Learner Bookshop - লার্নার বুকশপ

Learner Bookshop - লার্নার বুকশপ Learner Bookshop – Because Every Reader is a Learner!
বইয়ের মাঝে স্বপ্ন দেখা শুরু হোক...
(1)

দ্য ফরবিডেন টুম... ক্রিস কাজনেস্কি অনুবাদ: আদনান আহমেদ রিজন পৃষ্ঠা: ৪১৬মুদ্রিত মূল্য: ৬০০ টাকাঅর্ডার করতে ইনবক্সে নক করু...
24/11/2025

দ্য ফরবিডেন টুম...
ক্রিস কাজনেস্কি
অনুবাদ: আদনান আহমেদ রিজন
পৃষ্ঠা: ৪১৬
মুদ্রিত মূল্য: ৬০০ টাকা

অর্ডার করতে ইনবক্সে নক করুন অথবা Whatsapp করুন 01717-247566 নাম্বারে।

🎉 প্রি-অর্ডার! প্রি-অর্ডার! প্রি-অর্ডার! 🎉⏰ সময় শেষ হওয়ার আগেই সংগ্রহ করুন!⏹️ লাস্ট ডেট: ৩০ নভেম্বর📚 ভূমিপ্রকাশের চারট...
24/11/2025

🎉 প্রি-অর্ডার! প্রি-অর্ডার! প্রি-অর্ডার! 🎉

⏰ সময় শেষ হওয়ার আগেই সংগ্রহ করুন!
⏹️ লাস্ট ডেট: ৩০ নভেম্বর
📚 ভূমিপ্রকাশের চারটি রোমাঞ্চকর থ্রিলার প্রি-অর্ডার করুন সর্বোচ্চ ছাড়ে!

🔥 ১. হারিয়ে যাওয়ার নিয়ম নেই যেখানে
⏹️ লেখক: আসিফ রুডলফায়
⏹️ ঘরানা: মিস্ট্রি | সাইকোলজিক্যাল থ্রিলার | কসমিক হরর
✅ মূল্য: ৪৫০৳ ➜ ২৮০৳ (৩৭.৫% ছাড়!)

"জীবিত কবর—একবার নয়, তিনবার। মহাকাল গ্রাম থেকে কেউ ফিরে আসে না। তাহলে আমি কীভাবে ফিরলাম?"

💥 কেন পড়বেন?
ভিন্নধর্মী এই সাইকোলজিক্যাল থ্রিলার আপনি একবার শুরু করলে শেষ না করে উঠতে পারবেন না। সেই সাথে লেখকের রহস্য আর হরর আবহ তৈরির সক্ষমতা আপনাকে দেবে দুর্দান্ত একটি রোলার কোস্টার রাইড!

🔥 ২. ইন দ্য মিসো স্যুপ
⏹️ লেখক: রিউ মুরাকামি
⏹️ অনুবাদ: বিমুগ্ধ সরকার রক্তিম
⏹️ ঘরানা: ডার্ক থ্রিলার | সাইকোলজিক্যাল | ফিলোসফিক্যাল
✅ মূল্য: ৪০০৳ ➜ ২৫০৳ (৩৭.৫% ছাড়!)

“সাইলেন্স অফ দ্য ল্যাম্বস-এর পর সবচেয়ে ডার্ক থ্রিলার।” — Kirkus Review

💥কেন পড়বেন?
টোকিওর নি_ষিদ্ধ রাত্রিজগৎ, একজন অসহায় ট্যুরিস্ট গাইড এবং তার ক্লায়েন্ট যে কি-না সম্ভাব্য সিরি_য়াল কি_লার, দুজনের মধ্যকার প্রতিটি মুহূর্ত টানটান উত্তেজনা আর সাইকোলজিক্যাল খেলায় ভরপুর।

🔥 ৩. তরফদার
⏹️ লেখক: মাইনুল হাসান শিমুল
⏹️ ঘরানা: ক্রাইম | ডার্ক থ্রিলার | আন্ডার_ওয়ার্ল্ড | মা_ফিয়া
✅মূল্য: ৪২০৳ ➜ ২৬০৳ (৩৭.৫% ছাড়!)

“কত খু_ন, র_ক্তার_ক্তি, অ_গ্নিকা_ণ্ড? দেশের সব অপ_রাধী পরিবারের মাথা খারাপ হয়ে গেল কেন? B28 থার্মো নি_উক্লিয়ার বো_মা কি সত্যি বিদ্যমান?”

