Amazing Asad

Amazing Asad Hi, this is Asad Iqbal - Engineer & Entrepreneur

23/07/2025

Dear all.. We are reaching out with an urgent appeal. A critically ill 8-year-old Milestone College student is in dire need of AB(-) negative blood (3–4 bags) at Dhaka Medical College Hospital.
Despite all efforts, this rare blood type has not been arranged yet. The family is searching desperately.
📞 Contact for Blood Donation: 01840 558528 (Family Member)
If any of our colleagues has AB(-) blood type, we earnestly request you to come forward and donate. Your action could save a young life.
Even if you’re not a match, please help spread the message—someone in your network might be.
Let’s stand together in this time of need.

Copied..

বন্যা পরিস্থিতির কারণে তিন বোর্ডের অধীনে বৃহস্পতিবার (১০ জুলাই) অনুষ্ঠাতব্য এইচএসসি ও সমমানের পরীক্ষা স্থগিত করা হয়েছে। ...
09/07/2025

বন্যা পরিস্থিতির কারণে তিন বোর্ডের অধীনে বৃহস্পতিবার (১০ জুলাই) অনুষ্ঠাতব্য এইচএসসি ও সমমানের পরীক্ষা স্থগিত করা হয়েছে। কুমিল্লা শিক্ষাবোর্ডের অধীন ৬টি জেলায়, মাদ্রাসা বোর্ডের অধীনে সারাদেশে আলিম পরীক্ষা এবং কারিগরি শিক্ষাবোর্ডের আওতায় সারাদেশে এইচএসসি (ভোকেশনাল) পরীক্ষা স্থগিত করা হয়েছে।

আজ বুধবার (৯ জুলাই) রাত সাড়ে ১০টার পর শিক্ষাবোর্ডগুলো থেকে প্রকাশিত বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। পরীক্ষার পরবর্তী তারিখ পরে জানানো হবে বলে সংশ্লিষ্ট বোর্ডগুলো জানিয়েছে।

রেজিষ্ট্রেশন শেষ হতে আর মাত্র কয়েক ঘন্টা বাকি, কেউ আগ্রহী থাকলে এখনি এনরোল করুন।
08/07/2025

রেজিষ্ট্রেশন শেষ হতে আর মাত্র কয়েক ঘন্টা বাকি, কেউ আগ্রহী থাকলে এখনি এনরোল করুন।

🎯 কর্মশালা: উদ্যোক্তার নেতৃত্ব বিকাশের প্রথম পাঠ
একজন উদ্যোক্তা শুধু পণ্য বা সার্ভিস তৈরি করেন না, তিনি তৈরি করেন স্বপ্ন, টিম, ও ভবিষ্যৎ। তবে সেই ভবিষ্যৎ নির্মাণের জন্য চাই আত্মবিশ্বাস, দৃষ্টি ও নেতৃত্বের স্পষ্টতা। কারন নেতৃত্ব বদলাতে পারে একটি উদ্যোগের ভবিষ্যৎ। আপনি যদি উদ্যোগক্তা হয়ে থাকেন তাহলে এই কর্মশালাটি আপনার জন্য।

🔷 এই কর্মশালায় আপনি শিখবেন :

🔹প্রতিদিনের যে অভ্যাস আপনাকে নেতা হতে সাহায্য করবে
🔹দৈনন্দিন কাজের পদ্ধতি যা আপনাকে এগিয়ে দেবে
🔹তুরীয় চিন্তার প্রয়োগ
🔹বাক্সের বাইরের চিন্তা কেন আপনাকে আবার বাক্সে আনতে হবে

📅 তারিখ: ৯ জুলাই ২০২৫, বুধবার
🕘 সময়: সকাল ৮:৩০টা – দুপুর ১২টা
🏢 স্থান: বিডিওএসএন কার্যালয়, ধানমন্ডি, ঢাকা।
🎟️ ফি: ৯০০ টাকা
🧾 সার্টিফিকেট প্রদান করা হবে
💺 আসন সংখ্যা: মাত্র ২০টি
💳 ফি পরিশোধ: বিকাশ 01726855422 (বিকাশ পার্সোনাল নম্বর- সেন্ট মানি অপশন ব্যবহার করুন)
📥 রেজিস্ট্রেশন লিংক:

https://forms.gle/AmYP3rG4VVZC2EPq6

📞 যোগাযোগ: আবুল হাছান – 01726855422

সবচেয়ে পাতলা ভাঁজ করা স্মার্টফোন তৈরির প্রতিযোগিতায় নতুন চমক তৈরি করেছে চীনের স্মার্টফোন নির্মাতা প্রতিষ্ঠান অনার। নিজেদ...
06/07/2025

