নাগরিক প্রকাশন

নাগরিক প্রকাশন সত্য আর সুন্দরের প্রকাশই আমাদের লক্ষ?

বেকার জীবন থেকে কর্মজীবনে পৌঁছাতেই  পরিবারের কাছে হঠাৎ গুরুত্ব বেড়ে যাওয়া, সমাজের কাছে নিজের একটা অবস্থান তৈরি হওয়া, ...
16/06/2025

বেকার জীবন থেকে কর্মজীবনে পৌঁছাতেই
পরিবারের কাছে হঠাৎ গুরুত্ব বেড়ে যাওয়া, সমাজের কাছে নিজের একটা অবস্থান তৈরি হওয়া, এক অদ্ভুত বাস্তব অনুভূতি। এই বাস্তব অনুভূতি উপস্থাপন করা হয়েছে বইটিতে।

এছাড়া নিজের দেশ ছেড়ে ভাগ্য বদলাতে সুদূর ইউরোপে পাড়ি জমানো এবং দেশ ছেড়ে বিদেশ যাত্রার যত সংগ্রাম বাধা-বিপত্তি অতিক্রম করা তা বেশ কঠিন । বাংলাদেশি তরুণদের এই সংগ্রাম অকৃত্রিমভাবে বর্ণনা করেছেন প্রবাসী লেখক, উপস্থাপক বুলবুল তালুকদার।

প্রবাসে গিয়েই হয়তো ভাগ্য উন্নয়ন করে ফেলবে এমন স্বপ্নই আমরা দেখি । কিন্তু সুদূর প্রবাস জীবনযাত্রা এত সহজ নয় । পথে পদে পদে বাধা অতিক্রম করতে পারলে প্রবাস জীবন শুরু হয় তা না হলে সেখানেই শেষ হয়ে যায় ভাগ্য উন্নয়নের স্বপ্ন । যদিও পৌঁছাতে পারে স্বাভাবিকভাবে জীবন শুরু করতে পারে না। তাকে নানাভাবে প্রতিকূলতা ডিঙিয়ে, নানা পরীক্ষায় উত্তীর্ণ হয়ে প্রবাসী হয়ে উঠতে হয়। সেখানে অর্ধভূক্ত, অভূক্ত, নিদ্রাহীন থেকেও সময় পার করতে হয়। আবার অর্থ-সঙ্কট আর অপমান মেনে, লুকিয়ে, ভীতি নিয়ে কতভাবেই না জীবন কাটাতে হয়।
তারই মধ্য দিয়ে খুঁজে নিতে হয় নিজ লক্ষ্যের পথটাকে ।

বইটি ২টি খণ্ডে প্রকাশিত হয়েছে।
২৫% ছাড়ে বইটির মূল্য মাত্র ১২০ টাকা প্রথম খন্ড
১০০ টাকা দ্বিতীয় খন্ড।

25/05/2025

অচেনা জোছনায় একা কাব্যগ্রন্থটি
যৌথ উদ্যোগে রচিত হয়েছে।

মোঃ সাফায়েত ইসলাম বাঁধন
জিহাদ আল মেহেদী
দুজন কবির সুন্দর প্রকাশ "অচেনা জোছনায় একা।"
মূল্য ২০০ টাকা।

10/05/2025

প্রেম, রাষ্ট্র, বিপ্লব নিয়ে লেখা নতুন কবিতার বই
"আত্মপতন" ।
এখানে নতুন কবি কতখানি কবি হয়ে উঠেছে তার বাহবা সে চায়নি । তবে ফ্যাসিবাদবিরোধী কবিতা লিখে শত তরুণের কাছে পৌঁছে দিতে পেরেছে এটাই তরুণ কবি MD Mofassel Tahari Rofi-র চাওয়া এবং পাওয়া।

বই পড়তে ভুলে গেছি আমরা । আগে যাও পড়া হতো এখন তো আর ছাত্ররা বই ই পড়ে না। একটা বই কত সুন্দর ভাবে মানুষের মনের সঙ্গী হয়...
01/05/2025

বই পড়তে ভুলে গেছি আমরা । আগে যাও পড়া হতো এখন তো আর ছাত্ররা বই ই পড়ে না। একটা বই কত সুন্দর ভাবে মানুষের মনের সঙ্গী হয়ে উঠতে পারে সে অনুভূতি থেকে আমরা অনেক দূরে। এ অনুভূতি প্রশান্তির, স্নিগ্ধতার! এর নাগাল আমরা পেলাম কোথায়?