💥কেন পড়বেন?
জলদ_স্যুর ওপর এমন মা_ফিয়া থ্রিলার এর আগে আপনি পড়েননি। এর টার্ন, টুইস্ট আপনাকে হতবাক করবে।

🔥 ৪. তরফদার: অন্তিম পর্ব
⏹️ লেখক: মাইনুল হাসান শিমুল
⏹️ ঘরানা: ক্রাইম | ডার্ক থ্রিলার | আন্ডার_ওয়ার্ল্ড | মা_ফিয়া
✅ মূল্য: ৪৮০৳ ➜ ৩০০৳ (৩৭.৫% ছাড়!)

"পলা_তক তরফদার, প্রতিশোধের আ_গুনে জ্ব_লছে লীলাবতী, সাগরের বুকে জ্বলছে আ_গুন। কে যাবে পু_ড়ে? কারা হবে নিঃশেষ?"

💥 কেন পড়বেন?
শেষ পর্বে সব হিসাব মিটবে। দুবলার চর, কুতুবদিয়ার যু_দ্ধক্ষেত্র। B28 বো_মার চূড়ান্ত লড়াই। রহস্যের শেষ আপনাকে টেনে নিয়ে যাবে চুম্বকের মতো।

⚡ কেন প্রি-অর্ডার করবেন?
✅ সর্বোচ্চ ছাড়
✅ সীমিত সময় — ৩০ নভেম্বরের পর আর এই ছাড় নেই
✅ গ্যারান্টিড কপি — স্টক শেষ হওয়ার আগেই নিশ্চিত করুন

🛒 এখনই অর্ডার করুন!

আপনার প্রিয় থ্রিলার প্রেমীদের ট্যাগ করুন এবং এই অফার ছড়িয়ে দিন।

⏳ স্টক সীমিত | সময় শেষ হওয়ার আগে সংগ্রহ করুন!

 #প্রি_অর্ডারবই: খোদা অর মোহাব্বত লেখক: হাশিম নাদিমঅনুবাদ: আবদুল্লাহ ইয়ামিনপৃষ্ঠা: ৩২০মূদ্রিত মূল্য: ৬০০ টাকাপ্রি-অর্ডার...
24/11/2025

#প্রি_অর্ডার

বই: খোদা অর মোহাব্বত
লেখক: হাশিম নাদিম
অনুবাদ: আবদুল্লাহ ইয়ামিন
পৃষ্ঠা: ৩২০
মূদ্রিত মূল্য: ৬০০ টাকা
প্রি-অর্ডার মূল্য: ৩৩০ টাকা

ভালোবাসা কখনো শুধু একটা অনুভূতি নয়; এটা ঈমান, এটা পরীক্ষা, আবার কখনো এটাই মানুষের সবচেয়ে বড় পরিবর্তন। 'খোদা অর মোহাব্বত' সেই পরিবর্তনেরই একটি গল্প; এমন এক যাত্রা যেখানে প্রেম পথ দেখায়, আর কষ্ট চরিত্রকে পরিশুদ্ধ করে।

"হাম্মাদ” এক তরুণ, যার জীবন ছিল বিলাস, অহংকার আর উত্তরাধিকারসুত্রের সুবিধায় গড়ে ওঠা। কিন্তু নিয়তির ছিল অন্য পরিকল্পনা। এক অদৃশ্য টানে সে পা রাখে এক ভিন্ন জগতে; ইমানের রাজ্যে।
"ইমান” নামের মতোই সহজ-সরল এক তরুণী। অথচ তার সরলতা আর আল্লাহর প্রতি আনুগত্য এমন দৃঢ় ছিল যে, যে কাউকে ভিতর থেকে পরিবর্তন করে দিতে পারে।

তাদের সম্পর্ক কখনোই সহজ ছিল না। এই সম্পর্ক ঢেউ তুলেছিল; ঘরের ভেতরে, সমাজের চোখে, আর সবচেয়ে গভীরে হাম্মাদের নিজের হৃদয়ে। এ প্রেম তাকে মোহে নয়, বরং নম্রতার পথে নিয়ে যায়। নিজের ইচ্ছার পিছনে নয়, নিজেকে পরিবর্তন করার পথে ঠেলে দেয়। শেষে এসে হাম্মাদ নিজেই এক গভীর প্রশ্নের সম্মুখীন হয়_
ভালোবাসা কি মানুষকে আল্লাহর দিকে টেনে নেয়, নাকি আল্লাহই মানুষকে সত্যিকারের ভালোবাসার পথে ফেরান? মানুষ কি ভালোবাসার জন্য পরিবর্তন হয়, নাকি পরিবর্তনই তাকে সত্যিকারের ভালোবাসার কাছে পৌঁছে দেয়?