সবচেয়ে পাতলা ভাঁজ করা স্মার্টফোন তৈরির প্রতিযোগিতায় নতুন চমক তৈরি করেছে চীনের স্মার্টফোন নির্মাতা প্রতিষ্ঠান অনার। নিজেদের তৈরি ‘ম্যাজিক ভি৫’ মডেলের ফোনটিকে বিশ্বের সবচেয়ে পাতলা ভাঁজ করা ফোন বলে দাবি করেছে প্রতিষ্ঠানটি। কোয়ালকমের সর্বশেষ ‘এলিট’ প্রসেসরে চলা ফোনটিতে সংস্করণভেদে সর্বোচ্চ ১৬ গিগাবাইট র‍্যাম এবং ৫ হাজার ৮২০ মিলিঅ্যাম্পিয়ার ক্ষমতার ব্যাটারি রয়েছে। ফোনটির দুটি পর্দাতেই এলটিপিও ওএলইডি প্যানেল থাকায় সহজেই উচ্চ রেজল্যুশনের ছবি ও ভিডিও দেখা যায়।

AEO - Ask Engine Optimization (আস্ক ইঞ্জিন অপটিমাইজেশন) হলো এমন একটি প্রক্রিয়া যার মাধ্যমে কনটেন্টকে AI বেইজড যেসব ইঞ্জ...
30/06/2025

AEO - Ask Engine Optimization (আস্ক ইঞ্জিন অপটিমাইজেশন) হলো এমন একটি প্রক্রিয়া যার মাধ্যমে কনটেন্টকে AI বেইজড যেসব ইঞ্জিন আছে যেমন ChatGPT, DeepsSeek, Grok, Siri - এর জন্য অপটিমাইজ করা হয়। এর ফলে সরাসরি, সঠিক এবং সংলাপভিত্তিক উত্তর প্রদান করা যায়।

এর অনেক ধরনের ইউজ কেইস আছে যেমন ধরুন আপনার কোম্পানী বাংলাদেশে ফটোগ্রাফী সার্ভিস এবং ইকুইপমেন্ট সার্ভিস করে। এখন আপনি যদি জানেন কিভাবে AEO করা যায় তাহলে জনপ্রিয় AI সার্ভিসগুলোতে যখনই কেউ আপনার সার্ভিস লিখে কিছু একটা জানতে চাইবে যেমন 'ভালো ফটোগ্রাফী কোম্পানির লিষ্ট" টাইপ কিছু একটা লিখে দিলে তখন আপনার সার্ভিস এবং যোগাযোগের ডিটেইলস হয়তো উত্তর হিসেবে গ্রাহক পাবেন।

বিষয়টি মজার না? মারকেটিং কিন্তু অন্য লেভেলে চলে যাচ্ছে এই AI এর যুগে।












ChatGPT এবং অন্যান্য AI-ভিত্তিক প্রোগ্রাম এখন এমন এক পর্যায়ে পৌঁছেছে, যেখানে কয়েক মিনিটের মধ্যেই পুরো একটি গান—লিরিক্স থ...
21/06/2025

ChatGPT এবং অন্যান্য AI-ভিত্তিক প্রোগ্রাম এখন এমন এক পর্যায়ে পৌঁছেছে, যেখানে কয়েক মিনিটের মধ্যেই পুরো একটি গান—লিরিক্স থেকে সুর ও কম্পোজিশন পর্যন্ত—তৈরি করা সম্ভব। ধরুন, আমার মন খারাপ। আমি AI-কে বললাম এমন একটা গান চালাও যাতে মন হালকা হয়, অথবা উল্টোভাবে, এমন একটা গান দাও যাতে মন খুলে কাঁদতে পারি। AI তখন মুহূর্তেই আমার আবেগ বুঝে একটি নতুন গান বানিয়ে শোনাবে—লিরিকস, সুর, ব্যাকগ্রাউন্ড মিউজিক সবকিছু তৈরি করে। পছন্দ না হলে আবার নতুন গান বানিয়ে দেবে, যতক্ষণ না আমি সেটাতে সংযোগ অনুভব করি।

এইরকম একদম কাস্টমাইজড গান যখন কয়েক মিনিটে তৈরি হয়ে যায়, তখন একটা প্রশ্ন স্বাভাবিকভাবেই আসে—তাহলে আমরা কেনো এখনও পুরোনো গান বারবার শুনি? সেই গানগুলো তো আমাদের মুড বা আবেগ অনুযায়ী তৈরি হয়নি, তবুও কেনো সেগুলোর প্রতি এত টান থেকে যায়?