📚বিজ্ঞানমনা শিক্ষার্থীদের জন্য   🌍 °°°°°°°  ফ্রিনাগরিক প্রকাশন এর সেরা বই 👤এসো রোবট বানাই 👤কিনলেই ডেলিভারি চার্জ ফ্রি। ন...
24/04/2025

📚বিজ্ঞানমনা শিক্ষার্থীদের জন্য 🌍 °°°°°°° ফ্রি
নাগরিক প্রকাশন এর সেরা বই 👤এসো রোবট বানাই 👤কিনলেই ডেলিভারি চার্জ ফ্রি।

নিজ হাতে রোবট বানাতে, বিজ্ঞান মেলায় সেরা হতে, ইলেকট্রনিকস, কম্পিউটার সায়েন্স, রোবটিক্স এর হাতেখড়ি, ডিভাইস বর্ণনা, প্রোগ্রামিং ল্যাংগুয়েজ, পর্যাপ্ত রঙিন ছবি, উন্নত কাগজ। 'এসো রোবট বানাই' বইয়ের মূল্য ৩০০ টাকা।

নাগরিক প্রকাশন, ৩৩ তোপখানা রোড, ঢাকা, যোগাযোগ 01612424241

বিপ্রতীপ:উত্তরবঙ্গের প্রত্যন্ত গ্রাম থেকে ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়তে আসা শফিকের ঢাকায় আত্মীয় বাড়ি আশ্রয় গ্রহণ। সেখান থেকে ...
17/04/2025

বিপ্রতীপ:
উত্তরবঙ্গের প্রত্যন্ত গ্রাম থেকে ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়তে আসা শফিকের ঢাকায় আত্মীয় বাড়ি আশ্রয় গ্রহণ। সেখান থেকে বিতারিত। এরপর হলজীবন, ভবিষ্যত অনিশ্চয়তা, জীবনপথে হারিয়ে যাওয়া- সব মিলে আবহমান বাস্তবতার চিত্রায়ন করেছেন কথাশিল্পী, সুবক্তা, পরিচ্ছন্ন রাজনীতিবিদ মাহমুদুর রহমান মান্না।

আধুনিক বাঁধাই, ঝকঝকে মুদ্রণসহ উপন্যাসটির বইমেলায় মূল্য মাত্র ৩০০ টাকা। এখনও বইমেলার মূল্যেই পাচ্ছেন।
ডাকে পেতে বার্তা দিন।

লেখক পাঠকদের প্রতি নতুন বছরের শুভেচ্ছা ও অভিনন্দন রইল।
14/04/2025

লেখক পাঠকদের প্রতি নতুন বছরের শুভেচ্ছা ও অভিনন্দন রইল।

10/04/2025
🌙ঈদ মোবারক নাগরিক প্রকাশনীর লেখক-পাঠক ও শুভাকাঙ্ক্ষীদের ঈদ শুভেচ্ছা। 🌙ঈদের তৃতীয় দিন।
02/04/2025

🌙ঈদ মোবারক
নাগরিক প্রকাশনীর লেখক-পাঠক ও শুভাকাঙ্ক্ষীদের ঈদ শুভেচ্ছা।
🌙ঈদের তৃতীয় দিন।