এই উপন্যাস বিশ্বাস, ত্যাগ আর মানুষের ভেতরের পরিবর্তনের সহজ এক গল্প। প্রতিটি পৃষ্ঠা যেন পাঠককে ভাবতে শেখায়, ‘সত্যিকারের ভালোবাসা কি কাউকে বদলে দিতে পারে?'

খোদা অর মোহাব্বত শুধু পড়ার জন্য নয়; এটা এমন এক অনুভূতি, যা কখনো চোখ ভিজিয়ে দেয়, আবার হৃদয়কেও নরম করে তোলে।

বইটি প্রকাশিত হবে ৩ ডিসেম্বর।

অর্ডার করতে ইনবক্সে নক করুন অথবা Whatsapp করুন 01717-247566 নাম্বারে।

★★★অপেক্ষার পালা শেষ। দীর্ঘ চার বছর পর জনপ্রিয় লেখক কয়েস সামী হাজির হলেন তার মৌলিক সাইকোলজিক্যাল  থ্রিলার বই নিয়ে। ফা...
24/11/2025

★★★অপেক্ষার পালা শেষ। দীর্ঘ চার বছর পর জনপ্রিয় লেখক কয়েস সামী হাজির হলেন তার মৌলিক সাইকোলজিক্যাল থ্রিলার বই নিয়ে।

ফারাহ সব জানে।

স্বামী আতাউরের গোপন প্রেম, এক বিবাহিত নারীর সাথে লুকোচুরি — সবটাই ফারাহর নখদর্পণে। অন্যদিকে, আতাউর নির্বিকার। সে জানে না, তার নীরব অভিনয়, দিনের পর দিন মিথ্যা বলে যাওয়াটা তার স্ত্রী ধরে ফেলেছে। এত কিছু জেনেও ফারাহ চুপ হয়ে আছে। না জানার ভান করে সংসার জীবন চালিয়ে যাচ্ছে আশ্চর্য দক্ষতায়।

তার এই নীরবতার পেছনে লুকিয়ে আছে এক দ্বৈত-সংঘাত।

প্রথমত, এই মর্মভেদী বিশ্বাসঘাতকতা নিয়ে কীভাবে সে আতাউরের মুখোমুখি হবে? ব্যাপারটা মনে পড়লেই ক্রোধে তার শরীর অসাড় হয়ে আসে, ঘৃণায় গা গুলিয়ে ওঠে। দ্বিতীয়ত, গভীর ভালোবাসার টানে ফারাহ তার প্রাণপ্রিয় স্বামীকে শেষ একটা সুযোগ দিতে চায়। এমন একটা ভুলের জন্য সম্পর্ক ছিন্ন হোক, সে চায় না। ফারাহ দেখতে চায়, আতাউর নিজের ইচ্ছায় আবার তার কাছে ফিরে আসে কিনা।

এটি আতাউরের জন্য সুযোগ, আবার ফাঁদও বটে। যদি সে ফিরে আসে, তো ভালো। আর যদি না ফেরে? ফারাহর মনে এক ভয়াবহ শাস্তির পরিকল্পনা দানা বাঁধতে থাকে- সেই শাস্তির রূপ কেমন হবে, তা ফারাহ নিজেও জানে না।

হঠাৎ একদিন আতাউর প্রস্তাব দেয়— ঢাকার কোলাহল ছেড়ে চায়ের শহর শ্রীমঙ্গলে বসতি গড়ার। ঢাকার এই ব্যস্ত জীবন নাকি আর ভালো লাগছে না। ফারাহ ঢাকা ছাড়ার কথা জীবনেও ভাবেনি। তবু মুহূর্তেই রাজি হয়ে যায় আতাউরের প্রস্তাবে।

কারণ ফারাহ জানে, 'ব্যস্ততা' একটা অযুহাত মাত্র। আতাউর শ্রীমঙ্গল যেতে চায়, কারণ তার প্রেমিকা শিউলি এখন সেখানেই থাকে।

খেলাটা তবে শ্রীমঙ্গলেই শুরু হোক।

ফারাহ তৈরি। শ্রীমঙ্গলের সবুজ শান্ত পরিবেশে শুরু হবে এক ভয়ংকর খেলা।

এ খেলায় কে হবে শিকার? কে শিকারী?

