28/08/2025
গতকাল রাতে ২৭শে আগস্ট ২০২৫৷ রাত ১১ টায় এই ছেলেটাকে পথে দেখতে পেয়ে জিজ্ঞাসা করলাম এত রাতে তুমি এখানে কি কর৷ পরে বিস্তারিত জানতে পারলাম ও হারায় গিয়েছে এখন ওর পথের দিশা চাই৷ তখন আমি ব্যবস্থা করে আলহামদুলিল্লাহ ওর বাড়িতে পৌঁছে দিতে সক্ষম হয়েছি আলহামদুলিল্লাহ আল্লাহ ভালো কাজগুলো কবুল করুন আমিন সবাইকে করার তৌফিক দান করুন আমিন৷ ৷৷পথ শিশুদের কে একটু ভালোবাসা একটু সহানুভূতি হতে পারে কারো আগামী৷ ফিউচার৷ অনেক সুন্দর কোন একদিন আপনাকে মনে করবে৷ তখন চিন্তা তখন৷ যে দোয়াটা আসবে৷ সে দোয়ার বরকতে৷ আপনি ভালো থাকবেন৷ এটাকে বলে মানসিক শান্তি ৷ শান্তি আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ সবাই ভালো কিছু করি আমরা যেখান দিয়ে যে এভাবেই সুযোগ পাবো করব আল্লাহর জন্য ইনশাল্লাহ একসময় ছিলাম না আরেক সময় থাকবো না আল্লাহ কবুল করুন আমিন