BDup24 Plus

BDup24 Plus বিপিএল এর সব ম্যাচ লাইভ দেখুন এখানে !!

আফগানিস্তানের বিপক্ষে সিরিজের শেষ টি-টোয়েন্টিতে দুর্দান্ত ব্যাটিংয়ে দলকে জয়ের পথে নিয়ে যান সাইফ হাসান। মাত্র ৩৮ বলে ৬৪ র...
06/10/2025

আফগানিস্তানের বিপক্ষে সিরিজের শেষ টি-টোয়েন্টিতে দুর্দান্ত ব্যাটিংয়ে দলকে জয়ের পথে নিয়ে যান সাইফ হাসান। মাত্র ৩৮ বলে ৬৪ রান করে অপরাজিত থাকেন এই ওপেনার। ইনিংসে ছিল ৭টি ছক্কা ও ২টি চার, যা ম্যাচের মোড় ঘুরিয়ে দেয় এবং নিশ্চিত করে বাংলাদেশের জয়।

এই ইনিংসের ৭টি ছক্কা সাইফকে জায়গা করে দিয়েছে ২০২৫ সালে বাংলাদেশের জার্সিতে টি-টোয়েন্টিতে সবচেয়ে বেশি ছক্কা হাঁকানো ব্যাটারদের সেরা পাঁচের তালিকায়। বছরজুড়ে মাত্র ৯ ইনিংসে ২৪ ছক্কা হাঁকিয়ে নিজের নাম তুলেছেন শীর্ষদের কাতারে।

📊 ২০২৫ সালে বাংলাদেশের হয়ে টি-টোয়েন্টিতে সবচেয়ে বেশি ছক্কা হাঁকানো ক্রিকেটাররা:

1️⃣তানজিদ হাসান — ২১ ইনিংসে ৩০ ছক্কা
2️⃣পারভেজ ইমন — ১৯ ইনিংসে ২৮ ছক্কা
3️⃣সাইফ হাসান — ৯ ইনিংসে ২৪ ছক্কা
4️⃣লিটন দাস — ১৯ ইনিংসে ২০ ছক্কা
5️⃣লিটন দাস — ২০ ইনিংসে ১৮ ছক্কা

২০২৫ সালের শেষের দিকে বাংলাদেশের ক্রিকেটে ব্যস্ত সূচি অপেক্ষা করছে। চলমান আফগানিস্তান সিরিজ শেষ হওয়ার পর, ১৫ অক্টোবর ওয়ে...
05/10/2025

২০২৫ সালের শেষের দিকে বাংলাদেশের ক্রিকেটে ব্যস্ত সূচি অপেক্ষা করছে। চলমান আফগানিস্তান সিরিজ শেষ হওয়ার পর, ১৫ অক্টোবর ওয়েস্ট ইন্ডিজ বাংলাদেশ সফরে আসবে। এরপর নভেম্বরে আয়ারল্যান্ডও বাংলাদেশে খেলতে আসবে।

বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) শনিবার আয়ারল্যান্ড সিরিজের পূর্ণাঙ্গ সূচি ঘোষণা করেছে। এই সফরে দুটি টেস্ট এবং তিনটি টি-টোয়েন্টি ম্যাচ অনুষ্ঠিত হবে।

আসন্ন এই সিরিজে মাইলফলক গড়ার অপেক্ষায় আছেন মুশফিকুর রহিম, যিনি বাংলাদেশের প্রথম ক্রিকেটার হিসেবে তার শততম টেস্ট ম্যাচ খেলতে যাচ্ছেন। এই বিশেষ মুহূর্তটি দ্বিতীয় টেস্টে মিরপুর শেরে বাংলা স্টেডিয়ামে ঘটতে পারে।

🏏 টেস্ট সিরিজের সূচি:

1️⃣প্রথম টেস্ট (সিলেট):
📅 ১১-১৫ নভেম্বর ⏰ সকাল ১০ঃ০০ টা

2️⃣দ্বিতীয় টেস্ট (মিরপুর):
📅 ১৯-২৩ নভেম্বর ⏰ সকাল ১০ঃ০০ টা

🏏 টি-টোয়েন্টি সিরিজের সূচি (চট্টগ্রাম):

1️⃣প্রথম টি-২০ 📅 ২৭ নভেম্বর, বৃহস্পতিবার
2️⃣দ্বিতীয় টি-২০ 📅 ২৯ নভেম্বর, শনিবার
3️⃣তৃতীয় টি-২০ 📅 ২ ডিসেম্বর , মঙ্গলবার

