Glitter and glam

Glitter and  glam আল্লাহ উওম পরিকল্পনাকারী💜

14/09/2025

বৃষ্টি 🌧️🌧️🌧️

13/09/2025

Sobai k tata bye bye....
Good night for today

11/09/2025

Good night

11/09/2025

এত হাসি আসে কেরে🤣🤣



09/09/2025

খারাপ সময় আসবে যাবে
কিন্তু এই সময় গুলো মানুষের ব্যবহার গুলো মনে রাখা উচিত সারাজীবন।
কারন খারাপ সময় গুলোতে আপন পর চিনা যায়।

08/09/2025

কিছু দিন এত গরম আর সহ্য হইতেছে না🙃

07/09/2025

মেয়েদের বলছি বেশি কাজের হবেন না।বেশি পারফেক্ট হইতে যাবেন না।পারফেক্ট হোম,পারফেক্ট রান্না,পারফেক্টভাবে বাচ্চা পালা, এইগুলা করে নিজের শরীর, মন সব ধংস করে কি পাবেন?দিন শেষে শুনতে হবে এই বয়সেই এত রোগ তোমার।
দিন শেষে কিছু মানুষ দেখায় দিবে আপনার অবস্থান। যেসব বাচ্চারা একা একা বড় হয়, বুয়ার হাতের রান্না খেয়ে বড় হয় কিন্তু ভালো থাকে।এত ভালো মা বউ হওয়া লাগবে না। খারাপ পুরুষদের কাছে আপনার ভ্যালু শুন্য। তারা নিজেদের সকল অপূর্ণতা জীবন সঙ্গীর ভেতর খুঁজে বেড়ায়। যে পুরুষ একটা ডিমভাজি করে খেতে পারেনা,এক প্লেট ভাত রান্না করতে পারেনা, সে কখনও নিজের যোগ্যতা নিয়ে চিন্তা করবে না। সে চিন্তা করবে তার স্ত্রী কি পারে আর কি পারে না। তার কাছে কখনো আপনি আপনার রান্নার প্রশংসা পাবেন না, আপনার ঘাম ঝরা খাটনি,আপনার ক্লান্তিময় শরীরের ব্যাথা তার চোখে কখনো পড়বে না। আপনার অসুখ বিসুখে কখনো তার মনে মায়া জন্মাবেনা।আপনার উদাসীন দুপুর, নির্ঘুম রাত তার মনে বিন্দু পরিমাণ দাগ কাটবে না। সংসার আর যাই হোক মায়া ছাড়া হয় না।একি বিছানায় থেকেও দুটি মানুষ দুজনের কাছ থেকে কত দূরে। এই দূরত্ব এক দিনের না যুগের পর যুগ ধরেই চলছে এই মনের বিরুদ্ধে যুদ্ধ,সব ঠিক হয়ে যাওয়ার আপ্রান চেষ্টা । দুনিয়ায় যদি কেউ জাহান্নামের সাধ পেতে চায় সে যেন একটা ভুল মানুষকে বিয়ে করে।
অনেকে বলে না একটা বাচ্চা নাও সবকিছু ঠিক হয়ে যাবে। একটা বাচ্চা হওয়ার পরে কখনো কিছু ঠিক হয় না।কত দম্পত্তির তো কোন বাচ্চাই নেই, কিন্তু ভালোবাসাটা ঠিকঠাক আছে। যেখানে ভালোবাসা আছে সেখানে বাচ্চা,পারফেকশন এইগুলা কোন ম্যাটার করেনা। আপনি আপনার কদর কখনোই ভুল মানুষের কাছে আশা করবেন না। নিজেকে ভালোবাসুন এখনো সময় আছে। মেয়েরা নিজের ভ্যালু নিজেই কমাই ভুল মানুষের কাছে প্রত্যাশা করে।
কত নারী দেখতে ভালো না, সঙ্গীর প্রতি যত্নবান না, ভালো রান্না পারেনা,গুছিয়ে কোন কাজই করতে পারেনা।যদি সংসার ভাঙ্গার রিজন এইগুলা হত / সঙ্গীর অবহেলার কারণ এইগুলোও হত।বেশিরভাগ মেয়েদেরি সংসার টিকতো না।কারন এই যুগে সুন্দর করে গুছিয়ে সংসার করে খুব কম নারী। নারী হয়ে বলছি সংসার করা ২৪ ঘন্টা চাকরি করার চাইতেও কঠিন। আর ভুল মানুষের সংসার করে নরক যন্তনাই পোড়ার মত।
✍️ ইয়াসমিন

লেখা সংগৃহীত









06/09/2025

Good night 😴😴😴😴

মেহেদি দিতে আমার খুব ভালো লাগে 🥰🥰
06/09/2025

মেহেদি দিতে আমার খুব ভালো লাগে 🥰🥰


06/09/2025

ভালোবাসা ভালোবাসে শুধুই তাকে ❤️
ভালোবাসা ভালোবেসে বেধে যে রাখে।💝




06/11/2024

আসসালামু আলাইকুম আপু/ ভাইয়ারা । আমাদের গ্রামের একটা মেয়ে বাবা-মা মারা গেছে ছোটবেলা। মেয়েটা এতিম।দাদি ভিক্ষা করে বড় করছে। মেয়েটার বিয়ে ঠিক হয়েছে নভেম্বরের ১৫ তারিখ। দাদি সবার কাছে সাহায্য চাইতেছে নাতিটাকে বিয়ে দেওয়ার জন্য। আমরা যদি অল্প কিছু ১০০/২০০ টাকা করে সাহায্য করি তাহলে মেয়েটার অনেক উপকার হয়।
বিকাশ - 01624605839
রকেট- 01626476134
নগদ-01626476134

Address

Dhaka

Website

Alerts

Be the first to know and let us send you an email when Glitter and glam posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share