Murad

Murad Economics | Politics | Personal Finance | Books |

08/08/2025

To whom it may concern,

I’m no longer involved with any political party or group in Bangladesh. I hold no grudges, no personal issues with anyone. I, simply, want to give my heart and energy to my profession & dreams.

However, My respect and love for the Zia family will remain unshaken. I will always admire and protect them in every way I can.

I have no intention to be part of any political party or group right now.

It was a great fight against fascist Sheikh Hasina. Now, I just want to relax and protect the truth I believe in.

Thanks.

05/08/2025

বছর ঘুরে আবার সেই ৫ই আগষ্ট। হাসিনার পতন অথবা মৃত্যু এমন প্রস্তুতিতে আল্লাহ আমার জন্য কোন বুলেট বরাদ্দ রাখেন নাই। আল্লাহর নিকট শুকরিয়া।

তবে, বেশিরভাগ জুলাই যোদ্ধার মতো উঠতে বসতে জুলাই জুলাই করতেও এখন বিরক্ত লাগে। কথায় আছে, আপনি তোফায়েল আহমেদের সাথে ৫মিনিট আলাপ করতে বসলে ৩মিনিটের মাথায় উনি ৭১'রে চলে যাবেন। আর বের হয়ে আসতে পারবেন না। এটা হইলো আওয়ামী সিনড্রোম।

এই আওয়ামী রোগ থেকে আমাদেরও সবাইকে বের হয়ে আসতে হবে।

তাই এক বছর পর দ্বিতীয় স্বাধীনতায় কিছু অনুরোধ থাকবে সবার কাছে-

১। জুলাই নিয়েও চেতনা ব্যবসা বন্ধ হোক। কথায় কথায় জুলাই নিয়া আসা আওয়ামী রোগে আক্রান্ত নেতারা আসলেই নতুন বন্দোবস্ত আগে নিজেরা উপলব্ধি করুক।

২। বাংলাদেশের বিশাল সং্খ্যক তরুণদের কর্মসংস্থান নিশ্চিত করুণ। তা না হলে হয় এই দেশে আবার লীগ ফিরে আসবে, আর না হয় অন্য কোন দলের ব্যানারে এরা গুন্ডামী, মাস্তানি করবে।

এই দেশে বিশাল সং্খ্যক তরুণ বড় হয়েই দেখছে আওয়ামী শাসন। আমি এমন অনেকেই চিনি- যদি লীগ সরকারের পতন না হতো তাহলে ওরা এখনো ওদের কর্মসংস্থান নিয়ে চিন্তাভাবনা করতো না।

এই জেনারেশনটাকে রক্ষা করার একমাত্র উপায় হচ্ছে ওদের জন্য কর্মসংস্থানের সুযোগ নিশ্চিত করা। তা না হলে ঘুরেফিরে এদের আবার লীগ কিংবা অন্য কেউ ক্রেডিট করে নিবে।

বাংলাদেশে অন্য যে সব দলেও এখন চাঁদাবাজি কিংবা গুন্ডামী রাজনীতির চর্চা হচ্ছে তার পিছনেও আসল সমস্যা এই কর্মসংস্থানের অভাব।

বাংলাদেশের তরুণরা এখন রাজনীতি বাদে আর কিছুই চিন্তা করে না। চাকরি, ব্যবসা, পড়াশোনা এই সব কিছুর উর্ধ্বে এখন রাজনীতি। যারেই দেখি সেই নেতা হইতে চায়।

জুলাই পরবর্তী এই নব্য নেতা হওয়ার জোয়ার বন্ধ করার এক মাত্র রাস্তা হচ্ছে কর্মসংস্থান। এটা নিশ্চিত না করতে পারলে এই দেশ থেকে অসুস্থ রাজনৈতিক কালচার-চাঁদাবাজি, গুন্ডামী, দূর করা প্রায় অসম্ভব।

কারণ, যে ছেলে রাজনীতি বাদে অন্য কিছুই করে না, তার ইনকাম সোর্স ঘুরেফিরে রাজনীতি কেন্দ্রিক হয়ে উঠবে এটাই স্বাভাবিক।

আর এমন কিছু হলে জুলাই যোদ্ধরাও ঘুরেফিরে আওয়ামী ডাকাতে পরিনত হবে। অন্তত এক বছরের অভিজ্ঞতা আমাদের সেটাই বলে।