টিউশনি, হেল্পিং হ্যান্ড, প্রবেশ নিষেধ আর প্রাক্তনের পর কয়েস সামীর আরেকটা শ্বাসরুদ্ধকর সাইকোলজিক্যাল থ্রিলার— দ্য গেইম!
📘 বই: দ্য গেইম
✍️ লেখক: কয়েস সামী
🏢 প্রকাশনী: অনুজ প্রকাশন
🎭 জনরা: সাইকোলজিক্যাল থ্রিলার
💰 মূদ্রিত মূল্য: ৪০০ টাকা
প্রি অর্ডার মূল্য: ২৮০ টাকা

📚 অর্ডার করতে ইনবক্সে নক করুন অথবা Whatsapp করুন 01717-247566 নাম্বারে।

 #বইমেলা_২০২৬ আহসান সাহেব অফিস থেকে বাসায় ফেরার পথে এক দুপুরে আক্ষরিক অর্থে ভাঙতে শুরু করেন। তার শরীর থেকে খসে খসে পড়তে ...
21/11/2025

#বইমেলা_২০২৬

আহসান সাহেব অফিস থেকে বাসায় ফেরার পথে এক দুপুরে আক্ষরিক অর্থে ভাঙতে শুরু করেন। তার শরীর থেকে খসে খসে পড়তে থাকে অসংখ্য ইটের টুকরো। তিনি কেন ভাঙছেন? অথবা বজরা খালের বাঁশের সাঁকোর উপর কেন সন্ধ্যাবেলায় উঠে বসে থাকে ফজল আলীর সন্তান? জলে কোঁচ ফেলার শব্দ শুনে কেন অজ্ঞাত দুঃখে তার কান্না পায়?

ভরা জোছনায় জায়গা-জমির একতোড়া কাগজ হাতে নিয়েও পিঁপড়া ও ফড়িং-এর গল্পের কোন ভাগশেষটা মেলে না মানুষের, জানা দরকার! ডুব দেওয়া দরকার, বিভিন্ন অতল শোকের পুকুরে। কিংবা ওইসব শীতল মধ্যদুপুরের গল্পও জানা দরকার- যখন মানুষ আক্ষরিক অর্থে পুড়তে শুরু করে, নানান অনুতাপে।

কেন একটা মানুষের পূর্ণ এক কলস জলেও তৃষ্ণা মেটে না? কিসের দুঃখ বুকে পুষে মফস্বলের শ-দেড়শো কুকুর এক রাতে লাফ দেয় নদীজলে? কেন কখনো কখনো মধ্যরাতে আসমানের দিকে তাকিয়ে ফেরত আসা যায় না আর? যারা যায়, তারা কোথায় যায়? কেন যায়? 'বিভাবরী' উত্তর দেবে তার।

'বিভাবরী' মাটির গল্প, গাছের গল্প, প্রাণীর গল্প, জলের গল্প, শোকের গল্প কিংবা আমাদের অন্তর্গত বিবিধ অজানা অচেনা রাতের গল্প। বিভাবরীর জগতে সবাইকে স্বাগত।

বইয়ের নাম : বিভাবরী
লেখক : সাখাওয়াত হোসেন
জনরা : গল্পগ্রন্থ

মুদ্রিত মূল্য : ৩২৫ টাকা
বিক্রয় মূল্য : ২৪৫ টাকা মাত্র!

অর্ডার করতে ইনবক্সে নক করুন অথবা Whatsapp করুন 01717-247566 নাম্বারে।

চলে এসেছে, যারা এখনও প্রি অর্ডার করেন নাই, তাদের জন্য সুবর্ণ সুযোগ আজ এবং আগামীকাল।বিস্তারিত জানতে ও প্রি অর্ডার করতে ইন...
20/11/2025

চলে এসেছে, যারা এখনও প্রি অর্ডার করেন নাই, তাদের জন্য সুবর্ণ সুযোগ আজ এবং আগামীকাল।

বিস্তারিত জানতে ও প্রি অর্ডার করতে ইনবক্সে নক করুন অথবা Whatsapp করুন 01717-247566 নাম্বারে।

 #প্রি_অর্ডার📖 বুলেট ট্রেন(আসাসিন্স সিরিজ  #২)✍️কোতারো ইসাকাঅনুবাদঃ অনিক শাহরিয়ারপ্রচ্ছদঃ পরাগ ওয়াহিদপৃষ্ঠাঃ ৩২০প্রকাশনী...
20/11/2025

#প্রি_অর্ডার

📖 বুলেট ট্রেন
(আসাসিন্স সিরিজ #২)
✍️কোতারো ইসাকা
অনুবাদঃ অনিক শাহরিয়ার
প্রচ্ছদঃ পরাগ ওয়াহিদ
পৃষ্ঠাঃ ৩২০
প্রকাশনীঃ আদী প্রকাশন
মূদ্রিত মূল্য: ৭০০ টাকা
প্রি অর্ডার মূল্য: ৪৫৫ টাকা

