17/07/2024
জয় বাংলা, জয় বঙ্গবন্ধু আজথেকে বয়কট করলাম। কেননা যে বাংলায় অধিকার আদায়ের দাবিতে প্রাণ দিতে হয়, সে বাংলাকে জয় বাংলা বলা আমাদের জাতির জন্য অসম্মান । বঙ্গবন্ধু চেয়েছিলেন বৈষম্যহীন দেশ৷ কিন্তু রাজনীতির কারণে দেশ বৈষম্যময় দেশ হিসাবে পরিণত হয়েছে৷ এজন্য আমাদের জয় বাংলা, জয় বঙ্গবন্ধু বয়কট করা উচিত৷