Learner Bookshop - লার্নার বুকশপ

Learner Bookshop - লার্নার বুকশপ Learner Bookshop – Because Every Reader is a Learner!
বইয়ের মাঝে স্বপ্ন দেখা শুরু হোক...
(1)

 #প্রি_অর্ডার ❣️৫০% ছাড়❣️প্রি-অর্ডার শুরু হলো  জাদুঘর প্রকাশনী - Jadughar Prokashoni এর প্রথম বই "মালিক"।বাংলাদেশের সবচে...
11/08/2025

#প্রি_অর্ডার
❣️৫০% ছাড়❣️

প্রি-অর্ডার শুরু হলো জাদুঘর প্রকাশনী - Jadughar Prokashoni এর প্রথম বই "মালিক"।

বাংলাদেশের সবচেয়ে বড় এসপিওনাজ মৌলিক থ্রিলার হতে যাচ্ছে "মালিক"

বই থেকেঃ

দিওয়ান চান্দ মালিক।
একটা নাম ভারতের গুপ্তচর দুনিয়া কাপিয়ে দিয়েছে।

সাধারণ একজন এনালিস্ট, যে ঢুকে গিয়েছিল ভারতের গোয়েন্দা সংস্থার সবচেয়ে ভেতরে। সন্দেহ করা হয় ডিজিএফআইয়ের সবচেয়ে সফল এজেন্ট হিসেবে। যেদিন ভারতীয় গোয়েন্দা সংস্থা জানতে পারলো মালিকের আসল পরিচয় , ঠিক তখন সে গায়েব হয়ে যায়।

একজন ঘোস্ট, যার নাম কেবল এসপিওনাজ দুনিয়ার পাতায় লেখা আছে স্বর্ণাক্ষরে।
কিন্তু সব ঘোস্টের একজন ঘোস্টহান্টার থাকে।

ভারতীয় গোয়েন্দা সংস্থার একজন ছিল, নাম অর্জুন পাণ্ডে।

তাকে দেয়া দিওয়ান চান্দ মালিককে খুঁজে বের করতে হবে।

মালিক যেদিন নিখোঁজ হয় সেদিন নিজ ফ্ল্যাটে সুরেশ বাজারিয়া নামক একজন র এর জ্যেষ্ঠ কর্মকর্তা আত্মহত্যা করে বসে। যে ছিল ভারতীয় র-এর গোপন ব্রাঞ্চ ক্ল্যান্ডেস্টাইনের স্বনামধন্য এজেন্ট। দায়িত্ব ছিল তার কাঁধে পাহাড়সম।

অপরদিকে একইদিনে ভারতের এক এজেন্ট সিআইএর কাছে ডিফেক্ট করে।

এই ত্রিমুখী ধাঁধার কেন্দ্রে পড়ে যান অর্জুন পাণ্ডে। প্রবেশ করেন এক ঘূর্ণাবর্তে, যেখানে ঘুরপাক খায় আন্তর্জাতিক গোয়েন্দা সংস্থার লড়াই, কূটনৈতিক রণনীতি, ব্যক্তিগত বিশ্বাসঘাতকতা, আর ভারতের ভূ রাজনৈতিক ভবিষ্যৎ।

পদে পদে প্রাণঘাতী ফাঁদ, ছলচাতুরী, বিশ্বাস ও বিভ্রান্তির খেলা—
আর সেই খেলার ডানায় এসে ছুঁয়ে যায় বাংলাদেশের রাজনীতিকেও।
‘মালিক’—দিওয়ান চান্দ মালিকের জীবনের ছায়া অবলম্বনে রচিত এক এসপিওনাজ থ্রিলার। এই উপন্যাস আপনাকে শুধু গোয়েন্দা দুনিয়ার জটিল বাস্তবতার মুখোমুখি করবে না, একটি আড়াল করা ইতিহাসের দ্বারও খুলে দেবে— যেখানে রাজনীতি, বিশ্বাসঘাতকতা আর ক্ষমতার লোভ এক হয়ে গড়েছে অন্ধকারের এক অদ্ভুত কাব্য।

প্রি-অর্ডারে পাচ্ছেন,
১)লেখকের অটোগ্রাফ
২)স্পেশাল বুকমার্ক
৩)লেখকের চিঠি
৪)স্পেশাল পলিব্যাগ

📚 বই: মালিক
✍️ লেখক: এম.জে.বাবু #
📒 বিষয়:এসপিওনাজ মৌলিক থ্রিলার
📒 পেজ সংখ্যা : ৫৯২
📒 মুদ্রিত মূল্য: ১০০০ টাকা
📒 প্রি-অর্ডারে পাবেন ৫০% ডিসকাউন্ট
📒 প্রি-অর্ডার মূল্য : ৫০০ টাকা

📗বইয়ের প্রকাশকাল ১৮ই আগস্ট ২০২৫ (সম্ভাব্য)

অর্ডার করতে ইনবক্সে নক করুন অথবা Whatsapp করুন 01717-247566 নাম্বারে।

10/08/2025

অর্ডার করেছেন তো?