টোকিও থেকে মোরিওকার পথে ছুটে চলেছে জাপানের দ্রুততম শিনকানসেন ট্রেন। সেই ট্রেনে ওঠে পাঁচজন যাত্রী—পাঁচজন ভাড়াটে খুনি। কেউ এসেছে প্রতিশোধের নেশায়, কেউ ভাগ্যের টানে, আর সবাই জড়িয়ে গেছে এক রহস্যময় স্যুটকেসের সঙ্গে।

নানাও—যে বিশ্বাস করে, সে পৃথিবীর সবচেয়ে দুর্ভাগা খুনি।
ট্যাঞ্জারিন আর লেমন—একই দলের দুই বিপরীত স্বভাবের মানুষ, একজন দার্শনিক, আরেকজন শিশুসুলভ সরল।
কিমুরা—যে নিজের আহত সন্তানের প্রতিশোধ নিতে চায়।
আর আছে এক নিষ্পাপ মুখের আড়ালে লুকানো ভয়ংকর কিশোর।

ট্রেন যত দ্রুত ছুটে চলে, তত গাঢ় হয় রহস্যের পরত, তত রক্তাক্ত হয় খেলার মঞ্চ। ভাগ্য আর মৃত্যু মিলে তৈরি হয় এক অদ্ভুত পরিবেশ, যেখানে প্রতিটি স্টেশন যেন এক নতুন চমক, প্রতিটি চরিত্র যেন এক নতুন ধাঁধা।

পাঠক, প্রস্তুত হোন—এই ভয়ংকর যাত্রায় এবার আপনিও যাত্রী।

অর্ডার করতে ইনবক্সে নক করুন অথবা Whatsapp করুন 01717-247566 নাম্বারে।

 #প্রি_অর্ডার!বই কিন্তু প্রায় রেডি!!! কল্পনা করুন এক অদ্ভুত ভবিষ্যতের কথা। যেখানে মানব সভ্যতা ছড়িয়ে পড়েছে গ্রহ থেকে গ্রহ...
19/11/2025

#প্রি_অর্ডার!

বই কিন্তু প্রায় রেডি!!!


কল্পনা করুন এক অদ্ভুত ভবিষ্যতের কথা। যেখানে মানব সভ্যতা ছড়িয়ে পড়েছে গ্রহ থেকে গ্রহান্তরে! ভিন গ্রহের নানান প্রজাতির প্রাণীদের সাথে যোগাযোগ স্থাপন করেছে মানুষ।

বালডুর গ্রহের বাসিন্দা সাইমন ক্রেস। টাকা-পয়সার কোনো অভাব নেই তার। ভিনগ্রহের নানান পোষা প্রাণী সংগ্রহ করা ওর নেশা।

একদিন এক দোকানে ক্রেস সন্ধান পেলো 'স্যান্ডকিং' নামের এক অদ্ভুত প্রজাতির প্রাণীর। যারা রীতিমতো নিজেদের মালিকের উপাসনা করে! প্রাণীগুলোকে বাড়ি নিয়ে এলো ক্রেস।

ওদের নিয়ে নানান অদ্ভুত খেলায় মেতে উঠলো ক্রেস। প্রাণীগুলো সে পরিণত করলো হিংস্র এক খুনি বাহিনীতে! এরপর কী হবে?

জানতে পড়ুন জর্জ আর. আর. মার্টিন রচিত 'হুগো', 'লোকাস' এবং 'নেবুলা' অ্যাওয়ার্ডপ্রাপ্ত উপন্যাসিকা 'স্যান্ডকিংস'।

বইয়ের নাম : স্যান্ডকিংস
লেখক : জর্জ আর. আর. মার্টিন
অনুবাদ : Lutful Kaiser
সম্পাদনা : আশরাফুল সুমন
প্রচ্ছদ : পরাগ ওয়াহিদ

জনরা : সাই-ফাই ফ্যান্টাসি

প্রকাশনী : ধী প্রকাশন
ধরন : হার্ডকভার
পৃষ্ঠা সংখ্যা : ১২৮

মুদ্রিত মূল্য : ২০০ টাকা
৩০% ছাড়ে প্রি-অর্ডার মূল্য : ১৪০ টাকা মাত্র!