27/07/2025

পরিস্থিতি দেখে যা বুঝা যাচ্ছে, বাংলাদেশের বিদ্যমান সব-গুলা রাজনৈতিক দল যতক্ষণ পর্যন্ত না নিজেরা মারামারিতে জড়াবে, ততক্ষণ পর্যন্ত এই দেশের নির্বাচনের পরিবেশ তৈরি হবে না।

হাসিনা বিরোধী জোটের এই অবস্থা দেখার পরেও যারা নির্বাচনের জন্য দেশ এখনো প্রস্তুত না বলে-এরা আসলে সময় ক্ষেপণ করে দেশটারে আরো বেশি ক্যাওটিক করে তুলতে চায়।

একটা দেশ যেখানে পাওয়া স্ট্রাকচার নাই, সেই দেশ যে মূহুর্তে পাওয়ার স্ট্রাকচার লুজ করে তার কয়েক সেকেন্ডের মধ্যে নির্বাচনের জন্য প্রস্তুত হয়। আর সেটা না করা গেলে ঐ অঞ্চলের কপালে নৈরাজ্য ছাড়া কিছুই জোটে না।

পোলাপান বি সি এসের জন্য সারাদিন মুখস্থ করে- বাংলায় শশাঙ্কের মৃত্যুর পর থেকে পাল বংশের উত্থান পর্যন্ত 'মাৎস্যন্যায়' চলছিল।

কিন্তু এই মাৎস্যন্যায় ক্যান হইলো সেটার দিকে কারো তেমন কোন আগ্রহ নাই।

চলুক...।

25/07/2025

আমার মনে হয় এন সি পি'র কিছু নেতা বাদে বাংলাদেশের কোন রাজনৈতিক দলের লোকজন'ই জুলাই আন্দোলনের গভীরতা অনুধাবন করতে পারে নাই।

এন সি পি নেতারাও অনুধাবনটা করছেন কারণ তারা হুট করে বড় নেতা হয়ে গেছেন। অনেক ম্যান, অনেক মিডিয়া, অনেক বড় কিছু।

কিন্তু এই দেশের মানুষ কোন ক্ষোভে আর কিসের স্বপ্নে জুলাই আন্দোলন করছে সেই স্প্রিরিটটা সবাই এড়িয়ে গেছে, যাচ্ছে।

সাধারণ মানুষ সংস্কার আন্দোলনের এক বছর পরেও কলাগাছ ছাড়া কিছুই পান নাই। আরো আফসোসের ব্যাপার হইলো সাধারণ মানুষকে কলাগাছ দেওয়ার দৌঁড়ে এই মানুষগুলার বসানো ইউনুস সাহেবের সরকার সবার আগে।

একটা রক্তক্ষয়ী বৈষম্য বিরোধী আন্দোলনের সরকার গঠিত হয়েছে কমপ্লিট নিপোটিজমের মাধ্যমে। এরচেয়ে দুর্ভাগ্য আর কি হইতে পারে!

24/07/2025

ফেসবুক থেকে Toxicity দূর করার জন্য আগামীকাল সারা-বাংলাদেশের সব মসজিদে গণ-দোয়া কর্মসূচীর দাবি জানাই রাখলাম।🫡

23/07/2025

"আমায় খুঁজো না, ভূমধ্যসাগরের কোন এক ক্ষুধার্ত মাছের খাবার আমি।

আমায় খুঁজো না। ইয়েমেনের মাটির সাথে মিশে গেছে আমার ক্ষুধার্ত মাটির শরীর।

আমায় খুঁজবে?
বলো কোন বদ্ধ রুমে জ্বলন্ত কয়লা দেখে চিনবে আমায়?
পরিচয়ে আমি কখনো বিহারি, রোহিঙা, কখনো ফিলিস্তিনি।

আমি তোমার পরিচিত নই, অংশ নই তোমার সিলেবাসের।

তাও আমাকে খুঁজবে?

আমার শরীরের কিছু অংশ গাজায়, কিছু ছিটকে পড়ে আছে কাশ্মীরের রাস্তায়, বাকিটুকু ঝুলে আছে তোমাদের কাঁটা-তারে।

আমায় খুঁজো না।

আমি মিশে গেছি দুঃস্থের কান্না-ক্ষুধার্ত শিশুর কাতরানো আর অসহায় স্বজনের আর্তনাদে।

আফ্রিকার কালো মানুষের সাদা মাটির রুটিতে আমি।
ছোট্ট শিশুর অক্লান্ত পরিশ্রমের ঘামে আমি।

আমার রক্ত, মাংস, ঘাম, পঁচে যাওয়া পুঁজ মিলেমিশে একাকার তোমাদের ক্যাটবেরি সিল্কে।

তাও আমায় খুঁজবে?