#কৃত্রিমবুদ্ধিমত্তা











আজকের উদ্যোক্তা আড্ডার কিছু ছবি, যারা এসেছিলেন তাদেরক অসং্খ্য ধন্যবাদ।
12/06/2025

আজকের উদ্যোক্তা আড্ডার কিছু ছবি, যারা এসেছিলেন তাদেরক অসং্খ্য ধন্যবাদ।

ছুটি এখোনো হয়তো অনেকের শেষ হয় নি তারপরেও ঢাকায় থাকলে এবং হাতে সময় থাকলে এই আড্ডায় জয়েন করতে পারেন। ইভেন্টের বিস্তারিত নি...
11/06/2025

ছুটি এখোনো হয়তো অনেকের শেষ হয় নি তারপরেও ঢাকায় থাকলে এবং হাতে সময় থাকলে এই আড্ডায় জয়েন করতে পারেন। ইভেন্টের বিস্তারিত নিচেঃ

উদ্যোক্তা আড্ডা- আপনার উদ্যোগে এআই কীভাবে যুক্ত করবেন

আসছে ১২ জুন ২০২৫, বৃহস্পতিবার - উদ্যোক্তা আড্ডা ধানমন্ডির বিডিওএসএন কার্যালয়ে অনুষ্ঠিত হবে। বিকেলের আলাপচারিতায় উঠে আসবে আপনার উদ্যোগে এআই কীভাবে ব্যবহার করবেন।

>>সেশন পরিচালনায়:
আসাদ ইকবাল
ফাউন্ডার, ডিরেক্টর অ্যান্ড সিইও
ভার্চুয়ানিক সল্যুশনস

📍 স্থান: বিডিওএসএন কার্যালয়, গ্রীণ সিটি সেন্টার, (আবাহনি মাঠের বিপরীত পাশে) ৭৫৮, সাত মসজিদ রোড, ধানমন্ডি, ঢাকা।
📅 তারিখ ও সময়:
১২ জুন ২০২৫, বৃহস্পতিবার | বিকেল ৪টা

>>রেজিস্ট্রেশন লিংক কমেন্টে

07/06/2025

সবাইকে পবিত্র ঈদুল আযহার শুভেচ্ছা, ঈদ মুবারক

আমাদের যত পেমেন্ট অপশন বাড়বে তত সুবিধা হবে সবার জন্য, তবে ভালো হত যদি চাইনিজ ষ্টাইলে পশ্চিমা বিশ্বের কোনো অল্টারনেটিভ। য...
28/05/2025

আমাদের যত পেমেন্ট অপশন বাড়বে তত সুবিধা হবে সবার জন্য, তবে ভালো হত যদি চাইনিজ ষ্টাইলে পশ্চিমা বিশ্বের কোনো অল্টারনেটিভ। যেহেতু সেরকম কিছু হচ্ছে না তাই আপাতত নিজেদের আপডেট রাখা দরকার।

নিউজ লিঙ্ক কমেন্ট

ভিডিও বানানোর সময় পাই না তাই পেইজে রেগুলার হতে পারছি না। তবে পেইজে একটিভ থাকলে অনেক কিছু নিয়ে ঘাটাঘাটি করা হয়, এর সুফল হ...
25/05/2025

ভিডিও বানানোর সময় পাই না তাই পেইজে রেগুলার হতে পারছি না। তবে পেইজে একটিভ থাকলে অনেক কিছু নিয়ে ঘাটাঘাটি করা হয়, এর সুফল হচ্ছে নিজেকে আপডেট রাখা যায়। তাই ভাবছি লেখালেখি, ছবি এবং সময় সুযোগ পেলে ভিডিও পাবলিশ করে পেইজে একটিভ থাকবো, ধন্যবাদ সবাইকে।

আমার ও আমার প্রতিষ্ঠানের পক্ষ হতে হিজরী সনের অনুকরণে মোঘল সালতানাত কর্তৃক গৃহীত বাংলার কৃষকের বর্ষপঞ্জি বাংলা নববর্ষের শ...
14/04/2025

আমার ও আমার প্রতিষ্ঠানের পক্ষ হতে হিজরী সনের অনুকরণে মোঘল সালতানাত কর্তৃক গৃহীত বাংলার কৃষকের বর্ষপঞ্জি বাংলা নববর্ষের শুভেচ্ছা, শুভ নববর্ষ ১৪৩২ বঙ্গাব্দ।

Address

Dhaka
1205

Alerts

Be the first to know and let us send you an email when Amazing Asad posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Amazing Asad:

Share