Sabah Publication - সাবাহ পাবলিকেশন

Sabah Publication - সাবাহ পাবলিকেশন বাংলা সৃজনশীল ইসলামি প্রকাশনায় আস্থা ও নতুনত্বের প্রতীক।
(1)

গতকাল উসতায Atawl Karim Maksud  হাফিজাহুল্লাহর হাতে 'কালিমা তাইয়িবা' বইটি দিতেই তিনি একটানা এক নিমিষেই পড়ে শেষ করে ফেললে...
03/08/2025

গতকাল উসতায Atawl Karim Maksud হাফিজাহুল্লাহর হাতে 'কালিমা তাইয়িবা' বইটি দিতেই তিনি একটানা এক নিমিষেই পড়ে শেষ করে ফেললেন। পড়া শেষ করে তিনি বললেন, 'মাশাআল্লাহ! অনেক সুন্দর বই। কালিমা তাইয়িবাকে বুঝতে খুবই চমৎকার!'
যারা দাওয়াতি কাজ করেন, তারা বইটি আপনার ভাইকে হাদিয়া দিতে পারেন। মাত্র ৩০ টাকায় দারুণ একটি বই। চিন্তার পরিবর্তনে এবং ইসলামকে সামগ্রিক দ্বীন হিসেবে উপলব্ধি করতে বইটি সত্যিই অসাধারণ।

একসাথে ১০ পিস নিলে ডেলিভারি চার্জ ফ্রি হবে।

গত সিরাত বইমেলায় বই দুটি প্রকাশিত হয়েছিল। ছবিটি বই দুটোর মোড়ক উন্মোচনের। আলহামদুলিল্লাহ, বই-দুটিকে পাঠক আস্থার সঙ্গে গ্র...
03/08/2025

গত সিরাত বইমেলায় বই দুটি প্রকাশিত হয়েছিল। ছবিটি বই দুটোর মোড়ক উন্মোচনের। আলহামদুলিল্লাহ, বই-দুটিকে পাঠক আস্থার সঙ্গে গ্রহণ করে নিয়েছেন।
১. গণতন্ত্র গণরায় ও ইসলাম
২. সাঈদ আহমাদের যত গজল
ছবিতে আছেন— (ডান থেকে)
গণতন্ত্র গণরায় ও ইসলাম বইয়ের লেখক শায়খুল হাদিস হাফেজ মাওলানা মামূনুর রশীদ হাফিজাহুল্লাহ, বায়তুল মুকাররমের ইমাম মুফতি মহিউদ্দিন কাসেম হাফিজাহুল্লাহ, কলরবের পরিচালক ও খ্যাতিমান ওয়ায়েজ মুফতি সাঈদ আহমাদ হাফিজাহুল্লাহ, খ্যাতিমান ইসলামি সঙ্গীতশিল্পী বদরুজ্জামান সাহেব এবং লেখক, অনুবাদক, প্রকাশক ও আন্তর্জাতিক ব্যক্তিত্ব শায়খ আবদুল হালিম নোমানি আল-আযহারি হাফিজাহুল্লাহ।

ইসলামি প্রকাশনায় এবার হয়তো ব্যতিক্রমি দারুণ একটা ব্যাপার ঘটতে যাচ্ছে!  এ দুই প্রকাশনীর একই বইয়ের অনুবাদ নিয়ে আলোচনা-সমাল...
31/07/2025

ইসলামি প্রকাশনায় এবার হয়তো ব্যতিক্রমি দারুণ একটা ব্যাপার ঘটতে যাচ্ছে! এ দুই প্রকাশনীর একই বইয়ের অনুবাদ নিয়ে আলোচনা-সমালোচনা এবং তুলনার ঝড় উঠতে পারে। বাকিটুকুর জন্য সিরাত মেলা পর্যন্ত অপেক্ষা করতে হবে।

আলহামদুলিল্লাহ! আমাদের কাউন্টারে চলে এসেছে  Sabah Publication - সাবাহ পাবলিকেশন  এর নতুন বই "কালিমা তাইয়িবা"। যারা অপেক্...
31/07/2025

আলহামদুলিল্লাহ! আমাদের কাউন্টারে চলে এসেছে Sabah Publication - সাবাহ পাবলিকেশন এর নতুন বই "কালিমা তাইয়িবা"। যারা অপেক্ষায় ছিলেন তারা আজ থেকে সংগ্রহ করতে পারবেন আমাদের কাউন্টার থেকে এবং বিভিন্ন অনলাইন বুকশপ থেকে।