⏰ প্রত্যেকটি টি-২০ ম্যাচ শুরু হবে বাংলাদেশ সময় সন্ধ্যা ৬ঃ০০ টায় ।

২০১৫ সালে পাকিস্তানের বিপক্ষে টি-টোয়েন্টি অভিষেকেই অসাধারণ বোলিংয়ে সবার নজর কাড়েন মোস্তাফিজুর রহমান। ৪ ওভারে মাত্র ২০ রা...
04/10/2025

২০১৫ সালে পাকিস্তানের বিপক্ষে টি-টোয়েন্টি অভিষেকেই অসাধারণ বোলিংয়ে সবার নজর কাড়েন মোস্তাফিজুর রহমান। ৪ ওভারে মাত্র ২০ রান খরচায় ২ উইকেটের পাশাপাশি করেছিলেন ১৬টি ডট বল।

ক্যারিয়ারের সেই শুরু থেকেই ডট বলের দক্ষতায় পরিচিত এই কাটার মাস্টার এখন আন্তর্জাতিক টি-টোয়েন্টির ইতিহাসে সবচেয়ে বেশি ডট বলের মালিক। আফগানিস্তানের বিপক্ষে সিরিজের দ্বিতীয় ম্যাচে ৭টি ডট বল করে তিনি ছাড়িয়ে যান টিম সাউদিকে।

ম্যাচের আগে তার ডট ছিল ১১৩৫টি, আর সাউদির ছিল ১১৩৮টি। ইনিংসের ১৬তম ওভারে ১১৩৮তম ডট করে সাউদিকে স্পর্শ করেন মোস্তাফিজ। আর ১৮তম ওভারের দ্বিতীয় বল ডট দিয়েই এককভাবে উঠে যান শীর্ষে।

✅ আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে সবচেয়ে বেশি ডট বল করেছেন যারাঃ

🇧🇩 মোস্তাফিজুর রহমান – ১১৪২
🇳🇿 টিম সাউদি – ১১৩৮
🇧🇩 সাকিব আল হাসান – ১০৭৮
🏴󠁧󠁢󠁥󠁮󠁧󠁿 আদিল রশিদ – ৯৮৮
🇦🇫 রশিদ খান – ৯৮৪

এশিয়া কাপে ব্যর্থতার গ্লানি পেছনে ফেলে আবারও নতুন অভিযানে নামছে টাইগাররা। আগামী ২ অক্টোবর থেকে সংযুক্ত আরব আমিরাতে আফগান...
30/09/2025

এশিয়া কাপে ব্যর্থতার গ্লানি পেছনে ফেলে আবারও নতুন অভিযানে নামছে টাইগাররা। আগামী ২ অক্টোবর থেকে সংযুক্ত আরব আমিরাতে আফগানিস্তানের বিপক্ষে মাঠে গড়াবে তিন ম্যাচের টি-টোয়েন্টি ও তিন ম্যাচের ওয়ানডে সিরিজ।

ইনজুরির কারণে নিয়মিত অধিনায়ক লিটন দাস টি-টোয়েন্টি খেলবেন না। তার বদলে নেতৃত্ব দেবেন উইকেটকিপার-ব্যাটার জাকের আলি অনিক। ব্যর্থতার কারণে বাদ পড়েছেন তানজিদ তামিম ও ইমন, আর সুযোগ পেয়েছেন সৌম্য সরকার। এশিয়া কাপে দুর্দান্ত খেলে ওয়ানডে দলে ডাক পেয়েছেন সাইফ হাসান।

📅 সিরিজ সূচি (বাংলাদেশ সময় অনুযায়ী)
🏏 টি-টোয়েন্টি সিরিজ

✨ ১ম ম্যাচ – 📆 ২ অক্টোবর, বৃহস্পতিবার ⏰ রাত ৯:০০টা
✨ ২য় ম্যাচ – 📆 ৩ অক্টোবর, শুক্রবার ⏰ রাত ৯:০০টা
✨ ৩য় ম্যাচ – 📆 ৫ অক্টোবর, রবিবার ⏰ রাত ৯:০০টা

🆚 ওয়ানডে সিরিজ

🔥 ১ম ম্যাচ – 📆 ৮ অক্টোবর, বুধবার ⏰ বিকেল ৪:০০টা
🔥 ২য় ম্যাচ – 📆 ১১ অক্টোবর, শনিবার ⏰ বিকেল ৪:০০টা
🔥 ৩য় ম্যাচ – 📆 ১৪ অক্টোবর, মঙ্গলবার ⏰ বিকেল ৪:০০টা

