Sabah Publication - সাবাহ পাবলিকেশন

Sabah Publication - সাবাহ পাবলিকেশন বাংলা সৃজনশীল ইসলামি প্রকাশনায় আস্থা ও নতুনত্বের প্রতীক।
(1)

20/10/2025

এটা ছিল সাবাহ পাবলিকেশনের নান্দনিক স্টল!
দৃষ্টিনন্দন স্টলে সাবাহ পুরস্কৃত হয়েছে।
#বইমেলা_২০২৫
#সিরাত_ইবনে_হিশাম

বইমেলা ২০২৫ আমাদের আয়োজনের খণ্ড চিত্র।প্রিয় পাঠক, জ্ঞানী-গুণী ও বিজ্ঞদের দোয়ায় সাবাহ আরও এগিয়ে যাবে ইনশাআল্লাহ।
18/10/2025

বইমেলা ২০২৫
আমাদের আয়োজনের খণ্ড চিত্র।
প্রিয় পাঠক, জ্ঞানী-গুণী ও বিজ্ঞদের দোয়ায় সাবাহ আরও এগিয়ে যাবে ইনশাআল্লাহ।

18/10/2025
আলহামদুলিল্লাহ! বইমেলা ২০২৫, নান্দনিক স্টলে পুরস্কৃত হয়েছে সাবাহ পাবলিকেশন। এ মুহূর্তে আমরা কৃতজ্ঞতা প্রকাশ করছি সাবাহ প...
17/10/2025

আলহামদুলিল্লাহ! বইমেলা ২০২৫, নান্দনিক স্টলে পুরস্কৃত হয়েছে সাবাহ পাবলিকেশন।

এ মুহূর্তে আমরা কৃতজ্ঞতা প্রকাশ করছি সাবাহ পাবলিকেশনসংশ্লিষ্ট টিমকে, যারা অক্লান্ত পরিশ্রম করে পাবলিকেশনকে সামনে এগিয়ে নিয়ে যাচ্ছে।

আরও ধন্যবাদ জানাচ্ছি মেলা-কমিটিকে, যারা আমাদের নির্বাচিত করে আমাদের পরিশ্রমকে মূল্যায়ন করেছেন।

পাঠক ও বইপ্রেমীদেরও বিশেষ ধন্যবাদ জানাচ্ছি, যারা আমাদের বই ও স্টল নিয়ে প্রচারণায় অংশ নিয়েছেন।

#বইমেলা_নান্দনিক_স্টল
#বইমেলা_২০২৫
#সাবাহ_পাবলিকেশন
#সেরা_প্রকাশনী

স্টলে আছেন 'কলরবের পরিচালক মুফতি Sayed Ahmad  বায়তুল মুকাররম আজ মুখরিত।
17/10/2025

স্টলে আছেন 'কলরবের পরিচালক মুফতি Sayed Ahmad
বায়তুল মুকাররম আজ মুখরিত।

16/10/2025

"আপনার মোটরসাইকেলের কাগজপত্র কী ঠিক আছে?"
"জি।"
" ড্রাইভিং লাইসেন্সে?" ...........
এই ভাবেই গভীর রাতের হত্যাকাণ্ড।
কিংবা কখনো অপারেশন ক্লিনহার্ট, অপারেশন স্পাইডার ওয়েভ অভিযান নামে বাংলাদেশে বিচার বহির্ভূত হত্যাকাণ্ড জানতে - পড়ুন "ক্রসফায়ারের নীলনকশা"।

#অগোচরেঅপরাধ
#ক্রসফায়ারেরনীলনকশা

11/10/2025

ধন্যবাদ Bangla Edition
বইটি ছড়িয়ে পড়ুক কোটি মানুষের হাতে হাতে। জেগে উঠুক নতুন সভ্যতা গড়ার স্বপ্নবানেরা।
বইটি নিয়ে কথা বলার জন্য বিশেষ কৃতজ্ঞতা জানাচ্ছি প্রিয় ভাই Mir Farhad এবং বইয়ের লেখক শ্রদ্ধেয় Raheel A Rahman-কে।