 #প্রি_অর্ডার:প্রিয় বেলি ফুলগুলো কিনজার বিছানার পাশে রেখে বলল,“আজও বেলি ফুল কুড়িয়ে এনেছি তোমার জন্য। তুমি পছন্দ করো যে ত...
10/08/2025

#প্রি_অর্ডার:

প্রিয় বেলি ফুলগুলো কিনজার বিছানার পাশে রেখে বলল,
“আজও বেলি ফুল কুড়িয়ে এনেছি তোমার জন্য। তুমি পছন্দ করো যে তাই। জানো আজ কী হয়েছে? আমি তোমার জন্য বেলি ফুল কুড়াচ্ছিলাম তখনই ঝুম বৃষ্টি নামল। একজন পথিক আমাকে দেখে বলল, বৃষ্টিতে ভিজে বেলি ফুল কুড়াচ্ছেন কেন? আমি বললাম, আমার ঘুমকন্যা বেলি ফুল পছন্দ করে তো তাই। লোকটা আবার বলল, প্রতিদিনই ফুল কুড়ান দেখি। আপনার মিসেসকে খুশি করার জন্য তাই না? আমি বললাম, উহু ও তো আমার বউ না। ও আমার না হওয়া বউ। লোকটা তখন কেমন যেন চোখে তাকাল আমার দিকে। তারপর চলে গেল। আচ্ছা আমি ভুল কি বলেছি বলো তো? তুমি তো আমার না হওয়া বউ তাই না? এই শোনো না, তুমি সুস্থ হলেই আমরা বিয়ে করে ফেলব ঠিক আছে? আর অপেক্ষা করব না বাবা। অপেক্ষা করতে করতে তো তোমাকে হারাতে বসেছিলাম প্রায়। এখন এই ‘অপেক্ষা’ শব্দটা শুনলেও আমার দমবন্ধ হয়ে আসে।”

এরপর কিছুক্ষণ নীরবতা চলল। প্রিয় কিনজার মাথায় হাত বুলিয়ে আদুরে কণ্ঠে বলল,

“তোমার কপালে আদুরে চুম্বন এঁকে দেওয়ার বড়ো সাধ আমার। কিন্তু তোমার অনুমতি ব্যতিত তো এটা করতে পারি না আমি। তাই অপেক্ষা করছি। দেখেছ! এখানেও সেই অপেক্ষা। এই অপেক্ষা আমার পিছু ছাড়বে না দেখছি। এই তুমি শুনতে পাচ্ছ আমার কথা? আমার না আর অপেক্ষা করতে ইচ্ছে করে না। তুমি তাড়াতাড়ি সুস্থ হয়ে ওঠো না প্লিজ।”

• বই : অব্যক্ত অনুরক্তি
• লেখক: নামিয়া নূর নিদ্রা
• বিষয়: রোমান্টিক উপন্যাস
• প্রকাশনী: গ্রন্থ রাজ্য
• প্রচ্ছদ: মোঃ সাদিতউজজামান

🏷️মুদ্রিত মূল্য: ৪৮০ টাকা।
🔖 প্রি-অর্ডার মূল্য: ৩২১ টাকা

📔প্রকাশের তারিখ : ২৬ আগষ্ট, ২০২৫

🎁 প্রি-অর্ডার করলে পাঠকরা যা পাচ্ছেন→
১।লেখকের অটোগ্রাফ
২।স্পেশাল বুকমার্ক
৩।চিঠি
৪।রঙিন পুস্তানি

📌অর্ডার করতে ইনবক্সে নক করুন অথবা Whatsapp করুন 01717-247566 নাম্বারে।

 #প্রি_অর্ডার ঘরের ভেতর ঘরতারই মাঝেকে আপন? কে পর? আমাদের গল্পটা একটু ব্যতিক্রমী। মানুষ নয়, যেখানে ঘরবাড়িই হয়ে ওঠে মুখ্য ...
10/08/2025

#প্রি_অর্ডার
ঘরের ভেতর ঘর
তারই মাঝে
কে আপন? কে পর?

আমাদের গল্পটা একটু ব্যতিক্রমী। মানুষ নয়, যেখানে ঘরবাড়িই হয়ে ওঠে মুখ্য চরিত্র। মানুষের সাথে বসত করে রহস্য, রোমাঞ্চ আর অজানা প্রশ্নের হাতছানি। সব কিছুর সমাধান শেষটায় মেলে?
জাপানি মিস্ট্রি থ্রিলার সেনসেশন উকেতসুর গল্প বরাবরই গা ছমছম করা রহস্যের ভাণ্ডার। এবারও তার ব্যতিক্রম নয়।
বন্ধুর জন্য বাড়ির খোঁজখবর নিতে গিয়ে লেখক আর বন্ধু কুরিহারা একেবারে দিশেহারা। একের পর এক রহস্য তাদের সামনে। কখনও প্রশ্নের চেয়ে উত্তর বেশি, কখনও উত্তরের চেয়ে বেশি প্রশ্ন।

ঘরবাড়ির এই রহস্যযাত্রায় তাদের সারথী হতে আপনি প্রস্তুত তো?