চলতি এশিয়া কাপে দুর্দান্ত ফর্মে আছেন বাংলাদেশের ওপেনার সাইফ হাসান। সুপার ফোরের প্রথম ম্যাচে শ্রীলঙ্কার বিপক্ষে খেলেছিলেন...
24/09/2025

চলতি এশিয়া কাপে দুর্দান্ত ফর্মে আছেন বাংলাদেশের ওপেনার সাইফ হাসান। সুপার ফোরের প্রথম ম্যাচে শ্রীলঙ্কার বিপক্ষে খেলেছিলেন ম্যাচ জেতানো ইনিংস—৪৫ বলে ৬১ রান। আর তার পরের ম্যাচেই ভারতের বিপক্ষে দেখালেন আরও এক ঝলক। ৫ ছক্কা ও ৩ চারে সাজানো ৫১ বলে ৬৯ রানের ইনিংস খেলে শেষ পর্যন্ত লড়াইয়ে রাখেন বাংলাদেশকে। যদিও জয় আসেনি, তবে তার ব্যাটে ভর করেই ম্যাচের উত্তেজনা বজায় ছিল শেষ অবধি।

এই ধারাবাহিক পারফরম্যান্সে ভর করে সাইফ হাসান এখন এশিয়া কাপে সর্বোচ্চ রান সংগ্রাহকদের তালিকায় দ্বিতীয় স্থানে উঠে এসেছেন।

অন্যদিকে ৫ ম্যাচে ১৩৪ রান করে বাংলাদেশের আরেক ব্যাটার তাওহীদ হৃদয় অবস্থান করছেন তালিকার পঞ্চম স্থানে।

📊 সর্বোচ্চ রান সংগ্রাহক তালিকা (এশিয়া কাপ ২০২৫)

🇮🇳 অভিষেক শর্মা — ৫ ম্যাচ, ২৪৮ রান, এভারেজ ৪৯.৬০
🇧🇩 সাইফ হাসান — ৩ ম্যাচ, ১৬০ রান, এভারেজ ৫৩.৩৩
🇵🇰 সাহেবজাদা ফারহান — ৫ ম্যাচ, ১৫৬ রান, এভারেজ ৩১.২০
🇱🇰 পাথুম নিশাঙ্কা — ৫ ম্যাচ, ১৫৪ রান, এভারেজ ৩০.৮০
🇧🇩 তাওহীদ হৃদয় — ৫ ম্যাচ, ১৩৪ রান, এভারেজ ৩৩.৫০

এশিয়া কাপের সুপার ফোরে শ্রীলঙ্কার বিপক্ষে ব্যাট হাতে দুর্দান্ত ইনিংস খেলেছেন তাওহীদ হৃদয়। মাত্র ৩৭ বলে ৫৮ রানের ইনিংসে ২...
22/09/2025

এশিয়া কাপের সুপার ফোরে শ্রীলঙ্কার বিপক্ষে ব্যাট হাতে দুর্দান্ত ইনিংস খেলেছেন তাওহীদ হৃদয়। মাত্র ৩৭ বলে ৫৮ রানের ইনিংসে ২ ছক্কা ও ৪ চার মেরে ম্যাচের নিয়ন্ত্রণ নিয়ে আসেন বাংলাদেশের দিকে। ১৫৮ স্ট্রাইক রেটে খেলা তার এই ইনিংসটাই জয় নিশ্চিত করার মোড় ঘুরিয়ে দেয়।

৪ ম্যাচে ১২৭ রান সংগ্রহ করে তিনি জায়গা করে নিয়েছেন চলতি এশিয়ার সেরা রান সংগ্রাহকদের তালিকায়। তার ব্যাটিং গড় ৪২.৩৩ আর স্ট্রাইক রেট ১২৪।

🔽 শীর্ষ ৫ রান সংগ্রাহক (এশিয়া কাপ ২০২৫):

