Itcha Vision

Itcha Vision Welcome to Itcha Vision. We make Bangla Natok Short Flim regular basis our own production house.

15/09/2025
15/09/2025
31/08/2025

যখন আমি বিয়ে করেছিলাম তখন আমার বয়স ২২ আর আমার স্বামীর বয়স ৩৩। প্রথমে আমাদের মধ্যে সবকিছু ঠিক ছিল। দিনে বা রাতে যতোই ঝগড়া করতাম রাতে আবার একসাথে মিলে যেতাম।

প্রথমে আমি রাজি ছিলাম না বিয়ে করতে তার বয়সের কারণে কিন্তু ফ্যামিলির চাপে আমি রাজি হয়ে যাই।

সময়ের সাথে সাথে অবস্থা পরিবর্তন হতে থাকে। আমি ছিলাম এক পূর্ণ যুবতী। আমি আমার বন্ধুদের সাথে কথা বলতে ও হাসাহাসি করতে খুবই পছন্দ করতাম কিন্তু আমার শাশুড়ি তা পছন্দ করতো না। তুমি নতুন বিয়ে করেছো তাই তুমার উচিত তুমার শুশুড় এবং দেবর বা বাশুড়কে শ্রদ্ধা করা।

আমি আমার অভ্যাস পরিবর্তন করি নি যা আমার শাশুড়ি অপছন্দ করতো আমার ব্যাপারে। কিন্তু আমি এগুলো তেমন পাত্তা দিতাম না।

প্রধান সময়ঃ

বিয়ের ১ বছর পর আমার স্বামী দেশের বাহিরে গেলো কাজের জন্য। আমি তার সাথে যেতে চাইলাম কিন্তু উনি রাজী হলো না।

আমি তর্ক করলাম এই বলে যে, আমি তুমাকে বিয়ে করেছি তোমার পরিবারকে না। অবশেষে, সে আমাকে পাসপোর্ট করতে বললো।

আমার পাসপোর্ট যখন হাতে পেলাম, তখন সে বলল, " তুমি সেটাই করো যা তুমি করতে চাও। " আমি বললাম আমি কারো মত চাই না আমার সিদ্ধান্ত নিতে।

তখন শশুর বাড়ির লোকেরা বলল যে মাত্র দু মাসের জন্যই তো যাচ্ছে, তুমি থেকে যাও। অনেক অনুরূধ করার পরে আমি রাজি হলাম কিন্তু শর্ত দিলাম এই দুই মাস আমি বাবার বাড়ি থাকবো।

কিছুদিন পরে আমার স্বামী আমাকে ডিভোর্স লেটার পাঠালো। আমার বাড়ির মানুষ আমাকে অনেক কিছু বুঝালো কিন্তু আমি আমার আত্মসম্মান কে প্রধান্য দিলাম এবং বিয়ের অবসান হলো। আমার বয়স তখন ২৩ বছর। ( বিয়ের ১ বছর পর)

ডিভোর্স এর পরের জীবন

আমার বয়স যখন ২৫ আমি তখন আবার বিয়ে করতে মনস্থ হলাম কিন্তু পাত্র যা আসে তাদের অনেকেই অনেক বসস্ক যেহেতু আমার দ্বিতীয় বিয়ে।

এখন আমার বয়স ৩০ এবং অবিবাহিত। আমি মাঝে মাঝে ভাবী স্বামীর সাথে বিদেশ যাওয়ার জন্য এমন পাগলামি করা আমার ঠিক হয় নি।

মেয়েদের প্রতি আমার বার্তাঃ

ডিভোর্স আসলে সহজ একটা ব্যাপার নয় যেমনটা টিভি বা সিনেমাতে দেখানো হয়। বাস্তবে ডিভোর্স এর পরের জীবন অনেক নিষ্ঠুর ।

আমরা নারীরা যতোই নিজেকে শক্তীশালো মনে করি না কেনো সবসময় নিজেকে একা লাগার একটা ভয় থাকে। যদিও আমরা এই কথাটা স্বীকার করি না আমাদের আত্ম অহংকার এর কারণে।

সকল মেয়েদের প্রতি আমার কথা হলো।

ডিভোর্সটাকে এতো হালকাভাবে নিয়ো না। ছোট ছোট বিষয়গুলো ধৈর্য এর মাধ্যমে সমাধান করা যায়। একবার বিয়ে নষ্ট হয়ে গেলে জীবন অনেক নিষ্ঠুর হয়ে যায়।

আমার এই জীবনের গল্প যদি কাঊকে দুঃক্ষ দিয়ে থাকে আমি আন্তরিকভাবে দুঃক্ষিত। আমার একমাত্র উদ্দেশ্য হলো, আমার জীবনের অভিজ্ঞতা আপনার সাথে শেয়ার করা এবং কারো যদি উপকার আশে সেই উদ্দেশ্যে । সবাই মতামত দিবেন অবশ্যই ।
Sornali Entertainment

