23/07/2025
"আমায় খুঁজো না, ভূমধ্যসাগরের কোন এক ক্ষুধার্ত মাছের খাবার আমি।
আমায় খুঁজো না। ইয়েমেনের মাটির সাথে মিশে গেছে আমার ক্ষুধার্ত মাটির শরীর।
আমায় খুঁজবে?
বলো কোন বদ্ধ রুমে জ্বলন্ত কয়লা দেখে চিনবে আমায়?
পরিচয়ে আমি কখনো বিহারি, রোহিঙা, কখনো ফিলিস্তিনি।
আমি তোমার পরিচিত নই, অংশ নই তোমার সিলেবাসের।
তাও আমাকে খুঁজবে?
আমার শরীরের কিছু অংশ গাজায়, কিছু ছিটকে পড়ে আছে কাশ্মীরের রাস্তায়, বাকিটুকু ঝুলে আছে তোমাদের কাঁটা-তারে।
আমায় খুঁজো না।
আমি মিশে গেছি দুঃস্থের কান্না-ক্ষুধার্ত শিশুর কাতরানো আর অসহায় স্বজনের আর্তনাদে।
আফ্রিকার কালো মানুষের সাদা মাটির রুটিতে আমি।
ছোট্ট শিশুর অক্লান্ত পরিশ্রমের ঘামে আমি।
আমার রক্ত, মাংস, ঘাম, পঁচে যাওয়া পুঁজ মিলেমিশে একাকার তোমাদের ক্যাটবেরি সিল্কে।
তাও আমায় খুঁজবে?
কোন এক প্রান্তিক কৃষকের দীর্ঘশ্বাসে আমি।
রেললাইনের কুলির পায়ের শক্ত গোড়ালি আমি।
খুঁজে নাও।
খুঁজে নাও-ঘুম না আসা তরূণের আর্তনাদে।
খুঁজে নাও-বৃদ্ধার হাটু কাপানী কিংবা ক্ষুধার্ত শিশুর চিৎকারে।
শতবর্ষী পুরোনো অট্টালিকায় খুঁজে নাও আমার মাথার খুলি। ব্রিটিশ মিউজিয়াম থেকে খুঁজে নাও আমার কুচকানো চামড়া। কামারের পিঠের সাথে মিশে যাওয়া ক্ষুধার্ত পেট থেকে খুঁজে নাও।
হয়তো পাবে খুঁজে।
আমি কখনো ঘাম, কখনো রক্ত, কখনো জীবম্মৃত শিশুর কর্মঠ হাত, কখনো পোড়া কয়লা, কখনো কাঁটা-তারে ঝুলে থাকা বেওয়ারিশ লাশ, কখনো ভূমধ্যে ডুবে যাওয়া স্বপ্ন।"
আমায় খুঁজো না।
মুরাদ
২৩-০৭-২০২১