
27/10/2024
অনেক দিন ধরেই বাংলাদেশে ইন্ডিয়া বয়কট নিয়ে মাতা মাতি চলছে। এমন সময় 'রয়াল এনফিল্ড' বাইক লঞ্চ হয়েছে। শোরুমের বাইরে বিরাট ভিড়, বাংলাদেশের নানা মিডিয়ায় নানা খবর, ফেসবুক পোস্টে ভরে গেছে। ভারতীয় প্রোডাক্ট বয়কট হলেও রয়াল এনফিল্ডের ছাড় রয়েছে, কারণ এটা নাকি "আবেগী বাইক"।
ফেসবুকের এইরকমই এক পোস্টে দেখলাম - "যে বাইক নিয়ে তোরা এত লাফালাফি করছিস, সেটা দিয়ে আমাদের দেশের গোয়ালারা বাড়িতে বাড়িতে দুধ বিলি করে"।
কিনতে চাইছিলাম, একখন আর কিনব না