মোড়ক উন্মোচন:ক্রসফায়ারের নীলনকশাআজকের বিকেল ও সন্ধ্যা ছিল খুবই প্রাণবন্ত। যারা প্রোগ্রামে উপস্থিত ছিলেন, সবার প্রতি অনেক...
10/10/2025

মোড়ক উন্মোচন:
ক্রসফায়ারের নীলনকশা

আজকের বিকেল ও সন্ধ্যা ছিল খুবই প্রাণবন্ত। যারা প্রোগ্রামে উপস্থিত ছিলেন, সবার প্রতি অনেক অনেক কৃতজ্ঞতা।

আজ আমাদের প্রোগ্রামে উপস্থিত থাকবেন—১. লেখক ও  সাংবাদিক আবু সুফিয়ান২. লেখক, গীতিকার, জনপ্রিয় উপন্যাস লেখক, কাজী নজরুল ইস...
10/10/2025

আজ আমাদের প্রোগ্রামে উপস্থিত থাকবেন—

১. লেখক ও সাংবাদিক আবু সুফিয়ান
২. লেখক, গীতিকার, জনপ্রিয় উপন্যাস লেখক, কাজী নজরুল ইসলাম ইনস্টিটিউটের পরিচালক লতিফুল ইসলাম শিবলী
৩. লেখক, গবেষক ও রাজনৈতিক বিশ্লেষক এ্যাডভোকেট শেখ ওমর
৪. জনপ্রিয় লেখক ও অনলাইন এক্টিভিস্ট রাহিল আবদুর রহমান
৫. কলরবের পরিচালক জনপ্রিয় শিল্পী, গীতিকার ও বক্তা মুফতি সাঈদ আহমাদ
৬. লেখক ও সৃজনশীল প্রকাশনা প্রতিষ্ঠান মুহাম্মদ পাবলিকেশনের স্বত্বাধিকারী মুহাম্মদ আবদুল্লাহ খান
৭. লেখক, অনুবাদক ও সম্পাদক মুফতি নাজমুল ইসলাম কাসেমী
৮. লেখক, সাংবাদিক ও পরিভ্রাজক নিজামুল হুদা
৯. জনপ্রিয় লেখক ও অনলাইন এক্টিভিস্ট ওমর আলী আশরাফ
১০. লেখক, অনুবাদক ও বহু গ্রন্থের সম্পাদক সালমান মোহাম্মদ

আরও উপস্থিত থাকবেন দেশের খ্যাতিমান লেখক, অনুবাদক সম্পাদক, গবেষক, সৃজনশীল প্রকাশক ও বিশিষ্ট ব্যক্তিবৃন্দ।

যারা অটোগ্রাফসহ বই সংগ্রহ করতে চান, তারা আজ চলে আসুন বায়তুল মুকাররমের পূর্ব গেইট- স্টল নং ৮৮
বই: ক্রসফায়ারের নীলনকশা
লেখক: আবু সুফিয়ান
“ক্রসফায়ারের নীলনকশা” - বইতে তুলে ধরা হয়েছে বাংলাদেশের বিচারবহির্ভূত হত্যার ভয়াল ইতিহাস। সরকারি নথি, প্রত্যক্ষ সাক্ষ্য আর শোকাহত পরিবারের কণ্ঠ মিলিয়ে উন্মোচন করা হয়েছে অন্ধকার গোপনচিত্র, যেখানে রাষ্ট্র নিজেই হয়ে ওঠে মৃত্যুর কারিগর।

এ বই শুধু তথ্য নয়, ভুক্তভোগীর আর্তনাদ, শোক ও প্রতিরোধের দলিল।
প্রি-অর্ডার মূল্যে সংগ্রহ করতে পারবেন আজ এবং আগামীকাল
বিশেষ ছাড় মূল্য ১৮০/= টাকা মাত্র

যারা অটোগ্রাফসহ বই সংগ্রহ করতে চান, তারা আজ চলে আসুন বায়তুল মুকাররমের পূর্ব গেইট- স্টল নং ৮৮বই: ক্রসফায়ারের নীলনকশালেখক:...
10/10/2025

