Saptarshi Media

Saptarshi Media Saptarshi Media is an Bangaladeshi Media and entertainment company headquartered in Dhaka.

শুভ জন্মাষ্টমী।
26/08/2024

শুভ জন্মাষ্টমী।

শিল্পের সেতু বন্ধনে আমরাই শীর্ষেবইমেলা-২০২৫গ্রন্থ: বেনামি খামধরন: কবিতা কবি: তাপস মজুমদার (দাদাভাই)প্রচ্ছদ: আল নোমান প্র...
08/07/2024

শিল্পের সেতু বন্ধনে আমরাই শীর্ষে
বইমেলা-২০২৫
গ্রন্থ: বেনামি খাম
ধরন: কবিতা
কবি: তাপস মজুমদার (দাদাভাই)
প্রচ্ছদ: আল নোমান
প্রকাশনায় : সপ্তর্ষি প্রকাশন
প্রুফরিডিং: প্রাঞ্জল টিম
মূল্য: ৪০০

মানসম্মত বই প্রকাশ করতে চাইলে আজই যোগাযোগ করুন।★

07/07/2024

সনাতনী পর্ব পবিত্র রথযাত্রা উপলক্ষে সপ্তর্ষি প্রকাশনের পক্ষ থেকে মৈত্রীময় শুভেচ্ছা জানাই।

বইমেলা-২০২৫গ্রন্থ:গোধূলি অগন্তকধরন: কবিতা কবি:রেজাউল করিম রুমীপ্রচ্ছদ:মোঃ চারু পিন্টুপ্রকাশনায় : সপ্তর্ষি প্রকাশন প্রুফর...
01/07/2024

বইমেলা-২০২৫
গ্রন্থ:গোধূলি অগন্তক
ধরন: কবিতা
কবি:রেজাউল করিম রুমী
প্রচ্ছদ:মোঃ চারু পিন্টু
প্রকাশনায় : সপ্তর্ষি প্রকাশন
প্রুফরিডিং: প্রাঞ্জল টিম
মূল্য: ৩৫০

[]অমর একুশে বইমেলা-২০২৫[]প্রিয় লেখকবৃন্দ,আসসালামু আলাইকুম /নমস্কার।অমর একুশে বইমেলা-২০২৫  উপলক্ষে যাঁরা বই প্রকাশের কথা ...
30/06/2024

[]অমর একুশে বইমেলা-২০২৫[]

প্রিয় লেখকবৃন্দ,
আসসালামু আলাইকুম /নমস্কার।

অমর একুশে বইমেলা-২০২৫ উপলক্ষে যাঁরা বই প্রকাশের কথা ভাবছেন তাঁরা এখন থেকেই পাণ্ডুলিপি প্রস্তুতের কাজ শুরু করে দিন।
মানসম্মতভাবে কাজ করতে গেলে একটু সময় নিয়ে কাজগুলো গোছাতে হয়,
যেহেতু অনেকগুলো ধাপ পেরিয়ে একটা বই সম্পন্ন হয়।
অনেকে হয়তো ভাবছেন,
এখনও ঢের সময়!
কিন্তু
যথেষ্ট সময় হাতে নিয়ে কাজ করলে বইটি মানসম্মত ও নির্ভুলভাবে প্রকাশ করা যায়।
তাই এখন থেকেই পাণ্ডুলিপি গুছানো দরকার।
আপনাদের সবার প্রিয় সপ্তর্ষি প্রকাশন সৃজনশীল ও প্রতিশ্রুতিবদ্ধভাবে সবসময়
পাশে ছিলেন এবং থাকবেন।
ধন্যবাদ।

চলুন এবার জেনে নেওয়া যাক বই প্রকাশের বিভিন্ন ধাপঃ
১/পাণ্ডুলিপি সংগ্রহ
২/টাইপিং
৩/আইএসবিএন নাম্বার সংগ্রহ
৪/প্রচ্ছদ করানো
৫/প্রুফ রিডিং ও এডিটিং
৬/কাগজ ক্রয়
৭/বইয়ের সেটআপ ও মেকআপ
৮/প্লেট তৈরি
৯/প্রেসে পাঠানো
১০/মুদ্রণ
১১/প্রচ্ছদ ছাপা
১২/জেল ছাপা
১৩/পোস্তানির কাগজ ছাপা
১৪/কাভার লেমিনেট/স্পট/এম্বোস/ফয়েল
১৫/ফর্মাগুলো ভাঁজ করা
১৬/ফর্মা অনুযায়ী একসাথে রাখা
১৭/সেলাই
১৮/গাম লাগানো
১৯/বাঁধাই
২০/মেশিনে চাপে রাখা
২১/শুকানো
২২/দশটা করে প্যাকিং
২৩/কপিরাইট অফিসে বই প্রদান
২৪/জাতীয় গ্রন্থাগারে বই প্রদান
২৫/বাজারজাতকরণ।

শুভেচ্ছান্তে
____ শিবু ওঝা
প্রকাশক, সপ্তর্ষি - Saptarshi প্রকাশন
৩৭/১ খান প্লাজা, তৃতীয়তলা, বাংলাবাজার, ঢাকা।
[email protected]
ফোন: 01714-225520, 01756681736

সপ্তর্ষি প্রকাশন এর আয়োজনে কবি ও গল্পকারদের নিয়ে  আলোচনা ও সহিত্য আড্ডা।
28/06/2024