🇮🇳 অভিষেক শর্মা – ১৭৩ রান (৪ ম্যাচ), গড় ৪৩.২৫, স্ট্রাইক রেট ২০৮, সর্বোচ্চ ৭৪
🇱🇰 পাথুম নিসাঙ্কা – ১৪৬ রান (৪ ম্যাচ), গড় ৩৬.৫০, স্ট্রাইক রেট ১৪৯, সর্বোচ্চ ৬৮
🇵🇰 সাহেবজাদা ফারহান – ১৩২ রান (৪ ম্যাচ), গড় ৩৩.০০, স্ট্রাইক রেট ১০২, সর্বোচ্চ ৫৮
🇧🇩 তাওহীদ হৃদয় – ১২৭ রান (৪ ম্যাচ), গড় ৪২.৩৩, স্ট্রাইক রেট ১২৪, সর্বোচ্চ ৫৮
🇱🇰 কুশল মেন্ডিস – ১২২ রান (৪ ম্যাচ), গড় ৪৪.৬৬, স্ট্রাইক রেট ১২৫, সর্বোচ্চ ৭৪*

বাংলাদেশের টি-টোয়েন্টি ক্রিকেটে নতুন রেকর্ডের মালিক লিটন দাস।শ্রীলঙ্কার বিপক্ষে এশিয়া কাপের সুপার ফোর ম্যাচে ব্যাট হাতে ...
21/09/2025

বাংলাদেশের টি-টোয়েন্টি ক্রিকেটে নতুন রেকর্ডের মালিক লিটন দাস।
শ্রীলঙ্কার বিপক্ষে এশিয়া কাপের সুপার ফোর ম্যাচে ব্যাট হাতে নামতেই ছিল মাত্র ১৮ রানের অপেক্ষা। দুশমন্থ চামিরার বলে বাউন্ডারি মেরে সাকিব আল হাসানকে ছাড়িয়ে গড়লেন ইতিহাস।

এতদিন বাংলাদেশের হয়ে আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে সর্বোচ্চ রান ছিল সাকিবের দখলে—১২৯ ম্যাচে ২ হাজার ৫৫১ রান। তবে লিটন ১১৪ ম্যাচেই সেই রেকর্ড ভেঙে ফেললেন। তার সংগ্রহ এখন ২ হাজার ৫৫৬ রান, সঙ্গে আছে ১৫টি হাফ সেঞ্চুরি ও স্ট্রাইক রেট ১২৬.৫৯।

সাকিব ইতোমধ্যে টি-টোয়েন্টি থেকে অবসর নিয়েছেন। অন্যদিকে মাত্র ৩১ বছর বয়সী লিটনের সামনে আরও কয়েক বছর খেলার সুযোগ থাকায় তিনি নিজের রেকর্ড আরও উঁচুতে নিয়ে যাওয়ার সম্ভাবনা রাখেন।

📊 বাংলাদেশের হয়ে আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে সর্বোচ্চ রান সংগ্রাহকরা

1️⃣ লিটন দাস — ১১৪ ম্যাচ, ২,৫৫৬ রান
2️⃣ সাকিব আল হাসান — ১২৯ ম্যাচ, ২,৫৫১ রান
3️⃣ মাহমুদউল্লাহ রিয়াদ — ১৪১ ম্যাচ, ২,৪৪৪ রান
4️⃣ তামিম ইকবাল — ৭৪ ম্যাচ, ১,৭০১ রান
5️⃣ মুশফিকুর রহিম — ১০২ ম্যাচ, ১,৫০০ রান

বাংলাদেশের টি-টোয়েন্টি ইতিহাসে নতুন মাইলফলক ছুঁলেন কাটার মাস্টার মুস্তাফিজুর রহমান। দীর্ঘদিন এককভাবে শীর্ষে থাকা সাকিব আ...
21/09/2025

বাংলাদেশের টি-টোয়েন্টি ইতিহাসে নতুন মাইলফলক ছুঁলেন কাটার মাস্টার মুস্তাফিজুর রহমান। দীর্ঘদিন এককভাবে শীর্ষে থাকা সাকিব আল হাসানের রেকর্ডে এবার ভাগ বসালেন তিনি।

শনিবার (২০ সেপ্টেম্বর) দুবাইয়ে এশিয়া কাপের সুপার ফোরে শ্রীলঙ্কার বিপক্ষে দুর্দান্ত বোলিংয়ে ৩ উইকেট নেন মুস্তাফিজ। এই সাফল্যে ১১৭ ম্যাচে তার উইকেট সংখ্যা দাঁড়াল ১৪৯-এ। সমান উইকেট আছে সাকিবের নামেও, তবে সাকিবের লেগেছে ১২৯ ম্যাচ।