যারা অটোগ্রাফসহ বই সংগ্রহ করতে চান, তারা আজ চলে আসুন বায়তুল মুকাররমের পূর্ব গেইট- স্টল নং ৮৮
বই: ক্রসফায়ারের নীলনকশা
লেখক: আবু সুফিয়ান
“ক্রসফায়ারের নীলনকশা” - বইতে তুলে ধরা হয়েছে বাংলাদেশের বিচারবহির্ভূত হত্যার ভয়াল ইতিহাস। সরকারি নথি, প্রত্যক্ষ সাক্ষ্য আর শোকাহত পরিবারের কণ্ঠ মিলিয়ে উন্মোচন করা হয়েছে অন্ধকার গোপনচিত্র, যেখানে রাষ্ট্র নিজেই হয়ে ওঠে মৃত্যুর কারিগর।

এ বই শুধু তথ্য নয়, ভুক্তভোগীর আর্তনাদ, শোক ও প্রতিরোধের দলিল।
প্রি-অর্ডার মূল্যে সংগ্রহ করতে পারবেন আজ এবং আগামীকাল
বিশেষ ছাড় মূল্য ১৮০/= টাকা মাত্র

আজ আমাদের প্রোগ্রামে থাকবেন—

১. লেখক ও সাংবাদিক আবু সুফিয়ান
২. লেখক, গীতিকার, জনপ্রিয় উপন্যাস লেখক, কাজী নজরুল ইসলাম ইনস্টিটিউটের পরিচালক লতিফুল ইসলাম শিবলী
৩. লেখক, গবেষক ও রাজনৈতিক বিশ্লেষক এ্যাডভোকেট শেখ ওমর
৪. জনপ্রিয় লেখক ও অনলাইন এক্টিভিস্ট রাহিল আবদুর রহমান
৫. কলরবের পরিচালক জনপ্রিয় শিল্পী, গীতিকার ও বক্তা মুফতি সাঈদ আহমাদ
৬. লেখক ও সৃজনশীল প্রকাশনা প্রতিষ্ঠান মুহাম্মদ পাবলিকেশনের স্বত্বাধিকারী মুহাম্মদ আবদুল্লাহ খান
৭. লেখক, অনুবাদক ও সম্পাদক মুফতি নাজমুল ইসলাম কাসেমী
৮. লেখক, সাংবাদিক ও পরিভ্রাজক নিজামুল হুদা
৯. জনপ্রিয় লেখক ও অনলাইন এক্টিভিস্ট ওমর আলী আশরাফ
১০. লেখক, অনুবাদক ও বহু গ্রন্থের সম্পাদক সালমান মোহাম্মদ

আরও উপস্থিত থাকবেন দেশের খ্যাতিমান লেখক, অনুবাদক সম্পাদক, গবেষক, সৃজনশীল প্রকাশক ও বিশিষ্ট ব্যক্তিবৃন্দ।

10/10/2025

'ক্রসফায়ারের নীলনকশা' - বইতে তুলে ধরা হয়েছে বাংলাদেশের বিচারবহির্ভূত হত্যার ভয়াল ইতিহাস। সরকারি নথি, প্রত্যক্ষ সাক্ষ্য আর শোকাহত পরিবারের কণ্ঠ মিলিয়ে উন্মোচন করা হয়েছে অন্ধকার গোপনচিত্র, যেখানে রাষ্ট্র নিজেই হয়ে ওঠে মৃত্যুর কারিগর।

এ বই শুধু তথ্য নয়, ভুক্তভোগীর আর্তনাদ, শোক ও প্রতিরোধের দলিল।

মোড়ক উন্মোচন— 'ক্রসফায়ারের নীলনকশা'
লেখক: আবু সুফিয়ান
শুক্রবার বাদ আসর, স্টল নং ৮৮, এর সামনে চলে আসুন।

সবাই আমন্ত্রিত❤️❤️
09/10/2025

সবাই আমন্ত্রিত❤️❤️

Address

কওমি মার্কেট, প্যরিদাস রোড , বাংলা বাজার
Dhaka
1000

Website

Alerts

Be the first to know and let us send you an email when Sabah Publication - সাবাহ পাবলিকেশন posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Sabah Publication - সাবাহ পাবলিকেশন:

Share

Category