কোন এক প্রান্তিক কৃষকের দীর্ঘশ্বাসে আমি।
রেললাইনের কুলির পায়ের শক্ত গোড়ালি আমি।

খুঁজে নাও।

খুঁজে নাও-ঘুম না আসা তরূণের আর্তনাদে।
খুঁজে নাও-বৃদ্ধার হাটু কাপানী কিংবা ক্ষুধার্ত শিশুর চিৎকারে।

শতবর্ষী পুরোনো অট্টালিকায় খুঁজে নাও আমার মাথার খুলি। ব্রিটিশ মিউজিয়াম থেকে খুঁজে নাও আমার কুচকানো চামড়া। কামারের পিঠের সাথে মিশে যাওয়া ক্ষুধার্ত পেট থেকে খুঁজে নাও।

হয়তো পাবে খুঁজে।

আমি কখনো ঘাম, কখনো রক্ত, কখনো জীবম্মৃত শিশুর কর্মঠ হাত, কখনো পোড়া কয়লা, কখনো কাঁটা-তারে ঝুলে থাকা বেওয়ারিশ লাশ, কখনো ভূমধ্যে ডুবে যাওয়া স্বপ্ন।"

আমায় খুঁজো না।
মুরাদ
২৩-০৭-২০২১

22/07/2025

স্বৈরাচার একদিন হুট করে আকাশ থেকে পয়দা হয় না। স্বৈরাচার হয়ে উঠে। কতগুলো মানুষ নিজের সুবিধার জন্য, নিজেদের এজেন্ডা বাস্তবায়নের জন্য স্বৈরাচার লালন করে।

আর যেই জন্য কাউকে আইন, বিচার, আদালতের উর্ধ্বে দেখতে চাই না।
কাউকে আউলিয়া মানতে চাই না। আর কাউকে সমালোচনার উর্ধ্বেও রাখতে চাই না। এইবার তারে আমি যতই ভালোবাসি।

ভালোবাসা দিয়া দেশ চলে না। আবেগ দিয়া আইনশৃঙ্খলা পরিস্থিতি ঠিক হয় না।

22/07/2025

স্বাস্থ্য উপদেষ্টা, বিমান বাহিনী, প্রধান উপদেষ্টাসহ ইন্ট্রিম সরকারের সকল ব্যর্থার দ্বায় নিয়ে তারেক রহমানের পদত্যাগ দাবি করছি।

21/07/2025

I hate people of this country. I hate myself as well. আজকে ঘটনা ঘটার ১৫মিনিট পরই কলেজ প্রাঙ্গণে যাই। এরপর যা দেখেছি, উৎসুক মানুষদের যা যা করতে দেখছি, এখন পর্যন্ত ফেসবুকে যা যা পড়ছি, দেখছি, শুনছি সব কিছুর জন্যই আমি এই দেশ, দেশের মানুষ এবং নিজেকে ঘৃণা করি।

21/07/2025

19/07/2025

'তাসনীম খলিল কয়দিন আগে বললো এন সি পি একটা সার্কাস পার্টি। এবং এন সি পি'র ভিতরের একটা অংশ চায় না এন সি পি সার্ভাইব করুক।' এই দুইটা লাইন বর্তমানে এন সি পি'র রাজনীতির পারফেক্ট সাম-আপ।

আখতার, নাহিদ, এন সি.পির অন্য নেতা যাদের উপর এখনো আস্থা রাখি তাদের উচিত এই গ্রুপটাকে কন্ট্রোল করা, প্রয়োজনে ম্যাইন্যাস করে দেওয়া।

এন সি পি, বি এন পি, জামায়াতের মতো শক্ত রাজনৈতিক দল হয়ে উঠুক এরা যারা চায়, তাদের সবার এই ব্যাপারে ঐক্যমত থাকা উচিত। না হলে এন সি পি সার্কাস পার্টি থেকে কতগুলো পিপিনুল পার্টি হয়ে থেকে যাবে।

Address

Dhaka
1230

Alerts

Be the first to know and let us send you an email when Murad posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Murad:

Share

Category