ইতোমধ্যেই টি-টোয়েন্টি ক্রিকেটকে বিদায় জানিয়েছেন সাকিব আল হাসান। ফলে খুব শিগগিরই সর্বোচ্চ উইকেটশিকারির তালিকায় এককভাবে শীর্ষে নাম লেখাবেন মুস্তাফিজ, এমনটাই প্রত্যাশা ক্রিকেটপ্রেমীদের।

🔽 টি-টোয়েন্টিতে বাংলাদেশের সর্বোচ্চ উইকেটশিকারি (শীর্ষ ৫)
১. সাকিব আল হাসান – ১২৯ ম্যাচ, ১৪৯ উইকেট
২. মুস্তাফিজুর রহমান – ১১৭ ম্যাচ, ১৪৯ উইকেট
৩. তাসকিন আহমেদ – ৮১ ম্যাচ, ৯৯ উইকেট
৪. শেখ মেহেদী – ৬৬ ম্যাচ, ৬১ উইকেট
৫. শরিফুল ইসলাম – ৫৪ ম্যাচ, ৫৮ উইকেট

এশিয়া কাপের সুপার ফোরে জয় দিয়ে যাত্রা শুরু করেছে বাংলাদেশ। প্রথম ম্যাচে শ্রীলঙ্কাকে ৪ উইকেটে হারিয়ে পয়েন্ট টেবিলের শীর্ষ...
21/09/2025

এশিয়া কাপের সুপার ফোরে জয় দিয়ে যাত্রা শুরু করেছে বাংলাদেশ। প্রথম ম্যাচে শ্রীলঙ্কাকে ৪ উইকেটে হারিয়ে পয়েন্ট টেবিলের শীর্ষে উঠে এসেছে টাইগাররা।

১ ম্যাচে ১ জয়ে বাংলাদেশের সংগ্রহ ২ পয়েন্ট, সাথে রান রেট +০.১২৫। অন্যদিকে হারের ফলে শ্রীলঙ্কা এখনো শূন্য পয়েন্টে টেবিলের একেবারে নিচে, তাদের রান রেট -০.১২৫।

এদিকে ভারত ও পাকিস্তান এখনো মাঠে নামেনি। ফলে ম্যাচ না খেলেও টেবিলের ২য় ও ৩য় স্থানে অবস্থান করছে দুই দল।

সুপার ফোরের আগে পর্যন্ত শ্রীলঙ্কার জয়ের দিকেই তাকিয়ে ছিল বাংলাদেশ। তবে মূল লড়াইয়ে নেমে সেই লঙ্কানদেরই হারিয়ে দিয়েছে টাইগ...
20/09/2025

সুপার ফোরের আগে পর্যন্ত শ্রীলঙ্কার জয়ের দিকেই তাকিয়ে ছিল বাংলাদেশ। তবে মূল লড়াইয়ে নেমে সেই লঙ্কানদেরই হারিয়ে দিয়েছে টাইগাররা। এশিয়া কাপে আবারও হলো উত্তেজনাপূর্ণ ‘নাগিন ডার্বি’। গ্রুপ পর্বে ব্যর্থতার কারণে শ্রীলঙ্কার কাছে পাত্তা না পাওয়া লিটন দাসরা এবার ব্যাট–বলে দারুণ পারফরম্যান্সে ফিরিয়ে দিলেন জবাব।

প্রথমে ব্যাট করে দাসুন শানাকার হাফ সেঞ্চুরির পরও মুস্তাফিজদের নিয়ন্ত্রিত বোলিংয়ে ১৬৮ রানের বেশি তুলতে পারেনি শ্রীলঙ্কা। জয়ের জন্য ১৬৯ রানের লক্ষ্য তাড়ায় শুরুটা ভালো হয়নি বাংলাদেশের। প্রথম ওভারেই ডাক মেরে ফিরেছেন তানজিদ হাসান তামিম। তবে লিটন দাস ও সাইফ হাসান জুটি গড়ে দলকে চাপমুক্ত করেন। আক্রমণাত্মক ব্যাটিংয়ে পাওয়ার প্লেতে ৫৯ রান যোগ করেন তারা। লিটন ১৬ বলে ২৩ রান করে আউট হলেও সাইফ খেলেন ৪৫ বলে ৬১ রানের ঝড়ো ইনিংস।