28/03/2025

একদিন হঠাৎ রাতে বাড়ি ফিরলো না অর্ক। ভীষণ উদ্বিগ্ন হয়ে পড়েন বাবা, মা, আর ছোটো বোন। এরকম তো কোনোদিন হয়নি। ইউনিভার্সিটির শেষ বর্ষে পড়ে অর্ক। না বলে কোনোদিন রাতে বাইরে থাকেনি। ওর হাতে থাকা মুঠোফোনটিও বন্ধ যেমনটি হয়নি কখনও। ফাতেমা বারবার বলছিলেন, 'একটা কিছু হয়েছে আমার ছেলের। না হলে একটা ফোন কি করতে পারতো না!'
ছোটো বোন নার্গিস ফোন করে বান্ধবী সালেহাকে, ও তার ভাইয়ের প্রেমিকাও। ওরা অর্কর বন্ধুদের ওখানে খোঁজ নিয়েছিলো, কিন্তু কোথাও থেকে অর্কের খবর পাওয়া যায়নি।
ভয়াবহ খবরটা পরদিন শুনতে পেলেন অর্কের পিতা জসিম। বিনিদ্র রজনী যাপনের পর ভোরে উঠে এদিকসেদিক হাঁটতে থাকেন তিনি। মোড়ের টঙের মতো চায়ের দোকানে শুনতে পেলেন, মানুষগুলো বলছে, গতকাল এখান থেকে একটি যুবক ছেলেকে জোর করে গাড়িতে উঠিয়ে নিয়ে গেছে, ওরা হয়তো কোনো বাহিনীর লোক।
মেয়েকে নিয়ে সকালে থানায় গেলেন জসিম। থানা পাত্তাই দিলো না তাদের। কোনো মামলাও নিলো না। সেই থেকে বোন নার্গিস ওর বান্ধবী সালেহাকে নিয়ে আইনশৃঙ্খলার দরজায় কড়া নাড়তে লাগলো। কিন্তু কোনো দরজাই তাদের জন্য খুললো না। পত্র-পত্রিকায় খবর ছাপা হল, বিশ্ববিদ্যালয়ের ছাত্র অর্ক গুম হয়েছে।
গুম শব্দটি এখন সারা বিশ্বে, বিশেষ করে বাংলাদেশে এক আতঙ্কের নাম। সবচেয়ে বড় কষ্ট, গুম হওয়া ব্যক্তিটির স্বজনরা জানতে পারেন না যে তার কী ঘটেছে। এক বিবাহিতা যুবতী প্রেসক্লাবে দাঁড়িয়ে কেঁদে কেঁদে বলছিলেন (যার স্বামী কয়েক বছর ধরে নিখোঁজ), 'মানুষটার জন্য আমি আল্লাহর কাছে দোয়া চাইতে পারি না। হতে তো পারে সে এখনও বেঁচে আছে। জীবিত মানুষের জন্য আল্লাহর কাছে এভাবে দোয়া চাওয়া যায় না। আবার যখন আমার পাঁচ বছরের মেয়ে জিজ্ঞেস করে, মা আব্বু কোথায়, আসে না কেন, তখন বলতে পারি না, আব্বু আছে; আসবে। আমি জানি না, আমি কি বিধবা, না-কি সধবা।'
হারিয়ে যাওয়া মানুষের স্বজনদের সংগঠন মায়ের ডাকের আয়োজনে আমি প্রত্যেক বছর যাই। এই সভায় ছয় বছরে শিশু থেকে ৬০ বছরের বৃদ্ধা হৃদয় চিরে আর্তনাদ করে। বৃদ্ধা মা বুক চাপড়ে উচ্চকণ্ঠে বিলাপ করেন। সবাই মিনতি জানায় সরকারের প্রতি, সরকার প্রধানের প্রতি, 'আমাদের পিতা, স্বামী সন্তানদের খুঁজে দাও, ওরা কোথায় আছে, ওদের আমাদের কাছে ফিরিয়ে দাও।' তাদের সেই কান্না প্রেসক্লাবের বাতাসে অথবা গণজাগরণ মঞ্চের চত্বরে মিলিয়ে যায়। এক দশক, এক যুগ পেরিয়ে যায়। পরিবারগুলো দুমড়ে মুচড়ে ধ্বংস হয়ে যায়। তারা তাদের স্বজনদের খবর পায় না।
এইসব হৃদয় চেরা দুঃখ জাগানিয়া ঘটনা নিয়ে রচিত হয়েছে গুম নামের উপন্যাস। এখানে একটি পরিবারের কথা বলা হয়েছে যে পরিবারের সন্তানটি হঠাৎ একদিন আর বাড়ি আসেনি।
দুই নারীর কথা বলা হয়েছে, সেই রকম দুই নারী যারা শামসুর রহমানের কবিতার মতো সুন্দর। ইচ্ছার নদীতে নাইতে নাইতে অনায়াসে পৌঁছে যেতে পারতো শান্তির দারুচিনি দ্বীপে। কিন্তু এই নির্মম, হৃদয়হীন সমাজের কারণে চাপাকলির মতো আঙুল সমুদয় ইস্পাতের কাঠিন্যে বজ্রমুষ্টিতে রূপায়িত হলো। কণ্ঠ মিললো শত কন্ঠের সাথে। শামিল হলো রাজপথে।
প্রকৃতপক্ষে এই উপন্যাসের কোন নায়ক বা নায়িকা নেই। এ উপন্যাসের নায়ক হতে পারে অর্ক অথবা ওই দুই মেয়ে অথবা আমি, আপনি যে কেউ যাদের মনে দ্রোহ আছে, বুকে সাহস আছে, চিত্তে আছে কোটি কোটি মানুষের জন্য ভালোবাসা।

বই : গুম
লেখক : মাহমুদুর রহমান মান্না
পাঠকমূল্য : ২০০ ৳

যোগাযোগ ✪ ০১৯১২৬৫৬৭৪১

Address

33 Toopkhana Road, Meherba Plaza, Segunbagica
Dhaka
1000

Telephone

+8801873656731

Website

Alerts

Be the first to know and let us send you an email when নাগরিক প্রকাশন posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to নাগরিক প্রকাশন:

Share

Category