Girls picture

Girls picture বিশ্বাসটা ভাঙলে ক্ষতিটা তোমারই!আমি বড়জোর কষ্ট পাবো, কিন্তু তুমি? আজীবনের জন্য একটা পিউর মানুষ হারাবা আমি যেমন আমি তেমন.. আমি তো আমার মতোই..🖤🥀
(3)

দূরত্ব বাড়ে, যোগাযোগ নিভে যায়....
18/07/2025

দূরত্ব বাড়ে, যোগাযোগ নিভে যায়....

17/07/2025

শখের বশে একটা গোলাপ ও ক্যাকটাসের টব কিনে এনেছিলাম। সপ্তাখানেক বেশ যত্নের পর গাছগুলোর কথা বেমালুম ভুলে গেছি। অনেকদিন পর হাতের কাজ সেরে টব দুটোর দিকে তাকিয়ে দেখি ক্যাকটাস দিব্যি আছে, গোলাপের চারাটা ম'রে গেছে। বিশেষ যত্নের দরকার নেই বলে বারান্দায় ক্যাকটাস স্থায়ী হয়েছে, গোলাপের চারাটি ফেলে দিয়েছি।

If life gives you a second chance, don't be a cactus. Be a rose seedlings. Life is too short to bloom for those who don't water you. কারো বারান্দায় স্থায়ী হতে গিয়ে ক্যাকটাস হবেন না। ক্যাকটাস কেউ খোঁপায় গুঁজে না।
যত্নে বাঁচুন, যত্নে ফুটুন!'🙂

©

In turning away, I left you with hurt. Please forgive me 🦔
17/07/2025

In turning away, I left you with hurt. Please forgive me 🦔

17/07/2025

Be happy with what you have 😊

I'm not afraid to get married but I'm afraid to find the wrong man.💔 beautiful but scary
16/07/2025

I'm not afraid to get married but I'm afraid to find the wrong man.💔 beautiful but scary

বিয়ের সাজ নিয়ে সব মেয়েরই একটা স্বপ্ন থাকে। কিন্তু সেই স্বপ্নটাকে গুরুত্ব দেয় কয়জন?সব মেয়ের কি আশাগুলো পূর্ণ হয়?যে মেয়ে ল...
16/07/2025

বিয়ের সাজ নিয়ে সব মেয়েরই একটা স্বপ্ন থাকে। কিন্তু সেই স্বপ্নটাকে গুরুত্ব দেয় কয়জন?
সব মেয়ের কি আশাগুলো পূর্ণ হয়?

যে মেয়ে লাল বেনারসি পরে বউ সাজতে চেয়েছিল, তার হয়তো এক সন্ধ্যায় হুট করে বিয়ে হয়ে গিয়েছিল। এরপর থেকে যখনই সে কারও বউ সাজ দেখে, মনে মনে একটা আফসোস জেগে ওঠে।

কারও আবার শ্বশুরবাড়ির পছন্দে হয়েছিল বিয়ের শপিং।
যে রঙের শাড়িটা চেয়েছিল, সেটা সে পায়নি।
সেই অপূর্ণতা সে বয়ে বেড়ায় আজীবন।

বিয়ের সাজ বা শাড়ি — এগুলো শুধুই কাপড় নয়, এগুলো একটা অনুভব, একটা ইমোশন।
তবু আজও ভাবি, যার বিয়ে, তার পছন্দটাই কেন অগ্রাধিকার পায় না?

🖤🥀
15/07/2025

🖤🥀

15/07/2025

যে দুঃখগুলোর কথা কাউকে বলতে পারছেন না, যে দুশ্চিন্তার অনলে আপনি দগ্ধ হচ্ছেন প্রতিদিন, যে ভয় আপনাকে তাড়িয়ে বেড়াচ্ছে, যে অস্থিরতা আপনাকে ঘুমাতে দিচ্ছে না,
সে সমস্ত মন খারাপের গল্পে কেবল বলুন,

'হাসবুনাল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল।' আমার জন্য আমার আল্লাহই যথেষ্ট।

বিশ্বাস করুন, আপনার সমস্ত মন খারাপের উপশমের জন্য কেবল এটুকুই যথেষ্ট।

©

14/07/2025

জীবন টা যেমন হোক চেয়েছিলাম তেমন হয়নি। তারপর চেয়েছিলাম জীবন যেমনই হোক, শুধু মানসিক শান্তিটা থাকলেই চলবে।

এখন চলছেনা ঠিক তা না, জীবন কেটে যাচ্ছে তবে মানসিক শান্তিটা কিছুতেই আমার সাথে থাকতে চাচ্ছেনা।

নিজের সাথে লড়াই চলমান; চলবে, এখানে থামার সুযোগ নেই..

“She gives him everything she has, and he gives her nothing but pain!”
13/07/2025

“She gives him everything she has, and he gives her nothing but pain!”

Address

Dhaka

Telephone

+8801700586014

Website

Alerts

Be the first to know and let us send you an email when Girls picture posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share