বই: স্ট্রেঞ্জ হাউজেস
মূল: উকেতসু
অনুবাদ: Ahnaf Tahmid Ratul
প্রচ্ছদ: সজল চৌধুরী
প্রকাশনী: গ্রন্থ রাজ্য

🏷️ মুদ্রিত মূল্য- ২৩০ টাকা
🏷️ প্রি-অর্ডার মূল্য- ১১৫ টাকা

সম্ভাব্য প্রকাশকাল ১৬, অগাস্ট ২০২৫

অর্ডার করতে ইনবক্সে নক করুন অথবা Whatsapp করুন 01717-247566 নাম্বারে।

 #প্রি_অর্ডার চলছে আদী প্রকাশন  এর সেরা প্রডাকসনে ৪টি বইয়ের প্রি অর্ডার। ৪টি বই একসাথে অর্ডারে রয়েছে কুরিয়ার চার্জ একদম ...
10/08/2025

#প্রি_অর্ডার

চলছে আদী প্রকাশন এর সেরা প্রডাকসনে ৪টি বইয়ের প্রি অর্ডার। ৪টি বই একসাথে অর্ডারে রয়েছে কুরিয়ার চার্জ একদম ফ্রী।

১. অভিযাত্রিক- ১ ( বইকথা এক্সপ্রেস - Boikotha Express ও আদী প্রকাশন যৌথ প্রয়াস)
কিশোর সমগ্র গল্প সংকলন
সম্পাদকঃ ওয়াসি আহমেদ
প্রকাশনীঃ আদী প্রকাশন
পৃষ্ঠা সংখ্যাঃ ১৬৬
মুদ্রিত মূল্যঃ ৩০০ টাকা
প্রি অর্ডার মূল্য: ১৯৫ টাকা
প্রচ্ছদ - আদনান আহমেদ রিজন
প্রকাশঃ ২০ আগস্ট,২০২৫

২. কাশ্মীরঃ দ্য কেইস ফর ফ্রিডম
ভাষান্তরঃ অনিক শাহরিয়ার
পৃষ্ঠা সংখ্যাঃ ১২৮
মূদ্রিত মূল্যঃ ৩২০ টাকা
প্রি অর্ডার মূল্যঃ ২০৮ টাকা
প্রচ্ছদ - আদনান আহমেদ রিজন
প্রকাশকাল, ২০ আগস্ট, ২০২৫

কাহিনী সংক্ষেপঃ

কাশ্মীর—একটি ভূখণ্ড নয়, এক অবরুদ্ধ স্বপ্ন।
কাশ্মীরঃ দ্য কেস অফ ফ্রিডম বইটি সেই স্বপ্নের ভিতরকার কান্না, প্রতিরোধ আর প্রশ্নের কণ্ঠস্বর। এখানে একত্রিত হয়েছে তারিক আলি, আরুন্ধতী রায়, পঙ্কজ মিশ্র, হিলাল ভাটসহ বহু লেখকের লেখা—যাঁরা কাশ্মীরকে দেখেছেন ভেতর থেকে, অনুভব করেছেন রক্তে ও মাটিতে।
এই বইয়ের প্রতিটি পৃষ্ঠা যেন এক অশ্রুসজল ইতিহাস, যেখানে লুকিয়ে আছে মা-বাবার আর্তি, কিশোরের ঘুরে দাঁড়ানো, আর এক জাতির ক্রমাগত হারিয়ে যাওয়া।
নীরবতা আর শব্দের মধ্যবর্তী কোথাও এই বইটি থমকে দাঁড়ায়—একটু পড়ে নেওয়ার অনুরোধ নিয়ে।

৩. দ্য বুক অফ কোল্ড কেসেস
সিমোন সেন্ট জেমস
অনুবাদ: অনামিকা রিপা
সম্পাদনা - Abdullah Ibn Mahmud
প্রচ্ছদ: আব্দুল্লাহ আল ছামির
রিলিজ ডেট - ১৫ আগস্ট,২০২৫
পৃষ্ঠা সংখ্যাঃ ৩৩৬
মূদ্রিত মূল্যঃ ৫৫০ টাকা
প্রি অর্ডার মূল্যঃ ৩৫৮ টাকা

কাহিনী সংক্ষেপ:

১৯৭৭, ক্লেয়ার লেক, ওরেগন।
এক ভয়াবহ হত্যাকাণ্ডে কেঁপে ওঠে শহর— ‘লেডি কিলার মার্ডারস’।
দুই ব্যক্তি খুন হয় একই বন্দুক দিয়ে। খুনের জায়গায় পড়ে থাকে রহস্যময় চিঠি। মৃত দুজনের মাঝে কোনো সম্পর্কই নেই।
তদন্তের তীর ছুটে যায় বেথ গ্রিয়ারের দিকে— ধনী, অদ্ভুত স্বভাবের মাত্র তেইশ বছর বয়সী এক তরুণী, যাকে হত্যাকাণ্ডের পর পালাতে দেখা যায়। কিন্তু আদালতে বেথ নির্দোষ প্রমাণিত হয় এবং এরপর নিজ বাসা থেকে তাকে আর বের হতে দেখা যায়নি।