প্রি-অর্ডার করতে ইনবক্সে নক করুন অথবা Whatsapp করুন 01717-247566 নাম্বারে।

📌 বই প্রকাশের সম্ভাব্য তারিখ : ২৩ নভেম্বর, ২০২৫

#সাই_ফাই #নতুন_বই #ধী_প্রকাশন

 #প্রি_অর্ডার আর মাত্র ২ দিন বাকি!✨বই: গ্যাম্বলারলেখক: খালেদ নকীবউৎকর্ষ প্রকাশনা মূদ্রিত মূল্য: ৪২৫৳ছাড় মূল্য: ২১৩৳ কেইন...
19/11/2025

#প্রি_অর্ডার

আর মাত্র ২ দিন বাকি!

✨বই: গ্যাম্বলার
লেখক: খালেদ নকীব
উৎকর্ষ প্রকাশনা
মূদ্রিত মূল্য: ৪২৫৳
ছাড় মূল্য: ২১৩৳

কেইন এলহাদাত—কিংবদন্তিতুল্য এক গ্যাম্বলার। গ্যাম্বলিং সার্কিটে ভয় জাগানিয়া সমীহের সাথে উচ্চারিত হয় তার নাম। আচমকাই পালটে গেল গ্যাম্বলারের জীবন। কারণ? ছোট্ট একটা চিরকুট: “প্রিয় বাবা,
আমায় চিনবে না তুমি। আমিও জানতাম না। একটু আগেই মা বলেছে
তোমার কথা। বলেছে, আমার কথা জানলে, যেখানেই থাকো তুমি, ছুটে আসবে আমার কাছে। তাই লিখলাম। আমাদের খুব বিপদ, বাবা—জারায়া”
ছেলের খোঁজে ট্রেইলে নামল সে। গ্যাম্বলারের খোলস ছেড়ে বেরিয়ে এসেছে সাবেক কনফেডারেট গেরিলা, মেজর এলহাদাত কেইন। সাথে যোগ দিল উদীয়মান এক জুয়াড়ি, স্টিল জ্যাকসন; রহস্যময় এক বাউন্টি হান্টার, মিলি মর্গান; সাবেক কনফেডারেট ডিনো দ্য ডাইনামাইট, ল্যাসোর যাদুকর, রিক মার্টিন...
কুখ্যাত আউটল, ডেসমন্ড রোমেল জিম্মি করেছে জারায়াকে। অগ্রসর হচ্ছে ছোট্ট এক শহরের দিকে। মিলিয়ন ডলার জমা করা হয়েছে সেখানে।
গন্তব্য অভিন্ন হলেও প্রত্যেকের উদ্দেশ্য আলাদা...
আসুন, আমরাও সামিল হই তাদের ট্রেইল।

অর্ডার করতে ইনবক্সে নক করুন অথবা Whatsapp করুন 01717-247566 নাম্বারে।

💥৫০% ছাড়ে বই টি সংগ্রহ করতে যোগাযোগ করুন আমাদের ইনবক্সে।💥
✨বইয়ের সাথে পাচ্ছেন ২টি ক্যারেক্টার কার্ড ও ৩টি বুকমার্ক✨
💥বই প্রকাশের সম্ভাব্য তারিখ: ২০ নভেম্বর, ২০২৫।

 #প্রি_অর্ডার আর মাত্র ২ দিন বাকি!বই: কাব্বালাহ (ইহুদি জাতির গোপন বৃক্ষ)লেখক: কাজী ম্যাকমুদ্রিত মূল্য: ৭০০ টাকা প্রি অর্...
19/11/2025

#প্রি_অর্ডার
আর মাত্র ২ দিন বাকি!

বই: কাব্বালাহ (ইহুদি জাতির গোপন বৃক্ষ)
লেখক: কাজী ম্যাক
মুদ্রিত মূল্য: ৭০০ টাকা
প্রি অর্ডার মূল্য: ৪৯০ টাকা

★★ইতিহাস কেবল দৃশ্যমান গল্প নয়

আমরা সাধারণত ইতিহাসকে দেখি গল্পের আকারে। কোন রাজা কখন শাসন করল৷ কোন যুদ্ধে কে জয়ী হলো, কোন বিপ্লব কোন দেশে হলো। কিন্তু এই দৃশ্যমান ইতিহাস কখনো পুরোটা বলে না। ইতিহাস হলো এক বিশাল নাট্যমঞ্চ, যেখানে দৃশ্যমান চরিত্ররা কেবল সামনে দাঁড়ানো অভিনেতা। আর আড়ালে বসে থাকে নাট্যকার;যারা গল্প লিখে, দৃশ্য সাজায়, সুতো টানে। এই অদৃশ্য ইতিহাসকে না বুঝলে ইতিহাসের অর্ধেকও বোঝা যায় না।