পরের দায়িত্ব নেন তাওহীদ হৃদয়। আত্মবিশ্বাসী ব্যাটিংয়ে ৩১ বলে হাফ সেঞ্চুরি তুলে নেন তিনি। শেষদিকে শামীম হোসেনকে সঙ্গে নিয়ে দ্রুত রান তোলেন। যদিও ৫৮ রানে হৃদয় আউট হয়ে যান, তবে জয়ের কাজ প্রায় শেষ করে গিয়েছিলেন তিনি। শেষ পর্যন্ত শামীম ও নাসুম আহমেদ মিলে ৪ উইকেটের জয় নিশ্চিত করেন বাংলাদেশকে।

এই জয়ে সুপার ফোরে দুর্দান্ত সূচনা করল টাইগাররা। সামনে অপেক্ষা আরও দুই বড় লড়াই—২৪ সেপ্টেম্বর ভারতের বিপক্ষে এবং ২৫ সেপ্টেম্বর পাকিস্তানের বিপক্ষে।

গ্রুপপর্ব শেষ হওয়ার আগেই চূড়ান্ত হয়ে গেছে এশিয়া কাপ টি-টোয়েন্টির সুপার ফোরের চার দল। গ্রুপ ‘এ’ থেকে উঠেছে ভারত  ও পাকিস্...
19/09/2025

গ্রুপপর্ব শেষ হওয়ার আগেই চূড়ান্ত হয়ে গেছে এশিয়া কাপ টি-টোয়েন্টির সুপার ফোরের চার দল। গ্রুপ ‘এ’ থেকে উঠেছে ভারত ও পাকিস্তান , আর গ্রুপ ‘বি’ থেকে জায়গা করে নিয়েছে শ্রীলঙ্কা ও বাংলাদেশ ।

আবুধাবিতে আফগানিস্তানকে ৬ উইকেটে হারিয়ে গ্রুপ চ্যাম্পিয়ন হয়েছে শ্রীলঙ্কা, আর সেই ফলেই নিশ্চিত হয়েছে বাংলাদেশেরও সুপার ফোরে জায়গা। আফগানিস্তান ছিটকে গেছে টুর্নামেন্ট থেকে।

প্রতি দল খেলবে অন্য তিন প্রতিপক্ষের বিপক্ষে। লিটন দাসের নেতৃত্বে বাংলাদেশ পাবে তিনটি বড় লড়াই দুবাইয়ে।

📅 বাংলাদেশের ম্যাচ সূচি

🗓️ ২০ সেপ্টেম্বর: বাংলাদেশ বনাম শ্রীলঙ্কা

🗓️ ২৪ সেপ্টেম্বর: বাংলাদেশ বনাম ভারত

🗓️ ২৫ সেপ্টেম্বর: বাংলাদেশ বনাম পাকিস্তান

⏰ সবগুলো ম্যাচ শুরু হবে বাংলাদেশ সময় রাত ৮:৩০টায়।
🏟️ সবগুলো ম্যাচই হবে দুবাই আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে।

এশিয়া কাপের ‘বি’ গ্রুপের ম্যাচটা ছিল একেবারেই বিশেষ। নাম আফগানিস্তান বনাম শ্রীলঙ্কা হলেও সমীকরণে জড়িয়ে ছিল বাংলাদেশও। এক...
18/09/2025

এশিয়া কাপের ‘বি’ গ্রুপের ম্যাচটা ছিল একেবারেই বিশেষ। নাম আফগানিস্তান বনাম শ্রীলঙ্কা হলেও সমীকরণে জড়িয়ে ছিল বাংলাদেশও। এক লড়াইয়ের ফলাফলের ওপর নির্ভর করছিল তিন দলের সুপার ফোর ভাগ্য। মোহাম্মদ নাবীর শেষের ঝড়ে আফগানিস্তান তোলে ৮ উইকেটে ১৬৯ রান। জবাবে শ্রীলঙ্কা কুসাল মেন্ডিসের ৫২ বলে অপরাজিত ৭৪ রানের দুর্দান্ত ইনিংস আর কামিন্দু মেন্ডিসের ১৩ বলে ২৬* রানের ঝোড়ো ক্যামিওতে ১৮.৪ ওভারেই জয়ের বন্দরে পৌঁছে যায়। এই জয়ে লঙ্কানদের সঙ্গে বাংলাদেশও জায়গা করে নেয় সুপার ফোরে, আর বিদায় নিতে হয় আফগানিস্তানকে।

Address

Madaripur
Dhaka
7099

Alerts

Be the first to know and let us send you an email when BDup24 Plus posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share