২০১৭, ওরেগন।
শিয়া কলিন্স দিনের বেলা একজন সাধারণ রিসেপশনিস্ট, কিন্তু রাত হলে সে চালায় এক ট্রু ক্রাইম ব্লগ— ‘দ্য বুক অফ কোল্ড কেসেস’।
শৈশবে এক অপহরণচেষ্টা থেকে বেঁচে ফেরা শিয়া, রহস্য উন্মোচনের নেশায় এগিয়ে যায়।
একদিন আকস্মিকভাবে বেথের সঙ্গে তার দেখা হয়। সাহস করে সে এক সাক্ষাৎকারের অনুরোধ করে—আর অবাক করা ব্যাপার, বেথ রাজিও হয়ে যায়!
শিয়াকে নিয়মিত দেখা করতে হয় বেথের বিশাল, ভৌতিক সেই বাড়িতে। খুনের বাড়ি। কিন্তু সে কখনোই সেখানে স্বস্তি বোধ করে না। অদ্ভুতভাবে জিনিসপত্র জায়গা বদলায়, জানালার বাইরে মাঝে মাঝে এক কিশোরীকে দেখতে পায় ও।
বেথের তীক্ষ্ণ বুদ্ধি আর মোহনীয় কথাবার্তা শিয়াকে রহস্যের আরও গভীরে টেনে নেয়।
কিন্তু... কোনো কিছু ঠিক মনে হচ্ছে না।
সে কি এক ভয়ঙ্কর হত্যাকারীর সঙ্গে বন্ধুত্ব করছে?
নাকি গ্রিয়ারদের বাড়ির আঁধারে লুকিয়ে আছে অন্য কোনো আতঙ্ক?

৪. থ্রি অ্যাসাসিন্স
কোতারো ইসাকা
অনুবাদ - Anick Shahriyar
প্রচ্ছদ - তানভীর কবির।
পৃষ্ঠা সংখ্যা: ২৭২
মুদ্রিত মূল্য: ৬০০ টাকা
প্রি অর্ডার মূল্য: ৩৯০ টাকা
রিলিজ ডেট- ২০ আগস্ট ২০২৫

সাধারণ এক মানুষ ছিল সুজুকি, একেবারে নিয়ম মেনে চলা, শান্ত স্বভাবের। কিন্তু একদিন, তার স্ত্রীর রক্তে লাল হয়ে যায় পৃথিবী, আর সেই মুহূর্তে বদলে যায় তার জীবন। প্রতিশোধের আগুনে দগ্ধ হয়ে, আইন-শৃঙ্খলার পথ ছেড়ে সে পা বাড়ায় এক ভয়ঙ্কর জগতে। স্ত্রী হত্যার সূত্র ধরে সে ঢুকে পড়ে মেইডেন নামের এক অপরাধ চক্রের ছায়ায়, যেখানে ক্ষমতা আর মৃত্যু পাশাপাশি হাঁটে।

কিন্তু এই অন্ধকার জগতে সে একা নয়। এখানে শিকারীও আছে, শিকারও আছে। আর শিকারীরা নেহাত সাধারণ কেউ নয়—তারা যেন ছায়ার মধ্যে বাস করা দানব।

সিকাডা, ছুরির অসম্ভব দক্ষ এক কারিগর, নীরবে আঘাত হানে, বিদ্যুতের মতো দ্রুত।

দ্য পুশার, মৃত্যু তার কাছে নিছক এক খেলা—শুধু সামান্য ধাক্কা, তারপর একেবারে নিশ্চিত পরিণতি।

দ্য হোয়েল, যে তার শিকারকে ছুরির ধার নয়, শব্দের ধারেই বিদ্ধ করে। এমনসব শূন্যতার কথা বলে, এমন অন্ধকার ডেকে আনে যে মানুষ নিজেই মৃত্যুর দিকে পা বাড়ায়।

সুজুকির সামনে এখন শুধুই রক্ত আর প্রতিশোধের রাস্তা। এই ভয়ঙ্কর খেলায় শেষ পর্যন্ত কে শিকার আর কে শিকারী? টোকিওর অপরাধজগৎ যখন দুলতে থাকে রুদ্ধশ্বাস উত্তেজনায়, তখন সুজুকির হাতে নেমে আসে এক চূড়ান্ত সিদ্ধান্তের মুহূর্ত। এই মৃত্যুর ছায়াঘেরা খেলায়, শেষ হাসিটা কে হাসবে?

💥 চারটি বই একসাথে অর্ডার করলে ডেলিভারি চার্জ ফ্রী

প্রি অর্ডার করতে ইনবক্সে নক করুন অথবা Whatsapp করুন 01717-247566 নাম্বারে।

সময় শেষের পথে.. এখনও যারা অর্ডার করেন নাই, সুযোগ লুফে নিন।চলছে ঋদ্ধ প্রকাশ Wriddho Prokash এর সকল বইয়ে ৫৫% থেকে ৫০% ছাড়ে...
10/08/2025

সময় শেষের পথে.. এখনও যারা অর্ডার করেন নাই, সুযোগ লুফে নিন।

চলছে ঋদ্ধ প্রকাশ Wriddho Prokash এর সকল বইয়ে ৫৫% থেকে ৫০% ছাড়ের অফার!!!

