সাহসের প্রতীক হও.. 🤲🏻

07/06/2025

আমি যেভাবে তোমাকে মনে রেখেছি, তুমিও কি সে ভাবে আমায় মনে রেখেছো?

04/06/2025

প্রহেলিকা?
তোমার কি একবারও আমার কথা মনে না।বর্ষার দিনের হালকা শীতে আমার একটু জড়াই ধরে উষ্ণতা ছড়াতে ইচ্ছে করে না?
তুমি কি এতই নিষ্ঠুর হয়ে যাচ্ছো দিনদিন?
আমারে ছাড়া এতো রিলেক্স, এত হাসিখুশি থাকো কিভাবে?

02/06/2025

তুমি যদি আমারে ভুলে যাও....
পৃথিবীতে এমন কন্ফিউজিং বাক্য হয়তো আর নেই।

Address

Dhaka
3551

Alerts

Be the first to know and let us send you an email when Nasir’s Opinion posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Nasir’s Opinion:

Share

Category