08/08/2023
★মোবাইল দিয়ে কি ফ্রিল্যান্সিং করা সম্ভব?🤔
যদি আপনি কয়েক বছর আগে এই প্রশ্নটি করতেন। তাহলে এর উত্তরে বলতাম, না! মোবাইল দিয়ে ফ্রিল্যান্সিং করা সম্ভব না। কিন্তু আজকের দিনে যদি এই প্রশ্নটি করেন।তাহলে এর উত্তরে বলবো, হ্যাঁ! এখন আপনি চাইলে মোবাইল দিয়েও খুব সহজেই ফ্রিল্যান্সিং করতে পারবেন।
কারন বর্তমানে মোবাইল ফোন গুলোতে অনেক উন্নত টেকনোলজি ব্যবহার করা হয়ে থাকে। যার মাধ্যমে আপনি Freelancing রিলেটেড অনেক কাজ করতে পারবেন।
এখন আপনার মনে প্রশ্ন জাগতে পারে যে, যদি মোবাইল দিয়েই ফ্রিল্যান্সিং করা যায়। তাহলে মানুষ কম্পিউটার বা ল্যাপটপ ব্যবহার করা হয় কেন?
দেখুন, আপনি যদি ফ্রিল্যান্সিং মার্কেটপ্লেস গুলোতে একটু নজর দেন । তাহলে আপনি এমন অনেক ধরনের Online Job দেখতে পারবেন। তার মধ্যে বেশিরভাগ কাজ আপনি কম্পিউটার দিয়ে করতে পারবেন।কিন্তু এমন অনেক Job আছে, যেগুলো মোবাইল দিয়েই করা সম্ভব।
★কারা মোবাইল দিয়ে ফ্রিলান্সিং করতে পারবে?🤔
সব মানুষকে দিয়ে কিন্তু সব ধরনের কাজ করা সম্ভব নয়। ঠিক তেমনি আপনি যদি অনলাইন ইনকাম মোবাইল দিয়ে করতে চান। তাহলে আপনার মধ্যে বেশ কিছু গুনাবলি থাকতে হবে। চলুন এবার সেই গুনাবলি গুলো সম্পর্কে বিস্তারিত জেনে নেয়া যাক।
➡️যেকোনো কাজ শেখার প্রতি আগ্রহ ⤵️
অনলাইন হোক কিংবা অফলাইন, আপনি যেখানেই কোনো কাজ করুন না কেন। আপনাকে অবশ্যই সেই কাজ শেখার প্রতি যথেষ্ট আগ্রহ থাকতে হবে। যদি আপনি কোনো কাজ করতে চান।তাহলে অবশ্যই আপনার কাজ শেখার প্রতি আগ্রহ থাকতে হবে।
আমাদের মধ্যে এমন অনেক মানুষ আছে। যারা মূলত কাজ না শিখে শুধু ইনকাম এর পেছনে দৌড়ায়। এটা কখনই করা উচিত নয়, বরং যখন আপনি কোনো কাজে ভালোভাবে দক্ষতা অর্জন করতে পারবেন।তখন মানুষ আপনাকে নিজে থেকে খুজে নিবে।
➡️কখনও হতাশাগ্রস্থ হওয়া যাবেনা⤵️
দেখুন আমরা যারা নতুন অনলাইনে ইনকাম করতে আসি। তারা অনেকেই মনে করি যে, অনলাইনে কাজ করলে মনে হয় রাতারাতি কোটিপতি হওয়া যায়। আসলে বিষয়টি সঠিক নয়, আর যদি সেটাই হতো।তাহলে পৃথিবীতে কেউ আর গরিব থাকতো না।
সত্যি বলতে অনলাইনে কোটিপতি হওয়া সম্ভব। কিন্তু আপনাকে সঠিক উপায়ে কাজ করে যেতে হবে। হয়তোবা দেখা যাবে আপনি শুরুর দিকে তেমন সফলতা নাও পেতে পারেন।
➡️ধৈর্য রাখতে হবে ⤵️
যেকোন কাজেই সফলতা পেতে হলে ধৈর্যধারণ করা খুবই প্রয়োজন। নতুনদের বলবো, ধৈর্য ধরে ভালোভাবে কাজ শিখে তারপর কাজ শুরু করো। বিভিন্ন দেশের ক্লায়েন্ট বিভিন্ন সময় আসবে, তাদের সময় মেইন্টেন করে বিড করতে হবে। তাদেরকে দ্রুত রিপ্লাই দিয়ে তাদের সময় মতো যোগাযোগ রাখতে হবে। তারা সময়কে খুব গুরুত্ব দেয়। বিড করার সময় হুটহাট বিড না করে ক্লাইন্টের কাজ কি সেটা দেখে-শুনে-বুঝে তারপর বিড করতে হবে। কভার লেটারে ওই কাজের ছোট বিবরণ দিতে পারলে কাজ পাওয়ার সম্ভাবনা খুব বেশি।✅