ঋদ্ধ প্রকাশ পাঠকদের ভরসার এক নাম৷ এই মেলায়ও মৌলিক থ্রিলারে সবচেয়ে সফল ছিল এই প্রকাশনা প্রতিষ্ঠান৷

এবার এই প্রকাশনার সকল বইয়ে ৫০% এর ছাড়ের অফার শুরু হয়েছে৷ চলবে আগামী ১২ আগস্ট পর্যন্ত৷

আপনার উইশলিস্টের ঋদ্ধ প্রকাশের বইগুলো কিনে ফেলার সেরা সময় এখনই৷

ঋদ্ধ প্রকাশের বইয়ের তালিকা :

১. স্বর্ণবাজ — সিদ্দিক আহমেদ --৫০০৳
২. মিশর : প্রাচীন মিশরীয় পুরাণ এবং দেবতাদের গোপন রহস্য — রয় জ্যাকসন /শাহেদ জামান--২৫০৳
৩. অবিনশ্বর — সাজ্জাদ সিয়াম --৫০০৳
৬. প্রজেক্ট টেট্রা মহাজাগতিক — (তানজীম রহমান, মোহাইমিনুল ইসলাম বাপ্পী, মোহাম্মদ সাইফূল ইসলাম, প্রান্ত ঘোষ দস্তিদার --৬০০৳
৭. হাউন্ডেড — কেভিন হার্ন/ অয়ন ইসলাম-- ৫০০৳
(খুবই লিমিটেড স্টক)
৮. দ্য ভেজিটেরিয়ান — হান কাং/ শাওন আরাফাত -- ৩৫০৳
৯. কৃষ্ণকায়া — সাজ্জাদ সিয়াম — ৫০০৳
১০. সফরনামা — সিদ্দিক আহমেদ — ৫০০৳
১১. অপবিবর্তন — রাফাত শামস — ৫৫০৳
১২. ইরেবাস — আরমান কবির — ৩৫০৳
১৩. জিয়ৎ — তাসিন আহমেদ — ৫৫০৳
১৪. অ্যানিমেল ফার্ম — জর্জ অরওয়েল/মহিউল ইসলাম মিঠু — ২৮০৳
১৫. মাসকারেড হোটেল — কেইগো হিগাশিনো/ কাবিদ হাসান, সালেহ আহমেদ মুবিন — ৫৫০৳

অর্ডার করতে ইনবক্সে নক করুন অথবা Whatsapp করুন 01717-247566 নাম্বারে।

 #প্রি_অর্ডার বানু মুশতাকের হার্ট ল্যাম্প (Heart Lamp)— শুধুই একটা বই নয়, বইটির সিলেক্টেড ১২টি গল্প যেন ১২টি সিগন্যাল ল্...
09/08/2025

#প্রি_অর্ডার

বানু মুশতাকের হার্ট ল্যাম্প (Heart Lamp)— শুধুই একটা বই নয়, বইটির সিলেক্টেড ১২টি গল্প যেন ১২টি সিগন্যাল ল্যাম্পের সারি!

এই সংকলনের প্রতিটি গল্প একেকটা স্টেথোস্কোপ। আপনি পড়লে শুনতে পাবেন কোনও এক মহিলার বুকের ভেতরের শব্দ—'স্বামী মা_রছে', 'মা বলছে সহ্য কর', 'মসজিদে জায়গা নেই', 'বংশের মান'—এইসব সংলাপ, যা খুব হাল্কা কাগজে !

তাঁর গল্প শুধু গল্প নয়, একেকটা মামলার কেস ফাইল। একেকটা ‘রিপ্রোডাকটিভ রাইটস’ নিয়ে লেখা চরিত্র। কেউ কিশোরী, কেউ বিধবা, কেউ তালাকপ্রাপ্ত, কেউ অদৃশ্যপ্রায়। তাঁদের শরীর, সিদ্ধান্ত, এবং সন্তানের নাম রাখা—সবই পুরুষেরা ঠিক করে দেয়। বানু সেই গল্পগুলো লেখেন, যা কোনোদিন আদালতের ডায়েরিতে উঠবে না, কিন্তু আদালতের কাঠগড়ায় নীরবে দাঁড়িয়ে থাকবে।

শুরু করি বানুর পরিচয় দিয়ে। বয়স ৭৬, আইনজীবী, সমাজকর্মী, বিদ্রোহী লেখক।

তাঁর গল্পগুলো মফস্বলের মসজিদ গলি, ডিভোর্সের শুনানির দিন, কিংবা কোনও নারীর গর্ভপাতের আগের রাতে জন্ম নেয়। বানু বলেন—“আমি সেই জগৎ নিয়েই লিখি, যেটার গন্ধ আমি চিনি, যা আমাকে রোজ আঘাত করে আর গোপনে ভালবাসে।” আর এই জগৎটা কেমন? ওখানে ধর্মের টুপি পরে পুরুষেরা নারীদের মুখ চাপা দেয়, ইমাম সাহেবদের মুখে ‘অধিকার’ শব্দটা নেই, কিন্তু কোরআনের ব্যাখ্যায় তারা পিএইচডি। ওদিকে রাস্তায় দাঁড়ানো এক গৃহবধূ জানেন না—তিনি প্রথমে নাগরিক, নাকি শুধুই ‘বেগম’।

গল্পগুলোর মধ্যে উল্লেখযোগ্য একটি গল্প "কাফন"
এই গল্পের একটি অংশ দুটি লাইন,
"গরীব লোকদের পকেটের টাকা ঠিক ওদের মতোই, ভাঙাচোরা, দোমড়ানো, মোচড়ানো, কুঁচকানো, রূপ-রস ধ্বংসপ্রাপ্ত।"