মিশরের দিকে তাকাও। স্কুলে আমরা শিখি পিরামিড হলো ফেরাউনদের সমাধি। কিন্তু কেন এই পিরামিডের গঠন নিখুঁতভাবে উত্তর-দক্ষিণ-পুর্ব-পশ্চিমের সঙ্গে মিলে যায়? কেন এর ভেতরে এমন কক্ষ বানানো হয়েছে যেগুলো নক্ষত্রপুঞ্জের সঙ্গে মিলে যায়? দৃশ্যমান ইতিহাস বলে। এগুলো কেবল সমাধি। অদৃশ্য ইতিহাস বলে। এগুলো প্রতীকের মাধ্যমে শক্তি নিয়ন্ত্রণের কেন্দ্র। পিরামিড কেবল রাজাদের সমাধি নয়, বরং মহাজাগতিক কোডের ভাণ্ডার।

রোমান সাম্রাজ্যের পতনও একই রকম। দৃশ্যমান ইতিহাস বলবে-
বর্বরদের আক্রমণ, দুর্বল অর্থনীতি, দুর্নীতিগ্রস্ত রাজনীতি। কিন্তু অদৃশ্য ইতিহাস খুঁজে পায় অন্য সত্য। পতনের আগে রোমের প্রতীক দুর্বল হয়ে পড়েছিল। ঈগল, সূর্য, দেবতাদের প্রতীক, একটা সময়ে সব ধীরে ধীরে শক্তি হারাচ্ছিল। জনগণের আধ্যাত্মিক ঐক্য ভেঙে যাচ্ছিল। যখন প্রতীক ভাঙে, তখন সাম্রাজ্যও ভাঙে।

একইভাবে ফরাসি বিপ্লব। দৃশ্যমান ইতিহাস আমাদের শিক্ষা দেয় - জনগণ ক্ষুধার্ত ছিল, রাজা দুর্নীতিগ্রস্ত, তাই বিদ্রোহ হলো। কিন্তু অদৃশ্য ইতিহাস দেখায় ভিন্ন কিছু। বিপ্লবের স্লোগান, প্রতীক, তারিখ ইত্যাদি সব ফ্রিম্যাসনিক ছকে সাজানো। “Liberty, Equality, Fraternity”। এই স্লোগান এসেছে মেসনিক লজ থেকে। বিপ্লবের প্রতীক গিলোটিন কেবল মৃত্যুর যন্ত্র নয়, বরং নতুন বিশ্বব্যবস্থার প্রতীক।

আমেরিকার জন্মকথাও একই। দৃশ্যমান ইতিহাস বলে। ব্রিটিশ শাসনের বিরুদ্ধে স্বাধীনতার লড়াই। কিন্তু নতুন দেশের প্রতীকগুলো? ডলার নোটে সর্বদ্রষ্টা চোখ, জাতীয় সিলমোহরে পিরামিড, তারকায় ভরা পতাকা। এসব কি কেবল কাকতাল? নাকি এক অদৃশ্য হাত আগে থেকেই নতুন সাম্রাজ্যের প্রতীক সাজিয়ে দিয়েছিল?
সংখ্যার রহস্যও ইতিহাসে বারবার আসে। সাত দিনের সপ্তাহ, বারো গোত্র, তেরো উপনিবেশ, তেত্রিশ ডিগ্রি ফ্রিম্যাসনিক পর্যায়- এসব সংখ্যা কাকতাল নয়। কাব্বালাহ শেখায় প্রতিটি সংখ্যার আছে শক্তি। সাত হলো পূর্ণতার প্রতীক, বারো হলো ঐক্যের, তেরো হলো পরিবর্তনের, তেত্রিশ হলো জ্ঞানের। আশ্চর্যের বিষয়, ইতিহাসের বড় ঘটনা বারবার এই সংখ্যাগুলোর সঙ্গে মিলে যায়।
রাশিয়ার বিপ্লবও কেবল জনগণের বিদ্রোহ ছিল না। এর পেছনে ছিল গোপন নেটওয়ার্ক, প্রতীকী ভাষা, আর অদৃশ্য পরিকল্পনা। লাল রঙকে বিপ্লবের প্রতীক হিসেবে বেছে নেওয়া কেবল আবেগ নয়, বরং প্রতীকের মনস্তাত্ত্বিক শক্তির ব্যবহার।