সপ্তর্ষি প্রকাশন এর আয়োজনে কবি ও গল্পকারদের নিয়ে আলোচনা ও সহিত্য আড্ডা।

26/06/2024

সপ্তর্ষি প্রকাশন এর সকল কার্যক্রম আগামী শনিবার ২৯/০৬/২০২৪ থেকে অফিসিয়ালভাবে শুরু হবে।
শুভাকাঙ্ক্ষীদের নিমন্ত্রণ থাকলো।

তোমায় ভালোবাসি কুমার রুদ্র ঐ তারাটাকে খুব বেশি ভালোবাসিআজ যে তারাটি নেই কাছে...একদিনের জন্য ছুটি নিয়েগিয়াছে চাঁদের দেশে।...
14/06/2024

তোমায় ভালোবাসি
কুমার রুদ্র

ঐ তারাটাকে খুব বেশি ভালোবাসি
আজ যে তারাটি নেই কাছে...
একদিনের জন্য ছুটি নিয়ে
গিয়াছে চাঁদের দেশে।

ফিরে এসো...
বারবার বলতে ভালো লাগে না আর
তোমায় অনেক বেশি ভালোবাসি
এটা তো বলার কথা অবসরে
ভাবার কথা বৃদ্ধ বয়সে।

এখনো কি ভালোবাসি?
সেই প্রশ্ন জাগে বারবার
কিন্তু সেটা তো এখন ভাববার নয়
এখন শুধু ভালোবাসার সময়।

কিন্তু অবসর কই?
সেই সময়টুকু হয়নি এখনো
কোনো চৈত্রের দুপুরে যদি এসে বলে
এখনো ভালোবাসি তোমাকে-
তখন আমি অবসর পাবো
ভাববার সময় হবে।

তখন আমি নিরুপায় হয় ভেবে দেখবো।
তারা তোমায় ভালোবাসি কি-না।

বইমেলা-২০২৫প্রকাশ : ৩০/৭/২০২৪গ্রন্থ: স্বপ্ন বিভ্রাট ধরন: কবিতা কবি ও গীতিকার -এম রহমান রানা প্রচ্ছস: আল নোমান প্রকাশনায় ...
11/06/2024

বইমেলা-২০২৫
প্রকাশ : ৩০/৭/২০২৪
গ্রন্থ: স্বপ্ন বিভ্রাট
ধরন: কবিতা
কবি ও গীতিকার -এম রহমান রানা
প্রচ্ছস: আল নোমান
প্রকাশনায় : সপ্তর্ষি
প্রুফরিডিং: প্রাঞ্জল টিম
মূল্য: 500

আগামী কাল সোমবার  10/06/2024 তারিখ নতুন  বইয়ের ডেলিভারি হবেবইগুলো প্রকাশিত হয়েছে আমাদের সপ্তর্ষি - Saptarshi  প্রকাশন থে...
09/06/2024

আগামী কাল সোমবার 10/06/2024 তারিখ
নতুন বইয়ের ডেলিভারি হবে
বইগুলো প্রকাশিত হয়েছে আমাদের সপ্তর্ষি - Saptarshi প্রকাশন থেকে।

পরাবাস্তব বেদনাঅস্থিমজ্জার ভেতর ঘাড়ত্যাড়া ষাঁড়ের মতোঢুকে গেছে তেজি অন্ধকার,দূষিত রক্তের মতো সংক্রমিত হচ্ছে সর্বাংশে এখন,...
06/06/2024

পরাবাস্তব বেদনা

অস্থিমজ্জার ভেতর ঘাড়ত্যাড়া ষাঁড়ের মতো
ঢুকে গেছে তেজি অন্ধকার,
দূষিত রক্তের মতো সংক্রমিত হচ্ছে সর্বাংশে এখন,
সত্যের নধর চেটেপুটে ঢেকুর তুলে
দুর্বিনীত শাসক,
এখন জলের অসুখ, জ্যোৎস্নার গ্রীবা কেটে
সাঁইসাঁই উড়ছে লঘু মরালি,
কালের ঘোড়া জ্যোৎস্নার নালিঘাস খেয়ে নাদুসনুদুস,
দাপিয়ে বেড়ায় সঘন নক্ষত্র মাঠে,
খুরে লেগে আছে স্মৃতিরক্ত;
ব্যর্থ শিশিরের মতো স্যাঁতসেঁতে
ভিজে উঠে এইসব রাত্রি,
ঝুলন্ত বাদুড়ের মতো নির্বাক
ভঙ্গিতে দাঁড়িয়ে থাকে নির্মোহ বধির আকাশ।

পরাবাস্তব বেদনার ছেনিতে
ফালি ফালি কাটা নিঃসঙ্গ নিশ্বাসের ভ্যাপসা গন্ধের মতো।

বইমেলা-২০২৫গ্রন্থ: তোমায় নিয়ে এই ভূবনে ধরন: কবিতা কবি ও গল্পকার: ড. মহসিন আলীপ্রচ্ছস: আল নোমান প্রকাশ: সপ্তর্ষি প্রকাশন ...
30/05/2024

বইমেলা-২০২৫
গ্রন্থ: তোমায় নিয়ে এই ভূবনে
ধরন: কবিতা
কবি ও গল্পকার: ড. মহসিন আলী
প্রচ্ছস: আল নোমান
প্রকাশ: সপ্তর্ষি প্রকাশন
প্রুফরিডিং: প্রাঞ্জল টিম
মূল্য: ৪৫০

Address

৩৭/১ খাঁন মার্কেট (৫ম তলা) বাংলাবাজার Dhaka
Dhaka
8850

Telephone

+8801714225520

Website

Alerts

Be the first to know and let us send you an email when Saptarshi Media posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Saptarshi Media:

Share