03/07/2025

প্রথমে শেখানো হলো ১৮ এর আগে বিয়ে করতে নেই। নানারকম শারীরিক জটিলতা সৃষ্টি হয়। স্বামীর সাথে "বোঝাপড়া" ভালো হয় না। (তবে ১৮ এর আগে বয়ফ্রেন্ডের সাথে স্কুল পালিয়ে,কলেজ ড্রেসে পার্কের বেঞ্চে বাদাম- ঝালমুড়ির নিষ্পাপ প্রেমে সমস্যা নেই)

১৮ পার হলে বলা হলো গ্র‍্যাজুয়েশান কমপ্লিট করো। তা না হলে তো ইন্টারমেডিয়েট পাশ হয়ে থাকলে।

গ্র‍্যাজুয়েশানের পাশের পর বিয়ে করতে চাইলে বলা হলো আগে মাস্টার্স, তারপর বিয়ে।

মাস্টার্সও শেষ হলো।এখনই তো বিয়ের সময়। ছেলে-টেলে খোঁজা হোক।না!এখন জব খোঁজার সময়। আগে জব, তারপর বিয়ে।

জবও হয়ে গেলো। তাহলে নিশ্চয় এখন বিয়ে? না এখনই না। কারণ, স্যালারি এতই অল্প যে পাত্রের স্যালারির সামনে মান ইজ্জত বলে কিছু থাকে না। তাহলে বিয়ে কবে? স্যালারি আরো বাড়ার পরে। হুমম

অফিসে খুব ভালো পারফর্ম করে ডাবল প্রমোশনে স্যালারিও প্রায় ডাবল বেড়ে গিয়েছে।এখনই তাহলে বিয়ের সময়। ইয়েস! রাইট হেয়ার, রাইট নাউ। এক্ষুণি। এবার ছেলে খোঁজো। মেয়ের বয়সও ১৮ থেকে ঠেলতে ঠেলতে এখন ৩৫ এর কাছাকাছি।

তা কেমন ছেলে চাই? প্রতিষ্ঠিত,সুদর্শন, নিজের বাড়ি (ঢাকা বা কোনো বড় শহরে),আর ২০১৮ না হলেও ২০১৫/১৬ মডেলের একটা এলিয়ন বা প্রিমিও থাকলে চলে যাবে।

এখন আবার পাত্র পছন্দ হয় না। কারণ, এই শর্ত মেলাতে গেলে যেসব ছেলে পাওয়া যাচ্ছে তারা প্রায়ই ৪০ এর কাছাকাছি। এদের মধ্যে আবার অনেকের আগের বউ এর সাথে "ছাড়াছাড়ি" হয়ে গিয়েছে। অনেকের আবার মদসহ অন্যান্য ছাইপাশের অভ্যেস আছে। এতসব মেনে নিয়ে কি আরেকজনের ঘরে বউ হয়ে যাওয়া যাবে? আর যেসব কমবয়েসী ছেলে পাওয়া যাচ্ছে তারা তো "প্রতিষ্ঠিত" নয়। হাজব্যান্ডের স্যালারি তার ওয়াইফের স্যালারির অর্ধেকেরও কম। এটা তো এই যুগের আধুনিক নারী হয়ে কিছুতেই মেনে নেওয়া যায় না।নো ওয়ে! কাম অন,গাইজ!

১৮ এর তরুণী আজ ৩৫ এর মহিলা। আচ্ছা, তখন যেসব এনজিও, স্কুলের ম্যাডাম- সের,সুশীল সেকুলার আংকেল আন্টি "বাল্যবিবাহ" বলে এই মেয়েটার একের পর এক আসা বিয়ের প্রস্তাবগুলো ভেঙ্গে দিয়েছিলো, পড়াশুনা আর ক্যারিয়ারের অযুহাত দেখিয়ে সুপাত্র পেয়েও মেয়ের বাবাকে তাদের হাতে পাত্রস্থ করতে দেয় নি সেই মানুষগুলো আজ কোথায়? কেউ বলবেন না যেনো, তারা ম'রে গিয়েছে। তারা বেঁচে আছে। তারা এখন নতুন ১৮ খুঁজছে। নতুন সুইট সিক্সটিনগুলোকে গ্রুমিং করিয়ে করিয়ে তাদের দল ভারি করছে। এদেরকে মানুষ শয়তান বললে কি খুব পাপ হয়ে

Address

36/7 Middle Paikpara Mirpur
Dhaka

Telephone

+8801716607564

Website

Alerts

Be the first to know and let us send you an email when Itcha Vision posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Itcha Vision:

Share

Category