এভাবে আমরা সিদ্ধান্তে আসতে পারি - ইতিহাস কেবল দৃশ্যমান গল্প নয়। এর আড়ালে রয়েছে প্রতীকের খেলা, সংখ্যার খেলা, আর গোপন জ্ঞানের ছক। যারা এই অদৃশ্য ইতিহাস বোঝে, তারাই আসল নিয়ন্ত্রক। সাধারণ মানুষ ভাবে তারা নিজেরাই নিয়তি লিখছে, কিন্তু সত্য হলো মুল সত্য হলো তাদের নিয়তি অনেক আগেই প্রতীকের ভাষায় লেখা হয়ে

সম্ভাব্য প্রকাশকাল ২০ নভেম্বর ২০২৫

অর্ডার করতে ইনবক্সে নক করুন অথবা Whatsapp করুন 01717-247566 নাম্বারে

 #প্রি_অর্ডার বইঃ তোমার আরেকটি হাত কোথায় সালেহা?লেখকঃ নীলা হারুনমুদ্রিত মূল্যঃ ৩২০ টাকাপ্রি অর্ডার মূল্য: ২১০ টাকাআদী প্...
18/11/2025

#প্রি_অর্ডার

বইঃ তোমার আরেকটি হাত কোথায় সালেহা?
লেখকঃ নীলা হারুন
মুদ্রিত মূল্যঃ ৩২০ টাকা
প্রি অর্ডার মূল্য: ২১০ টাকা
আদী প্রকাশন

সম্ভাব্য প্রকাশঃ ২৯শে নভেম্বর, ২০২৫ ইং

তুলা, আলীর ঘর থেকে বেরিয়ে আসে রাতে।
সবার চোখের আড়াল হয়ে সে ঘরে ফেরার পথের অনুসন্ধান করে। তার জবান বোবা, তাই মুখে
কাউকে ঘর উচ্চারণ করে বোঝাতে পারেনি সে। আর তার দিকে চেয়ে ভাব বোঝার মত
ধৈর্য্যশীল ও কেউ নেই। আলী নিজের কাছে তাকে রেখে দিতে চায় সর্বদা।
তার ধারনা তুলার কোন ক্ষতি হওয়া মানে তার সময়ের ফাঁদে আবার আটকা পড়া।
গ্রামের কাদামাটির রাস্তা ধরে হাঁটতে হাঁটতে নদীর কিনারে এসে থমকে দাঁড়ায় সে
বুড়ো অশত্থের মত জায়গা জুড়ে দাঁড়িয়ে আছে কুইন।
ক্রুর হেসে ওর দিকে আগুন চোখে তাকায়।
তুলা নড়ে উঠার আগেই তাকে বেনী দিয়ে পেঁচিয়ে ধরে সে।
কেমন আছো, মায়ের সতীনের ছেলে?

অর্ডার করতে ইনবক্সে নক করুন অথবা Whatsapp করুন 01717-247566 নাম্বারে।

 #প্রি_অর্ডার বইঃ ভূউউউতকাললেখকঃ অরণ্যানী অর্পতামুদ্রিত মূল্যঃ ৪০০ টাকাপ্রি অর্ডার মূল্য: ২৬০ টাকাপ্রচ্ছদঃ সজল চৌধুরীআদী...
18/11/2025

#প্রি_অর্ডার

বইঃ ভূউউউতকাল
লেখকঃ অরণ্যানী অর্পতা
মুদ্রিত মূল্যঃ ৪০০ টাকা
প্রি অর্ডার মূল্য: ২৬০ টাকা
প্রচ্ছদঃ সজল চৌধুরী
আদী প্রকাশন
সম্ভাব্য প্রকাশকালঃ ২৯শে নভেম্বর, ২০২৫

মানুষের মন রঙ বিভাজ্য নয়- না সে একেবারে সাদা, না নিখাদ কালো। তারা ভেতরে লুকিয়ে থাকে ধূসর এক অবস্থায়, যেখানে বাসা বাঁধে ভয়, অবিশ্বাস, প্রতিরোধ আর অতিলৌকিকতার স্পন্দন। এই সংকলনের সাতটি গল্প সেই আবছা অরণ্যের পথ ধরে আপনাকে টেনে নিয়ে যাবে অজানার দিকে।

অর্ডার করতে ইনবক্সে নক করুন অথবা Whatsapp করুন 01717-247566 নাম্বারে।

Address

38/A N Ali Tower Banglabazar
Dhaka
1100

Telephone

+8801886247566

Website

Alerts

Be the first to know and let us send you an email when Learner Bookshop - লার্নার বুকশপ posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Learner Bookshop - লার্নার বুকশপ:

Share