গল্পের মধ্যে একটার নাম Taste of Heaven, যেখানে এক শিশু-বিধবা পেপসিতে লিপস্টিকের বদলে স্বামীর সাথে পুনর্মিলনের স্বপ্ন মাখে। আরেকটা গল্প The Red Lungi—এখানে সদ্য সদ্য সংবেদনশীল পুরুষরা হয়তো ‘ওফ! চমৎকার প্রতীকী গল্প!’ বলে হ্যাশট্যাগ দিতে গিয়েই পড়ে যাবে, কারণ গল্পের শেষে শারীরিক এবং সামাজিক কেটে-ফেলার মধ্যে পার্থক্য খুঁজে পাওয়া যায় না।

Be a Woman Once, Oh Lord গল্পে তো এক মহিলা সৃষ্টিকর্তাকে বলেন, “একবার মহিলা হয়ে জন্মাও বাবা, তারপর বুঝবে ছুটির দিনে রান্না করা কী জিনিস!”… চিঠিটা পোস্ট না হলেও স্বর্গের পিওন নাকি কান্না করে ফেলেছে।

গল্পে বানুর নারীরা সব সময় হার মানেন না, আবার জয়ও পায় না। তারা ‘টিকে থাকেন’। যেটা একরকম বিপ্লবই, যেখানে মৃত্যু নয়, বেঁচে থাকাটাই যুদ্ধ। কেউ নিজের গর্ভের মালিকানা দাবি করেন, কেউ স্বামীর ঘর ছেড়ে নিজের ঘরের দেয়াল রং করেন। সেই সব গল্পে একটা শব্দ ঘোরাফেরা করে—"নিয়ন্ত্রণ"। অর্থাৎ, নারীরা কী খাবে, কী পরবে, কখন যৌ*নমিলনে রাজি হবে—এসবের চাবিকাঠি কে রাখবে?

ভাষার ধরনে কোন অলঙ্কার নেই, ব্যঙ্গের বাজনা বাজে না, শুধু কাচা সত্যের ধূপকাঠি। বানু মুশতাক গল্প লেখেন যেমন কেউ সিঙ্গার সেলাই মেশিনে চোখে জল মাখা সুতোর ওপর দিয়ে কাটা কাপড় টেনে দেয়। দীপা বাস্থি অনুবাদে কান্না রেখে দেন, কিন্তু কাঁদতে বলেন না। কান্না না এলে, পাঠক হয় স্টোন স্ট্যাচু, নয় তো বুকার কমিটির সদস্য।

আর গল্পগুলো? এমনভাবে সাজানো, যেন কেউ বলছে, “দ্যাখ, তুই যদি আমার বোনকে ‘মৌ_ল_বাদী সমাজে মিউট চরিত্র’ বলে ভাবিস, তবে তোর ছেলেবেলার প্লাস্টিক গ্লাসে দুধ খাওয়ার স্মৃতিও আমি বদলে দেবো।”

তবে পাঠকবর্গ দুই দলে বিভক্ত। একদল গল্প পড়ে ভাবে, “ওফ, সাহসের গল্প!” আরেক দল ভাবে, “আচ্ছা, এ গল্পটা আগেও কি পড়িনি?” মানে repetition আছে, যেমন আমাদের রাজনৈতিক নেতাদের প্রতিশ্রুতি।

বইয়ের সংস্করণের কভার ডিজাইনেও নারীবাদ আছে—পেঁপে নয়, ডা_লিম! হ্যাঁ, বইয়ের কভারে ডা_লিম। মানে নারীর ভেতরের ভাঙনের প্রতীক, কিংবা ডিএনএ-র অনুচ্ছেদ, যা বলে, “এখানে শুধু সন্তান ধারণ নয়, বিদ্রোহ ধারণ হয়।”

বইটি পড়লে আপনি ‘feminist’ হবেন না। আপনি শুধু কিছুক্ষণের জন্য মানুষ হবেন। এই বইটি যে শুধু নারীর গল্প তা নয়, এটা পুরুষের গল্পও—মানে, কেমন করে তারা প্রতিদিন মন্দিরে পুজো দিয়ে কিংবা মসজিদ থেকে ফিরে এসে স্ত্রীর উপর হাত তোলে।
Heart Lamp এক চিমটে ঈশ্বর, দুই চামচ অভিশাপ, আর বাটি ভরা বাস্তব, যা আপনি খেতে না চাইলেও মুখে পুরে দেয়।

বানু মুশতাক লেখক নন। তিনি সেই বুড়ো জাদুকর, যিনি নিজের শিরদাঁড়া ভেঙে মেয়েদের জন্য কাঁটায় বসে এক একটা গল্প বানান, যেন মসজিদের শীতল পাথরে একটু কোমল গালিচে বিছিয়ে দিতে পারেন।

এই বইটা একটা পাঠ নয়। এটা একপ্রকার প্রতিশোধ! কে জানে, হয়তো কোনোদিন 'Heart Lamp'-এর গল্পগুলো স্কুলের পাঠ্যক্রমে ঢুকবে না। তবে একটা মেয়ে হয়তো লুকিয়ে পড়বে। আর কেউ হয়তো হাতের লেখায় পাশে লিখে রাখবে, “আমি শুধু বাঁচতে চেয়েছিলাম। গল্প হয়ে গেলাম।”

প্রথমবারের মত বইটির পূর্ণাঙ্গ বাংলা অনুবাদ আসছে!

