Md. Arefin Farhad

Md. Arefin Farhad Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from Md. Arefin Farhad, Broadcasting & media production company, Polton, Dhaka.

22/09/2024

আমরা কখনো পাহাড়ের স্বাধীনতা চাই না!
লউড এন্ড ক্লিয়ার

এরাই অঘোষিত মুক্তিযোদ্ধা!
16/09/2024

এরাই অঘোষিত মুক্তিযোদ্ধা!

10/09/2024

শিল্পকলার জালিমকে হটাও!

11/08/2024

ছাত্রলীগের মতো সমন্বয়ক বা সহ-সমন্বয়ক পরিচয়ে কেউ সুযোগ-সুবিধা দাবি করে প্রভাব খাটানোর চেষ্টা করলে তাকে গনধোলাই দিবেন।

11/08/2024

উৎ পেতে থাকা সকল ষড়যন্ত্র রুখে দেবো ছাত্রসমাজ। আগে সংস্কার পরে নির্বাচন।

05/08/2024

আমাদের সংখ্যালঘু বন্ধুরা,

আপনি হিন্দু বলে আপনার সাথে কোনো মুসলিম বন্ধু স্কুল বা কলেজে ক্লাস করতে চায়নি—এমন কখনো হয়েছে?

আপনি হিন্দু, তাই কেউ কখনো আপনাকে ক্রিকেট বা ফুটবল খেলায় নেয়নি—এরকম কখনো ঘটেছে?

আপনি হিন্দু তাই কোনো মুসলিম কলিগ আপনার সাথে একই অফিসে বসে কাজ করতে চায়নি—এমন নজির পেয়েছেন কখনো?

একটা সুন্দর সম্প্রীতিতে পার হয় আমাদের শৈশব আর কৈশোর। আপনাদের সেই বন্ধুগুলো, সেই কলিগেরা, সেই প্রতিবেশিরা এরকম একটা সময়ে এসে আপনাদের ঘরবাড়ি ভেঙে দিবে, আপনাদের ওপর হামলা করবে, আপনাদের উপসনালয় ভাঙচুর করবে—বুকে হাত দিয়ে বলুন তো তা বিশ্বাসযোগ্য বলে মনে হয়?

স্বৈরাচারী সরকার আপনাদেরকে দাবার গুটি হিশেবে ব্যবহার করে এসেছে বারংবার। আপনাদের ওপর পরিকল্পিত হামলা করে, ভাঙচুর করে তা থেকে রাজনৈতিক ফায়দা লুটেছে।

যুগের এই সন্ধিক্ষণে এসেও তাদের সেই কূটচাল থেমে নেই৷ তারা বেপরোয়া হয়ে আপনাদের ঘরবাড়ি, ব্যবসাপ্রতিষ্ঠান আর উপসনালয়ে হামলা করছে যাতে বহির্বিশ্ব সহ পার্শ্ববর্তী দেশের মানুষের কাছে আমাদের এই স্বাধীনতাকে প্রশ্নবিদ্ধ করতে পারে।

আসুন, আমরা হাতে হাত মিলিয়ে, কাঁধে কাঁধ মিলিয়ে এই চক্রান্ত রুখে দিই।

05/08/2024

সংখ্যালঘুদের ধর্মীয় উপাসনালয় সহ প্রতিটি স্থাপনার প্রতি কড়া নজর রাখুন! সজাগ পাহারা দিন।

দাঙ্গা বাধানোর ষড়যন্ত্র নস্যাত করে দিন।

05/08/2024

হায় হায় কারো পোস্ট নাই সবার পোস্ট ডিলেট..অনেকের আইডি খুজেও পাওয়া যাচ্ছে না..

05/08/2024

এ স্বাধীনতা বাংলাদেশের মানুষের ৷

এই মুহূর্ত থেকে দেশ ও দেশের মানুষের সম্পদ রক্ষার দায়িত্ব আমাদের সবার ৷ কারন এসব আমাদের ৷ এসব আমাদের প্রাণের বাংলাদেশের ৷

05/08/2024

কেউ রাষ্ট্রীয় সম্পদের ক্ষতি করবেন না। এখন এই রাষ্ট্র আমাদের।

05/08/2024

অভ্যুত্থানকারী ছাত্র নাগরিকের প্রস্তাবিত অন্তর্বর্তীকালীন জাতীয় সরকারের কাছেই ক্ষমতা হস্তান্তর করতে হবে। এর বাইরে কোন সরকার মেনে নেওয়া হবে না।

ফ্যাসিস্ট, খুনিদের বিচার বাংলার মাটিতে করা হবে, পালানোর সুযোগ দেওয়া হবে না।

সন্ধ্যার মধ্যে নিরপরাধ ব্যক্তি, রাজবন্দী ও গুমকৃত ব্যক্তিদের মুক্ত করা হবে।

শুধু হাসিনা সরকারের পদত্যাগ নয়, ফ্যাসিবাদী ব্যবস্থার বিলোপ করে নতুন বাংলাদেশ ও রাজনৈতিক বন্দোবস্ত বিনির্মাণ করা হবে।

চূড়ান্ত বিজয় ছাড়া কেউ রাজপথ ছাড়বেন না।

বার্তা প্রেরক—

মো. নাহিদ ইসলাম ও
আসিফ মাহমুদ,
সমন্বয়ক, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন

05/08/2024

আজ বাংলার আকাশে নতুন সূর্য উঠেছে। বাংলা আমার স্বাধীন।

Address

Polton
Dhaka
1000

Website

Alerts

Be the first to know and let us send you an email when Md. Arefin Farhad posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share