আমেরিকারে লাল কার্ড দেখালেই কি হলো? বরং আপনাকে বুদ্ধিবৃত্তিক ও রাজনৈতিকভাবে লাল-কার্ড দেখানোর প্রস্তুতি নিতে হবে। আর এর ...
30/07/2025

আমেরিকারে লাল কার্ড দেখালেই কি হলো? বরং আপনাকে বুদ্ধিবৃত্তিক ও রাজনৈতিকভাবে লাল-কার্ড দেখানোর প্রস্তুতি নিতে হবে। আর এর জন্য আপনাকে সাবাহ পাবলিকেশনের বই পড়তে হবে। কারণ সাবাহ পাবলিকেশন ইসলামের বুদ্ধিবৃত্তিক ও রাজনৈতিক চিন্তা বিনির্মানে কাজ করে যাচ্ছে।

এমন কিছু বই আছে, যা আপনার আদর্শিক চিন্তাকে শাণিত করবে, শত্রুর কূটচাল ধরতে সাহায্য করবে। পশ্চিমা আগ্রাসনের সূক্ষ্মাতিসূক্...
29/07/2025

এমন কিছু বই আছে, যা আপনার আদর্শিক চিন্তাকে শাণিত করবে, শত্রুর কূটচাল ধরতে সাহায্য করবে। পশ্চিমা আগ্রাসনের সূক্ষ্মাতিসূক্ষ্ম নানা বিষয় হাজির করা হয়েছে এ বইয়ে।

কোন শাসন উত্তম? কখনো গণতন্ত্র,  কখনো আমিরিয়্যাত, বিষয়টা কি এমন? মুফতি তারেক মাসউদের বক্তব্যের সঠিক-বেঠিক বুঝতে পড়ুন এ বই...
27/07/2025

কোন শাসন উত্তম? কখনো গণতন্ত্র, কখনো আমিরিয়্যাত, বিষয়টা কি এমন? মুফতি তারেক মাসউদের বক্তব্যের সঠিক-বেঠিক বুঝতে পড়ুন এ বই।

আমরা আছি 'ইনস্টিটিউশন অব ডিপ্লোমা ইন্জিনিয়ার্সে।
26/07/2025

আমরা আছি 'ইনস্টিটিউশন অব ডিপ্লোমা ইন্জিনিয়ার্সে।



পুস্তিকাটি কেন লেখা হলো?ইসলামের প্রাথমিক যুগে আরবের লোকেরা কালিমার মর্মার্থ বুঝে-শুনেই মুসলমান হয়েছিলেন। ইসলামের আবির্ভা...
25/07/2025