বইয়ের নাম : হার্ট ল্যাম্প (সিলেক্টেড স্টোরিজ)
মূল লেখক: বানু মুশতাক।
অনুবাদ: ফয়জুন নাহার রুমা।
পৃষ্ঠা সংখ্যা: ১৯২
প্রকাশক: তরফদার প্রকাশনী।
বইয়ের বাঁধাই ধরন: হার্ড কভার।
মুদ্রিত মূল্য: ৪০০ টাকা।
🌿৫৫% ছাড়ে প্রি-অর্ডার মূল্য মাত্র: ১৮০ টাকা।

অর্ডার করতে ইনবক্সে নক করুন অথবা Whatsapp করুন 01717-247566 নাম্বারে।

পরিবার থেকে বিতাড়িত, কপর্দকশূন্য হয়েও, রবার্ট ক্লাইভ নামে এক যুবক ইউরোপের সবচেয়ে বেশি সম্পদশালী ও সর্বজন পরিচিত হয়ে জীবন...
09/08/2025

পরিবার থেকে বিতাড়িত, কপর্দকশূন্য হয়েও, রবার্ট ক্লাইভ নামে এক যুবক ইউরোপের সবচেয়ে বেশি সম্পদশালী ও সর্বজন পরিচিত হয়ে জীবন সমাপ্ত করে। একজন যোদ্ধা, একজন রাজনীতিক, ইংল্যান্ডকে এমন একটা সাম্রাজ্য উপহার দিয়েছিল, যে সাম্রাজ্যের জন্য ইংল্যান্ড পরবর্তী প্রায় দুইশত বছর ধরে সারা বিশ্বের শাসক ও দণ্ডমুণ্ডের কর্তা হয়ে উঠেছিল। তার হাত ধরেই একটা গুরুত্বহীন ব্যবসায়িক প্রতিষ্ঠান সে যুগের শ্রেষ্ঠতম রাজনৈতিক ও সামরিক শক্তি হয়ে উঠেছিল।

ব্রিটিশ মনস্তত্ত্ববিদ জি র‍্যাটট্রে টেলর মনে করেন, 'ইতিহাসবিদরা মানব কার্যক্রমের ওপর 'কাম প্রভাবে'র বিষয়টি অবহিত থাকা সত্ত্বেও বিষয়টিকে সম্পূর্ণরূপে দূরে সরিয়ে রেখেছেন এবং ষড়যন্ত্রমূলক নিরবতা অবলম্বন করে থাকেন, অথচ যা অত্যন্ত দুঃখজনক'।

অস্ত্র হিসেবে যৌনতা শক্তিশালী মাধ্যম হিসেবে চালিত এবং ইউরোপ বা ভারতীয়দের দ্বারা ক্ষমতা কুক্ষিগত করে রাখা ও ধরে রাখার জন্য এর ব্যবহার বা অপব্যবহারের বিষয়টি এই বইয়ের অন্যতম আলোচ্য বিষয় হিসেবে প্রতিষ্ঠিত হয়েছে।

'পাষণ্ড লিঙ্গাগ্রচর্ম' অপসারণকর্ম (খত্না) বিশ্ব ইতিহাসের গতিপথকে পরিবর্তীত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। ব্রিটেনের অনিয়ন্ত্রিত বা অত্যাধিক যৌন চাহিদা তাদের পৃথিবী-কাঁপানো ক্রিয়াকলাপগুলিকে প্রভাবিত করেছিল, আবার মুসলমানদের মধ্যে সমকামিতা তাদের ভাগ্য নির্ধারণ করতে সহায়তা করেছিল।

যুক্তরাজ্যের জুলিয়ান প্রেস থেকে ১৯৬৬ সালে প্রকাশিত, অ্যালেন এডওয়ার্ডস রচিত দি রেইপ অব ইন্ডিয়া-এ বায়োগ্রাফী অব রবার্ট ক্লাইভ অ্যান্ড এ সেক্সুয়াল হিস্ট্রি অব দি কনকুয়েস্ট অব হিন্দুস্তান (ভারতের ধর্ষণ: রবার্ট ক্লাইভের জীবনী এবং হিন্দুস্তান জয়ের যৌন ইতিহাস') এক অত্যন্ত রোমাঞ্চকর গ্রন্থ। বইটি রচিত হয়েছে অষ্টাদশ শতাব্দীর ইংরেজ নৈতিকতা, ভন্ডামি এবং দুর্নীতির বিস্তৃত ইতিহাস নিয়ে।

দি রেইপ অব ইন্ডিয়া
এলেন এডওয়ার্ডস
ভাষান্তর
সিদ্দিক মাহমুদুর রহমান
মোঃ সাইফুল ইসলাম
মূদ্রিত মূল্যঃ ৯০০ টাকা
ছাড়কৃত বিক্রয় মূল্যঃ ৭৫০ টাকা

অর্ডার করতে ইনবক্সে নক করুন অথবা Whatsapp করুন 01717-247566 নাম্বারে।

১ থেকে ৬ আগস্ট ২৫ পর্যন্ত চলমান গিভএওয়ের ফলাফল নিয়ে আমরা হাজির!যারা অংশগ্রহন করেছেন সকলেই Learner Bookshop - লার্নার বুক...
08/08/2025

১ থেকে ৬ আগস্ট ২৫ পর্যন্ত চলমান গিভএওয়ের ফলাফল নিয়ে আমরা হাজির!

