30/06/2025
কেন জানি ইদানীং তুমি কেমন আছো খুব জানতে ইচ্ছে করে।
ইচ্ছে করে তোমাকে একটু দেখতে, তোমাকে একটু ছুঁয়ে দেখতে, তোমার চোখে অশ্রুসিক্ত চোখ রেখে তাকাই থাকতে। ইচ্ছে করে তোমার নাক দিয়ে শুধু তোমার স্মেল টা অনুভব করতে।ইচ্ছে করে তোমার আঙুলের ভাঁজে আঙুল দিয়ে শক্ত করে তোমার হাত ধরে নটিক্যাল মাইল পথ পাড়ি দিতে। আর তোমাকে শক্ত করে জড়িয়ে ধরে মনের সব কষ্ট উদাও করে শহস্র বছর অতিক্রান্ত করতে।
আমার মতো কি তোমারও ইচ্ছে করে না?
আবার আমাদের সোনালী স্মৃতিগুলো জড়িয়ে একটি বড় নিঃশ্বাস নিয়ে বাঁচতে...
জানি না, তুমি কেমন আছো? কি করছো? কিভাবে এই অভিশপ্ত দিনগুলো পার করছো?
আমার বিশ্বাস তুমি ভালো নেই, একদমই ভালো নেই।
তোমার মধ্যে তুমি নামক মানুষটা আর বেঁচে নেই।
জানো?
সবাই আমাকে বলে,তুমি নাকি একদম ঠিক আছো, ভালো আছো, প্রানবন্ত আছো,খাচ্ছো, দাচ্ছো।
আমিও চাই তুমি অনেক ভালো থাকো, সুস্থ থাকো।
কিন্তু আমার ক্লান্ত মন কিছুতেই বুঝতে চায় না যে,তুমি ভালো আছো! ঠিক আছো।
তোমার মনে পড়ে? আমি যে বলতাম, আমি তোমাকে ছাড়া কাউকেই বিশ্বাস করি না...
আজ বুঝছো? কেন বিশ্বাস করি না?
ওরা আমাকে বলে, তুমি আমাকে ভুলে গেছো। বদলে গেছো।
কিন্তু আমি ওদের কথা বিশ্বাস ই করতে পারি না।
জীবনে কোনোদিন পারবোও না।
মৃত্যুর আগে পর্যন্তও পারবো না।
তুমি এসে বললেও এখন আমি বিশ্বাস করবো না,তুমি আমাকে চাও না। আমাকে ভালোবাসো না....
আমি একটা জিনিস বিশ্বাস করি, তুমি বদলাবে বা আমি বদলাবো.. কিন্তু আমাদের ভালোবাসা কখনও বদলাবে না।
তোমার প্রতি আমার মায়া, ভালোবাসা বিন্দুমাত্রও কমবে না।
আমি তোমার জন্য শেষ নিঃশ্বাস পর্যন্ত লড়াই করে ভালোবেসে যেতে চাই।
তোমাকে প্রতিটা মুহূর্তে অনুভব করতে চাই।
Nasir’s Opinion