পুস্তিকাটি কেন লেখা হলো?
ইসলামের প্রাথমিক যুগে আরবের লোকেরা কালিমার মর্মার্থ বুঝে-শুনেই মুসলমান হয়েছিলেন। ইসলামের আবির্ভাবের পূর্বে তারা কাকে কীভাবে ইলাহ মানত, সে বিষয়টিও তাদের কাছে পরিষ্কার ছিল। ফলে তারা যখন মুসলমান হয়েছেন, তখন তারা তাদের প্রচলিত ইলাহগুলোকে ত্যাগ করা ও অস্বীকার করার জন্য প্রাণপণ চেষ্টা করেছেন। সাহাবিরা যে মুহূর্তে কালিমার ঘোষণা দিয়ে মুসলমান হয়েছেন, সে মুহূর্তে তাদের জীবনের আমূল পরিবর্তন হয়েছিল। আজকের মুসলমানেরা কালিমা উচ্চারণ করে, কিন্তু তাদের জীবনের কর্মকাণ্ডের মধ্যে কোনো পরিবর্তন হয় না।
আমরা জন্মসূত্রে মুসলমান হয়েছি, কালিমার তাৎপর্য উপলব্ধি করার প্রয়োজন হয়নি। কিন্তু শিক্ষিত মুসলমানরা কালিমা পড়বে অথচ কালিমার তাৎপর্য অনুধাবনে সচেষ্ট হবে না, এটা কী করে হতে পারে?
মুসলমান হওয়ার জন্য কালিমা তাইয়িবা একটি শপথ বাক্য। এ শপথ ছাড়া কোনো ব্যক্তি মুসলমান হতে পারে না। একজন বিচারপতি কিংবা একজন পার্লামেন্ট-সদস্যকে যেভাবে তার পদের জন্য শপথ উচ্চারণ করতে হয় এবং ঐ শপথ ভঙ্গ করলে সে নৈতিকভাবে ঐ পদের যোগ্যতা হারান, তেমনি কালিমার শপথ ভঙ্গ করলে মুসলমানিত্বের সীমানা থেকে বের হয়ে যায়। এ বিষয়টি মাথায় রেখে আমরা কালিমা বুঝার চেষ্টা করব।
সমাজের মানুষজন মুসলমান পরিচয় দিয়েও কীভাবে কালিমা অস্বীকার করছে এবং আল্লাহকে বাদ দিয়ে অন্যকে ইলাহ মেনে চলছে তা তুলে ধরাই এ পুস্তিকার উদ্দেশ্য।
আজ আমরা একদিকে বলছি ‘আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই’, অন্যদিকে আমাদের কাজেকর্মে অনেককেই ইলাহ হিসেবে গ্রহণ করছি। এ সমাজের এক শ্রেণির মানুষ, এমনকি সমাজের দৃষ্টিতে অনেক পাকা ঈমানদারেরাও(!) কীভাবে কালিমা অমান্য করে চলছে, তা এ আলোচনায় স্পষ্ট হবে বলে আশা করি।
আমি এ পুস্তকে একাডেমিক বা কোনো তাত্ত্বিক বিষয়ের অবতারণা করব না, বরং সংক্ষেপে কালিমার বাস্তবভিত্তিক আলোচনা ও ব্যাখ্যা তুলে ধরার চেষ্টা করব ইনশাআল্লাহ।
বই: কালিমা তাইয়িবা একটি জীবন-আদর্শের দাওয়াত
লেখক: মো. আজিজুর রহমান খান
মুদ্রিত মূল্য: ৫০ টাকা
৩২ পৃ. পেপারব্যাক।

বইটি এভেইলেবল হবে আগামী বুধবার থেকে ইনশাআল্লাহ।

হে পরিবর্তনে বিশ্বাসী বিপ্লবীরা! পৃথিবীর ইতিহাস যিনি বদলে দিয়েছেন। যাঁর আদর্শে আলোকিত হয়েছিল জাহিলি সমাজ! সেই মহান ও মহৎ...
24/07/2025

হে পরিবর্তনে বিশ্বাসী বিপ্লবীরা! পৃথিবীর ইতিহাস যিনি বদলে দিয়েছেন। যাঁর আদর্শে আলোকিত হয়েছিল জাহিলি সমাজ! সেই মহান ও মহৎ চরিত্র কি আপনি জেনেছেন? যদি আপনি নতুন পৃথিবী গড়ার বিপ্লবের পথ না পান, তবে নবি মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জানুন। তিনিই তো অন্ধকার থেকে আলোতে নিয়ে আসার রাহবার!

এ সেই বই, যা ছাড়া সিরাতকে জানা থাকবে অসম্পূর্ণ।

ইসলামি জীবনব্যবস্থার ভিত্তি হলো কালিমা তাইয়িবা। আমরা অনেকেই জন্মসূত্রে মুসলিম। তবে সঠিক মুসলিম হতে হলে ইসলামের কালিমা বু...
23/07/2025

ইসলামি জীবনব্যবস্থার ভিত্তি হলো কালিমা তাইয়িবা। আমরা অনেকেই জন্মসূত্রে মুসলিম। তবে সঠিক মুসলিম হতে হলে ইসলামের কালিমা বুঝেশুনে গ্রহণ করা জরুরি। কালিমাকে বোঝার জন্য এ বই অনন্য অদ্বিতীয়।
লেখক: মো. আজিজুর রহমান খান।
বহু গ্রন্থের রচয়িতা, গবেষক ও ইসলামি চিন্তাবিদ।

ইনশাআল্লাহ আগামী সপ্তাহে আপনারা বইটি পেয়ে যাবেন। মুদ্রিত মূল্য ৫০ টাকা। পেপারব্যাক ৩২ পেইজের বই।

22/07/2025

Address

কওমি মার্কেট, প্যরিদাস রোড , বাংলা বাজার
Dhaka
1000

Website

Alerts

Be the first to know and let us send you an email when Sabah Publication - সাবাহ পাবলিকেশন posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Sabah Publication - সাবাহ পাবলিকেশন:

Share

Category