যারা অংশগ্রহন করেছেন সকলেই Learner Bookshop - লার্নার বুকশপ পরিবারের পক্ষ থেকে ভালোবাসা ও শুভেচ্ছা জানবেন। আর যারা বিজয়ী হয়েছেন তাদের জন্য রইলো অভিনন্দন।

বিজয়ীরা হলেন
Mohammad Riyad
অনি ইসলাম
Suraiya Akter
Afsara Saiyara
Adeel Rahman
Zahraa Zareen

প্রত্যেকে Learner Bookshop এর পক্ষ থেকে ৩০০ টাকা মূল্যের অর্থাৎ টোটাল ১৮০০ টাকার বই পাবেন।
বিজয়ীদের অতি দ্রুত ইনবক্সে নক করার জন্য অনুরোধ করা হলো।

 #প্রি_অর্ডার "স্বাধীনতা কি প্রাকৃতিক? নাকি এটি অর্জন করতে হয়?"এই বইয়ে লেখকদ্বয় দেখিয়েছেন—সত্যিকারের স্বাধীনতা অর্জন ও ট...
08/08/2025

#প্রি_অর্ডার

"স্বাধীনতা কি প্রাকৃতিক? নাকি এটি অর্জন করতে হয়?"
এই বইয়ে লেখকদ্বয় দেখিয়েছেন—সত্যিকারের স্বাধীনতা অর্জন ও টিকিয়ে রাখার পথ একটি "সংকীর্ণ করিডর" বা সীমিত গলি। এখানে রাষ্ট্র এবং সমাজ—দুই পক্ষেরই শক্তিশালী হতে হয়, কিন্তু সেই শক্তি যেন একে অপরকে ভারসাম্য রাখতে বাধ্য করে।
- যদি রাষ্ট্র দুর্বল হয়, তাহলে সমাজ বিশৃঙ্খলায় ডুবে যায়।
- আবার যদি রাষ্ট্র খুব শক্তিশালী হয়, তবে তা নিপীড়নে পরিণত হয়।
- স্বাধীনতা থাকে কেবল সেই সংকীর্ণ পথের মাঝে—যেখানে রাষ্ট্র এবং সমাজ দুটোই সক্রিয়, জবাবদিহিমূলক এবং একে অপরের উপর নজরদারিতে থাকে।
বইটিতে নানা ঐতিহাসিক উদাহরণ ব্যবহার করে দেখিয়েছে, কেন কিছু রাষ্ট্র মুক্ত সমাজ গঠন করতে পেরেছে, আবার অন্যরা পরিণত হয়েছে স্বৈরতন্ত্রে বা বিশৃঙ্খলায়।
যারা রাজনীতি, ইতিহাস আর স্বাধীনতার দর্শন নিয়ে আগ্রহী, তাদের জন্য এই বইটি চিন্তার দরজা খুলে দিবে।
দ্য ন্যারো করিডর
মূল : দারোন আজেমগ্লু ও জেমস এ. রবিনসন
অনুবাদ: হাসান গালিব
পৃষ্ঠা : ৭৩৬
মুদ্রিত মূল্য: ৳১২০০
প্রি-অর্ডার মূল্য: ৳৬০০

অর্ডার করতে ইনবক্সে নক করুন অথবা Whatsapp করুন 01717-247566 নাম্বারে।

BengalBooks এর আপকামিং বইবিস্তারিত জানতে চোখ রাখুন আপনাদের প্রিয় Learner Bookshop - লার্নার বুকশপ এ
08/08/2025

BengalBooks এর আপকামিং বই

বিস্তারিত জানতে চোখ রাখুন আপনাদের প্রিয় Learner Bookshop - লার্নার বুকশপ এ

07/08/2025

📣 প্রি-অর্ডার (৩০% ছাড়)
🌿🔥 ফিরে এসেছে শার্লক হোমস! নতুন সব গল্প নিয়ে।

⏩ শার্লক হোমস সমগ্রের বইগুলোর মতোই এই বইতেও রয়েছে বেশকিছু টিকা।

💰 প্রি-অর্ডার মূল্য- ৪২০/-

বইয়ের সাথে থাকছে-
১) ক্যারেক্টর কার্ড - ০১
২) শার্লক হোমস বিজনেস কার্ড- ০১

⏩ বই প্রকাশ: ২১-আগস্ট-২০২৫
⏩ কুরিয়ার শুরু : ২৩-আগস্ট-২০২৫
⏩ অর্ডার করতে ইনবক্সে নক করুন অথবা Whatsapp 01717-247566 করুন নাম্বারে।

Address

38/A N Ali Tower Banglabazar
Dhaka
1100

Telephone

+8801886247566

Website

Alerts

Be the first to know and let us send you an email when Learner Bookshop - লার্নার বুকশপ posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Learner Bookshop - লার্নার বুকশপ:

Share